অনলাইনে বিদেশে চাকরির আবেদন করার নিয়ম

অনলাইনে বিদেশে চাকরির আবেদন

আসসালামু আলাইকুম বন্ধুরা। বর্তমানে বাংলাদেশে বেকারত্ব সংখ্যা পূর্বে যে কোন সময়ের তুলনায় অনেক বেশি। বর্তমান অনলাইনের যুগে বাংলাদেশের পাশাপাশি বিদেশি বিভিন্ন কোম্পানিতে রিমোট জব করার সম্ভাবনা তৈরি হয়েছে। যে কোন নির্দিষ্ট বিষয়ের উপর স্কিল ডেভেলপ করে আপনিও চাইলে বিদেশি কোম্পানিতে চাকুরীর আবেদন করতে পারেন।

তবে সঠিক নিয়ম না জানলে সম্পূর্ণ প্রক্রিয়াটি কঠিন মনে হতে পারে। আজকে আমরা অনলাইনে বিদেশে চাকরির আবেদন করার নিয়ম বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করছি আর্টিকেলটি আপনাদের ভালো লাগবে।

আরো পড়ুন – অনলাইনে মেয়েদের সাথে কথা বলা অ্যাপস ১০০% কার্যকরী

অনলাইনে বিদেশে চাকরি কিভাবে করে?

বাংলাদেশ থেকে মূলত দুইভাবে অনলাইনে বিদেশী কোম্পানির সাথে কাজ করতে পারবেন।

  1. ফ্রিল্যান্সিং
  2. রিমোট জব

ফ্রিল্যান্সিং – ফ্রিল্যান্সিং হচ্ছে কোন কোম্পানির সাথে স্থায়ীভাবে যুক্তি না করে খন্ডকালীন চুক্তির মাধ্যমে কাজ করা এবং কাজের বিনিময়ে টাকা আয় করা। অর্থাৎ এই ক্ষেত্রে আপনি কোন নির্দিষ্ট কোম্পানিতে স্থায়ীভাবে চাকরি করবেন না বরং নির্দিষ্ট একটি কাজের জন্য চুক্তিবদ্ধ হবেন এবং কাজটি হয়ে গেলে কোম্পানি আপনাকে টাকা দিয়ে দিবে।

ফ্রিল্যান্সিং করার জন্য প্রথমেই ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস যেমন (ফাইভার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ইত্যাদি) তে একাউন্ট খুলতে হবে। আপনি যে কাজে পারদর্শী সেই কাজের জন্য এপ্লাই করতে হবে। ক্লায়েন্ট আপনার সাথে কথা বলার পর যোগ্য মনে হলে কাজটি করতে দিবে এবং কাজ শেষ করলে ওই ওয়েবসাইটের মাধ্যমেই টাকা দিবে।

রিমোর্ট জব – রিমোট জব হচ্ছে কোন একটি কোম্পানিতে ফুল টাইম বা পার্টটাইম এমপ্লয়ি হিসেবে চাকরি করেন। অর্থাৎ এই ক্ষেত্রে আপনি কোম্পানির স্থায়ী সদস্য হিসেবে কাজ করবেন এবং মাসিক চুক্তিতে টাকা পাবেন শুধু পার্থক্য হচ্ছে সাধারণ চাকরি সরাসরি অফিসে গিয়ে করতে হয় আর রিমোট জব আপনি বাসায় বসে করবেন।সাধারণ কোম্পানি চাকরি গুলোর মতই রিমোট জবে সবকিছু নিয়ন্ত্রন করা হয়।

আরো পড়ুন – অনলাইনে ভিডিও দেখে আয় করার অ্যাপ

অনলাইনে বিদেশে চাকরির আবেদন ওয়েবসাইট

এ পর্যায়ে আমরা বাংলাদেশ থেকে অনলাইনে বিদেশে চাকরির আবেদন ওয়েবসাইটের তালিকা দেখবো। আমাদের তালিকায় ফ্রিল্যান্সিং এবং রিমোট জব সব ধরনের চাকরির জন্য ওয়েবসাইট থাকবে।

ফাইভার – বর্তমানে ফ্রিল্যান্সিং এর জন্য বিশ্বের যে কয়টি ওয়েবসাইট রয়েছে তার মধ্যে ফাইবার অন্যতম। বিশেষ করে নতুনদের জন্য এই ওয়েবসাইটটি অনেক সুযোগ-সুবিধা দিয়ে থাকে। আপনি যদি নির্দিষ্ট কোন বিষয়ের উপর ফ্রিল্যান্সিং করতে চান তাহলে এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে “গিগ” ক্রিয়েট করতে পারেন। এরপর কোন বায়ার ওই নির্দিষ্ট সার্ভিস সার্চ করে আপনাকে মেসেজ করবে এবং সব ঠিক থাকলে অর্ডার প্লেস করবে।

আপওয়ার্ক – ফাইবারের মতো আপওয়ার্ক ও একটি অনলাইন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। তবে এই ওয়েবসাইটটিতে নতুনদের তুলনামূলক কম সুবিধা দেয়া হয়। আপওয়ার্কে মূলত ইন্টারমিডিয়েট ও এক্সপার্ট লেভেলের ফ্রিল্যান্সার বেশি। অর্থাৎ আপনার যদি কোন একটি বিষয়ের উপর অনেক বেশি দক্ষতা থাকে তাহলে এই মার্কেটপ্লেস আপনার জন্য। কিন্তু আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে ফাইবারে ট্রাই করতে পারেন।

ফ্রিল্যান্সার ডট কম – ফাইভার, আপওয়ার্ক এর মত ফ্রিল্যান্সার ডট কম একটি অনলাইন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। জনপ্রিয়তার দিকে এটি বাংলাদেশের তৃতীয় বৃহৎ মার্কেটপ্লেস। এখানেও নতুনদের জন্য বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে। তাছাড়া এই ওয়েবসাইটে ক্লায়েন্টের পরিমাণও অনেক বেশি। তাই অ্যাকাউন্ট খোলার পর কাজ পাওয়া নিয়ে খুব বেশি সমস্যা হয় না।

আরো কিছু ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস – 

  • টপটাল
  • গুরু
  • পিপল পার আওয়ার
  • কে ওয়ার্ক
  • ৯৯ ডিজাইন

Indeed.com – বিশ্বের সবচেয়ে জনপ্রিয় জব সার্চিং প্ল্যাটফর্ম Indeed.com। বর্তমানে ৬০ টির বেশি দেশের মানুষ এটি ব্যবহার করে। প্রতিমাসে ২৫০ মিলিয়ন মানুষ এই ওয়েবসাইটটি ভিজিট করে তাহলে আন্দাজ করতে পারছেন কি পরিমান চাকরি এই ওয়েবসাইটে নিয়মিত পোস্ট করা হয়। ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলার পর আপনার লোকেশন, স্কিল ও রেফারেন্স অনুযায়ী বিভিন্ন চাকরির সামনে আসবে এবং আপনার পছন্দমত আবেদন করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে।

Remote.co – যারা বিদেশী কোম্পানিতে রিমোট জব করতে চান তাদের জন্য আরেকটি জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে Remote.co এখানে দেশি বিদেশী বিভিন্ন কোম্পানিতে রিমোট জব করার সুযোগ কয়েছে। বিদেশী ছোট, মাঝারি অনেক কোম্পানি তুলনামূলক নতুনদের নিয়োগ দেয়ার জন্য এই ওয়েবসাইটে জব পোষ্ট করে থাকে। আপনার যদি কোন সেক্টরে তেমন কোন অভিজ্ঞতা না থাকে তাহলে Remote.com ওয়েবসাইট টি ব্যবহার করতে পারেন।

WWE (We work remotely) – রিমোট জবের জন্য বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট। এই সাইটটি তুলনামূলক প্রোফেশনালদের জন্য ভালো। নতুনরা এই ওয়েবসাইটে কাজ না পাওয়ার সম্ভাবনা বেশি। প্রতিদিন ১০০০+ জব পোষ্ট হয় এই ওয়েবসাইটে সেই সাথে গুগল, এপল এর মত বড় বড় কোম্পানি এই ওয়েবসাইট ব্যবহার করে নতুন লোক নিয়োগ দিয়ে থাকে।

FlexJobs.com – রিমোট জবের জন্য বিশ্বের আরেকটি জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে FlexJobs.com যারা অলরেডি কোন একটি চাকরি করেন কিন্ত হাতে কিছু অতিরিক্ত সময় আছে এই ওয়েবসাইট তাদের জন্য ভালো একটি উপায় হতে পারে। flexjobs.com এর মাধ্যমে আপনি ফ্লেক্সিবল জব খুজে নিতে পারবেন। অর্থাৎ একটা চাকরির পশাপাশি অতিরিক্ত সময়ে চাইলে অন্য একটি জবের খুজে নিতে পারবেন এই ওয়েবসাইটে।

আরো পড়ুন – ছাত্রদের জন্য অনলাইন চাকরি, ছাত্রদের জন্য অনলাইনে আয়

অনলাইনে বিদেশে কোন চাকরির চাহিদা বেশি

অনলাইনে বিদেশে চাকরির আবেদন করার পূর্বে আপনার জানতে হবে বিদেশে কোন কাজের চাহিদা বেশি। আগে থেকে খবর নিলে নিজেকে প্রস্তুত করতে পারবেন এবং স্কিল ডেভেলপ করতে সহজ হবে।

  • ওয়েব ডিজাইন
  • গ্রাফিক্স ডিজাইন
  • ২ডি/ ৩ডি এনিমেশন
  • ভিডিও এডিটিং
  • বিজনেস কনসালটেন্ড
  • ডাটাবেজ ম্যানেজম্যান্ট
  • ডাটা এনালাইসিস

অনলাইনে বিদেশে কাজের ক্ষেত্রে সাবধানতা

উপরে আমরা চেষ্টা করেছি শুধুমাত্র বিশ্বস্ত ওয়েবসাইটের নাম বলার। তবে স্বাভাবিকভাবেই সব জায়গাতেই কিছু খারাপ লোক থাকে। তাই অবশ্যই অনলাইনে বিদেশে চাকরির আবেদন করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে।

অনলাইনে বিদেশে চাকরির আবেদন করার ক্ষেত্রে কেউ যদি অগ্রিম টাকা চায় তাহলে দেয়া যাবে না। কেননা একটা প্রকৃত কোম্পানি কখনোই এমপ্লযই এর কাছ থেকে অগ্রিম টাকা দাবি করবে না। এছাড়াও যে ওয়েবসাইট থেকে আবেদন করবেন সে ওয়েবসাইটের সবগুলো নিয়ম ফলো করে আবেদন করার চেষ্টা করবেন। এতে করে প্রতারিত হওয়া সম্ভাবনা কম থাকবে

অনলাইনে বিদেশে চাকরির বেতন কেমন?

অনলাইনে বিদেশে চাকরির বেতন সাধারনত সপ্তাহে কত ঘন্টা কাজ করছেন তার উপর নির্ভর করে। এছাড়াও আপনার স্কিল ও অভিজ্ঞতার উপর ও বেতন নির্ভর করে। সাধারনত সপ্তাহে ৩৫ ঘন্টা কাজকে স্ট্যান্ডার্ড ধরে নেয়া হয় যেহেতু এটি রিমোট জব তাই সময় নিয়ে বাধ্যবাধকতা না থাকলেও সপ্তাহে মোট ৩৫ ঘন্টা হতে হবে।

সাধারনত ৩৫ ঘন্টা কাজ করলে সপ্তাহে ১২ হাজার ও মাসে ৪৮-৫০ হাজার টাকা বেতন দেয়া হয়। তবে যেমনটা বলেছিলাম বেতন নির্ভর করে কাজের ধরন, স্কিন, ও অভিজ্ঞতার উপরে। কাজের ধরণের উপর নির্ভর করে বেতন আরো কম বা বেশি হতে পারে।

অনলাইনে বিদেশে চাকরির আবেদন

মন্তব্য

আজকে আমরা অনলাইনে বিদেশে চাকরির আবেদন করার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। কোন প্রশ্ন বা মতামত থাকলে এই পোস্টে কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা দ্রুত উত্তর দেয়ার চেষ্টা করব। ধন্যবাদ

আরো পড়ুন – 

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply