স্যারকে কি উপহার দেয়া যায়, শিক্ষকের জন্য উপহার আইডিয়া

স্যারকে কি উপহার দেয়া যায়

শিক্ষক দিবস উপলক্ষে অথবা স্কুল-কলেজের স্যারের বিদায় উপলক্ষে অনেক সময় ছোট অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিদায় দেয়া হয়। বিদায় অনুষ্ঠানে শিক্ষকদের পাশাপাশি ছাত্রদের পক্ষ থেকেও উপহার দেয়ার সিস্টেম রয়েছে। অনেক সময় আমরা বুঝতে পারি না শিক্ষক দিবসে বা বিদায় অনুষ্ঠানে শিক্ষকের জন্য কোন উপহার দিয়ে দেয়া যায়।

স্যারকে কি উপহার দেয়া যায়
ছবি – স্যারকে কি উপহার দেয়া যায়

আজকে আমরা স্যারকে কি উপহার দেয়া যায়, শিক্ষকের জন্য উপহার আইডিয়া নিয়ে আলোচনা করব। আশা করছি আজকে আর্টিকেলটি ভালোভাবে পড়ার পর স্যার কি কি উপহার দেয়া যায় এই ব্যাপারে পরিষ্কার একটি ধারণা পাবেন।

শিক্ষকের জন্য উপহার আইডিয়া

শিক্ষকের জন্য উপহার সিলেক্ট করার ক্ষেত্রে ছাত্রদের খেয়াল রাখতে হবে উপহার এমন হওয়া উচিত যা সব রুচিবোধের শিক্ষকের পছন্দ হবে। এই পর্যায়ে আমরা স্যারকে কি উপহার দেয়া যায় সে ব্যাপারে কিছুটা ধারনা দেয়ার চেষ্টা করবো।

১। হাত ঘড়ি – ছাত্রদের পক্ষ থেকে প্রিয় শিক্ষক এর জন্য ভালো একটি উপহার হতে পারে হাত ঘড়ি। ঘড়ি এমন একটি জিনিস যা বেশিরভাগ শিক্ষকরাই ব্যবহার করে থাকেন। তবে ঘড়ি কেনার ক্ষেত্রে শিক্ষকের রুচি সম্বন্ধে একটু আইডিয়া থাকা উচিত অর্থাৎ তিনি কি রকম ঘড়ি পছন্দ করতে পারেন সে ব্যাপারে একটা আইডিয়া থাকলে উপহারটি শিক্ষকের পছন্দ হতে পারে।

বর্তমানে বাজারে ৫০০ টাকার মধ্যে মোটামুটি মানের ঘড়ি কিনতে পাওয়া যায়। আর ভালো মানের ঘড়ি নিতে গেলে ১৫০০ টাকা থেকে ৩ হাজার টাকা বাজেট রাখতে পারেন।

২। বই উপহার দিন – আপনার শিক্ষক যদি বই পড়তে পছন্দ করে সে ক্ষেত্রে এর চেয়ে ভালো উপহার আর হতে পারে না। বইকে বলা হয় মানুষের সবচেয়ে ভালো বন্ধু আর শিক্ষকের বেলায় এই প্রবাদটি আরো বেশি উপযোগী।

শিক্ষকের পছন্দ হতে পারে এমন কয়েকটি বই র‍্যাপিং পেপারে মুড়িয়ে সাথে একটি গোলাপ ফুল দিলে এর চেয়ে ভালো উপহার আর হতে পারে না। বর্তমানে ৫০০ টাকা থেকে ১৫০০ টাকার মধ্যে ভালো মানের ২/৩ টি বই পেয়ে যাওয়ার কথা।

কি বই উপহার দেয়া যায় সে ব্যাপারে ধারনা নিতে এখানে ক্লিক করুন। রকমারি ওয়েবসাইটের গিফট ফাইন্ডার আপনাকে সাহায্য করবে বই সিলেকশনে।

৩। ক্রেস্ট হতে পারে ভালো একটি উপহার – যারা শিক্ষক দিবস বা বিদায় অনুষ্ঠান উপলক্ষে স্যারকে কি উপহার দেয়া যায় এ নিয়ে পেরেশান তাদের জন্য বেস্ট একটি সমাধান হচ্ছে ক্রেস্ট গিফট করে দিন। ক্রেস্ট অনেক পুরাতন সময় ধরে বিদায় অনুষ্ঠানের সেরা উপহার হিসেবে দেয়া হচ্ছে।

আপনারা যদি স্যারকে এমন উপহার দিতে চান যা তিনি সবসময় নিজের বাসায় শোকেসে এ সাজিয়ে রাখবেন তাহলে ক্রেস্ট হতে পারে ভাল একটি অপশন।

নিজেদের ব্যাচের নাম ও স্যারের নাম সহ একটি ক্রেস্ট বানাতে ৩০০ টাকা থেকে শুরু করে ১৫০০ টাকা পর্যন্ত খরচ পড়তে পারে। ক্রেস্টের ধরন ও কোয়ালিট অনুযায়ী দাম কিছুটা কম বেশি হতে পারে।

৪। পাঞ্জাবি অথবা শাড়ি উপহার দিন – শিক্ষক যদি পুরুষ হয় তাহলে পাঞ্জাবি এবং যদি ম্যাডাম হয় সে ক্ষেত্রে শাড়ি হতে পারে পারফেক্ট একটি উপহার। পাঞ্জাবি এমন একটি উপহার যা যে কোন পুরুষ পছন্দ করবেন এবং শাড়ি এমন একটি উপহার যে কোন নারী পছন্দ করবেন।

তাই যদি এমন উপহার দিতে চান যা অবশ্যই শিক্ষকের পছন্দ হবে তাহলে পাঞ্জাবি অথবা শাড়ি উপহার দিতে পারেন। বর্তমানে ১০০০ টাকার মধ্যে ভালো মানের শাড়ি বা পাঞ্জাবি কিনতে পেয়ে যাবেন।

৫। ছবির ফ্রেম উপহার দিন – ইতোপূর্বে কোন অনুষ্ঠানে ওই শিক্ষকের সাথে যদি সবার তোলা কোনো ছবি থাকে সেক্ষেত্রে সে ছবিটি বাঁধাই করে উপহার দিতে পারেন। এটি এমন একটি উপহার হবে যা সারাজীবন শিক্ষকের কাছে থাকবে এবং শিক্ষকের রুমের দেয়ালে স্মৃতি হয়ে থাকবে।

ভালো মানের একটি ফ্রেম দিয়ে ছবি বাঁধাই করতে ৩০০ টাকা থেকে ৪০০ টাকার মতো খরচ হওয়ার কথা। তবে প্রেমের সাইজ বড় হলে ৫০০ টাকা পর্যন্ত খরচ হতে পারে।

৬। দেয়াল ঘড়ি উপহার দিতে পারেন – শিক্ষক দিবসে অথবা বিদায় অনুষ্ঠানে দেয়াল ঘড়ি উপহার দিতে পারেন। ঘড়িতে বিদায়ী ব্যাচের নাম ও সাল উল্লেখ থাকবে। এটি খুবই কমন ও ভালো একটা উপহার। খেয়াল করলে দেখবেন ইতঃপূর্বে অনেকেই এই ধরনের গিফট দিয়েছেন।

তাই আপনারা যদি এমন একটি গিফট দিতে চান যা শিক্ষকদের অবশ্যই ভালো লাগবে তাহলে বেশি চিন্তা না করে এই গিফট টি দিতে পারেন। বর্তমানে একটি ভালো মানের দেয়াল ঘড়ি নিজেদের নাম সহ বানাতে ৬০০ টাকা থেকে ৭০০ টাকা খরচ হবে। তবে কোয়ালিটির উপর নির্ভর করে দাম কিছুটা কম বেশি হতে পারে।

৭। ফুলের তোড়া ও কেক – জন্মদিন কিংবা বিদায় অনুষ্ঠান কেক কাটা বর্তমানে একটি আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। তাই আপনি যদি শিক্ষকের বিদায় অনুষ্ঠান টি স্মরণীয় করে রাখতে চান সেক্ষেত্রে কেক কেটে তাকে বিদায় দিতে পারেন। এবং কেক কাটা হয়ে গেলে শেষে একটি ফুলের তোড়া উপহার স্বরূপ তাদের হাতে তুলে দেয়া যেতে পারে।

একটি মোটামুটি সাইজের কেক ও ফুলের তোড়া কিনতে সর্বোচ্চ ৬০০ টাকার মতো খরচ হতে পারে। তাই প্রাইভেট টিউশনি তে কয়েকজন ছাত্র মিলে অল্প টাকার মধ্যে শিক্ষককে উপহার দিতে চাইলে এটি ভালো একটি অবসান হতে পারে।

৮। ব্যাগ উপহার দেয়া যেতে পারে – শিক্ষরা সবসময় হাতে একটি ব্যাগ রাখেন প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য। আপনারা চাইলে নিজেদের স্কুল ও ব্যাচের নাম খোদাই করে স্যারকে ভালো মানের একটি হ্যান্ড ব্যাগ উপহার দিতে পারেন। এটি এমন একটি উপহার হবে যা স্যার সব সময় ব্যবহার করবেন।

মোটামুটি ভালো মানের একটি হ্যান্ড ব্যাগে নিজের নাম খোদাই করতে ১৫০০ টাকা থেকে ২০০০ টাকা খরচ হতে পারে।

আরো পড়ুন – ছেলেদের জন্মদিনের উপহার। ১০০০ টাকার মধ্যে গিফট। ছেলেদের গিফট আইডিয়া

কম টাকা ভালো উপহার আইডিয়া

উপরে আমরা স্যারকে কি উপহার দেয়া যায় সে ব্যাপারে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করছি এর মধ্যেই আপনার পছন্দের উপহার আইডিয়া পেয়ে গেছে। কিন্তু অনেক সময় ইচ্ছা থাকা সত্ত্বেও বেশি দামি গিফট ক্রয় করা আমাদের পক্ষে সম্ভব হয় না।

যারা কম টাকার মধ্যে ভালো উপহার আইডিয়া জানতে চান এই পর্যায়ে তাদের জন্য ভালো কিছু উপহার আইডিয়া বলার চেষ্টা করবো।

শিক্ষকের জন্য কম টাকায় ভালো উপহার আইডিয়া –

  • চামড়ার মানি ব্যাগ
  • আতর/ বডি পারফিউম
  • স্মার্ট ওয়াচ
  • পাঞ্জাবি
  • ব্যাগ
  • শেভিং কিট

কমদামে কি উপহার দেয়া যায় তা বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

শিক্ষকের জন্মদিনে কি উপহার দেয়া যায়

স্কুল কিংবা প্রাইভেটে অনেক সময় শিক্ষকের জন্মদিন পালন করার চেষ্টা করে ছাত্ররা। কিন্তু শিক্ষকের জন্মদিনের কি করা উচিত, কিভাবে পালন করা উচিত, কোন উপহারটি দেয়া উচিত অনেকেই বুঝতে পারেন না। এই পর্যায়ে আমরা জন্মদিনে স্যারকে কি উপহার দেয়া যায় এই ব্যাপারে কিছুটা ধারনা দেয়ার চেষ্টা করবো।

সবচেয়ে ভালো হয়ে জন্মদিনে কেক এবং ফুলের মাধ্যমে জন্মদিন পালন করা। ক্লাস শেষে সব সহপাঠিরা একত্রিত হয়ে কেক কাটার মাধ্যমে স্যারের জন্মদিন পালন করতে পারেন। এবং কেক কাটা শেষে স্যারের হাতে একটি ফুলের তোড়া তুলে দিতে পারেন।

এবং সর্বশেষ উপহার হিসেবে একটি ভালো মানের বই বা ছোট একটি ক্রেস্ট দিতে পারেন।

  • একটি মোটামুটি সাইজের কেক এর দাম – ৩০০ টাকা
  • ছোট ফুলের তোড়ার খরচ পড়বে – ১০০ টাকা
  • মোটামুটি ভালো মানের বই কিনতে খরচ হবে ৩০০ টাকা – ৫০০ টাকা

সব হিসেব করলে ৩০০ + ১০০ + ৩০০ = ৭০০ টাকা খরচ হবে। তবে কেকের সাইজ,  বইয়ের কোয়ালিটি হিসেবে খরচ কিছুটা কম বেশি হতে পারে।

স্যারকে কি উপহার দেয়া যায়

উপরে আমরা স্যারকে কি উপহার দেয়া যায় এ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করছি এর মধ্যে পছন্দের উপহারের আইডিয়া পেয়ে গেছে। স্যার কিংবা যেকোন প্রিয়জন, উপহার কেনার পূর্বে অবশ্যই তার সাথে আপনার সম্পর্ক কেমন সেটা আগে বিবেচনা করবেন। এর পর তার রুচিবোধ নিয়ে ধারনা নেয়ার চেষ্টা করতে হবে।

আশা করছি ব্লগটি আপনাদের উপকারে এসেছে। ভালো লাগলে আপনার বন্ধু ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন। কোন প্রশ্ন বা মতামত থাকলে এই পোষ্টের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা দ্রুত সময়ের মধ্যে উত্তর দেয়ার চেষ্টা করবো। ধন্যবাদ

আরো পড়ুন – ভালোবাসা দিবসে উপহার, প্রিয়জনকে কি উপহার দেওয়া যায়

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply