উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি খরচ

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি খরচ – উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা 2022

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি খরচ

আসসামালু আলাইকুম বন্ধুরা। বর্তমানে আমাদের দেশের সাধারন ছাত্র ছাত্রীরা পাবলিক কিংবা প্রাইভেট কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে থাকেন। কিন্তু এই সকল স্কুল কলেজ থেকে পড়তে হলে বয়সের একটি নির্দিষ্ট লিমিটেশন থাকে। কিন্তু অনেকেই আছেন যারা বিভিন্ন সমস্যার কারনে নরমাল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেননি। তাদের জন্য ভালো একটি অপশন হতে পারে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে যারা বিভিন্ন সমস্যার কারনে কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন নি তারা যেনো কোন যেকোন বয়সে এসে তাদের পড়াশুনা শেষ করতে পারেন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সব বয়সের মানুষের জন্য উন্মুক্ত।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি খরচ
ছবি – উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি খরচ

আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি খরচ নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করছি আজকের পোষ্টটি ভালো করে পড়লে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্য নিয়ে আর কোন প্রশ্ন থাকবে না। চলুন তাহলে আজকের আলোচনা শুরু করা যাক।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচিতি

বাংলাদেশ সংসদের প্রনিত আইন অনুযায়ী ১৯৯২ সালের ২০ অক্টোবর প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের সকল শ্রেনীর কাছে শিক্ষা পৌছে দেয়ার পরিকল্পনা নিয়ে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং এটিতে মূলত দুইভাবে পাঠদান করা হয়। অনক্যাম্পাস বা ঢাকার সিটি ক্যাম্পাসে শিক্ষাদান এবং ঢাকার বাইরে আউটার ক্যাম্পাস বা স্টাডি সেন্টারের মাধ্যমে পাঠদান কর্মসূচি পরিচালনা করে থাকে। ঢাকা শহরের উত্তরে গাজীপুর জেলার বোর্ড বাজারে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল কাম্পাস অবস্থিত।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সংগঠনের জন্য সারা দেশে রয়েছে ১২টি আঞ্চলিক কেন্দ্র, ৮০টি কো অর্ডিনেটিং আফিস এবং ১০০০টিরও অধিক টিউটোরিয়াল কেন্দ্রের বিশাল নেটওয়ার্ক। তাই যাতায়াতের কারনে আপনার শিক্ষা কার্যক্রম ব্যহত হবে এমন কোন সম্ভাবনা নেই বললেই চলে। আপনি যেকোন একটি কেন্দ্রের মাধ্যমে খুব সহজেই শিক্ষাকার্যক্রম পরিচালনা করতে পারবেন। বেশিরভাগ জেলা উপজেলা পর্যায়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম রয়েছে। চলুন তাহলে আমরা আজকের মূল আলোচনা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি খরচ নিয়ে আলোচনা শুরু করি।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বছরের বিভিন্ন সময় বিভিন্ন ভোকেশনাল ও প্রোফেশনাল ডিগ্রির জন্য ভর্তি নিয়ে থাকে। বর্তমানে সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল পরিচালিত ৩ বছর মেয়াদী বিএ এবং বিএসএস কোর্সে ভর্তী বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন কোর্সে ও ডিগ্রিতে ভর্তির ব্যাপারে আপডেট অথ্য পেতে হলে আপনাকে ভিজিট করতে হবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর অফিশিয়াল ওয়েবসাইট

এছাড়াও এসএসসি ও এইচএসসি সহ বিভিন্ন কোর্স ও ডিগ্রিতে ভর্তি সংক্রান্ত তথ্য জানতে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার মাধ্যমে একটি পিডিএফ ওপেন হবে। ওই পিডিএফ এ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ এর সকল তথ্য বিস্তারিত ভাবে পেয়ে যাবেন। তাই একবারে সব কোর্সের ভর্তি নোটিশ দেখতে চাইলে সরাসরি এই পিডিএফ টি দেখুন

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা

উপরে আমরা উন্মুক্ত বিশ্ববিদ্যালযইয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছিলাম এখন আমরা দেখবো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কি কি লাগে। অর্থাৎ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা কি। বাংলাদেশের যেকোন নাগরিক উন্মুক্ত বিস্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন কোন শর্ত ছাড়াই। সর্বনিম্ন ৮ম শ্রেনি পাশ করে অর্থাৎ জে এস ই পাশ করেই আপনি নবম শ্রেনীতে ভর্তি হতে পারবেন। আবার একইভাবে এসএসসি পাশ করা থাকলে আপনি হায়ার সেকেন্ডারি অর্থাৎ ইন্টারে ভর্তি হতে পারবেন। ঠিক একইভাবে আপনি ইন্টার পাশ করে থাকলে ইন্টারের সার্টিফিকেট দেখিয়ে ডিগ্রি ও বিভিন্ন প্রোফেশনাল কোর্সে ভর্তি হতে পারবেন।

সুতরাং যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা নিয়ে আমাদের কাছে জানতে চেয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনি যদি নূন্যতম ক্লাস ৮ পাশ করে থাকেন তাহলে কোন রকম সমস্যা ছাড়াই খুব সহজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্স সমূহ

যেমনটা আমরা বলেছিলাম উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি থেকে শুরু করে এইচ এস সি সহ ডিগ্রি, অনার্স ও মাস্টার্স এর বিভিন্ন কোর্স করা যায়। নিচে আমরা চেষ্টা করছি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্স সম্পর্কে পরিষ্কার ধারনা দেয়ার। আশা এখান থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্স সমূহ নিয়ে ভাল একটি ধারনা পেয়ে যাবেন।

 

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি খরচ
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অনার্সে বিভিন্ন কোর্সের তালিকা
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি খরচ
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে বিভিন্ন কোর্সের তালিকা

উপরে আমরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অনার্স ও মাস্টার্সের বিভিন্ন কোর্সের তালিকা সম্পর্কে বিস্তারিত দেখানোর চেষ্টা করেছি। আশা করছি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্স সমূহ ও মাস্টার্স কোর্স সমূহ নিয়ে আপনাদের খুব ভালো একটি ধারনা হয়ে গেছে। এর বাইরেও এসএসসি ও এইচ এস সি তো করার সুযোগ আছেই। এখন আমরা আমাদের আজকের মুল আলোচনা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি খরচ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি খরচ

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি খরচ বাংলাদেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মত ই নাগালের মধ্যে। বরং কিছু কিছু ক্ষেত্রে খরচ অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকেও কম। প্রথমেই আপনাকে বুঝতে হবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ই সুতরাং এর খরচ কিছুটা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মত ই হবে। এছাড়া খরচ নির্ভর করবে আপনার ডিগ্রির ধরন ও সময়সীমার উপর। তাও আমরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি খরচ সম্পর্কে একটা ধারনা দেয়ার চেষ্টা করবো।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি খরচ আনুমানিক ৫০০০ টাকা ও সাধারনত বছরে ২ টা সেমিস্টার হয়ে থাকে এবং প্রতি সেমিস্টারে খরচ হয় আনুমানিক ৪০০০ টাকা। অর্থাৎ আপনি যদি ৩ বছর মেয়াদি ডিগ্রি কোর্সে ভর্তি হোন তাহলে আপনার মোট ৬ টি সেমিস্টার দিতে হবে এবং সেক্ষেত্রে আপনার খরচ হবে ৬ * ৪০০০ = ২৪০০০ টাকা। সাথে ভর্তি হওয়ার সময় ৫ হাজার ও মাঝে মাঝে কিছু ছোট খাটো খরচ। তব সব মিলিয়ে খরচ আপনার অনুকূলেই থাকবে।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মোবাইল নাম্বার

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বিভিন্ন কারনে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করতে চান। তাদের জন্য আমরা উন্মুক্ত উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মোবাইল নাম্বার ও যোগাযোগের ঠিকানা বিস্তারিত জানানোর চেষ্টা করছি।

Board Bazar, Gazipur-1705, Bangladesh
Phone: 88-02996691112, 09666730730 Ex.105
E-mail: registrar@bou.ac.bd, shafiqul_bou@yahoo.com
Website: www.bou.ac.bd

এছাড়াও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে মোট ৩ টা ভাগে ভাগ করা হয়েছে। মেইন ক্যাম্পাস, রিজিওনাল ক্যাম্পাস ও সব রিজিওনাল ক্যাম্পাস। মেইন ক্যাম্পাস গাজিপুরে। সারাদেশে রিজিওনাল ক্যাম্পাস আছে মোট ১২ টি ও সাব রিজিওনাল ক্যাম্পাস আছে মোট ৬২ টি। নিচের দেয়া লিংক থেকে আপনি যেকোন রিজিওনাল বা সাব রিজিওনাল ক্যাম্পাসে যোগাযোগ করতে পারেন।

  • মেইন ক্যাম্পাসের ঠিকানা দেখতে চাইলে এখানে ক্লিক করুন।
  • রিজিওনাল ক্যাম্পাসের ঠিকানা ও মোবাইল নাম্বার দেখতে চাইলে এখানে ক্লিক করুন
  • সাব রিজিওনাল ক্যাম্পাসের ঠিকানা দেখতে চাইলে এখানে ক্লিক করুন।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের মূল্য

অনেকেই আমাদের কাছে জানতে চান উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের মূল্য কেমন। অর্থাত বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট দিয়ে যেসব চাকরি করা যায় উন্মুক্ত বিশ্ববিদ্যালইয়ের সার্টিফিকেট দিয়েও সেসক চাকরি করা যাবে কি না এমন প্রশ্ন অনেকেই করে থাকেন।

এর সহজ উত্তর হলো হ্যা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট দিয়ে সকল ধরনের চাকরির আবেদন করতে পারবেন যা একটা নরমাল বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট দিয়ে করা যায়। বরং কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য সার্টিফিকেট এর তুলনায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটকে বেশি মূল্য দেয়া হয়। এছাড়াও আপনি চাইলে এই সার্টিফিকেট কে কাজে লাগিয়ে বাইরে উচ্চ শিক্ষার জন্য স্কলারশীপ ও নিতে পারবেন।  তাই বলা যায় সার্টিফিকেটের মানের দিক থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের মূল্য অন্যান্য ইউনিভার্সিটির মতই।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি খরচ

উপরে আমরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি খরচ ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি।আশা করছি আপনাদের কিছুটা হলেও উপকার হয়েছে। এই পোষ্টে আমরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সম্পর্কে পরিষ্কার একটি ধারনা দেয়ার চেষ্টা করেছি। আপনার যদি কোন নিকট আত্মীয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নিয়ে জানতে চায় বা ভর্তি হতে চায় তাহলে অবশ্যই আমাদের এই পোষ্টটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply