বিকাশ থেকে ভিসা ডেবিট কার্ডে টাকা পাঠানোর নিয়ম

বিকাশ থেকে ভিসা ডেবিট কার্ডে টাকা পাঠানোর নিয়ম

বিকাশ থেকে নির্দিষ্ট কিছু ব্যাংকে টাকা পাঠানো যায় যা আমরা কম বেশি সকলেই জানি। আপনি যদি বিকাশ থেকে ব্যাংক একাউন্টে টাকা ট্রান্সফার করতে চান তাহলে তাহলে আপনাকে ওই নির্দিষ্ট ১১ টি ব্যাংকের যেকোণ একটিতে একাউন্ট থাকতে হবে। কিন্তু ১১ টি ব্যাংকের বাইরে আপনার ব্যাংক একাউন্ট থেকলে সরাসরি বিকাশ থেকে টাকা ট্রান্সফার করা যায় না, সেক্ষেত্রে ভিসা কার্ডের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন।

বেশিরভাগ ব্যাংকের একাউন্ট এর সাথে ভিসা ডেভিট কার্ড বা মাস্টারকার্ড দেয়া হয়। আপনার কার্ডটি যদি ভিসা ডেবিট কার্ড হয় তাহলে আপনি নিশ্চিন্তে এই কার্ডের মাধ্যমে বিকাশ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন।

বিকাশ থেকে কার্ডে কিভাবে টাকা পাঠায়

মাত্র 3 টি ধাপ অনুসরন করে খুব সহজেই বিকাশ থেকে ভিসা ডেবিট কার্ড এর মাধ্যমে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন। নিচে আমরা ছবি সহ বর্ণনা করার চেষ্টা করছে –

1 4

ধাপ 1 – প্রথমে আপনার বিকাশ এপ এ লগইন করুন এবং ” বিকাশ টু ব্যাংক ” অপশনটি সিলেক্ট করুন।

বিকাশ থেকে ভিসা ডেবিট কার্ডে টাকা পাঠানোর নিয়ম

 

ধাপ 2 – এরপর যায় আপনার হাতে দুইটি অপশন আসবে। ব্যাংক একাউন্ট এবং ভিসা ডেবিট কার্ড। যেমনটা বলেছিলাম 11 টি ব্যাংক রয়েছে যেগুলোতে সরাসরি বিকাশ থেকে টাকা ট্রান্সফার করা যায়। আপনার যদি এই 11 টি ব্যাংকে একটি একাউন্ট থাকে তাহলে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। তবে এখন আমরা ভিসা ডেবিট কার্ডের মাধ্যমে টাকা ট্রান্সফার দেখব তাই ভিসা ডেবিট কার্ড এই অপশনটি সিলেক্ট করুন

বিকাশ থেকে ভিসা ডেবিট কার্ডে টাকা পাঠানোর নিয়ম

ধাপ 3 – এই পর্যায়ে ভিসা কার্ডের নাম্বার টা লাগবে। অর্থাৎ আপনি যে বিষয়ে কার্ডে টাকা ট্রান্সফার করতে চান সে কার্ডের নাম্বার টি ইনপুট করতে হবে। সঠিকভাবে নাম্বার দেয়ার পর নিজে এগিয়ে যান বাটনে ক্লিক করুন।

বিকাশ থেকে কার্ডের টাকা পাঠানোর নিয়ম

  1. প্রথমে আপনার মোবাইল থেকে বিকাশ এপ এ লগইন করুন
  2. বিকাশ মেনু থেকে ” বিকাশ টু ব্যাংক” অপশনটি সিলেক্ট করুন
  3. ভিসা ডেবিট কার্ড ” অপশনটি সিলেক্ট করুন
  4. আপনার 16 ডিজিটের কার্ড নাম্বারটি প্রবেশ করেন
  5. বিকাশের গোপন পিন নাম্বার দিন

বিকাশ থেকে টাকা ট্রান্সফারের খরচ

বিকাশ থেকে কার্ডে টাকা ট্রান্সফারের ক্ষেত্রে সর্বনিম্ন 50 টাকা থেকে 25,001 টাকা পর্যন্ত চার্জ 1.25 % এবং 25,001 টাকা থেকে এর উপরে 1.49% হারে সার্ভিস চার্জ কাটা হবে।

অর্থাৎ ৫০ টাকা থেকে 25,001 টাকা পর্যন্ত হাজারে 12.5 টাকা হারে সার্ভিস চার্জ কাটা হবে এবং এর উপরে যেকোন এমাউন্ট এর জন্য হাজারে 14.49 টাকা হারে সার্ভিস চা সুন্দরবনর্জ কাটা হবে।

বিকাশ থেকে কোন কোণ ব্যাংকে টাকা ট্রান্সফার করা যায়?

উপরে আমরা বিকাশ থেকে ভিসা ডেবিট কার্ডে টাকা পাঠানোর নিয়ম নিয়ে আলোচনা করেছি। কিন্তু এগারটি এমন ব্যাংক রয়েছে যেগুলোতে সরাসরি বিকাশ থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন। আপনার যদি এই 11 টি ব্যাংকের যে কোন একটিতে অ্যাকাউন্ট থাকে তাহলে তার কার্ড ব্যবহার না করে সরাসরি বিকাশ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন। এই 11 টি ব্যাংক হল

  1. অগ্রণী ব্যাংক
  2. সোনালী ব্যাংক
  3. ব্র্যাক ব্যাংক লিমিটেড
  4. সিটি ব্যাংক লিমিটেড
  5. এবি ব্যাংক
  6. কমিউনিটি ব্যাংক
  7. আইএফআইসি ব্যাংক
  8. ইস্টার্ন ব্যাংক
  9. ঢাকা ব্যাংক
  10. এনাআরবিসি ব্যাংক
  11. প্রিমিয়ার ব্যাংক

বিকাশ থেকে কার্ডে টাকা ট্রান্সফারের সুবিধা কি?

যেমনটা আমরা বলেছিলাম এগারটি ব্যাংক একাউন্টে সরাসরি বিকাশ থেকে টাকা ট্রান্সফার করা যায়। কিন্তু আপনার অ্যাকাউন্ট যদি 11 টি ব্যাংকের বাইরে অন্য কোন ব্যাংকে হয়ে থাকে তাহলে বিকাশ থেকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন না। সে ক্ষেত্রে বিকাশ থেকে ভিসা ডেবিট কার্ড টাকা ট্রান্সফার করাটা খুব ভালো একটি উপায় হতে পারে।

উদাহরণস্বরূপ ধরে নেয়া যাক ইসলামী ব্যাংকে একটি অ্যাকাউন্ট রয়েছে। যেহেতু ইসলামী ব্যাংক ওই 11 টি ব্যাংকের তালিকায় নেই তাই আপনি সরাসরি বিদেশ থেকে ইসলামী ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন না। কিন্তু ইসলামী ব্যাংকের প্রতিদিন একাউন্টের সাথে একটা করে ভিসা ডেবিট কার্ড দেয়া হয়। এজন্য আপনি চাইলে খুব সহজে ভিসা ডেবিট কার্ডের মাধ্যমে ইসলামী ব্যাংক একাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন বিকাশ থেকে।

আরো পড়ুন – বিকাশে ভুলে টাকা গেলে করনীয়

মন্তব্য

উপরে আমরা বিকাশ থেকে ভিসা ডেবিট কার্ডে টাকা পাঠানোর নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। বিকাশ থেকে কার্ডের মাধ্যমে টাকা ট্রান্সফার করার কিছু সুবিধা রয়েছে। বিকাশ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার কিংবা বিকাশ থেকে কার্ডে টাকা ট্রান্সফার করার সুবিধা সম্পর্কে জানতে এই আর্টিকেলটি পড়তে পারেন।

এছাড়াও আপনাদের কোন প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা দ্রুত সময়ের মধ্যে উত্তর দেয়ার চেষ্টা করব।

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply