ফেসবুক রিলস বন্ধ করার নিয়ম – Hide facebook reels

ফেসবুক রিলস বন্ধ করার নিয়ম

ফেসবুকে বর্তমানের রিলস নামের নতুন একটি ফিচার যুক্ত হয়েছে। অনেকের জন্য ভালো ফিচার মনে হলেও বেশিরভাগ মানুষের জন্য এটি বিরক্তির কারন হয়ে দাড়িয়েছে। বিশেষ করে তুলনামূলক শিক্ষিত ও বয়ষ্ক ব্যবহারকারীর জন্য এই ফিচারটি অসুবিধার কারন হয়ে দাড়িয়েছে।

ফেসবুক কর্তৃপক্ষ সরাসরি রিলস বন্ধ করার কোন অপশন রাখেনি। যার মানে হচ্ছে ফেসবুক রিলস সম্পূর্নভাবে বন্ধ করা সম্ভব নয়। তবে আজকে আমরা এমন কিছু ফেসবুক রিলস বন্ধ করার নিয়ম নিয়ে আলোচনা করবো যার মাধ্যমে আপনার ফেসবুক ফিড থেকে ফেসবুক রিলস অপশন দেখানো কমিয়ে ফেলতে পারেন। বিশেষ করে তুলনামূলক খারাপ রিলস গুলো হাইড করে দিতে পারবেন।

আরো পড়ুন – ফেসবুক থেকে ভয়েস মেসেজ ডাউনলোড

ফেসবুক রিলস কি?

ফেসবুক রিলস হচ্ছে শর্ট ভিডিও দেখার নতুন একটি ফিচার যা কিছুটা টিকটকের সাথে তুলনা করা যেতে পারে। ২০২০ সালের পর থেকে টিকটক সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং এর ধারাবাহিকতায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া শর্ট ভিডিও এড করা শুরু করে তাদের এপ্লিকেশনে। যেমন ইউটিব শর্টস, ইন্সটাগ্রাম ও ফেসবুক রিলস নামে এই শর্ট ভিডিওর অপশনটি চালু করে।

কিন্তু সমস্যা হচ্ছে এখানে অনেক সময় কুরুচিপূর্ন ও অসামাজিক কিছু ভিডিও চলে আসে যা অনেকেই পছন্দ করেন না। তাই আজকে আমরা ফেসবুক রিলস বন্ধ করার নিয়ম দেখানোর চেষ্টা করবো।

ফেসবুক রিলস বন্ধ করার নিয়ম

ফেসবুক রিলস হাইড করার নিয়ম

যেমনটা আমরা উপরে বলেছিলাম ফেসবুক রিলস হাইড করার সরাসরি কোন অপশন ফেসবুক রাখেনি। তবে নির্দিষ্ট কিছু নিয়ম ফলো করে রিলস দেখা নিয়ন্ত্রন করতে পারেন। নিচে আমরা কয়েকটি ধাপে সম্পূর্ন প্রক্রিয়াটী বর্ননা করার চেষ্টা করবো। সব গুলো ধাপ সঠিকভাবে অনুসরন করলে আশা করছি কোন সমস্যা ছাড়াই রিলস বন্ধ করতে পারবেন।

ফেসবুক রিলস বন্ধ করার নিয়ম

ধাপ ১ – প্রথমেই মোবাইল কিংবা ডেস্কটপ থেকে আপনার ফেসবুকে লগিন করুন। এবং ক্রল করতে থাকুন যতক্ষন না রিলস আসে। অর্থাৎ আপনার ফেসবুক ফিডে রিলস সেকশন আসার পর্যন্ত স্ক্রল করতে থাকুন।

ধাপ ২ – এই পর্যায়ে রিলস সেকশনের উপরের ডান পাশে কোন থ্রি-ডট লাইনে ক্লিক করুন।

ধাপ ৩ – থ্রি ডট আইকনে ক্লিক করলে হাইড নামের একটি অপশন আসবে। এবার হাইড করে দিন। এতে করে সাময়িকভাবে রিলস সেকশনটি হাইড হয়ে যাবে।

তবে এইক্ষেত্রে মনে রাখতে হবে রিলস এর সেকশনটি সম্পূর্নভাবে হাইড হবে না। সাময়িকভাবে রিলস সেকশনটি হাইড হলেও আবার স্ক্রোল করার সময় সামনে আসবে। তবে কয়েকবার এইভাবে হাইড করলে ফেসবুক এলগরিদম বুঝতে পারবে আপনি এই সেকশনটি আর দেখতে চাচ্ছেন না। এরপর আস্তে আস্তে রিলস আসা কমে যাবে।

নির্দিষ্ট প্রোফাইলের রিলস হাইড করার নিয়ম

ফেসবুক রিলস বন্ধ করার নিয়ম

যদি এমন হয় যে রিলস আপনার ভালো লাগে তবে নির্দিষ্ট একটি প্রোফাইলের রিলস আপনি দেখতে চান না। অর্থাৎ নির্দিষ্ট কোন একটি প্রোফাইলের রিলস আপনি বন্ধ করতে চান সেক্ষেতে নিচের নিয়মে তা করতে পারেন।

ধাপ ১ – প্রথমে যে প্রোফাইলের রিল দেখতে চান না তার উপরের ডান পাশের থ্রি ডট আইকনে ক্লিক করুন।

ধাপ ২ – এই পর্যায়ে ফ্লোটিং মেনুতে অনেকগুলো অপশন শো করবে। এখান থেকে See Less এই অপশনটি সিলেক্ট করুন। এরপর থেকে ওই চ্যানেলের আর কোন ভিডিও আপনার টাইমলাইনে শো করবে না।

নিজের রিল হাইড করার নিয়ম

যদি আপনি নিজে একজন রিলস ক্রিয়েটর হয়ে থাকেন আর আপনি চাচ্ছেন আপনার ফ্রেন্ড লিস্টের নির্দিষ্ট কিছু মানুষের কাছ থেকে এই রিলস অপশনটি হাইড রাখতে সেক্ষেত্রে আপনি সেটাও করতে পারেন।

আপনার রিল আপলোড করার সময় সাধারনত এটি পাবলিক করা থাকে। অর্থাৎ আপনার ফ্রেন্ড লিস্টের যেকেউ এই রিল দেখতে পারবে। সাথে ফেসবুক ব্যবহার করে এমন যেকেউ চাইলে আপনার প্রোফাইলে গিয়ে এই রিল দেখতে পাবে।

আপনি যদি নির্দিষ্ট কিছু মানুষের কাছ থেকে এই রিল হাইড করতে চান সেক্ষেতে Public এর পরিবর্তে Custom এই অপশনটি সিলেক্ট করুন এবং কে কে এই রিল দেখতে পাবে তা সিলেক্ট করে রিল টি আপলোড করে দিন।

আরো পড়ুন – ফেসবুক আইডি থেকে ফোন নাম্বার বের করার নিয়ম

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply