মেঘলা আকাশ নিয়ে ক্যাপশন
ফেসবুকে ছবি আপলোড করতে আমরা কে না পছন্দ করি। কিন্তু ছবি আপলোড করার সময় ক্যাপশনে কি লিখব তা আমরা অনেক সময় বুঝতে পারিনা। আজকে আপনার মেঘলা আকাশ নিয়ে ক্যাপশন আইডিয়া অন্ধকার আকাশ নিয়ে ক্যাপশন আইডিয়া দেয়ার চেষ্টা করব।
১। তুমি আকাশের বুকে, বিশালতার উপমা।
২। আমি নিজের মনকে আকাশের মত বিশাল করতে চাই।
৩। মেঘলা আকাশ আমার মনকে খারাপ করতে পারেন, কারণ আমি নীল আকাশে ভালোবাসি।
৪। হয়তো তোমাকে পাব না, কিন্তু ভুলে যেওনা আমরা একই আকাশের নিচে আছি। আর এটাই আমার জন্য অনেক!
৫। মাঝে মাঝে আকাশের বিশালতা তোমাকে খুজে পাই।
৬। নিজের মনকে নীল আকাশের মতো পরিষ্কার রাখার চেষ্টা করো।
৭। মেঘের নিরন্তর ছুটে চলা আমার কাছে একটি অসীম চলচ্চিত্রের মত, যা দেখে আমি কখনো ক্লান্ত হই না।
৮। দূর আকাশে রংধনু নতুন তুমি আমার জীবনে কিছু সময়ের জন্য লগইন করতে এসেছিল। কিন্তু আমি এখনো তোমাকে অনেক ভালোবাসি।
৯। ভালো ও খারাপ সময় ঋতু পরিবর্তনের মধ্য আসবে যাবে, কিন্তু তুমি আমার কাছে আকাশের মতোই চিরস্থায়ী।
১০। ছোট এই জীবনে সুখী তারাই যারা আকাশের দিকে মাথা তুলে দাঁড়ায় কিন্তু পা মাটিতে থাকে।
আরো পড়ুন – বন্ধুত্ব নিয়ে ক্যাপশন বাংলা, ১০০+ বন্ধুদের নিয়ে ফেসবুক ক্যাপশন
১১। সূর্য যেমন আকাশকে ভালবাসে, ঠিক তেমনি আমি তোমাকে ভালোবাসি।
১২। এই মেঘলা দিনে একলা ঘরে থাকেনাতো মন। কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।
১৩। মানুষের জীবনে দুঃখ মেঘের মতো আসে, আল্লাহর উপর বিশ্বাস রাখলে তা খুব দ্রুতই কাকে চায়।
১৪। সূর্যাস্ত মা নেই সব শেষ নয়, বরং নতুন করে শুরু করার আরেকটি সুযোগ।
১৫। আকাশ মেঘলা কিংবা নীল হতে পারে কিন্তু এর সৌন্দর্য সব সময়ে অনন্য।
১৬। কিছু মানুষ তোমার জীবনে ক্ষণিকের জন্য এসে জীবন অন্ধকার করে দিয়ে যাবে যেমনটা মেঘ নীল আকাশকে অন্ধকার করে দেয়।
১৭। যখন তোমার কথা খুব মনে পড়ে ওই নীল আকাশের দিকে তাকিয়ে থাকি। জানি তোমাকে পাবো না তবে এই ভেবে শান্তনা পাই দুইজন একই আকাশের নিচে আছি।
১৯। আজও মেঘলা আকাশ দেখলে তোমার কথা মনে পড়ে। এখনো কি বৃষ্টির দিনে মন খারাপ করে বসে থাকো?
২০। হয়তো নতুন কাউকে পেয়ে তোমার মনের আকাশ নীল হয়ে আছে। কিন্তু তোমাকে না পাওয়ার আক্ষেপে আজও আমার মনের আকাশ অন্ধকারে আচ্ছন্ন।
২১। তোমাকে না পাওয়ার আক্ষেপ আজও আমাকে কুরে কুরে খায় কিন্তু এই ভেবে শান্তি পায় অন্তত তুমি সুখে আছো।
২২। নিজের মনকে নীল আকাশের মত স্বচ্ছ রাখ, কখনো মেঘ যেন তা ঢেকে দিতে না পারে।
২৩। আকাশ মেঘলা হলেই নীল আকাশের সৌন্দর্য সবাই অনুভব করে। ঠিক যেমনটা তুমি চলে যাওয়ার পর আমি তোমাকে অনুভব করছি।
২৪। হারিয়ে যাবো একদিন এই মেঘলা আকাশের পানে, পাবে না কো আমায় খুঁজবে সবখানে। আমি হাসবো সেদিন আসব তোমার চোখের জলে, হয়তো সেদিন বুঝবে বন্ধু কাকে বলে।
২৫। দুঃখগুলোকে বন্দি খাঁচায় না রেখে মনের আকাশে উড়তে দাও। হয়তো ও সিন্দুরে এই দুঃখগুলো যোগ হয়ে ধরা দেবে তোমার কাছে।
২৬। তুমি আমার মনের আকাশে এসেছিলে এক টুকরো কালো মেঘ হয়ে। কিছু সময়ের জন্য মনের আকাশ অন্ধকার হয়েছে ঠিকই কিন্তু আমার মনের সূর্য অন্ধকার দূর করে দিয়েছে।
২৭। তুমি যদি ভেবে থাকো আমার মনের আকাশ কে চিরতরে অন্ধকার করে দিতে পারবে তাহলে তুমি ভুল ভেবেছ। আমার মনের আকাশ সর্বদায় নিল আকাশের মতো পরিষ্কার থাকবে।
২৮। বাস্তবে তোমাকে না পেলেও আমার মনের আকাশে সব সময় তোমার ছবি আঁকানো থাকবে।
২৯। মেঘলা আকাশ মেঘলা মন, আধারে ডুবে আছে সারাক্ষণ। তুমি এসে জ্বেলে দাও আদর প্রদীপ, দুজন মিলে দেখবো আবার নিরন্তর সুখের স্বপন।
৩০। আকাশে মেঘ তো আসবেই, কিন্তু ঝরের ভয়ে দমে যাওয়ার মত ব্যক্তি আমি নই।
আরো পড়ুন – পাঞ্জাবি নিয়ে ফেসবুক ক্যাপশন, পাঞ্জাবি নিয়ে ফেসবুক পোস্ট