টেলিগ্রামে নিজেকে ম্যাসেজ পাঠানোর নিয়ম

টেলিগ্রামে নিজেকে ম্যাসেজ পাঠানোর নিয়ম

বর্তমানে মার্কেটে যেকয়টি ম্যাসেজিং সফটওয়্যার রয়েছে তার মধ্যে টেলিগ্রাম অন্যতম একটি। তুলনামূলক দেরি করে আসলেও বিভিন্ন ফিচার ও সিকিউরিটি জনিত সুবিধার কারনে বর্তমানে বিশ্বে টেলিগ্রামের জনপ্রিয়তা এখন অনেক বেশি। টেলিগ্রামের অসাধারন কিছু ফিচার এর মধ্যে একটি হচ্ছে সেভড ম্যাসেজ (Saved Message)

গুগল ড্রাইভ কিংবা গুগল ফটোজ এর মত অনেক সুবিধা রয়েছে। কিন্তু যারা টেলিগ্রাম ব্যবহার করেন তাদের অনেকেই জানে না এই ফিচারটি কিভাবে ব্যবহার করতে হয় কিংবা এই ফিচার দিয়ে কি কি করতে পারবেন। আজকে আমরা Telegram Saved Message নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

আরো পড়ুন – রবি হোয়াটসঅ্যাপ প্যাক কোড – রবি হোয়াটসঅ্যাপ এমবি

টেলিগ্রাম সেভড ম্যাসেজ কি?

সাধারনত আমরা টেলিগ্রাম ব্যবহার করি কাউকে ম্যাসেজ পাঠানোর জন্য। কিন্তু সেভড ম্যাসেজ হচ্ছে এমন একটি ফিচার যা সাহায্যে আপনি নিজেকে নিজেই ম্যাসেজ পাঠাতে পারবেন। অর্থাৎ এই ম্যাসেজ অপশন টি আপনার ব্যক্তিগত স্টোর হিসেবে কাজ করবে। এখানে আপনি নরমাল ম্যাশেজ ছাড়াও আনলিমিটেড স্টোরেজ হিসেবে ব্যবহার করতে পারবেন। সে সাথে ইচ্ছা মত ছবি, ভিডিও, অডিও আপলোড করে রাখতে পারবেন।

এক কথায় বলতে গেলে টেলিগ্রামের সেভড ম্যাসেজ হলো ফ্রিতে আনলিমিটেড স্টোরেজ ব্যবহার করার একটা সুযোগ। 

টেলিগ্রামে সেভড ম্যাসেজ কিভাবে অন করবেন?

টেলিগ্রামের সেভড ম্যাসেজ চালু করতে হলে কয়েকটি ধাপ অনুসরন করতে হবে। এই পর্যায়ে আমরা সবগুলো ধাপ শুরু থেকে দেখানোর ট্রাই করবো। আশা করছি সব গুলো ধাপ ঠিকভাবে ফলো করলে এই অপশন টি ব্যবহার করতে পারবেন।

টেলিগ্রামে নিজেকে ম্যাসেজ পাঠানোর নিয়ম

ধাপ ১ – প্রথমেই আপনার মোবাইল বা ডেস্কটপ থেকে টেলিগ্রাম মোবাইল অ্যাপ এ প্রবেশ করুন।

ধাপ 2 – এই পর্যায়ে টেলিগ্রামের উপরে বাম পাশে মেনুবার আইকনে ক্লিক করুন। এতে করে উপরে দেখান ছবির মতো সেটিংস প্যানেল ওপেন হবে।

ধাপ 3 – এই পর্যায়ে উপরে দেখানো ছবির মত সেট মেসেজেস অপশনটি দেখতে পাবেন। অপশনটি সিলেক্ট করুন এবং যে কোন একটি মেসেজ লিখে সেন্ড করুন। এতে করে এই ফিচারটি চালু হয়ে যাবে।

এইবার আপনার নর্মাল মেসেজে তালিকাতে সেন্ড মেসেজ নামে একটা নতুন অপশন চালু হবে। আপনি যখন ইচ্ছা এই অবসরে ঢুকে যেকোনো কিছু আপলোড করে রাখতে পারবেন এবং পরবর্তীতে তা ডাউনলোড করে দেখতে পারবেন।

টেলিগ্রাম সেভড মেসেজ এর সুবিধা

উপরে আমরা টেলিগ্রামে নিজেকে ম্যাসেজ পাঠানোর নিয়ম নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। এ পর্যায়ে আমরা টেলিগ্রাম সেভড মেসেজ ফিচারের কিছু স্পেশাল দিক নিয়ে আলোচনা করবো। অর্থাৎ এই ফিচারটি ব্যবহার করে কি করতে পারবেন তার সংক্ষিপ্ত একটি লিস্ট দেয়ার চেষ্টা করবো।

আনলিমিটেড স্টোরেজ – টেলিগ্রাম সেভড মেসেজ এই ফিচারটিতে রয়েছে আনলিমিটেড স্টোরেজের সুবিধা। অর্থাৎ স্টোরেজের কোন লিমিটেশন থাকল না আপনি যত ইচ্ছা যা ইচ্ছা আপলোড করে নিজের ইচ্ছামত রাখতে পারবেন। গুগোল ড্রাইভ যেখানে মাত্র 16 জিবি স্টোরেজ যেখানে টেলিগ্রাম আনলিমিটেড স্টোরে যেতে ইচ্ছে যা সত্যিই অকল্পনীয়।

আপলোড সাইজ – টেলি নামে রয়েছে 2 জিবি ফাইল আপলোড সাইজ। অর্থাৎ একবারে সর্বোচ্চ 2 জিবি পর্যন্ত আপলোড করা যাবে। টেলিগ্রাম ফ্রি ভার্সন এর চেয়ে বড় ফাইল আপলোড করা সম্ভব নয়। তবে আপনি যদি প্রিমিয়াম টেলিগ্রাম ইউজ করেন সেক্ষেত্রে ১০ জিবি পর্যন্ত আয় করতে পারবেন।

ছবি ভিডিও কিংবা গুরুত্বপূর্ণ যেকোনো ডকুমেন্টস চাইছেন আপনার করে রাখা যাবে টেলিগ্রামে। আরো সহজ ভাবে বললে গুগোল ড্রাইভ এর মত ভার্চুয়াল ড্রাইভ হিসেবে টেলিগ্রাম সেভড মেসেজ অপশনকে। শুধু পার্থক্য হচ্ছে গুগল ড্রাইভে ১৬ জিবি স্টোরেজ আর টেলিগ্রামে আন লিমিটেড।

মন্তব্য

আমরা চেষ্টা করেছি নিয়ে বিস্তারিত আলোচনা করতে। আশাকরি ব্লগটি আপনাদের ভাল লেগেছে। আমাদের ওয়েবসাইটে নিয়মিত এই ধরনের টিপস শেয়ার করা হয়। অন্যান্য আর্টিকেল পড়ে দেখতে পারেন এছাড়া আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। কোন প্রশ্ন বা মতামত থাকলে এই পোষ্টের কমেন্টে জানাতে পারেন আমরা দ্রুত সময়ের মধ্যে উত্তর দেয়ার চেষ্টা করব। ধন্যবাদ

আরো পড়ুন – সম্পূর্ন ফ্রিতে ইমু কলার টিউন সেট করার নিয়ম – ইমুতে কলার টিউন দেয় কিভাবে

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply