ইমার্জেন্সি ব্যালেন্স কোড – সকল সিমের ইমার্জেন্সি ব্যালেন্স

ইমার্জেন্সি ব্যালেন্স কোড

একসময় মোবাইলে ব্যালেন্স শেষ হয়ে গেলে শুধুমাত্র ইমারজেন্সি মিসকল দেয়া যেত। কিন্তু সময়ের সাথে প্রযুক্তি অনেক পরিবর্তন হয়েছে এবং কাস্টমারদের সুবিধার কথা চিন্তা করে এখন সব অপারেটর ইমারজেন্সি ব্যালেন্স এর সুবিধা নিয়ে এসেছে। এখন ব্যালেন্স শেষ হয়ে গেলেও টাকা ধার নেওয়া যাবে এবং কল এবং ইন্টারনেট ক্রয় করা যাবে। সব সিমের ইমারজেন্সি ব্যালেন্স নেয়ার সিস্টেম আলাদা।

আজকে আমরা চেষ্টা করব সকল সিমের ইমার্জেন্সি ব্যালেন্স কোড গুলো উল্লেখ করতে এবং সেইসাথে কোন সিমের কি কি শর্ত রয়েছে সেগুলো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব।

আমরা আজকে যে কয়টি সিমে ইমারজেন্সি ব্যালেন্স কোড নিয়ে আলোচনা করব তা হল –

  1. রবি সিমের ইমারজেন্সি ব্যালেন্স
  2. এয়ারটেল সিমের ইমারজেন্সি
  3. গ্রামীণফোন ইমারজেন্সি ব্যালেন্স
  4. স্কিটো সিম ইমার্জেন্সি ব্যালেন্স
  5. বাংলালিংক সিমের ইমারজেন্সি ব্যালেন্স
  6. টেলিটক সিমের ইমারজেন্সি ব্যালেন্স

ইমার্জেন্সি ব্যালেন্স কোড

রবিতে ইমার্জেন্সি ব্যালেন্স কিভাবে নেয়

রবিতে ইমারজেন্সি ব্যালেন্স কে ঝটপট ব্যালেন্স বলা হয়। রবিতে ঝটপট  ব্যালেন্স নিতে চাইলে ডায়াল করুন *123*007# অথবা মেসেজ অপশনে START O লিখে 8811 নম্বরে পাঠিয়ে দিন

রবিতে ইমারজেন্সি ব্যালেন্স চেক করার কোড *1# অথবা *222#

এছাড়াও মোবাইলে মাই রবি অ্যাপ ডাউনলোড করা থাকেন তাহলে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়া এবং ব্যালেন্স চেক করার সবকিছু মোবাইল অ্যাপ থেকেই করা যাবে।

রবিতে ইমারজেন্সি ব্যালেন্স শর্তাবলী –

  1. ব্যবহারকারী তাদের পূর্বের ব্যবহারের উপরে নির্ভর করে 21 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত ঝটপট ব্যালেন্স পাবেন। অর্থাৎ আপনি কত টাকা ইমারজেন্সি ব্যালেন্স পাবেন দামি কোম্পানি পূর্বে ব্যবহারের উপর নির্ভর করে সিদ্ধান্ত নেবে।
  2. গ্রাহকের ব্যবহারের উপর ভিত্তি করে ঝটপট ব্যালেন্স এর লিমিট প্রতি মাসে কম বা বেশি হতে পারে।
  3. ইমার্জেন্সি ব্যালেন্স পরিশোধ করার সময় সার্ভিস সেবা হিসেবে কিছু পরিমাণ অতিরিক্ত টাকা কেটে নেয়া হয়।
  4. ঋণ পরিশোধ না করলে পুনরায় ইমারজেন্সি ব্যালেন্স নেওয়া যাবে না।

এয়ারটেল ইমার্জেন্সি ব্যালেন্স কোড বাংলাদেশ

এয়ারটেলে ইমারজেন্সি ব্যালেন্স নিতে চাইলে ডায়াল করুন *141# অথবা ডায়াল করুন *8#

এয়ারটেলে ইমারজেন্সি ব্যালেন্স চেক করার কোড *1#

এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স এর শর্তসমূহ –

  • গ্রাহকের পূর্বে ব্যবহারের উপর নির্ভর করে সর্বনিম্ন 12 টাকা থেকে সর্বোচ্চ 100 টাকা পর্যন্ত ইমারজেন্সি লোন দেয়া হয়।
  • প্রতিবাদ পরিশোধের সময় সার্ভিস চার্জ ও ভ্যাটসহ 2.44 টাকা অতিরিক্ত নেয়া হয়
  • ইমারজেন্সি লোন পরিশোধ করা ছাড়া নতুন করে লোন নেয়া যাবেনা
  • ইমারজেন্সি ব্যালেন্স দিয়ে রেগুলার ভয়েস কলের পাশাপাশি ইন্টারনেট এবং এসএমএস প্যাক ক্রয় করা যাবে

গ্রামীন ইমার্জেন্সি ব্যালেন্স কোড

গ্রামীন ফোনের ইমারজেন্সি ব্যালেন্স নিতে ডায়াল করুন *9# এছাড়াও মাই জিপি মোবাইল অ্যাপ্লিকেশন থেকে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়া যাবে।

গ্রামীণফোন ইমারজেন্সি ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *121*1*2#

গ্রামীণফোন ইমারজেন্সি ব্যালেন্স নিয়ম সমূহ –

  1. একজন গ্রাহক তার পূর্বের ব্যবহারের উপর নির্ভর করে সর্বনিম্ন 13 টাকা থেকে শুরু করে 200 টাকা পর্যন্ত ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন।
  2. আপনার জন্য বরাদ্দকৃত ইমারজেন্সি ব্যালেন্সের পরিমাণ জানতে ডায়াল করুন *121*1010*2#
  3. ঋণ পরিশোধের সময় অতিরিক্ত টাকা নেয়া হয় না। অর্থাৎ 20 টাকা ইমারজেন্সি ব্যালেন্স নেয়া হলে পরবর্তী রিচার্জ থেকে 20 টাকা কেটে নেয়া হবে। অতিরিক্ত বা সার্ভিস চার্জ নেয়া হবে না।
  4. ইমারজেন্সি ব্যালেন্স ব্যবহার করতে হলে অবশ্যই মূল ব্যালেন্স এর মেয়াদ থাকতে হবে।

স্কিটো সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার নিয়ম –

স্কিটো সিম গ্রামীণফোনের একটি ডিজিটাল প্রোডাক্ট হলেও এটি সম্পূর্ণ আলাদা একটি সিম এর মত কাজ করে। স্কিটো সিমে মূল ব্যালেন্সে দশ টাকার কম হলে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়া যায়। একজন ব্যবহারকারী সর্বোচ্চ 20 টাকা ইমারজেন্সি ব্যালেন্স পাবেন যার মেয়াদ পরবর্তী 30 দিন।

স্কিটো সিমে ইমারজেন্সি ব্যালেন্স কোড ডায়াল করা সম্ভব নয়। ইমারজেন্সি ব্যালেন্স নিতে হলে অবশ্যই মোবাইল থেকে নিতে হবে। এছাড়াও ব্যালেন্স চেক করতে হলেও মোবাইল অ্যাপ থেকে ইমারজেন্সি ব্যালেন্স চেক করতে হবে।

বাংলালিংক ইমার্জেন্সি ব্যালেন্স কোড

বাংলালিংক সিমে ইমারজেন্সি ব্যালেন্স নিতে ডায়াল করুন *874# বাংলালিংক সিমের মোবাইল অ্যাপ্লিকেশন থেকেও ইমারজেন্সি ব্যালেন্স নেওয়া যাবে।

বাংলালিংক সিমে ইমারজেন্সি ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *874*0#

বাংলালিংক সিমে ইমার্জেন্সি ব্যালেন্স এর নিয়মাবলী –

  1. ইমারজেন্সি ব্যালেন্স এর মেয়াদ আনলিমিটেড এবং রেগুলার ইন্টারনেট প্যাক সহ যেকোন ধরনের কাজে ব্যবহার করা যাবে।
  2. একজন গ্রাহক তার পূর্বে ব্যবহারের উপর নির্ভর করে সর্বনিম্ন 10 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 100 টাকা পর্যন্ত লোন পাবেন।
  3. 15 টাকার উপরে ইমারজেন্সি ব্যালেন্স এর ক্ষেত্রে এসএমএস চার্জ হিসেবে অতিরিক্ত 1.5 টাকা কেটে নেয়া হবে।
  4. পরবর্তী মোবাইল রিচার্জ থেকে ইমারজেন্সি ব্যালেন্সের পরিমাণ কেটে নেয়া হবে।
  5. ইমারজেন্সি ব্যালেন্স পরিশোধ করা ব্যতীত নতুন করে লোন নেয়া যাবেনা।

টেলিটক ইমার্জেন্সি ব্যালেন্স

টেলিটক সিমে ইমারজেন্সি ব্যালেন্স নিতে চাইলে ডায়াল করুন *1122# অথবা আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন Loan এবং পাঠিয়ে দিন 1122 এই নাম্বারে।

ইমারজেন্সি ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *1122*0# অথবা মেসেজ অপশনে Loan info লিখে পাঠিয়ে দিন 1122 এই নাম্বারে।

টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স নিয়মাবলী –

  1. একজন গ্রাহক তার পূর্বে ব্যবহারের উপর নির্ভর করে 10 টাকা, 20 টাকা, 30 টাকা অথবা 50 টাকা পাবেন।
  2. ইমারজেন্সি ব্যালেন্স পরিশোধ করার সময় অতিরিক্ত সার্ভিস চার্জ কেটে নেয়া হবে।
  3. প্রতিমাসে ইউজারের ব্যবহারের উপর নির্ভর করে ইমারজেন্সি ব্যালেন্সের লিমিট কমবেশি হতে পারে।
  4. পরবর্তী নিচ থেকে ইমারজেন্সি ব্যালেন্স অটোমেটিক কেটে নেয়া হবে।
  5. ইমারজেন্সি ব্যালেন্স পরিশোধ করা ব্যতীত পুনরায় ইমারজেন্সি ব্যালেন্সের জন্য আবেদন করা যাবে না।
  6. ইমারজেন্সি ব্যালেন্স এর টাকা দিয়ে রেগুলার ইন্টার্নেট প্যাক সহ সকল কাজে ব্যবহার করা যাবে।

আরো পড়ুন – রবি হোয়াটসঅ্যাপ প্যাক কোড – রবি হোয়াটসঅ্যাপ এমবি

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply