সৌদি জিয়ারা ভিসা মেয়াদ বাড়ানোর নিয়ম – জিয়ারা ভিসার মেয়াদ ৩ মাস বাড়ানোর নিয়ম

জিয়ারা ভিসা মেয়াদ বাড়ানোর নিয়ম

যেসব সৌদি প্রবাসী ভাইয়েরা জিয়ারা ভিসা তাদের ফ্যামিলিকে সৌদি আরব নিয়ে গেছেন এবং ভিসার মেয়াদ বাড়াতে পারছেন না তাদের জন্য আজকের আর্টিকেলটি খুব উপকারে আসবে। সাধারণত ভিসার মেয়াদ তিন মাস থাকে তিন মাসে শেষ হয়ে যাওয়ার পর যদি মেয়াদ বৃদ্ধি না করেন তাহলে প্রতিদিন 100 রিয়াল করে জরিমানা দিতে হয়। কিন্তু এম্বাসিতে গিয়ে জিয়ারা ভিসার মেয়াদ বৃদ্ধি করা অনেক সময় সাপেক্ষ ও ঝামেলার কাজ। অনেকেই সবকিছু ঠিক ভাবে আবেদন করার পরেও যারা ভিসার মেয়াদ বাড়াতে পারেন না।

জিয়ারা ভিসা মেয়াদ বাড়ানোর নিয়ম
ছবি – জিয়ারা ভিসা মেয়াদ বাড়ানোর নিয়ম

তাদের জন্য আজকে আমরা সৌদি জিয়ারা ভিসা মেয়াদ বাড়ানোর নিয়ম নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে পদ্ধতি নিয়ে আলোচনা করব, আপনাকে সৌদি এম্বাসি তে যেতে হবেনা বা কোন এজেন্সির কাছে যেতে হবে না। খুবই ছোট একটা চালাকি করে অল্প খরচে জিয়ারা ভিসার মেয়াদ ৩ মাস বাড়ানোর নিয়ম। 

জিয়ারা ভিসা কি?

সৌদি জিয়ারা ভিসা মেয়াদ বাড়ানোর নিয়ম নিয়ে আলোচনা করার পূর্বে জিয়ারা ভিসা কি এ ব্যাপারে পরিষ্কার একটি ধারণা থাকা দরকার। জিয়ারা ভিসা বা ফ্যামিলি ভিজিট ভিসা হচ্ছে সৌদি প্রবাসীরা তাদের পরিবারকে যে ভিসার মাধ্যমে সৌদি আরব নিয়ে যায়। অর্থাৎ দীর্ঘদিন প্রবাসে কাজ করছেন তারা তাদের ফ্যামিলি মেম্বার থেকে ভিজিট করার জন্য অর্থাৎ বেড়ানোর জন্য এই বিচারের মাধ্যমে সৌদি আরবের নিয়ে যেতে পারবেন।

বেশিরভাগ ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে সৌদি আরব কাজ করেন তারা তাদের পরিবার বিশেষ করে স্ত্রী ও সন্তানদের কিছুদিনের জন্য নিয়ে যায়। এছাড়াও অনেক সময় পরিবারের সদস্যদের জিয়ারা ভিসার মাধ্যমে নিয়ে গেলে তারা খুব সহজেই ওমরা করে চলে আসতে পারেন।

জিয়ারা ভিসার মেয়াদ কত দিন থাকে

জিয়ারা ভিসা মেয়াদ বাড়ানোর নিয়ম
ছবি – জিয়ারা ভিসা মেয়াদ বাড়ানোর নিয়ম

অনেকেই আমাদের কাছে জানতে চান সৌদি জিয়ারা ভিসার মেয়াদ কত দিন থাকে। সাধারনত ভিসা স্ট্যাম্পিং এর পর থেকে ৩ মাস মেয়াদ থাকে সৌদি জিয়ারা ভিসার। সাধারনত জিয়ারা ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে প্রতিদিন ১০০ রিয়াল করে জরিমানা দিতে হয়। তাই অবশ্যই জিয়ারা ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই মেয়াদ বৃদ্ধি করে নিবেন। এছাড়াও সৌদি বিভিন্ন ভালো কোম্পানির ভিসা সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

