ওমানে সবচেয়ে ভালো সিম কোনটি, ওমানে সিম কিনার নিয়ম

ওমানে সবচেয়ে ভালো সিম কোনটি

ঘুরার জন্য অথবা কাজ করার জন্য প্রতিবছরই বাংলাদেশ থেকে হাজারো মানুষ ওমান যায়। ঘুরার জন্য হোক অথবা কাজ করার জন্য হোক অন্যদেশে গেলে প্রথমেই যে কাজটি করতে হয় তা হচ্ছে একটি সিম ক্রয় করা। যারা প্রথমবার ওমান যাচ্ছেন তাদের বেশিরভাগই জানেনা ওমানে সবচেয়ে ভালো সিম কোনটি এবং ওমানের সিম কেনার নিয়ম কি।

ওমানে সবচেয়ে ভালো সিম কোনটি
ছবি – ওমানে সবচেয়ে ভালো সিম কোনটি

আজকে আমরা চেষ্টা করবো ওমানে সবচেয়ে ভালো সিম কোনটি, ওমানে সিম কিনার নিয়ম এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করতেন। ওমানে সবচেয়ে ভালো সিম কোনটি পরিষ্কার ধারণা পাবেন আজকের আর্টিকেলে। চলুন তাহলে শুরু করা যাক।

ওমানে কোন সিম কোম্পানি সবচেয়ে ভালো

ওমানের সবচেয়ে ভালো সিম কোনটি এই ব্যাপারে আলোচনা করার পূর্বে সিম কোম্পানি নিয়ে একটি ধারণা থাকা উচিত। অর্থাৎ ওমানের সর্বমোট কয়টি সিম অপারেটর রয়েছে এই পর্যায়ে আমরা সে ব্যাপারে আলোচনা করব।

বর্তমানে ওমানের প্রধানত দুইটি সিম অপারেটর রয়েছে।

  1. Omantel (ওমান সরকার নিয়ন্ত্রিত)
  2. Ooredoo (কাতারের একটি কোম্পানির মালিকানাধীন)

এছাড়াও আরো কিছু সাবব্র্যান্ড ও ই-সিম কোম্পানি রয়েছে ওমানে। তবে আমাদের আজকের আলোচনা এই দুটি সিম নিয়েই থাকবে। কেননা এই দুটি সিম ই বর্তমানে ওমানের সবচেয়ে জনপ্রিয়।

ওমানে সবচেয়ে ভালো সিম কোনটি

উপরে আমরা মনে সর্বমোট কতটি সিম কোম্পানি আছে সেই ব্যাপারে আলোচনা করেছি। এই পর্যায়ে ওমানে সবচেয়ে ভালো সিম কোনটি সে সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করব।

Ooredo – যদি কম টাকার মধ্যে সেবা পেতে চান সে ক্ষেত্রে  Ooredoo আপনার জন্য ভালো একটি অপশন হতে পারে। এই সিমটির বিশেষত্ব হচ্ছে তুলনামূলক কম দামে ইন্টারনেট ও টকটাইম প্যাকেজ দিয়ে থাকে। এছাড়া ট্যুরিস্টদের জন্য কম দামে ভালো কিছু প্যাকেজ রয়েছে। কম দামে ইন্টারনেট প্যাকেজ এর ক্ষেত্রে Ooredoo সিমটি সেরা।

Omantel – আর আপনি যদি নেটওয়ার্ক নিয়ে বেশি চিন্তিত হন সেক্ষেত্রে Omantel সিমটি ক্রয় করতে পারেন। Omantel বাংলাদেশের গ্রামীনফোনের মত অর্থাৎ দাম কিছুটা বেশি হলেও সার্ভিস ও নেটওয়ার্ক কাভারেজ অনেক স্ট্রং

আপনি যদি ওমানের দুর্লভ কোন এলাকায় অথবা এমন জায়গায় থাকেন যেখানে নেটওয়ার্ক পাওয়া কষ্টকর তাহলে আপনার জন্য Omantel ভালো হবে।

আশা করি আপনার জন্য কোন সিমটি ভালো হবে এই ব্যাপারে কিছুটা আইডিয়া পেয়েছেন। তবে আমাদের সাজেশন থাকবে কনফিউজড না হয়ে আপনি সরাসরি কাতার ভিত্তিক সিম Ooredo ক্রয় করতে পারেন। বর্তমানে সবদিক বিবেচনায় Ooredo ওমানের সবচেয়ে জনপ্রিয় সিম।

আরো পড়ুন – সৌদি আরবে ভালো সিম কোনটি, সৌদি আরব সেরা সিমের নাম কি

ওমানে নতুন সিম কিনার নিয়ম

উপরে আমরা ওমানে সবচেয়ে ভালো সিম কোনটি নিয়ে আলোচনা করেছিলাম। এই পর্যায়ে আমরা ওমানে নতুন সিম কিনার নিয়ম জেনে নিবো। ওমানে সিম ক্রয় করা আমাদের দেশের মত ই খুব সহজ। মাত্র কয়েক মিনিটের মধ্যেই সিম ক্রয় করতে পারেন।

ওমানে নতুন সিম কিনতে কি কি লাগবে?

স্থায়ী নাগরিকদের জন্য – যারা ওমানের স্থায়ী নাগরিক তারা ওমানে নতুন সিম ক্রয় করতে জাতীয় পরিচয়পত্র ও হাতের আঙ্গুলের ছাপ দিলেই হবে। ওমানে নতুন সিম ক্রয়ের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতই সহজ এবং অল্প সময় লাগে। শুধু শর্ত হচ্ছে যার নামে সিম রেজিট্রেশন হবে তার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে

  1. জাতীয় পরিচয়পত্র
  2. আঙ্গুলের ছাপ

প্রবাসিদের জন্য সিম কিনার নিয়ম – আপনি যদি ওমানে ঘুরতে যান অথবা ভিসা নিয়ে কাজের উদ্দেশ্যে যান সেক্ষেত্রে আপনার সিম ক্রয়ের ক্ষেত্রে আপনার ভিসা অথবা পাসপোর্ট জমা দিতে হবে। এরপর হাতের ছাপ দিয়ে খুব সহজেই সিম রেজিট্রেশন করে নিতে পারেন।

  1. ভিসা/ পাসপোর্ট এর মূল কপি
  2. আঙ্গুলের ছাপ

ওমানে নতুন সিম কোথা থেক ক্রয় করবেন

ওমানে সবচেয়ে ভালো সিম কোনটি
ছবি – ওমানে নতুন সিম কোথা থেক ক্রয় করবেন

বাইরের দেশ থেকে যারা ওমানে ঘুরতে যায় অথবা কাজ করতে যায় তারা মূলত মাসকাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ল্যান্ড করে। এয়ারপোর্টে ল্যান্ড করার পর পর সেখানে ইন্টারন্যাশনাল যাত্রীদের জন্য সিম ক্রয়ের ব্যবস্থা রয়েছে। এছাড়াও এয়ারপোর্ট ছাড়াও বিভিন্ন বড় শপিং মল ও সিম বিক্রয় কেন্দ্র থেকে নতুন সিম ক্রয় করতে পারবেন।

  • এয়ারপোর্ট
  • শপিং মল
  • সিম কাস্টমার কেয়ার বা সেল সেন্টার
  • অনলাইনে

এয়ারপোর্ট থেকে নতুন সিম ক্রয় করার নিয়ম

আপনি যখন মাসকাট এয়ারপোর্টে প্লেন করবেন সেখানে অনেক বড় বড় সিম বিক্রয় কেন্দ্র পেয়ে যাবেন। আপনার মত হাজারো ইন্টার্নেশনাল যাত্রী প্রতিদিন ওমানের কাজের উদ্দেশ্যে অথবা বেড়ানোর উদ্দেশ্যে ওমান আসে তাই তাদের কথা মাথায় রেখে এয়ারপোর্টে সিম বিক্রয় কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে।

এয়ারপোর্ট থেকে সিম ক্রয় করার জন্য আপনার পছন্দের সিম কোম্পানিতে বিক্রয় কেন্দ্রে গিয়ে নিজের পাসপোর্ট অথবা ভিসা অফিসে জমা দিতে হবে। ভিসা জমা দেয়ার পর কিছু সময় ওয়েট করলে তারা আপনার ভিসার আন্ডারে একটি সিম রেজিস্ট্রেশন করে নিয়ে আসবেন।

এরপর আপনি হাতের ছাপ দিবেন এবং টাকা পরিশোধ করলেই সিমটি সক্রিয় হয়ে যাবে।

শপিং মল থেকে সিম ক্রয় করার নিয়ম

ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ছাড়াও সব বড় বড় শপিং মলে সিম ক্রয়ের এর ব্যবস্থা রয়েছে। কোন কারণে সময়ের স্বল্পতার কারণে অথবা ভাষাগত সমস্যার কারণে যদি এয়ারপোর্ট থেকে সিম ক্রয় করতে না পারেন সে ক্ষেত্রে পরবর্তীতে নিকটস্থ শপিং মল থেকে পছন্দের মোবাইল সিম টি সংগ্রহ করতে পারেন।

অনলাইন থেকে সিম ক্রয় করার নিয়ম

অনেকেই প্রথমবার ওমান যাওয়ার পর ভাষাগত সমস্যার কারণে সরাসরি সিম ক্রয় করতে চান না। কোন সমস্যার কারণে সরাসরি সিম ক্রয় করতে হবে রোগ হলে আপনি অনলাইনে অর্ডার করতে পারেন।

এক্ষেত্রে সিম অর্ডার করার সময়ে তারা আপনার কাছে কিছু তথ্য চেয়ে নেবে এবং অনলাইনে পেমেন্ট করলে বাসা ঠিকানা সিম দিয়ে যাবে।

অনলাইন থেকে সিম ক্রয় করতে চাইলে এখানে ক্লিক করুন

ওমানে একজন ব্যক্তি কতটি সিম কিনতে পারে

উপরে আমরা ওমানে সবচেয়ে ভালো সিম কোনটি, ওমানে সিম কিনার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। অনেক ক্ষেত্রে আমাদের একাধিক সিম ব্যবহার করার প্রয়োজন হয়। কিন্তু আমরা অনেকেই জানি না একজন ব্যক্তি ওমানে সর্বমোট কতটি সিম ক্রয় করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন।

ওমানের স্থায়ী বাসিন্দা হল – সিম ব্যবহারকারী যদি ওমানের স্থায়ী বাসিন্দা হয় অর্থাৎ ওমানের জাতীয় পরিচয় পত্র যার কাছে আছে তিনি সর্বোচ্চ ১০ টি সিম ক্রয় করতে পারবেন এবং একইসাথে ব্যবহার করতে পারবেন। এই ক্ষেত্রে শর্ত হলো ব্যবহারকারীর ব্যক্তির বয়স ১৮ বছর হতে হবে এবং বৈধ হওয়া জাতীয় পরিচয় পত্র থাকতে হবে।

প্রবাসী ও ট্যুরিস্টদের জন্য – প্রবাসী এবং টুরিস্ট একটি পাসপোর্ট এর আন্ডারে সর্বোচ্চ ২ টি সিম কার্ড সক্রিয় রাখতে পারবেন। অর্থাৎ আপনি যদি ওমানের স্থায়ী বাসিন্দা না হন তাহলে ২ বেশি সিম ব্যবহার করতে পারবেন না।

ওমানে সবচেয়ে ভালো সিম কোনটি

 

উপরে আমরা নিয়ে ওমানে সবচেয়ে ভালো সিম কোনটি, ওমানে সিম কিনার নিয়ম বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করছি ব্লগ টি আপনাদের কিছুটা হলেও উপকারে এসেছে। ভালো লাগলে আপনার বন্ধু ও প্রিয়জনদেরও সাথে শেয়ার করতে ভুলবেন না।

আমরা নিয়মিত প্রবাসী ভাইদের জন্য এই ধরনের উপকারী পোস্ট করে থাকি। আপনার কোন প্রশ্ন বা মতামত থাকলে এই পোস্টে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা দ্রুত সময়ের মধ্যে উত্তর দেয়ার চেষ্টা করব। ধন্যবাদ

আরো পড়ুন – সৌদি আরবে ভালো সিম কোনটি, সৌদি আরব সেরা সিমের নাম কি

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply