মরিশাস গার্মেন্টস ভিসা
আসসালামু আলাইকুম। আমাদের দেশ থেকে প্রতি বছর হাজার হাজার কর্মী বিশ্বে বিভিন্ন দেশে কাজের জন্য যায়। সাধারনত আমাদের দেশ থেকে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে অনেক বেশি পরিমানে কর্মী নিয়োগ হয় সে তুলনায় মরিশাস এর নাম আমরা খুব বেশি জানি না। কিন্তু মরিশাসের বিগত কয়েক বছর থেকে অনেক বাংলাদেশী ভিইয়েরা বিভিন্ন ভিসায় কাজে যাচ্ছেন এবং খুব ভালো বেতনে ও সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া সপ্রতিসময়ে মরিশাস ও বাংলাদেশ শ্রমিক নিয়োগের ব্যাপারে নতুন নতুন চুক্তি করছে তাই মরিশাস যাওয়া বাংলাদেশীদের জন্য পূর্বের যেকোন সময়ের তুলনায় এখন আরো সহজ ও নিরাপদ।
মরিশাস কেমন দেশ?
মরিশাস আফ্রিকার দক্ষিন-পূর্ব উপকূলে অবস্থিত ভারত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। দেশটির রাজধানী পোর্ট লুইস যা দেশিটির প্রধান সমুদ্র বন্দর। দেশটির মোট আয়তন ২,০৪০ কিমি। মরিশাস অন্যান্য দ্বীপ রাষ্ট্রের মত উর্বর ও সবুজে ঘেরা একটি দেশ এবং দেশের প্রায় অর্ধেক জমিতে ফসল চাষ করা হয়। যদিও এখানে জমিতে অনেক চাষ করা হয় তবে মরিশাসের প্রধান অর্থনীতির চাকা দারিয়ে আছে পোষাক শীল্প ও পর্যটন শীল্পের উপর।
আজকে আমরা মূলত মরিশাষের গার্মেন্টস শীল্প নিয়ে কথা বলবো। আমরা আজকে দেখবো কিভাবে বাংলাদেশ থেকে কিভাবে মরিশাস গার্মেন্টস ভিসা নিয়ে সহজে যাবেন। এবং ভিসা প্রোসেসিং খরচ ও ভিসা আবেদনের নিয়ম নিয়ে ও বিস্তারিত আলোচনা করা হবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনা শুরু করা যাক ।
মরিশাস গার্মেন্টস ভিসা বিস্তারিত
মরিশাসে বর্তমানে বিদেশী শ্রমীকের মধ্যে বাংলাদেশী শ্রমীক সবচেয়ে বেশি। এখন পর্যন্ত সরকারি হিসেবে প্রায় ৩০ হাজার শ্রমীক কাজ করছে মরিশাসে এর মধ্যে সবচেয়ে শ্রমিক কাজ করছে গার্মেন্টস ভিসায়। বাংলাদেশ থেকে মরিশাস গার্মেন্টস ভিসায় যেতে চাইলে পুর্বে আপনার বাংলাদেশে কোন গার্মেন্টস এ কাজ করার অভজ্ঞতা থাকতে হবে।
[irp]
মরিশাস বাংলাদেশের সরকারের মাধ্যমে কিছুদিন পর পর ই লোক নিয়োগ নিয়ে আবেদন করে এবং বাংলাদেশে সরাসরি ইন্টরভিউ হবে এটা দেখার জন্য আপনার আসলেই পূর্ব অভিজ্ঞতা আছে কি না। ইন্টারভিউতে সিলেক্ট হলে সম্পূর্ন সরাকারি তত্ত্বাবধানে আপনি মরিশাস যেতে পারবেন। যেহেতু মিয়োগ প্রক্রিয়া সরাসরি দুই দেশের সরকারের হস্তক্ষেপের মাধ্যমে হয়ে থাকে তাই এখানে জালিয়াতির সম্ভাবনা খুবই কম।
মরিশাস কাজের ভেতন কত
এতক্ষন আমরা মরিশাস দেশ সম্পর্কে ও মরিশাস গার্মেন্টস ভিসা নিয়ে বিস্তারিত জানলাম। এখন আমরা দেখবো মরিশাস কাজের বেতন কত। সাধারনত মরিশাসে গার্মেন্টস শ্রমিক হিসেবে কাজ করতে গেলে শুরুর দিকে আপনার বেতন হবে ১৩০০ মরিশাস রুপি বা ৩০০ ডলার যা বাংলা টাকায় প্রায় ২৫ হাজার টাকা।
তবে শুরুর দিকে ২৫ হাজার বেতন হলেও সময়ের সাথে আপনার দক্ষতা অনুযায়ী বেতনের পরিমান ও বৃদ্ধি পাবে। এক্ষেত্রে সাধারনত ১ বছর কাজ করার পর আপনার বেতন বৃদ্ধি পেয়ে হবে ৩২ থেকে ৩৫ হাজার টাকা। তবে সবার ক্ষেত্রে যে বাড়বে বিষয় টা এমন নয়। আপনার দক্ষতা ও কাজের প্রতি ভালোবাসা না থাকলে বেতন বাড়ার সম্ভবনা নেই।
মরিশাস গার্মেন্টস ভিসা র সবচেয়ে ভালো দিকে হলো আপনার থাকা খাওয়া ও অফিসে যাতায়াত পুরোটাই সরকার বহন করবে। অর্থাত মাস শেষে বেতনের প্রায় পুরো টাকা টাই আপনার পকেটে থাকবে। এছাড়াও কাজের ফাকে নাশতা, অভারটাইম কাজ করার সুযোগ ও অসুস্থ হলে চিকিতসা খরচ পাবেন। মরিশাস শ্রমিক আইন অনেক কঠিন তাই আপনার বেতন নিয়ে অনিয়ম বা থাকা খাওয়া নিয়ে কষ্ট হওয়ার কোন সম্ভাবনা ই নেই।
মরিশাস ভিসার দাম কত
বাংলাদেশ থেকে এখন পর্যন্ত পরিশাস খুব বেশি পরিমান শ্রমিক যায় না তাই বেসরকারি ভাবে যাওয়ার সুযোগ কিছুটা কম। আপনাকে সরকারি ভাবে বিভিন্ন ভিসা নিয়ে যেতে হবে। অর্থাৎ মরিশাস সরকার যখন বাংলাদেশের কাছে লোক চাইবে ঠিক তখন ই আপনি সরকারি ভাবে যেতে পারবেন।
ভিসার ধরনের উপর নির্ভর করে খরচ কিছুটা কম বেশি হতে পারে। তবে আজকে যেহেতু আমাদের মূল আলোচনা মরিশাস গার্মেন্টস ভিসা নিয়ে। সরকারিভাবে গার্মেন্টস ভিসার খরচ পড়বে প্রায় ২ লক্ষ টাকা। তবে ভিসার ধরন ও সময়ের সাথে এই খরচ কিছুটা কম বেশি হতে পারে। তবে সুবিধা হচ্ছে ভিসা প্রোসেসিং ও বিমান ভাড়া দেয়ার পর আপনার আর কোন খরচ করতে হবে না। বাকি সব খরচ কোম্পানি বহন করবে।
ভিসা আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র
এতক্ষন আমরা মরিশাস গার্মেন্টস ভিসা সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করলাম এখন আমরা জানবো ভিসা আবেদনের ক্ষেত্রে আপনার কি কি কাগজপত্র লাগবে।
- আপনার বৈধ বাংলাদেশী পাসপোর্ট লাগবে। তবে পারপোর্ট করার ক্ষেত্রে বর্তমানে অনলাইনে করা স্মার্ট পাসপোর্ট করার চেষ্টা করবেন।
- মরিশাস গার্মেন্টস ভিসায় কাজ করতে হলে আপনার পূর্ব অভিজ্ঞতা থাকা জরুরী। গার্মেন্টসে কাজ করার অভজ্ঞতা থাকলে তা প্রমানের জন্য প্রয়োজনীয় কাগজপত্র।
- আপনার জাতীয়তা প্রমান করার জন্য এন আই ডি কার্ড, ও প্রয়োজনীয় কাগজপত্র আর সাথে সদ্য তোলা দুই কপি ছবি।
- এছাড়াও পূর্বের কাজের কোন অভিজ্ঞতা থাকলে সেটা দেখানোর মত প্রয়োজনীয় কাগজপত্র।
- আপনার শিক্ষাগত যোগ্যতা প্রমান করার জন্য কাগজপত্র ও সবশেষ পাশ করা সার্টিফিকেট এর কপি।
এছাড়াও সময়ের সাথে ও ভিসার ধরনের উপর ভিত্তি করে প্রয়োজনীয় কাগজ আরো লাগতে পারে। তাই ভিসা আবেদনের নিশ্চিত হয়ে নেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
[irp]
মরিশাস চাকরি করার সুবিধা
পৃথিবীর যেকোন দেশে চাকরি করতে গেলে সে দেশের ভাষা জানতে হয়। কিন্তু মরিশাস চাকরি করতে চাইলে না ইংরেজি ভাষা না জানলেও চলবে। কেননা সে দেশের বেশিরভাগ মানুষই হিন্দি ভাষা বোঝে। তাই শুরুতে ইংরেজী না জানলেও চাকরি করতে বা চলাফেরা করতে কোন সমস্যা হবে না।
এছাড়াও বেশিরভাগ কোম্পানিতে থাকা খাওয়া ফ্রি। অর্থাৎ বেতনের পুরোটাই আপনার নিজের হাতে থাকবে। থাকা খাওয়া ও যাতায়াতের খরচ পুরোটাই কোম্পানি বহন করবে।
এছাড়াও মরিশাসে প্রচুর পরিমানে বাংলাদেশী সহ এশিয়ান মানুষ বাস করে। তাই কর্ম ক্ষেত্রে যেকোন সুবিধা অসুবিসা ও সাহায্যের প্রয়োজন হলে হেল্প পেয়ে যাবেন।
মরিশাস ফ্রি ভিসা
অন্যান্য দেশের মত মরিশাস ওয়ার্ক পারমিট ভিসা দেয়ার পাশাপাশি ফ্রি ভিসা দিয়ে থাকে। যারা জানেন না ফ্রি ভিসা কি তাদের জন্য সংক্ষেপে বলছি। ফ্রি ভিসা হচ্ছে আপনি কোন কোম্পানির সাথে বিশেষ চুক্তির না করেই ভিসা নিয়ে ওই দেশে যাওয়া। বিদেশ গিয়ে আপনি নিজের স্কিল অনুযায়ী যেকোন কাজ করে টাকা অনকাম করতে পারবেন।
তবে ফ্রি ভিসার ক্ষেত্রে কিছু সমস্যা আছে। যেমন আপনার কাজের কোন নির্দিষ্ট কাজের সিকিউরিটি থাকে না। তাই আপনার যদি অলরেডি কেউ পরিচিত না থাকে তাহলে ফ্রি ভিসাইয় না যাওয়াটাই ভালো। চেষ্টা করবেন নরমাল ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়ার।
মরিশাস যাওয়ার সহজ উপায়
মরিশাস যাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে কোন একটি এজেন্সির সাথে নিয়মিত যোগাযোগ রাখা। সাধারণত কোন দেশের এম্বাসি যখন ভিসা ছাড়ে তার সবার আগে বড় বড় এজেন্সিগুলো খবর পায়। তাই আপনি যদি কোন ঝামেলা ছাড়া নিরাপদ এবং সহজে ভিসা আবেদন থেকে শুরু করে বিদেশ যাওয়া পর্যন্ত সম্পূর্ণ কাজ করতে চান সে ক্ষেত্রে ভালো মানের একটি এজেন্সির সাথে নিয়মিত যোগাযোগ রাখতে পারেন।
যদিও এর বিনিময়ে এজেন্সি আপনার কাছ থেকে কিছু টাকা নেবে তবে ইতোপূর্বে ভিসা প্রসেসিং এর অভিজ্ঞতা না থাকলে কোন একটি এজেন্সির সাহায্য নেয়া উচিত। এতে করে ভিসা আবেদনে কোন ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না।
পূর্ব অভিজ্ঞতা ছাড়া মরিশাস যাওয়া ঠিক হবে কি না
অনেকেই জানতে চান কোন রকম পূর্ব অভিজ্ঞতা ছাড়া মরিশাস যাওয়া ঠিক হবে কি না। উত্তর হচ্ছে না। ক্রন মরিশাস ছোট একটি দ্বীপ রাষ্ট্র আর বাইরের দেশের মানুষের জন্য কর্মক্ষেত্রে তুলনামূলক অনেক কম। তাই আপনি যদি কোন রকম অভিজ্ঞতা ছাড়া যান তাহলে আপনাকে নানা রকম ঝামেলায় পড়তে হতে পারে। তাই আমাদের সাজেশন হচ্ছে দেশে থাকতেই কোন এক নির্দিষ্ট স্কিল শিখে নিবেন এতে বাইরে গেলে আপনার কাজ পেতে অনেক সুবিধা হবে।
[irp]