সৌদি জিয়ারা ভিসা মেয়াদ বাড়ানোর নিয়ম

যেমনটা আমরা বলেছি সাধারনত যখন কোন সৌদি প্রবাসি জিয়ারা ভিসার জন্য আবেদন করে প্রাথমিক অবস্থায় ভিসার মেয়াদ থাকে ৩ মাস। পরবর্তিতে এই মেয়াদ বাড়াতে চাইলে সৌদি এম্বাসিতে আবেদন করতে হয় যা অনেক সময় সাপেক্ষ। তা ছাড়া গত কয়েকমাস থেকে বাংলাদেশীদের জন্য সৌদি জিয়ারা ভিসা মেয়াদ বাড়ানো আবেদন করলে বেশিরভাগ সময় তা গ্রহন করছে না। তাই আমরা খুব সহজে জিয়ারা ভিসার মেয়াদ ৩ মাস বাড়ানোর নিয়ম বলে দিচ্ছি।

আপনি যদি সৌদি আরব থেকে বের হয়ে অন্য কোন দেশে যান এবং পুঃরায় সৌদি আরব আসেন সেক্ষেত্রে আপনার ভিসার মেয়ার অটোমেটিক ৩ মাস বেড়ে যাবে। আপনি কম খরচে করতে চাইলে সৌদি আরবের পার্শ্ববর্তী ৩ টি দেশ বাহরাইন, জর্ডান ও দুবাই এর যেকোন একটি দেশ থেকে পরিবার নিয়ে ঘুরে এসে আবারো সৌদি আরব ঢুকলে জিয়ারা ভিসার মেয়াদ কোন আবেদন ছাড়াই অটোমেটিক ৩ মাস বেড়ে যাবে।

এখন আপনার মনে হতে পারে পরিবার নিয়ে সৌদির বাইরে যাওয়া আবার সৌদি ফিরে আসা অনেক সময় সাপেক্ষ ও খরচের ব্যাপার। কিন্তু বর্তমানে সৌদি আরবে এমন অনেক লোক আছে যারা আপনাকে জিয়ারা ভিসার মেয়াদ বাড়াতে সাহায্য করবেন। অর্থাৎ আপনি যেকোনো একজনের সৌদি ব্যক্তির সাথে চুক্তি করে কিছু সময়ের জন্য সৌদি বর্ডার থেকে বের হয় আধা ঘন্টা এক ঘন্টা পর আবার সৌদি আরবের বর্ডারে ঢুকলে জিয়ারা ভিসার মেয়াদ তিন মাস বেড়ে যাবে।

বর্তমানে সৌদি আরবে এমন অনেক লোক আছে যারা এই রকম ব্যবসা করে। এক্ষেত্রে আপনাকে এক হাজারের মত দিতে হবে এবং বাকিটা হবে সে ব্যক্তি করে দেবেন। বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে প্রবাসীরা বাহারাইন বর্ডার ক্রস করে আবার ফিরে আসে এভাবেই মেয়াদ বৃদ্ধি করা যায় বৃদ্ধি করা যায়।

আরো পড়ুন – সৌদি ভিসা চেক করার নতুন নিয়ম – অনলাইনে সৌদি ভিসা চেক করার পদ্ধতি

কম খরচে সৌদি জিয়ারা ভিসার মেয়াদ বাড়ানোর উপায়

যেমনটা উপরে আমরা বলেছি সৌদি এম্বাসি তে আবেদন করে জিয়ারা ভিসার মেয়াদ বাড়ানোর অনেক সময় সাপেক্ষ হোক খরচের ব্যাপার। আপনি কম খরচে এবং কোন ঝামেলা ছাড়া সৌদি জিয়ারা ভিসার মেয়াদ বাড়াতে চাইলে সৌদি আরব থেকে পার্শ্ববর্তী যেকোনো একটি দেশের বর্ডার ক্রস করে পুনরায় সৌদি আরবের প্রবেশ করুন এতে করে জিয়ারা ভিসার মেয়াদ অটোমেটিক তিন মাস বেড়ে যাবে। নিচে আমরা step-by-step জিয়ারা ভিসা মেয়াদ বাড়ানোর নিয়ম দেখাবো।

  • প্রথমেরি সৌদি আরবের স্থানীয় কোন ব্যক্তকে খুজে বের করুন যে এই ধরনের কাজ করে থাকে।
  • সৌদি পার্শ্ববর্তী যে দেশের বর্ডার আপনার কাছে হয় সে বর্ডার ক্রস করার প্রস্তুতি নিন।
  • সব কাগজ করা হয়ে গেলে বর্ডার ক্রস করে কিছু সময় ঐ পাশের বর্ডরে থাকুন।
  • আধা ঘন্টা পর ফিরে আসুন এবং বলবেন ব্যক্তিগত সমস্যার কারনে আপনি আবার সৌদিতেই ফিরে যেতে চাচ্ছেন।
  • সৌদিতে ফিরে আসলেই জিয়ারা ভিসার মেয়ার অটোমেটিক ৩ মাস বেড়ে যাবে।
  • এক্ষেত্রে আপনি যেহেতু অভিভাবক তাই অবশ্যই আগে ছুটি নিয়ে নিন।
  • এই প্রক্রিয়ার আপনার সর্বমোট  ৮০০ রিয়াল খরচ হবে।
  • জিয়ারা ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন করার সময় অবশ্যই ভিসার মেয়াদ কমপক্ষে ১৫ দিন থাকতে হবে। অর্থাত হাতে ১৫ দিন সময় নিয়ে এই পদ্ধতি অনুসরন করুন।

জিয়ারা ভিসা সৌদি আরবনতুন আপডেট

গত কয়েক মাস থেকে সৌদি দূতাবাসে জিয়ারা ভিসার স্টাম্পিং করা বন্ধ ছিল। অনেকের ইঞ্চি মাঝে বিশেষ টাইপিং এর জন্য ভিসা জমা দিয়ে গেলেও এম্বাসি থেকে অনুমোদন দেয়া হয়নি। তাই অনেকেই জানতে চেয়েছেন সৌদি জিয়ারা নতুন আপডেট কি। আগষ্ট ২০২২ থেকে পুনরায় অল্প পরিমাণে জিয়ারা ভিসা অনুমোদন দেয়া শুরু হয়েছে। তাই কোন প্রবাসি ভাই যদি তার পরিবারকে সৌদি জিয়ারা ভিসায় নিয়ে যেতে চান তাহলে উপরের জিয়ারা ভিসা মেয়াদ বাড়ানোর নিয়ম অনুযায়ী তা করতে পারেন।

জিয়ারা ভিসা মেয়াদ বাড়ানোর নিয়ম

উপরে আমরা সৌদি জিয়ারা ভিসা মেয়াদ বাড়ানোর নিয়ম জিয়ারা ভিসার মেয়াদ ৩ মাস বাড়ানোর নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি এই ব্লগটি আপনাদের ভাল লেগেছে। আমরা নিয়মিত প্রবাসী ভাইদের জন্য বিভিন্ন ব্লগ লিখে থাকে। ভালো লাগলে ওয়েবসাইটের অন্যান্য আর্টিকেলগুলো পড়তে পারেন আশা করি উপকারে আসবে। আপনার কোন প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ

আরো পড়ুন – অনলাইনে সৌদি ভিসা স্টাম্পিং চেক – সৌদি ভিসা লেগেছে কি না চেক করুন

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply