বাংলাদেশে রেডিও থেরাপি খরচ কত

বাংলাদেশে রেডিও থেরাপি খরচ কত

বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দিন দিন ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ক্যান্সার থেকে মুক্তি লাভের জন্য এখন পর্যন্ত কোন স্থায়ী চিকিৎসা আবিষ্কার না হলেও ক্যান্সার নিয়ন্ত্রণে রাখার জন্য বিভিন্ন ধরনের থেরাপি চিকিৎসা চালু হয়েছে। প্রতিদিন প্রায় কয়েক লক্ষ মানুষ ক্যান্সারে মৃত্যুবরণ করে।

আজকে আমরা বাংলাদেশে রেডিও থেরাপি খরচ কত এবং একজন ক্যান্সার রোগের জন্য খরচের তালিকা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত গুরুত্বসহকারে পড়তে হবে।

আরো পড়ুন – বাংলাদেশের সেরা ক্যান্সার হাসপাতাল তালিকা

ক্যান্সার কি?

ক্যান্সার হল অনিয়ন্ত্রিত কোষ বিভাজন সংক্রান্ত রোগ সমূহের সমষ্টি। মানব দেহ অনেকগুলো কোষ তারা গঠিত এবং এই কোষগুলিতে সর্বদা বিভাজন থাকে। এটি একটি সাধারণ প্রক্রিয়া যেখানে শরীর নিয়ন্ত্রণ করা হয়। তবে অস্বাভাবিকভাবে বেড়ে ওঠা কোষের রোগটিকে ক্যান্সার বলা হয়। এই কোষগুলো অনেক বেশি অনিয়ন্ত্রিত হয়ে যায় এবং দেহের বিকাশ ব্যবস্থায় বাধা দেয়।

বিজ্ঞানীদের মধ্যে অস্বাভাবিক পরিবর্তন ক্যান্সারের ধরনের কারণ ঘটায়। টিউমার উপস্থিত সমস্ত কোষ এক রকম নয় তবে এটি ক্যান্সার ছড়াতে সহায়তা করে এবং কোষগুলিকে প্রভাবিত করে এবং নতুন টিউমার সৃষ্টি করে।

ক্যান্সারের লক্ষণ

  • ক্লান্তি অনুভব করা
  • গিলতে অসুবিধা হওয়া
  • দুর্বলতা অনুভব করা
  • কোষ্ঠকাঠিন্য
  • ক্ষুধামন্দ
  • ত্বকের যে কোন অংশ একটি নীল চিহ্ন
  • ক্রমাগত কাশি
  • ঘন ঘন জ্বর
  • পেশি ব্যথা
  • ঘন ঘন সংক্রমিত হওয়া
  • শরীরের বিভিন্ন হাড়ের সংযোগে ব্যথা

ক্যান্সার হবার কারণ

  • আর্সেনিক
  • এলকোহল জাতীয় কেমিক্যাল ও ক্যান্সার সৃষ্টি করে
  • বিভিন্ন রেডিয়েশনে কারণে ক্যান্সার হয়ে থাকে
  • সূর্যের বিকিরণ আল্ট্রাভায়োলেট রোশনি দীর্ঘদিন শরীরে পড়লে চামড়া এক ধরনের ক্যান্সার সৃষ্টি হয়
  • ক্যান্সারের 90% ঝুঁকিপূর্ণ পরিবেশগত কারণেই হয়ে থাকে
  • 10 শতাংশ ক্যান্সার পৌঁছানো বংশানুক্রমিক ভাবে হয়
  • এছাড়াও বংশগত জিনের মাধ্যমে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের ক্যান্সার হতে পারে
  • যাদের ব্যায়াম হাঁটাচলা কম হয় উঠিয়ে যাবার ফলে তাদের ক্যান্সার হয়
  • নারীদের মোটে যাবার ফলে স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি থাকে
  • ঘন ঘন কনস্টিপেশনের কারণে খাদ্যনালির ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়
  • ৪০ ভাগ ক্যান্সারে প্রধান কারণ ধূমপান
  • ডায়াবেটিস রোগীদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে
  • মাংস বা চর্বি জাতীয় মাংস বেশি খেলে ক্যান্সার হয়ে থাকে
  • বাইরের খাবার বেশি বিশেষ করে ফাস্টফুড বেশি পরিমাণে খেলে ওবিসিটি হবার সম্ভাবনা থাকে। ওবিসিটি অনেকগুলা ক্যান্সারের কারণ হয়
  • কিছু কিছু খাবারে সেচুরেটেড ফ্যাট বেশি পরিমাণে থাকলে খাদ্যনালী ক্যান্সার বা কোলেস্টের একটাই ক্যান্সার হয়

বাংলাদেশে রেডিও থেরাপি খরচ

বর্তমানে বিভিন্ন কনসা ইনস্টিটিউট এর গবেষণায় দেখা যায় একজন ক্যান্সার রোগের জন্য সরকারি হাসপাতালে একবার রেডিও থেরাপির জন্য ২৫ হাজার এবং কেমোথেরাপির জন্য বিশ হাজার এবং অস্ত্রোপাচারের জন্য ৬০ হাজার টাকা খরচ হয়। হাসপাতালের ধরন এবং রোগের ক্যান্সারের ধরনের উপর এবং থেরাপির উপর নির্ভর করে থেরাপির মূল্য কম বেশি হতে পারে।

বাংলাদেশের প্রাইভেট হাসপাতালগুলো যেকোনো চিকিৎসা খরচে খুব বেশি ব্যয়বহুল হয়ে থাকে। ল্যাবএইড ইবনে সিনা স্কয়ার হাসপাতালগুলোতে রেডিওথেরাপীর খরচ ৩০ হাজার থেকে শুরু করে এক লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। এছাড়াও বিভিন্ন ক্যান্সার ইনস্টিটিউটের রেডিওথেরাপির খরচ ২০ হাজার থেকে শুরু করে ৭০ হাজার টাকা হয়ে থাকে।

এসব খরচের মধ্যে ঔষধ খরচ হসপিটাল খরচ রোগের আত্মীয়-স্বজনের খরচ ব্যতীত শুধুমাত্র থেরাপির খরচ অনেক ব্যয়বহুল হয়ে থাকে।

বাংলাদেশে কেমোথেরাপি খরচ

গবেষকরা বলেন সব সরকারি হাসপাতালে একবার রেডিও থেরাপির জন্য ২৫ হাজার এবং কেমোথেরাপির জন্য বিশ হাজার এবং অস্ত্রোপাচারের জন্য ৬০ হাজার টাকা খরচ হয়। এছাড়াও রোগের ক্যান্সারের উপর ভিত্তি করে বিভিন্ন চিকিৎসা বা বিভিন্ন হসপিটালে উপর নির্ভর করে থেরাপিট মূল্য কম বেশি হতে পারে। যেমন প্রাইভেট হসপিটালে প্রতিটি থেরাপির মূল্য ৪০ থেকে ১ লাখ টাকা পর্যন্ত নির্ধারিত করা হয়ে থাকে।

ল্যাবএইড, ইবনে সিনা সহ ব্যয়বহুল সব আধুনিক হাসপাতালগুলোতে কেমোথেরাপির খরচ কিছুটা বেশি হলেও এর চিকিৎসা মান খুবই উন্নত। এখানে প্রতিটি থেরাপি ৪৫ হাজার থেকে শুরু করে এক লাখের বেশিও হয়ে থাকে। সরকারি হাসপাতালগুলোতে সহজে কম খরচের ক্যান্সারে চিকিৎসার জন্য কেমো থেরাপির সিরিয়াল পাওয়া যায় না।

বাংলাদেশে ক্যান্সার চিকিৎসা খরচ

গবেষণায় দেখা গেছে বাংলাদেশের একজন ক্যান্সার রোগী চিকিৎসায় বছরে আনুমানিক 6 লক্ষ 39 হাজার টাকা ব্যয় হয়। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে পরামর্শ ফি, রোগ নির্ণয় ফি, পরীক্ষা-নিরীক্ষা অস্ত্রপাচার এবং চিকিৎসা ঔষধ, ইনজেকশন সামগ্রী, যাতায়াত খরচ এবং স্বজনদের থাকা খাওয়ার খরচ। এছাড়াও দেশের কয়েকটি ক্যান্সার হাসপাতালের গবেষণা অনুযায়ী রোগীদের ক্যান্সার ভেদে চিকিৎসার খরচের তারতম্য হয়।

যেমন- জরায়ুর ক্যান্সার এ বছরে খরচ হয় গড়ে ৪ লাখ ৯২ হাজার টাকা। অন্যদিকে কোন ক্যান্সার বা বৃহদন্ত্রের ক্যান্সারে খরচে ৮ লাখ ১০ হাজার টাকা। খরচের মধ্যে আছে সরাসরি চিকিৎসা খরচ এবং পরোক্ষ খরচ।

বিভিন্ন দেশে ক্যান্সারের খরচ

ক্যান্সারের চিকিৎসা ব্যয়বহুল হওয়াতে অনেক বেশি ক্যান্সারের চিকিৎসা করা হয় না। বাংলাদেশে হবে বিভিন্ন দেশে ক্যান্সারের চিকিৎসা ব্যবস্থা রয়েছে। তবে অন্যান্য দেশের তুলনায় ভারতে ক্যান্সারের চিকিৎসা খরচ খুবই কম। ভারতের মাদ্রাজ বা চেন্নাইতে ক্যান্সার হাসপাতালগুলোতে টাকার পরিমানের তুলনায় চিকিৎসার মান অনেক ভালো হয়ে থাকে।

চায়না সিঙ্গাপুর ব্যাংকক সহ বিভিন্ন দেশেই ক্যান্সার চিকিৎসার জন্য প্রায় ২০ থেকে ৩০ লক্ষ টাকা খরচ হতে পারে। সে ক্ষেত্রে ভারতের বছরের প্রায় তিন থেকে চার লক্ষ টাকার থেরাপি সহ বিভিন্ন চিকিৎসা সেবা পাওয়া যায়। তাই কম খরচে ভালো মানের চিকিৎসার জন্য ভারতের ক্যান্সার হাসপাতালগুলোতে যোগাযোগ করা যেতে পারে।

ক্যান্সারের বিভিন্ন চিকিৎসা

ক্যান্সারের চিকিৎসা সাধারণত রোগের ক্যান্সারের ধাপের উপর নির্ভর করে। ক্যান্সারের চিকিৎসা বিভিন্ন ধরনের আধুনিক পদ্ধতি বর্তমানে ব্যবহৃত হয়ে থাকে। যেমন-

  • অস্ত্রপাচার
  • রেডিওথেরাপি
  • কেমোথেরাপি
  • হরমোন থেরাপি
  • সহায়ক চিকিৎসা
  • ক্যান্সারের ধরন অনুযায়ী থেরাপি

ক্যান্সার প্রতিরোধে করণীয়

  • প্রতিদিন নিয়মিত কিছু ব্যায়াম করা। যেমন- দৌড়ানো, সাইকেল চালান, নাচ করা, হাটা
  • কমপক্ষে সপ্তাহে দুই দিন ভারী ব্যায়াম করা
  • ধূমপান ছেড়ে দেওয়া
  • পান সুপারি জর্দা তামাক পাতা খাওয়া বন্ধ করা
  • প্রচুর পরিমাণ তেল বা চর্বি জাতীয় খাবার
  • বাইরে বের হওয়ার সময় সানস্ক্রিন মেখে বের হওয়া
  • শরীরের নিয়মিত চেকআপ করানো
  • এছাড়াও শরীরে কোন অস্বাভাবিকতা দেখা দিলেই ডাক্তারের কাছে যাওয়া
  • ৫০ বছরের বেশি বয়স হলে অবশ্যই নিয়মিত ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করানো উচিত

বাংলাদেশে রেডিও থেরাপি খরচ

মন্তব্য

আজকে আমরা বাংলাদেশে রেডিও থেরাপি খরচ কত এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ক্যান্সার কি এবং ক্যান্সারের কারণ সম্পর্কে বিস্তারিত ধারণা দেবার চেষ্টা করেছি। আশা করছি সবার সচেতনতার মাধ্যমে ক্যান্সার থেকে দূরে থাকা সম্ভব। আর্টিকেলটি ভালো লাগলে আমাদের কমেন্ট বক্সে মতামত জানাতে পারেন। এছাড়াও আর্টিকেলটি ভালো লাগলে আর্টিকেলটি শেয়ার করতে পারেন।

আরো পড়ুন – 

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply