সৌদি আরবের কোম্পানি নাম

সৌদি আরবের কোম্পানি নাম ও তালিকা ২০২৩

Table of Contents show

সৌদি আরবের কোম্পানি নাম

বাংলাদেশ থেকে যে সমস্ত লোক দেশের বাইরে প্রবাসী হয়ে যান তাদের মধ্যে অন্যতম দেশ হলো সৌদি আরব। বাংলাদেশের রেমিটেন্সের অধিকাংশই আসে সৌদি আরব থেকে। সৌদি আরবে কাজের জন্য বিভিন্ন কোম্পানির নাম জানা প্রয়োজন। আজকে আমরা সৌদি আরবের কোম্পানি নাম ও তালিকা সহ সৌদি আরবের কোম্পানিগুলো সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। আশা করছি আর্টিকেলটি ভালো লাগবে।

আরো পড়ুন – সৌদি আরবে ভালো সিম কোনটি, সৌদি আরব সেরা সিমের নাম কি

সৌদি আরবের নির্মাণ কোম্পানি তালিকা

সৌদি আরবের বর্তমান শীর্ষস্থানীয় নির্মাণ কোম্পানিগুলো সম্পর্কে কম বেশি সবারই জানা। সৌদি আরবের কোম্পানি নাম নিচে তুলে ধরা হল-

একে গ্রুপ AK Group(Abdulla B Al-khalifa & sons company)- বর্তমানে সৌদি আরবের নির্মাণ কোম্পানিগুলোর মধ্যে একে গ্রুপ অন্যতম শীর্ষস্থানে অবস্থান করছে। সৌদি আরবের কোম্পানি নাম এর মধ্যে এটি খুবই নামকরা। এই কোম্পানিটি ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ১৯৮১ সালে একে গ্রুপের নাম পরিবর্তন করে আব্দুল্লাহ বিন খলিফা এন্ড সংস কম্পানি রাখা হয়। এর সদর দপ্তর সৌদি আরবের দাম্মাম এ অবস্থিত।

প্রতিষ্ঠানটি সাধারণত নির্মাণ, ইস্পাত তৈরি, কংক্রিট মেরামত, লার্নিং স্থাপন এবং জনশক্তি সরবরাহ করে থাকে। নির্মাণ প্রতিষ্ঠানটি দক্ষ কর্মী নিয়োগে অগ্রাধিকার দিয়ে থাকে। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রবাসীরা এ কোম্পানিতে ওয়ার্কার হিসেবে কাজ করে থাকে।

আল জুডি হোল্ডিং কোম্পানি/ Al-judee Holding Company- আল জুডি হোল্ডিং কোম্পানি ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই কোম্পানিটি প্রধান কার্যালয় হল সৌদি আরবের শহরে। এটি মূলত প্রকৌশল এবং গবেষণা পরামর্শদাতা প্রতিষ্ঠান। এছাড়া এই প্রতিষ্ঠান আগুন প্রতিরোধ, লাস্ট অটোমেশন, পরিবেশ গত নিরাপত্তা ও সুরক্ষা সহ বিভিন্ন সেবা নাগরিকদের প্রদান করে থাকে।

আল ইয়া মামা কোম্পানি- এটি সৌদি আরবের অন্যতম বৃহত্তম নির্মাণ কোম্পানি। সৌদি আরবের কোম্পানি নাম গুগলে সার্চ দিলে এই কম্পানির নামই আগে আসবে। এই কোম্পানির ১৯৫৪ সালের প্রতিষ্ঠিত হয়। আল ইয়া মামা কোম্পানি নির্মাণ, শেষ ল্যান্ডস্কেপ রক্ষণাবেক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা ইত্যাদি কর্মের সাথে যুক্ত। এর প্রধান কার্যালয় সৌদি আরবের দাম্মামে অবস্থিত। এছাড়াও আলিয়া মামা কোম্পানিটির শাখা রয়েছে রিয়াদ এবং জেদ্দায়।

এসব শাখা অফিসের মাধ্যমে কোম্পানিটি উপসাগরীয় কয়েকটি দেশে বিভিন্ন পরিষেবা সরবরাহ করে থাকে। এতে সৌদি আরবের কৃষি ব্যাংক নির্মাণ, অভ্যন্তরী নিরাপত্তা বাহিনী হাসপাতালে সহ বেশ কয়েকটি সফল প্রকল্পের কাজ সম্পন্ন করেছে।

আলেশাই কন্ট্রাক্টিং কোম্পানি- Alesayi Contracting co. – ১৯৪৫ সালের শেখ অমর কাশেম সৌদি আরবের আলি শাই কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। তাহলে সে কন্ট্রাকটিং কোম্পানি একটি ছোট টেক্সটাইল ফার্ম হিসেবে শুরু করলেও বর্তমানে মালিকানাধীন আরও ৬১টি প্রতিষ্ঠান রয়েছে। এবং বর্তমানে আলেশাই রিয়েল এস্টেট, কনজিউমার ট্রেডিং, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি সার্ভিস যুক্ত আছে।

ম্যানুফাকচারিং ইনভেস্টমেন্ট সহ বিভিন্ন সেক্টরে যুক্ত রয়েছে। কোম্পানির তাদের সাফল্য ধরে রাখতে দক্ষ জন শক্তি নিয়োগ দিয়ে থাকে।

আলমির সৌদি টেকনিক্যাল সার্ভিসেস কোম্পানি – Almirsaudi Technical Services co.- আ্লমির সৌদি টেকনিক্যাল সার্ভিসের সৌদি আরবের একটি বিশেষায়িত কোম্পানি। ২০০৯ সালে প্রথম যাত্রা শুরু করে এই কোম্পানি। এর সদর অধিদপ্তর সৌদি আরবে আরব আমিরাতে অবস্থিত। এটি পেট্রোল, কেমিক্যাল, প্লান্ট তেল, গ্যাস এর সাথে জড়িত রয়েছে। সৌদি আরবের কোম্পানি নাম গুলোর মধ্যে এটি অন্যতম।

আল রাবিয়া কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স কোম্পানি- Alrabiah consulting Engineers- আল রাবিয়া কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স কোম্পানি সৌদি আরবের একটি স্বনামধন্য ইঞ্জিনিয়ারিং ফার্ম। এই ইঞ্জিনিয়ার্স কম্পানি ১৯৮৮ সালে প্রথম যাত্রা শুরু করে। কোম্পানিটি সাধারণত নির্মাণ ভবনের নকশা ও কাঠামো ক্ষতিগ্রস্ত হলে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন ব্যবসার সাথে জড়িত। এই কোম্পানিটির প্রধান কার্যালয় সৌদি আরবের অবস্থিত। তাছাড়া আঞ্চলিক অফিস ও রয়েছে। কোম্পানিটি আবাসিক সুবিধা, বাণিজ্যিক অবকাঠাম এবং সামুদ্রিক প্রকল্প ডিজাইনের দক্ষ হিসেবে ব্যাপক পরিচিত।

আল শালওয়াই ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানি/ Al shhalwi int’l Holding Co.- আল শালওয়াই ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানি ১৯৭৫ সালের যাত্রা আরম্ভ করে। এই কোম্পানিটির নির্মাণ পরিবহন রিয়েল এস্টেট পর্যটনসহ বিভিন্ন কাজের সাথে যুক্ত রয়েছে। তাদের দীর্ঘদিন ধরে ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানি সিভিল ইলেকট্রনিকেল কনস্ট্রাকশন সেক্টরের সুনামির সাথে কাজ করে আসছে। ইতিমধ্যে কোম্পানিটি সৌদি আরামকো স্যামসাং, পরিবহন মন্ত্রণালয়, সৌদি রেলওয়ে প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের কাজ স ম্পন্ন করেছ।

Arabian consulting Engineering centre/ এরাবিয়ান কনসাল্টিং ইঞ্জিনিয়ারিং সেন্টার- নির্মাণ কোম্পানিটি ১৯৭৯ সালে কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়। সাধারণত স্থাপত্য প্রকৌশল ব্যবসার সাথে কোম্পানি জড়িত। তাছাড়া কোম্পানির তেল গ্যাস বিদ্যুৎ অব কাঠামো নির্মাণ থেকে শুরু করে বিভিন্ন শিল্পের পরিষেবা প্রদান করে থাকে। কোম্পানিতে ইতিমধ্যে সিমেন্স পাওয়ার জেনারেশন, সৌদি পেট্রো কেমিক্যাল কোম্পানি, খার্সি জয়েন্ট অপারেশন, রয়েল কমিশন ফর জুবাইল সব বিভিন্ন কোম্পানি কাজ সফলভাবে সম্পন্ন করেছে। এ কোম্পানির সব সময় নতুন এবং পেশাদার কর্মীর খোঁজ করে থাকে।

Asad Dar  আসাদ দার- সৌদি আরবের একটি প্রাচীন নির্মাণ কোম্পানি এটি। এ কোম্পানিটি ৫০ বছরে বেশি আগেও প্রতিষ্ঠিত হয়েছিল। এই নির্মাণ কোম্পানিটির সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত। স্ট্রাকচার নির্মান তাদের মধ্যে অন্যতম। এটি নির্মাণ কাজে ব্যবহৃত পণ্য তৈরি করে থাকে। এ কোম্পানিতে সৌদি আরবের সর্বপ্রথম ট্রেঞ্জ কেবল চালু করে। হারমাইন হাই স্পিড ট্রেন প্রকল্পের সমাপ্তির জন্য ব্যবহৃত হয়েছিল। সৌদি আরবে বড় কিছু ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব রয়েছে।

নাসমা পার্টনার/Nesma partners- নাসমা পার্টনার সৌদি আরবের অন্যতম প্রশংসিত প্রধান প্রকৌশলী নির্মাণ কোম্পানি ।১৯৭১ সালে কোম্পানিটি যাত্রা শুরু করে। সৌদি আরবের অবকাঠামো ও শিল্প খাতে কোম্পানির গুরুত্বপূর্ণ আবেদন রয়েছে। কোম্পানিতে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ পানি তেল গেস নির্মাণ ও পেট্রোকেমিক্যাল সেক্টরে নেতৃত্ব দিচ্ছে। তাছাড়া কোম্পানিতে সৌদি আরব এবং বৃহত্তর উপসাগরীয় অঞ্চলে বেশ কয়েক নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে।

আরো পড়ুন – জিয়ারা ভিসা কি, সৌদি আরব জিয়ারা ভিসা আবেদনের নিয়ম, জিয়ারা ভিসা খরচ

সৌদি আরবের কোম্পানি নাম – মেডিকেল

যে সৌদি আরবের বর্তমান সময়ের শীর্ষস্থানীয় মেডিকেল কোম্পানি তালিকা দেয়া হলো-

  • Adult and child Therapy Center
  • Al Marfa Medical
  • Al- Aysa Hospil
  • Back Comfort
  • Bula Cromwell Hospitals
  • Davita
  • R allah Hospital
  • Dr. Sulaiman Al Habib Medical Group
  • Magrabi Hospital
  • New Safa Makkah Polyclinic
  • Pctapharma
  • Salamatec medical center
  • Saudi German hoapil
  • Security Forces Hospital
  • Suncity S Polyclini
  • VivaMedica LTd

সৌদি আরবের তেল ও গ্যাস কোম্পানি

নিচে সৌদি আরবের শীর্ষস্থানীয় গ্যাস কোম্পানির নাম ও তালিকা দেয়া হলো-

  • Abdulla fuad Holding
  • Abdulla A Al Barrack and sons co
  • Abunayyan Holding
  • Arabian drilling company
  • Bass international group
  • Fugro Suhaimi
  • Global Suhaimi Company
  • Gulf darabi Petrochemicals company
  • JAL international
  • Jacko Gases Company
  • Kaefer Saudi Arabia
  • Petro Rabigh
  • SMH Industrial Services
  • Saudi Aramco Mobile Refinery CoVallourec

সৌদি আরবের স্টিল ও ফেব্রিক্স কোম্পানি

সৌদি আরবের শীর্ষস্থানীয় স্টিল ফেব্রিক্স কোম্পানি তালিকানি উল্লেখ করা হলো-

  • AlSaleh
  • Aluminum Product Company
  • Amjed industries
  • Arabian international Company
  • Inkaan Holding Company
  • Jubail Energy Services  Company
  • Metal Fasteners
  • Saudi Steel pipe
  • Universal Metal Coating Company LTd
  • Welpun Middle East
  • Zeppelin Gulf Company Limited

সৌদি আরবের আর্কিটেকচার কোম্পানি

নিচে সৌদি আরবেরবর্তমান সময়ের শীর্ষস্থানীয় আর্কিটেকচার কোম্পানিগুলোর তালিকা বর্ণনা করা হলো-

  • Al OTqishan Consulting Engineers
  • Al Ashbelya Engineering
  • Architectural Doors Factory
  • Batt your Consult

সৌদি আরবের নিয়োগ কোম্পানি

নিচে বর্তমান সময়ে সৌদি আরবের শীর্ষস্থা্নীয় নিয়োগ কোম্পানির নাম ও তালিকা বর্ণনা করা হলো-

  • Across the Globe For International
  • Addar Group
  • Al Jagat company
  • Core Team Global
  • Deutsche Recruiting
  • Eram Engineering
  • Industrial and management Technology
  • International Hospital Recruitment
  • JAL Human Resource Company
  • Jaddrahh Workforce Company
  • Jobakey Consultant
  • Manpower Service Company
  • Retaj Tec & HR
  • Saudi intelegent Solution
  • Saudi manpower Solution

সৌদি আরবের বিজ্ঞাপন কোম্পানি

নিচে বর্তমান সময়ে সৌদি আরবের শীর্ষস্থা্নীয় বিজ্ঞাপন কোম্পানির তালিকা তুলে ধরা হল-

  • Brand Partners
  • MAC group
  • Reservoir

সৌদি আরবের আইটি কোম্পানি

সৌদি আরবে আইটি কোম্পানিগুলোর তালিকা নিচে বর্ণনা করা হলো-

  • 2 Share Emerging Technology Holding Co
  • Achevx
  • Acuative
  • Arabic Computer System
  • Arman Integrated Solutions
  • Future ware
  • Geidea
  • High Tech LLC
  • Injazat information Technology
  • Network& System integration
  • Nomd technologies
  • Qabas Tech
  • Saudi Business Machine
  • Saudi Information Technology Co LTD
  • Shabakah Net
  • Sigma IT
  • Starway Information Technology
  • Tecno Sign Exhibition
  • Technology Leaders
  • Wipro LTD

সৌদি আরবের ভোগ্য পণ্য কোম্পানি

সৌদি আরবের ভোগ্যপন্য কোম্পানির তালিকা দেয়া হল-

  • Arasco
  • Al Alwani memoni dates factory
  • Bafarat
  • Balsharaf Group
  • Basamah Group
  • Forsan Group
  • Herfy Foods
  • Mahmood sayed collective company
  • National  Aquaculture Group
  • Yazeed Al Rakhi & Brother Holding Co

সৌদি আরবের টেলিকম কোম্পানি

নিচে সৌদি আরবের টেলিকম কোম্পানির তালিকা দেয়া হলো-

  • Abana  Enterprise
  • Baud Telecom BTC Network
  • Baby Trading and Constructing
  • China Saudi Communication Service Co
  • Encomen
  • Prime Gate
  • Tele care

সৌদি আরবের রিয়েল এস্টেট কোম্পানি

বর্তমান সময়ে চলমান সৌদি আরবে রিয়েল স্টেট কোম্পানির তালিকা হল-

  • Al kholi Group
  • Al Sami Group
  • Omar Kassem Alesayi Group

সৌদি আরবের ইঞ্জিনিয়ারিং কোম্পানি

সৌদি আরবের বিখ্যাত ইঞ্জিনিয়ারিং কোম্পানি হল-

  • Al Othman Group of Companies
  • Abdulhadi & Al Moaibed
  • Dar Consulting Engineering
  • Palace Consulting Engineers
  • Riyadh Geo technique & Foundation
  • Saud Consult

সৌদি আরবের রিটেল কোম্পানি

বর্তমান সময়ে সৌদি আরবের বিখ্যাত রিটেল কোম্পানির তালিকা হল-

  • Fawaz Q Alhokair Co
  • Magrabi Retail
  • Saudi Electronic Trading Company

সৌদি আরবের ট্রেডিং কোম্পানি

সৌদি আরবের বর্তমান বিখ্যাত ট্রেডিং কোম্পানির তালিকা হল-

  • Am Est
  • Al Estagamah Global Group
  • Al omair Trading and contracting co.
  • Hak Group
  • JKR Holding
  • Rezayat Trending Company LTD

সৌদি আরবের ফার্মাসিউটিক্যাল company

বর্তমান সময়ে সৌদি আরবের ফার্মাসিউটিক্যাল কম্পানির তালিকা হল-

  • Deer pharmaceuticals
  • Bagdi
  • Spimaco

সৌদি আরবের শিক্ষা বিষয়ক কোম্পানি

বর্তমান সময়ে সৌদি আরবের শিক্ষা বিষয়ক নিচে দেয়া হলো-

  • Anideast
  • Al hussain Education
  • Alfaisal university
  • American Academy
  • Arrowad Group
  • Dairy and food polytechnic
  • Ejadah center
  • Ta dress Holding

সৌদি আরবের টেক্সটাইল কোম্পানি

সৌদি আরবের বিখ্যাত টেক্সটাইল কোম্পানির তালিকা তুলে ধরা হলো-

  • Alyqf industrial Company
  • Delta international fashion company
  • Dewar Group
  • MAC Group

সৌদি আরবের ব্যাংকিং ও ইন্সুরেন্স কোম্পানি

সৌদি আরবে বর্তমান সময়ের বিখ্যাত ব্যাংকিং ও ইন্সুরেন্স কোম্পানির তালিকা নিচে বর্ণনা করা হল-

  • Arab National bank
  • Dar Basil investment
  • Islamic Development bank
  • Al rakhi Takaful
  • Metlife AIG ANB cooperative in.
  • Naki for insurance services

সৌদি আরবের কোম্পানি নাম

মন্তব্য

আজকে আমরা সৌদি আরবের কোম্পানি নাম ও তালিকা ২০২৩ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করছি সৌদি আরবের কোম্পানি গুলোর নাম সম্পর্কে কিছু ধারনা দিতে পেরেছি। আর্টিকেলটি ভালো লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারেন এবং আর্টিকেল সম্পর্কে কোন মন্তব্য মতামত অথবা পরামর্শ থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।

আমরা অতি শীঘ্রই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমাদের ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের তথ্য পেতে ওয়েব সাইটটি বুক মার্ক করে রাখুন।

আরো পড়ুন – 

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply