ভালোবাসা দিবস গিফট আইডিয়া

ভালোবাসা দিবস গিফট আইডিয়া

আসন্ন ভালোবাসা দিবস উপলক্ষে ভালোবাসার মানুষকে সবাই কিছু না কিছু গিফট দিতে চায়। তবে কোন উপহার দিলে সবচেয়ে বেশি খুশি হবে তা নিয়ে অনেকের চিন্তার শেষ থাকে না। যারা ভালোবাসার মানুষটির হাতে পছন্দের উপহারটি তুলে দেওয়ার জন্য ভ্যালেন্টাইনস ডে গিফট আইডিয়া খুঁজছেন।

তাদের জন্য আজকে আমাদের এই আর্টিকেল। আজকে আমরা ভালোবাসা দিবস গিফট আইডিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

আরো পড়ুন – কম দামে ভালো উপহার। বান্ধবীর জন্মদিনের উপহার। মেয়েদের পছন্দের উপহার

ভ্যালেন্টাইন ডে গিফট আইডিয়া

বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে নিচে আমরা ভালোবাসা দিবস গিফট আইডিয়া র একটি তালিকা দেয়ার চেষ্টা করেছি। লিস্টটি করার সময় আমরা চেষ্টা করেছি কমদামে সেরা আইটিমটি পছন্দ করতে।

একগুচ্ছ ফুল

ফুলকে ভালোবাসা না এমন মানুষ এই পৃথিবীতে খুব কম পরিমাণে আছে। সবাই কম বেশি ফুল কে ভালোবেসে থাকে আর এই ফুল উপহার দিলে অনেক সময় ভালোবাসার নিদর্শন হিসেবে তা সংরক্ষণ করে রাখা যায়। তাই যাকে ভালোবাসেন তাকে ভালোবাসা দিবসে তার পছন্দের ফুল গিফট করা যেতে পারে। বর্তমানে ফুলের দোকানগুলোতে দেশি ফুলের পাশাপাশি বিভিন্ন ধরনের বিদেশি ফুল এবং নানা বেরঙের গোলাপও পাওয়া যায় যা পূর্বে পাওয়া যেত না।

চকলেট

চকলেট প্রায় কমবেশি সবারই অনেক পছন্দ। ভালোবাসা দিবসে প্রিয়জনের জন্য সেরা মানের চকলেট হতে পারে সেরা গিফট। তবে ভালো চকলেট এর দাম না জানলে কিংবা কম দামে ভালো চকলেট কিনতে চাইলে দারাজ বাংলাদেশ হতে পারে একটি আদর্শ জায়গা। এখানে ক্যাডবেরি চকলেট থেকে শুরু করে স্নিকার্স বা ডার্ক চকলেট পাওয়া যায় কম দামে।

আরো পড়ুন – ১০০০ টাকার মধ্যে গিফট। ছেলেদের গিফট আইডিয়া

বই

বর্তমান যুগে অনেকেই এখনো বই পড়তে খুবই ভালোবাসে। যে কোন উপলক্ষে বই হতে পারে দারুন একটি উপহার। পছন্দের লেখকের সেরা বইগুলোর কালেকশন হতে পারে এ ভ্যালেন্টাইনস ডে তে আপনার প্রিয় মানুষের জন্য উপযুক্ত গিফট। এখন বর্তমানে জাতীয় বই মেলা চলছে চাইলে সেখান থেকে পছন্দের লেখকের নতুন নতুন বই প্রিয় মানুষকে গিফট করা জায়। এছাড়াও ঘরে বসে অনলাইনে প্রিয় লেখক এর বই রকমারি ডট কম থেকে অর্ডার করা যায়।

জুয়েলারি

জুয়েলারি পছন্দ করে না এমন মেয়ে পাওয়া খুবই দুষ্কর। ভালোবাসা দিবসের উপহার হিসেবে প্রিয় মানুষের জন্য দারুন সব অলংকার কিনে গিফট দেওয়া যায়। গহনা গিফট করার মাধ্যমে মেয়েদের মন খুব সহজেই জিতে নেওয়া যায়। দোকানে গিয়ে অথবা অনলাইনে বসেই পছন্দের মানুষের জুয়েলারি কালেকশন থেকে গহনার ছবি দেখে রুচি মিলিয়ে সব সহজে পছন্দ করে নেওয়া যায়। সেটা ডিজাইনের অলংকার কানের দুল থেকে শুরু করে কাচের চুড়ি বা সেরা ডিজাইনারের ব্রেসলেট তাদের মধ্যে অন্যতম।

বিউটি কিট

বিভিন্ন মেকআপ কালেকশনের মধ্যে সহজে প্রিয় মানুষের জন্য সেরা মেকআপ কিটটি বেছে নেওয়া যায়। সেরা মানের আইশ্যাডো, মেকআপ ব্রাশ, মেকআপ বক্স, লিকুইড লিপিস্টিক, মেনিকিওর পেডিকিউর সেট ছাড়াও ফাউন্ডেশন থেকে শুরু করে মেকআপ ব্যাগ ্সহ বিভিন্ন ধরনের অর্নামেন্টস পাওয়া যায় বাংলাদেশের বড় বড় অনলাইন সাইটগুলোতে।

আরো পড়ুন – ১০০০ টাকার মধ্যে গিফট। ছেলেদের গিফট আইডিয়া

ফ্যাশন আইটেম

বর্তমানে অনেকেরই শাড়ি বা পাঞ্জাবি খুবই পছন্দ এই ভালোবাসা দিবসে প্রিয় মানুষকে শাড়ি বা পাঞ্জাবি গিফট করা যেতে পারে। বয়ফ্রেন্ডের জন্য টিশার্ট শার্ট, প্যান্ট ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফ্যাশন আইটেম গিফট করা যায়। এছাড়াও প্রিয় মানুষটির জন্য কেনা যায় শাড়ি সালোয়ার কামিজ লেহেঙ্গা টপ স্কোরলি নিউস বিভিন্ন ফ্যাশন আইটেম।

ঘড়ি বা স্মার্ট ওয়াচ

বর্তমানে ছেলে-মেয়ে সবার জন্য এই ঘড়ি হতে পারে একটি দারুন উপহার। কেননা কম বেশি ঘড়ি সবাই ব্যবহার করে থাকে তবে স্মার্ট ওয়াচ বর্তমানে ইয়াং জেনারেশনের খুবই পছন্দের। গিফটের জন্য প্রিয় মানুষের দেওয়া গিফট ব্যবহারের জন্য ঘড়ি হতে পারে অন্যতম। ছেলেদের ঘড়ির পাশাপাশি ও বর্তমানে মেয়েদের ঘড়ির ও অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বিভিন্ন অনলাইন পেজ এসব কালেকশন নিয়ে আসে।

পারফিউম

যেকোনো সময়ের জন্যই পারফিউম সবসময়ই গিফট টাইপিং হিসেবে পরিচিত। চমৎকার সুগন্ধী দ্রব্য প্রিয়জনের মনকে করবে প্রফুল্ল আর সেই সাথে আপনার কথাও মনে পড়বে তার। তাই ভালোবাসা দিবসের সেরা মানের একটি দামি পারফিউম বা বডি স্প্রে হতে পারে ভালোবাসার মানুষটির জন্য সেরা উপহার।

Valentine মগ

আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে বর্তমানে অনেক ডিজিটাল জিনিস মানুষ গিফট দিয়ে থাকে। তাদের মধ্যে ভ্যালেন্টাইন মগ অন্যতম। এই মগ গুলো তে নিজেদের ছবি কাস্টমাইজ করে বানানো যায়। এছাড়াও বিভিন্ন ধরনের মগ রয়েছে যেখানে চা কফি কিংবা গরম পানি নিলেই মগের উপর নিজেদের কাস্টমাইজ করা ছবি ভেসে ওঠে। প্রিয়জনকে ভ্যালেন্টাইনস ডে তে এই স্পেশাল উপহার দেওয়া যেতে পারে।

টেডি বিয়ার বা ডল

ভালোবাসার মানুষের পছন্দের তালিকায় বেশিরভাগ সময় পুতুল থাকে। বেশিরভাগ সময় দামি উপহার গুলোর মধ্যে টেডি বিয়ার কে ধরা হয়। এছাড়াও মেয়েরা বিভিন্ন ধরনের ডল অনেক বেশি পছন্দ করে। বাজারে বিভিন্ন ধরনের ডল ভ্যালেন্টাইন উপলক্ষে কাস্টমাইজ করা পাওয়া যায় প্রিয়জনকে সেসব ডল গিফট করা যেতে পারে।

লাভ পিলো

লাভ পিলো ভালোবাসা দিবসে অন্যতম একটি আকর্ষণীয় গিফট। এই গিফট বেশিরভাগ সময় হাজবেন্ড বা ওয়াইফ হলে নিজেদের ঘরের জন্য এক জোড়া লাভ পিলো গিফট করতে পারেন। এছাড়াও প্রেমিক প্রেমিকা হলে একে অপরের ছবি দিয়ে গিফট করা যেতে পারে।

চিঠি

বহু আগে কাচের বোতলে গুপ্তধনের নকশা আঁকা কাগজ বোতলের চেপে আটকে সাগরে ফেলা হতো। সেই প্রাচীন পদ্ধতি তে বর্তমানে ভালোবাসার কথা জানানো যেতে পারে প্রিয় মানুষটিকে। সুন্দর করে একটি চিঠি লিখে সেটাকে ফিতে বেঁধে একটি সুন্দর কাচের বোতলে ভরে গিফট হিসেবে দেওয়া যেতে পারে সাথে কয়েকটি গোলাপ দিলে তো আর কথাই নেই।

ডায়েরি

ডায়েরি খুব সাধারণ একটি উপহার কিন্তু সেই ডাইরি প্রতি পৃষ্ঠায় যদি ভালোবাসার মানুষটির কথা লেখা থাকে এবং ভালোবাসার গল্পটি সুন্দর করে গুছিয়ে লেখা থাকে তাহলে ভালোবাসা দিবসে এর চাইতে দামি গিফট আর কি হতে পারে। তাই প্রিয় মানুষটিকে ছোট ছোট বার্তা রেখে উপহার দেওয়ার জন্য তাকে একটি ডায়েরি গিফট করতে পারেন।

ছবির অ্যালবাম

নিজেদের কাপল ছবি দিয়ে ভর্তি একটি অ্যালবাম হতে পারে ভালোবাসা দিবসে নিজের প্রিয়জনের জন্য একটি চমৎকার গিফট। দুজনে একসাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো এই অ্যালবামে বন্দী থাকলে যে কারো অ্যালবামটি খুবই পছন্দ হবে এবং উপহারটি নিঃসন্দেহে ভালোবাসার মানুষটিকে সুন্দর সুন্দর স্মৃতি গুলো মনে করিয়ে দেবে।

Valentine কম্বো প্যাকেজ

বর্তমানে অনলাইনে বিভিন্ন পেজগুলোতে ছেলে এবং মেয়েদের জন্য ভালোবাসা দিবস উপলক্ষে কিছু কম্ব প্যাকেজ নিয়ে এসেছে। যার মধ্যে প্রিয়জনদের জন্য কিছু আকর্ষণীয় গিফট থাকে। ভালোবাসা দিবসকে ঘিরে এই গিফট গুলো অনেক মানুষই কিনে থাকে। কিছু facebook পেইজের নাম নিচে উল্লেখ করা হলো-

  • Love Token (choklet)
  • Creative handmade gifts (Gift box with chocolet)
  • Shokher churi (চুড়ি)
  • Team 14 (ফুল এবং চকলেট)
  • Gift for u (শাড়ি এবং গয়না)
  • Alarasi (শাড়ি ও গয়না)
  • Right join (panjabi combo)
  • Sky fashion (panjabi)

 

মন্তব্য

আজকে আমরা ভালোবাসা দিবস গিফট আইডিয়া সম্পর্কে ছেলে এবং মেয়েদের জন্য গিফট সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করে এই আর্টিকেলটি শেয়ার করেছি। আশা করছি লাভ বার্ডদের জন্য ভালোবাসা দিবস গিফট আইডিয়া এই আর্টিকেলটি অনেক কাজে লাগবে।

ভালোবাসা দিবস গিফট আইডিয়া

আজকের আর্টিকেলটি সম্পর্কে আপনাদের কোন মন্তব্য আমার মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা অতি দ্রুতই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।

আরো পড়ুন – 

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply