2023 সালের সবচেয়ে ভালো গেম তালিকা

সালের সবচেয়ে ভালো গেম তালিকা

প্রযুক্তির এই যুগে সবার হাতে হাতে এখন মোবাইল ফোন। সবারই ইচ্ছা থাকে কষ্ট করে টাকা জমিয়ে হলেও নিজের স্বপ্নের স্মার্টফোনটি কোন না কোন দিন কিনে ফেলার। কিন্তু স্মার্টফোন কেনার পর সেই ফোনে যদি একটি ভালো গেম না খেলা যায় তাহলে সেই স্বপ্নের স্মার্ট ফোন কেনার আর সার্থকতাই বা  রইল কই।

আরো পড়ুন – ক্যাসিনো গেম অনলাইন, লাইভ ক্যাসিনো অনলাইন গেম

ভালো গেম

তাইতো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ২০২৩ সালে সবচেয়ে ভালো কিছু গেমের তালিকা যা আপনাদের সবার ভালো লাগবে বলে আশা করি। প্লে স্টোরের লক্ষ লক্ষ গেমের মধ্য থেকে এই গেমগুলোকে সিলেক্ট করা হয়েছে। সুতরাং প্রত্যেকটি গেমে সবচেয়ে জনপ্রিয় এবং খুবই ভালো কোয়ালিটিফুল গেম। আশা করি আর্টিকেলটি  আপনাদের ভালো লাগবে।

২০২৩ টপ মোবাইল গেম (২০২৩ সালের সেরা মোবাইল গেম )

যারা প্রফেশনাল গেমার অর্থাৎ ছোটবেলা থেকেই গেম খেলে বড় হচ্ছেন এবং আগের গেম গুলো প্রায় সবগুলোই খেলা শেষ। তারা খুঁজছেন সদ্য রিলিজ পাওয়া নতুন গেম গুলো। কিন্তু অসংখ্য গেমেই প্রতি বছর রিলিজ হয়ে থাকে। যার মধ্যে খুব কম গেমই উপভোগ্য এবং ভালো হয়ে থাকে। তাই নতুন গেম খেলতে গেলে গেমটি ভালো হবে কিনা তা নিয়ে কনফিউশন থেকেিই যায়।

তাই অসংখ্য ডাটা এবং সোর্স বিশ্লেষণ করে সদ্য রিলিজ পাওয়া সেরা কয়েকটি ভালো গেম তুলে ধরা হয়েছে। এই গেমগুলোর নাম লিখে প্লে স্টোরে সার্চ করলেই গেম গুলো খুঁজে পেয়ে যাবেন অথবা প্রতিটি গেমের নামের উপর ক্লিক করলেই সরাসরি আপনাকে প্লে স্টোরে গেমটির কাছে নিয়ে যাবে। নিচে ২০২৩ সালে রিলিজ পাওয়া বেস্ট কয়টি গেম এবং গেমগুলো সম্পর্কে বর্ণনা তুলে ধরা হলো।

আরো পড়ুন – গেমের জন্য কোন ভিপিএন ভালো, মোবাইল ও পিসি বেস্ট ফ্রি ভিপিএন

সবচেয়ে ভালো গেম

১. UNDAWN

UNDAWN একটি দীর্ঘ প্রতীক্ষিত গেম। দীর্ঘ চার বছর ধরে এই গেম রিলিজ হওয়ার কথা চলে আসছে। এত দীর্ঘ অপেক্ষার পর এই বছর অর্থাৎ ২০২৩ সালে গেমটি রিলিজ হয়। গেমটি রিলিজ হওয়া মাত্রই বিশ্বজুড়ে গেমারদের প্রশংসায় ভাসছে। এই গেমে আপনি একজন সারভাইভার হিসেবে থাকবেন এবং একসাথে কাজ করে আপনাকে টিকে থাকতে হবে।

আপনাকে নিজের বেস বানাতে হবে নিজেকে রক্ষা করার জন্য এবং পরিবেশ থেকে রিসোর্স সংগ্রহ করে টিকে থাকতে হবে। এইসব কিছু করে আপনাকে জম্বি এবং অন্যান্য অনলাইন প্লেয়ার থেকে বেঁচে থাকতে হবে। গেমটি সিঙ্গেল প্লেয়ার অর্থাৎ অফলাইন  এবং মাল্টিপ্লেয়ার অর্থাৎ অনলাইনেও খেলা যাবে। অনলাইন এবং অফলাইন দুটি মুড থাকে গেমটি আরো বেশি এনজয় করা যায়।

আপনি আপনার বন্ধুদের সাথে যুক্ত হয়ে কঠিন মিশন গুলো সম্পন্ন করতে পারবেন। বন্ধুদের সাথে খেলতে পারার সুবিধা থাকায় গেমটি আরো বেশি জনপ্রিয়তা পাচ্ছে। গেমটির গ্রাফিক্স অসাধারণ এবং নিজের স্কিল কাজে লাগানো যায় বলে গেমটি খেলে অনেক ইনজয় করবেন বলে আশা করা যায়।

ডাউনলোড  লিংক – https://play.google.com/store/apps/details?id=com.tencent.cosg&hl=en&gl=US

২. HONKAI:STAR RAIL

এই গেমটি মূলত এনিমে রিলেটেড এডভেঞ্চার জার্নি জাতীয় গেম। এটি HONKAI এর চতুর্থ ভার্সন গেম। এর গেমপ্লে অনেক উন্নত এবং অনেক সুন্দর সুন্দর নতুন ইন্টারেস্টিং ক্যারেক্টার এই গেমটিতে অ্যাড করা হয়েছে। এটি বিশেষভাবে অ্যানিমে লাভারদের জন্য একটি ভালো গেম।

নতুন এক ধরনের ইউনিভার্স এর মধ্যেআপনার জার্নি শুরু হবে এবং পথে অনেক ধরনের এডভেঞ্চারাস এবং ক্রিটিকাল ফাইট এর সম্মুখীন হয়ে আপনাকে এগিয়ে যেতে হবে এবং গেমটি শেষ করার জন্য করার জন্য আপনাকে আপনার জার্নি সম্পন্ন করতে হবে। যারা অ্যাডভেঞ্চার জাতীয় গেম পছন্দ করেন তাদের  এই গেমটি ন্য গেমটি পছন্দ হবে বলে আশা করা যায়।

ডাউনলোড লিংক – https://play.google.com/store/search?q=HONKAI%3ASTAR%20RAIL&c=apps&hl=en&gl=US

৩. FARLIGHT 84

এটিও একটি অ্যাডভেঞ্চার জাতীয় গেম যেটি ফিউচার এর থিমে বানানো।এই গেমে আপনাকে আপনার ক্যারেক্টার কাস্টমাইজ করার সুযোগ দেওয়া হয়। সেই ক্যারেক্টার ব্যবহার করে আপনাকে টিকে থাকতে হবে। গেমটি গ্রাফিক্স অসাধারণ বলে যাদের একটু ভালো মানের ফোন যাদের রয়েছে তারা এই গেমটি খেললে অসাধারণ গ্রাফিক্স উপভোগ করতে পারবেন।

গেমটি একটি অনলাইন গেম তাই গেমটি রেনডম অনলাইন প্লেয়ার অথবা আপনার বন্ধুদের সাথে মিলে একসাথে খেলতে পারবেন। ফিউচারস্টিক গেম হয়ায় কিছু অসাধারণ ফিচার এবং ওয়েপন এই গেমটিতে রয়েছে।

তাছাড়া রয়েছে বিভিন্ন ফিউচারস্টিক ক্রাফট যাতে উন্নত অস্ত্র রয়েছে সেটি ব্যবহার করে আপনি যুদ্ধ করতে পারবেন। সুন্দর কন্ট্রোল এবং অসাধারণ ডিটেলস থাকায় গেমটি খুবই উপভোগ্য।

ডাউনলোড লিংক – https://play.google.com/store/search?q=farlight+84&c=apps&hl=en&gl=US

৪. OMEGA-STRIKERS

এটি একটি অসাধারণ 3 vs 3 ফুটবল গেম। কম্পিউটারের একটি জনপ্রিয় ভালো গেম রয়েছে রকেট লীগ নামে। এটিও কিছুটা সেই গেমের সাথে সাদৃশ্যপূর্ণ । যদিও রকেট লীগে গাড়ি দিয়ে গেমটি খেলতে হয় কিন্তু এই খেলায় রিয়েল প্লেয়ার দিয়েই খেলা হয়।

প্রত্যেক দলে তিনজন করে খেলোয়াড় থাকবে এবং বিপক্ষ দলের তিনজন প্লেয়ারের বিপক্ষে ম্যাচেটি জিততে হবে। ম্যাচের মধ্যে প্লেয়ার নানা ধরনের স্কিল ব্যবহার করতে পারবে যা দিয়ে গেমটি জিততে পারবে। যারা ফুটবল পছন্দ করেন তাদের কাছে গেমটি খুবই ভালো লাগে বল আশা করা যায়।

ডাউনলোড লিংক – https://play.google.com/store/search?q=OMEGA-STRIKERS&c=apps&hl=en&gl=US

৫. VIKING RISE

ভাইকিং রাইস এটি একটি অনলাইন মাল্টিপ্লেয়ার রিয়েল প্লেয়ার ওয়ার স্ট্রাটেজি গেম। এই গেম আপনি ভাইকিং প্রধান হিসেবে থাকবেন যেখানে আপনার প্রধান উদ্দেশ্য হবে শক্তিশালী হয়ে ওঠা এবং যুদ্ধ করে জেতা অন্য প্লেয়ারদের বিরুদ্ধে টিকে থাকার জন্য আপনাকে আপনার বেশি ডিফেন্স তৈরি করতে হবে এবং আপনার বেস ধীরে ধীরে বিল্ড আপ করতে হবে।

আপনি যত শক্তিশালী হয়ে উঠবেন ততই বেশি অন্যান্য প্লেয়ারদের উপর ডমিনেন্স ক্রিয়েট করতে পারবেন। অনলাইন হওয়ায় অন্যান্য সত্যিকারের প্লেয়ারের বিপক্ষে খেলতে পারায়গেমটি অনেক উপভোগ করবেন বলে আশা করা যায়।

ডাউনলোড লিংক – https://play.google.com/store/search?q=viking+rise&c=apps&hl=en&gl=US

সেরা ১০ মোবাইল অফলাইন গেম

এখন আমরা কিছু সর্বকালের সেরা অফলাইন ভালো গেম নিয়ে আলোচনা করব। যারা অনলাইনে গেম খেলতে ততটা পছন্দ করেন না, চান যে ইন্টারনেট কানেকশন ছাড়া অফলাইনে গেম খেলতে তাদের জন্য এই গেমটি এই গেমগুলো।

এইসব গেমগুলোর  নাম লিখে সার্চ করলে আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন এবং সবগুলো গেমই কোন ধরনের ইন্টারনেট কানেকশন ছাড়াই খেলা যাবে।

১.Alto’s adventure

২.Stardew Vally

৩.plague inc

৪.Badland

৫.Smash Hit

৬.Monument Valley

৭.Crossy Road

৮.Limbo

৯.Plant vs zombie 2

১০.Aspalt 8

আরো পড়ুন – ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার রেজিস্ট্রেশন, Freefire adnace server

সেরা ১০ টি কম্পিউটার গেম

এ পর্যায়ে আমরা সেরা দশটি কম্পিউটার ভালো গেম সম্পর্কে জানব। কম্পিউটারে অসংখ্য গেমের মধ্যে থেকে গেমপ্লে, গ্রাফিক্স এবং জনপ্রিয়তার  ভিত্তিতে এই গেম গুলো সিলেক্ট করা হয়েছে। প্রত্যেকটি গেমই জনপ্রিয় কম্পিউটার গেম তৈরির প্রোডাকশন দ্বারা তৈরি হওয়ায় অসাধারণ গেমপ্লে পাওয়া যায় গেমগুলোতে।

১.The Elder Scrolls V: Skyrim

২.The Witcher 3: Wild Hunt

৩.StarCraft

৪.Half0-Life 2

৫.Minecraft

৬.Civilization VI

৭.Doom(1993)

৮.RDR 2

৯.World Of Warcraft

১০.SimCity 2000

উপরের ১০ টি গেমই  কম্পিউটারের গেমারদের দ্বারা স্বীকৃত সর্বকালের সেরা ভালো গেম এর অন্তর্ভুক্তা। গেমগুলো সাধারণত বাকি কম্পিউটার গেম গুলোর মতই কিনে খেলতে হয়। কিন্তু বিনামলে খেলার অনেক উপায় রয়েছে। টরেন্ট থেকে অথবা অসংখ্য অনলাইন ওয়েবসাইট রয়েছে যেখানে এই গেমগুলো বিনামূল্যে পাওয়া যায়।

সেই ওয়েবসাইটগুলো থেকে এই গেমের ক্র্যাক ভার্সন ডাউনলোড করে নিলেই আপনারা বিনামূল্যে গেম গুলো খেলতে পারবেন। কিন্তু বিনামূল্যে ক্র্যাক ভার্সন ডাউনলোড করলে সাধারণত অনলাইনে খেলা যায় না। তাই অনলাইনে খেলতে হবে আপনাকে পিসি গেমগুলো হার্ডকপি বা সফট কপি কিনে খেলতে হবে।

সালের সবচেয়ে ভালো গেম তালিকা

উপরে অসংখ্য ডাটা এবং গেমারদের রেফারেন্স ব্যবহার করে অসংখ্য গ্রামের তালিকা বিশ্লেষণ করে আপনাদের কাছে শুধুমাত্র সেরা ভালো গেম গুলো উপস্থাপন করা হয়েছে। বিভিন্ন গেমারের বিভিন্ন ধরনের প্রেফারেন্স হলেও উপরের প্রত্যেকটি গেমই সবার কাছে খুবই উপভোগ্য হবে ।আশা করি আর্টিকেলটি সকলকে আমাদের কাছে ভালো লেগেছে।

এমন গেমিং রিলেটেড আরও আর্টিকেল পেতে আমাদের ওয়েব সাইটের সাথে থাকুন এবং আপনার প্রিয় গেমার টিমমেটদের সাথে আর্টিকেলটি শেয়ার করে দিন যেন তারাও অসাধারণ গেম গুলো খেলে দেখতে পারে। আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

আরো পড়ুন –

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply