সরকারিভাবে সিঙ্গাপুর যাওয়ার উপায় ২০২৩

Table of Contents show

সরকারিভাবে সিঙ্গাপুর যাওয়ার উপায়

বাংলাদেশ থেকে প্রবাসীরা যেসব দেশে কাজের জন্য সবচেয়ে বেশি যায় তাদের মধ্যে সিঙ্গাপুরের অন্যতম। সিঙ্গাপুরে বাংলাদেশীদের জন্য কাজের অনেক সুযোগ রয়েছে। সরকারি বা বেসরকারি বিভিন্ন এজেন্সির মাধ্যমে প্রতি বছর অনেক শ্রমিক সিঙ্গাপুরে কাজের জন্য যায়। তাই বর্তমানে অনেক মানুষ সহজে ঝামেলা ছাড়াই সিঙ্গাপুরে কাজের জন্য যাচ্ছে।

আজকে আমরা সরকারিভাবে সিঙ্গাপুর যাওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করব। আশা করছি আর্টিকেলটি ভালো লাগবে।

আরো পড়ুন – সুইডেন জব সিকার ভিসা ২০২২, জব অফার ছাড়াই সুইডেন ওয়ার্ক পারমিট ভিসা

সিঙ্গাপুরে বিভিন্ন কাজের নিয়োগ বিজ্ঞপ্তি

সিঙ্গাপুরের সরকারি মন্ত্রণালয় গুলো থেকে বাংলাদেশের বিভিন্ন লোক নেওয়ার জন্য বিভিন্ন ভিসা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে। সেগুলো হলো-

সিঙ্গাপুরে হোটেলে নিয়োগ বিজ্ঞপ্তি

অন্যান্য দেশের তুলনায় সিঙ্গাপুরে হোটেলে কাজের চাহিদা বেশি। তাছাড়াও যারা বিভিন্ন হোটেল খাবার রান্না করে সিঙ্গাপুরের হোটেল গুলোতে তাদের প্রয়োজনও বেশি। তাদের চাকরির সুযোগ বেশি থাকে। মধ্যপ্রাচ্য দেশগুলোতে একজন শেপের মাসিক বেতন বাংলাদেশি টাকা প্রায় ৭০ হাজারের মতো। যারা এই পেশায় সিঙ্গাপুরে যায় তাদের ওয়ার্ক পারমিট এবং ভিসা সংক্রান্ত জটিলতা কম হয়।

সিঙ্গাপুরে ড্রাইভিং ভিসা নিয়োগ বিজ্ঞপ্তি

সিঙ্গাপুরের ড্রাইভিং ভিসাতে কাজ করতে হলে আপনাকে বাংলাদেশ থেকে অথবা যে কোন দেশ থেকে সিঙ্গাপুরে যাওয়া হোক না কেন ভাল ইংলিশে অভিজ্ঞতা থাকা লাগবে। ড্রাইভিং এর উপর ট্রেনিং রয়েছে সেটির একটি সার্টিফিকেট কপি লাগবে। তাহলে সেখানে সিঙ্গাপুরের ড্রাইভিং ভিসার জন্য আবেদন করা যাবে।

বর্তমানে সিঙ্গাপুরে ড্রাইভিং বিষয়ের উপর তাদের সরকারি ওয়েবসাইটগুলোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ব্যবস্থা করেছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। তাই চাইলে সিঙ্গাপুর ভিসায় ড্রাইভিং ভিসা ও যোগ দেওয়া যাবে।

আরো পড়ুন – সরকারিভাবে সিঙ্গাপুর যাওয়ার উপায় ২০২৩ 

সিঙ্গাপুর ক্লিনার পদের নিয়োগ বিজ্ঞপ্তি

সরকারিভাবে সিঙ্গাপুর যাওয়ার উপায় গুলোর মধ্যে উল্লেখযোগ্য মানুষ ক্লিনার ভিসায় গিয়ে থাকে। বাংলাদেশ থেকে প্রতিবছর প্রায় ৩০% মানুষ ক্লিনার ভিসায় সিঙ্গাপুর যায়।

সিঙ্গাপুরের ক্লিনার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিঙ্গাপুরের জব ওয়েবসাইটগুলো। বর্তমানে বিশ্বের অন্যতম দেশগুলো থেকে সিঙ্গাপুর পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে অনেকটাই এগিয়ে রয়েছে। তারা অন্যান্য দেশের তুলনায় প্রতিনিয়ত পরিষ্কার দিক থেকে অনেক উন্নত। তাই ক্লিনারের পদের জন্য প্রতিবছর ব্যাপকভাবে লোক নিয়োগ এর জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে ।

সিঙ্গাপুরে কনস্ট্রাকশন পদে নিয়োগ বিজ্ঞপ্তি

কাজের নাম- কনস্ট্রাকশন কোম্পানির কাজ

কাজের বেতন- ৮০ হাজার টাকা

কাজের সময়- ৮ ঘন্টা

অফ টাইম- দুই ঘন্টা

থাকা খাওয়ার ব্যবস্থা- কোম্পানি নিজেই

যাতায়াত খরচ- কোম্পানি

কাজের স্থান- সিঙ্গাপুর

কাজের মেয়াদ- ৩ বছর

কাজের ধরন- বাসা বাড়ি

এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে সরকার নিবন্ধিত সমস্ত এজেন্সি গুলোর মাধ্যমে আবেদন করা যাবে। কনস্ট্রাকশন কোম্পানিগুলোতে প্রায় সাত হাজার শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর এজেন্সি। এক্ষেত্রে খরচ পড়বে তিন লক্ষ টাকা থেকে শুরু করে ৫ লক্ষ টাকার মত।

সরকারিভাবে সিঙ্গাপুর যাওয়ার খরচ

সিঙ্গাপুরে ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়ার জন্য অনেকেই চেষ্টা করে। কিন্তু সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে সে সম্পর্কে অনেকেই জানেনা। আসলে টাকার পরিমাণ নির্ভর করে কোন ধরনের ভিসায় যাবে তার ওপর। সাধারণত বাংলাদেশ থেকে শ্রমিক ভিসা সিঙ্গাপুর যেতে ৫ থেকে ৬ লক্ষ টাকা লাগতে পারে। তবে এক্ষেত্রে অবশ্যই কাজের প্রশিক্ষণ থাকতে হবে অর্থাৎ যে কাজের জন্য সিঙ্গাপুর যাবে সে কাজে দক্ষ হতে হবে।

আর অভিজ্ঞতা কম এমন শ্রমিক হিসেবে হোটেল ক্লিনার, কনস্ট্রাকশন, মেশিনারিজ, সেবামূলক কাজ ও গৃহকর্মীর জন্য ওয়ার্ক পারমিট ভিসা নেওয়া যায়। আর যদি টুরিস্ট ভিসা বা অন্যান্য ভিসা নিয়ে যেতে চায় তাহলে সে অনুযায়ী খরচ আরো কম বা বেশি হতে পারে।

  • সিঙ্গাপুরের টুরিস্ট ভিসার জন্য- ৩০০ ডলার,
  • ওয়ার্ক পারমিট ভিসার জন্য- ৫ থেকে ৬ লক্ষ টাকা,
  • সিঙ্গাপুরে বিজনেস ভিসা- ৫ থেকে ১০ লক্ষ টাকা,
  • সিঙ্গাপুরি স্টুডেন্ট ভিসা- ৫ থেকে ৮ লক্ষ টাকা

আর যদি কোন দালালে মাধ্যমে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে যেতে চায় তাহলে খরচ হবে বাংলাদেশি টাকায় ১০ থেকে ১২ লক্ষ।

সিঙ্গাপুরে কাজের বেতন

যদি সরকারি কোনো ভালো এজেন্সির মাধ্যমে সিঙ্গাপুরে কাজ করতে যায় সে ক্ষেত্রে তাড়াতাড়ি কাজ পাওয়া যাবে এবং কাজের বেতন যা উল্লেখ করা হয় তাই পাওয়া যায়। তবে সাধারণত প্রাথমিকভাবে সেখানে কাজ করতে গেলে সর্বনিম্ন বেতন হয় ৪২৯ মার্কিন ডলার। অনেক ক্ষেত্রে প্রাথমিকভাবে বেতন কম দেয়া হলেও প্রতিশ্রুতি দেয়া হয় দক্ষতা বৃদ্ধি পেলে বেতন ও বৃদ্ধি করবে।

পরবর্তীতে ৫০০ থেক থেকে ৭০০ ডলার পর্যন্ত দেয়া হয়। সেক্ষেত্রে ভবিষ্যতে কাজের উপর আরো বেতন বাড়তে পারে। তবে সেক্ষেত্রে যদি বিশ্বস্ত মাধ্যম বা ভালো এজেন্সি না থাকে তাহলে সে পরিমাণ টাকা পাওয়া যাবে না। তাই সিঙ্গাপুরে কাজের ভিসা যাওয়ার জন্য অবশ্যই ভালো একটি এজেন্সির মাধ্যমে যেতে হবে।

সরকারিভাবে সিঙ্গাপুর যেতে কি কি লাগে

সিঙ্গাপুর যেতে যেসব গুরুত্বপূর্ণ কাগজপত্র লাগবে তা হল-

১। সিঙ্গাপুর অবস্থানরত কারো থেকে আমন্ত্রণপত্র

২। ভিসা ফি বাব ও ৩০০ সিঙ্গাপুর ডলার

৩। ফ্লাইট এর তারিখ থেকে আরও কমপক্ষে ছয় মাস মেয়াদ আছে এমন পাসপোর্ট

৪। এমন পাসপোর্ট যেখানে কমপক্ষে একটি খালি পাতা আছে

৫। তিন মাসের মধ্যে তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। যার ব্যাকগ্রাউন্ড সাদা এবং ছবির সাইজ হবে ২৫ঃ৩৫ মিলিমিটার।

সরকারিভাবে সিঙ্গাপুর যাওয়ার ভিসা আবেদন করার নিয়ম

আবেদন করতে যা যা লাগবে তা হল-

১। ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

২। সিঙ্গাপুরে আগমনের তারিখ থেকে কমপক্ষে ছয় মাসের বৈধতা সহ পাসপোর্ট

৩। আবেদন পত্রের এক সেট যথাযথভাবে সম্পূর্ণ ফর্ম

৫। সিঙ্গাপুরের একটি স্থানীয় প্রতিষ্ঠান বা ব্যক্তি দ্বারা ইস্যু করা পরিচিতি পত্র অথবা এমন একটি নিমন্ত্রণ পত্র যা অবশ্যই একজন সিঙ্গাপুরের নাগরিক বা সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা দ্বারা স্বাক্ষরিত। যার বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে।

৬। একটি সাম্প্রতিক পাসপোর্ট আকারের ছবি। ছবিটি গত তিন মাসের মধ্যে তুলতে হবে। ফটোগ্রাফ রঙিন হওয়া উচিত একটি ম্যাট বা আধা ম্যাট ফিনিশসহ একটি সাদা ব্যাকগ্রাউন্ড এর বিপরীতে তোলা ছবি। ছবিতে অবশ্যই সম্পূর্ণ মুখ দেখাতে হবে।

বাংলাদেশের সিঙ্গাপুর ভিসা এজেন্ট এর লিস্ট

ডিসকভারি টুরস এন্ড লজিস্টিক

ঠিকানা- বনানী

টেলিফোন- ৯৮২১৮২০ এবং ৯৮৬৩৩৪৩

আন্তর্জাতিক ভ্রমণ কর্পোরেশন

ঠিকানা- গুলশান

টেলিফোন- ৯৮৮৫ ৪৭৯- ৮০

লেক্সাস ট্যুরস এন্ড ট্রাভেলস

ঠিকানা- বাংলা মোটর

টেলিফোন- ৮৬১৩১৮৪

নভো এয়ার লিমিটেড

ঠিকানা- বনানী

টেলিফোন- ৫৫০৪২৩৮৫

হট লাইন- ০১৯৭৮৪৪৩৭১৭

পারসই হসপিটালস সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড

ঠিকানা- গুলশান

টেলিফোন- ৯৮৫০৪২২

সামনাই মেটালস সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড

ঠিকানা- গুলশান

টেলিফোন- ৯৮৫০৪২২

হেল্পলাইন- ০১৭৩০০০০০০

প্রেসেন্ট ট্রি ট্রাভেলস লিমিটেড

ঠিকানা- বনানী

টেলিফোন- ৯৮২১৯৮২

প্রেসেন্ট ট্রি ট্রাভেলস লিমিটেড

ঠিকানা- উত্তরা

টেলিফোন- ০১৭২০৯৬১৭৪০

সাইমন ওভারসিজ

ঠিকানা- গুলশান

টেলিফোন- ৯৮৮২২৭৩৭৪

সিলকোয়েস কার্বোস সার্ভিসেস লিমিটেড

ঠিকানা- গুলশান

টেলিফোন- ৯৮৮২১১২০

ইউনিয়ন ট্যুরস এন্ড ট্রাভেলস লিমিটেড

ঠিকানা- গুলশান

টেলিফোন- ৯৮৫৪৫৯৯

ভ্যালেনিয়া এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরস

ঠিকানা- মতিঝিল

টেলিফোন- ৭১১৩৭০৩

ভ্যালেনিয়া এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরস

ঠিকানা- গুলশান

টেলিফোন- ৮৮৩৭৩ ৪৪

ভিক্টরি ট্রাভেলস লিমিটেড

ঠিকানা- মতিঝিল

টেলিফোন- ৯৫৫০৯১৬

মেডিকন্সরত লিমিটেড

ঠিকানা- গুলশান

টেলিফোন- ০৯ ০০২৯৮৯২৮২৮

লন কর্পোরেশন লিমিটেড

ঠিকানা- গুলশান

টেলিফোন- ৯৮৯৪০২৮

সিঙ্গাপুর ওয়ার্ক ভিসার জন্য প্রয়োজনীয় শর্তাবলী

উপরে আমরা সরকারিভাবে সিঙ্গাপুর যাওয়ার উপায় আলোচনা করেছি। এই পর্যায়ে যারা বিদেশী কর্মী হিসেবে সিঙ্গাপুরে কাজ করতে চান তাদের জন্য নিচে উল্লেখিত কিছু শর্তাবলী আলোচনা করা হল-

  • সিঙ্গাপুরের ওয়ার্ক ভিসার জন্য কমপক্ষে ১৮ বছর হতে হবে
  • আবেদনকারী শুধুমাত্র কর্তৃপক্ষ কর্তিক ওয়ার্ক পারমিট উল্লেখিত কাজের সুযোগের মধ্যে কাজ করতে হবে
  • সিঙ্গাপুরে কর্মরত বিদেশী কর্মীদের অবশ্যই সিঙ্গাপুরের নিয়ম মেনে চলতে হবে
  • অন্য কোন ব্যবসা বা কাজে অংশ নেয়া যাবে না
  • এবং নিজস্ব ব্যবসাও শুরু করা যাবে না
  • শুধুমাত্র পেশা এবং ওয়ার্ক পাস বা ওয়ার্ক পারমিট উল্লেখিত নিয়োগকর্তার জন্য কাজ করতে হবে
  • জনশক্তির মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সিঙ্গাপুরের নাগরিক ও সিঙ্গাপুরের মধ্যে বা বাইরে স্থায়ী বাসিন্দা বিয়ে করা যাবে না
  • চাকরির শুরুতে নিয়োগকর্তাকে যে ঠিকানা সেট করেছেন শুধুমাত্র সেখানেই থাকতে হবে
  • সব সময় মূল ওয়ার্ক পারমিট বহন করতে হবে

সরকারিভাবে সিঙ্গাপুর যাওয়ার উপায়

সিঙ্গাপুরের ভিসা চেক করার নিয়ম

প্রথমে আপনাকে www.mom.gov.se  ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটে প্রবেশ করলে work permit for foreign worker  অপশনের মধ্যে প্রবেশ করতে হবে। এরপর পুনরায় work permit validity check via work permit এর মধ্যে ক্লিক করতে হবে। তখন একটি টার্মস কন্ডিশন দেয়া হবে। সেখানে ক্লিক করতে হবে অবশেষে Enquire তে ক্লিক করলে ভিসা চেক করা যাবে।

সিঙ্গাপুর যাওয়ার আগে অবশ্যই সরকারিভাবে সিঙ্গাপুর যাওয়ার উপায় সম্পর্কে ভালোভাবে জেনে যাবেন। কোনভাবেই দালালের খপ্পরে পড়বেন না।

সিঙ্গাপুর ভিসা নিয়ে কিছু কমন প্রশ্ন

বাংলাদেশ অনুমোদিত সিঙ্গাপুর ভিসা এজেন্ট কারা?

উত্তর- সিঙ্গাপুর মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এ প্রকাশিত তালিকা অনুযায়ী বাংলাদেশে মোট ১৩ টি এজেন্ট রয়েছে।

সিঙ্গাপুর যেতে কত বছর বয়স হতে হয়?

উত্তর- নতুনভাবে ভিসা বা আইপিএ করে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে যেতে হলে অবশ্যই সর্বনিম্ন বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ ৫০ বছর হতে হবে।

সিঙ্গাপুর যেতে কোন টিকা নিতে হবে?

উত্তর- ফাইজার, মডানা, অস্ট্রেলিয়ানিকা, সিল্ড, সিনো ফার্ম সিনো, ভ্যাকটিকার যে কোন একটি দুইডোজ এবং জনসনের টিকার ক্ষেত্রে এক ডোজ নেয়ার কমপক্ষে ১৪ দিন পর সিঙ্গাপুর ভ্রমণ করা যাবে।

বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে যেতে কত সময় লাগে?

উত্তর- বাংলাদেশ থেকে সিঙ্গাপুরের ননস্টপ ফ্লাইটে বাংলাদেশ থেকে যেতে ৪ ঘন্টা ৫ মিনিট সময় লাগে।

মন্তব্য

আজকে আমরা সরকারিভাবে সিঙ্গাপুর যাওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি আর্টিকেলটি ভালো লেগেছে। আর্টিকেলটি ভালো লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারেন এবং আর্টিকেল সম্পর্কে কোন মন্তব্য মতামত অথবা পরামর্শ থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমাদের ওয়েবসাইট থেকে বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে ওয়েবসাইটটি বুক মার্ক করে রাখতে পারেন।

আরো পড়ুন – 

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply