কুয়েত টাকার মান কত
প্রতি বছর বাংলাদেশ প্রবাসীদের থেকে ভালো রেমিটেন্স আয় করে থাকে। বাংলাদেশের শ্রমিকরা যেসব দেশে বেশি কাজ করে থাকে তাদের মধ্যে অন্যতম হলো কুয়েত। কুয়েত থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য অনেকেই কুয়েত টাকার মান কত সে সম্পর্কে জানতে চায়। আমাদের আজকের আর্টিকেলটি তাদের জন্যই লেখা।
আজকে আমরা আলোচনা করব কুয়েত টাকার মান কত এবং আজকে বাংলাদেশে কুয়েত টাকার মান কত বেশি বা কম সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করছি আর্টিকেলটি ভালো লাগবে।
আরো পড়ুন – কুয়েত আজাদী ভিসা বিস্তারিত
আজকে বাংলাদেশের কুয়েত টাকার মান
কুয়েতের মুদ্রার নাম হলো দিনার। কুয়েত টাকার মান কত তা নিচে উল্লেখ করা হল-
আজ ১৬-০৬-২০২৩ অর্থাৎ জুন মাসের ১৬ তারিখ-
কুয়েতের ১ টাকায় বাংলাদেশি টাকার মান- ৩৫০.৬৯ টাকা
৫ দিনার সমান- ১৭৭ দশমিক ৫১ টাকা
১০ কুয়েত দিনার সমান- ৩৫২৯ টাকা 80 পয়সা
২৫ দিনার সমান- ৮৮৮৭.৪৯ টাকা
১০০ কুয়েত দিনার সমান- ৩৫২৯৮ টাকা
২৫০ দিনার সমান- ২৮ হাজার ৮৭৫.৬৯ টাকা
৫০০ দিনার সমান- ৫৭৭৫১.১৮ টাকা
১০০০ কুয়েত দিনার সমান- বাংলাদেশি টাকা ৩ লাখ ৫২৯৮০ টাকা
কিছুদিন পরপরই কুয়েতের দিনারের দাম বাংলাদেশি টাকায় উঠানামা করে থাকে।
আরো পড়ুন – বাংলাদেশ থেকে কুয়েত যাওয়ার নিয়ম 2023
বাংলাদেশী টাকায় কুয়েতের দিনার হার
বাংলাদেশি ১০০০ টাকা সমান- ২.৮১ দিনার
৫০০০ টাকা সমান- ১৪.৬ দিনার
১০ হাজার টাকা সমান- ২৮.১৩ দিনার
২৫ হাজার টাকা সমান- ৭০.৩২ দিনার
৫০০০০ টাকা সমান- ১৪০.৬৫ দিনার
১ লাখ টাকা সমান- ২৮১.২৯ দিনার
আড়াই লাখ টাকা সমান- ৭০০৩ দশমিক ২৩ দিনার
পাঁচ লাখ টাকা সমান- ১৪০৬.৪৬ দিনার
কখন কুয়েত থেকে বাংলাদেশে টাকা পাঠালে লাভ হবে
কুয়েতে যারা কাজের জন্য আছেন তারা টাকা পাঠানোর জন্য সর্বপ্রথম দেখে নিতে হবে আজকে সেই দেশের টাকার রেট কত চলছে। অর্থাৎ সেই দেশে টাকার বাংলাদেশি টাকায় কম নাকি বেশি। অথবা দেশে টাকার রেট বেশি চলছে কিনা তখনই টাকা পাঠাতে হবে। তাহলে অন্য সময়ের তুলনায় দিনারের দাম টাকায় বেশি পাওয়া যাবে।
গত কয়েকদিনে দিনারের হার
১৫-৬-২০২৩ দিনারের টাকার দাম ছিল- ৩৫৫.৫০২৩৬৭, পরিবর্তন হয়েছে- ২.৬৭৬৩০২
১৪-৬-২০২৩ কুয়েতে দিনারে টাকার মান ছিল- ৩৫২.৮২৬০৬৪, পরিবর্তন হয়েছে -০.০২২৪২৭
১৩- ৬- ২০২৩ দিনারের হা্র ছিল- ৩৫২.৮৪৮৪৯১, পরিবর্তন হয়েছে ০.২১৪৯০০৮
১২-৬-২০২৩ দিনারের হার- ৩৫২.৬৩৫৮২, পরিবর্তন হয়েছে – ০.১১৯০৯৪
১১- ৬- ২০২৩ ডিনারের হার ছিল- ৩৫২. ৭৫২৬৭৬, পরিবর্তন হয়েছে ০.৬৩২৬৫৯৯
কুয়েতের বর্তমান দিনার রেট দেখার অনলাইন নিয়ম
১।কুয়েতি দিনার থেকে বাংলাদেশে টাকার রেট জানতে google এ কারেন্সি কনভার্টার সার্চ করতে হবে।
২। এরপর বাম পাশের পরিমাণের ঘরে কত টাকা বা মুদ্রার জন্য দেখতে চান সে সংখ্যাটি লিখে দিতে হবে। হতে পারে সেটি ১১০০ কিংবা ১০০০ বা যেকোন সংখ্যা বসিয়ে দিন।
৩। এবার দ্বিতীয় ঘরে কুয়েতে দিনার সিলেক্ট করতে হবে বা অন্য কোন দেশের মুদ্রা হতে কনভার্ট করতে চাইলে সেটি ঠিক করে নিতে হবে।
৪। আপনি কোন দেশের মুদ্রার সাথে কুয়েতি দিনার বা আপনি যে দেশ ঠিক করেছেন সেই দেশের মুদ্রার জানতে চান সেটি ঠিক করে নিতে হবে।
৫। এরপর কনভার্ট বাটনে চাপ দিয়ে একটু অপেক্ষা করুন। এভাবেই পেয়ে যাবেন আজকের টাকা বা আপনার সিলেক্ট করা দেশের মুদ্রার রেট।
৬। আবার নতুন করে কারেন্সি কনভার্ট করতে চাইলে নিউ কনভারসেশন লেখা বাটনে ক্লিক করুন।
৭। ভাবে কুয়েত সহ বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশী টাকার রেট দেখা সম্ভব বা যে কোন দেশে টাকার সাথে যে কোন দেশে মুদ্রার পার্থক্য দেখা যাবে।
আরো পড়ুন – কোলন ক্যান্সারের লক্ষণ ও অপারেশন খরচ ২০২৩
কুয়েত মুদ্রা পরিচিতি
কুয়েতের অভ্যন্তরে লেনদেন করার জন্য তাদের একটি শক্তিশালী ্মুদ্রা রয়েছে। যে মুদ্রার মান পৃথিবীর অন্য দেশের মুদ্রার মানের তুলনায় বহুগুণ বেশি। কুয়েতের এই মুদ্রা কে পৃথিবীর অন্যতম একটি শক্তিশালী মুদ্রা হিসেবে আখ্যায়িত করা হয়। এ কারণেই এই মুদ্রার রেট ডলারের চেয়ে তিনগুন কিংবা তার চেয়েও বেশি অনেক বেশি হয়ে থাকে।
কুয়েতের মুদ্রার নাম হল কুয়েতি দিনার। ইর ব্যাংক কোড হল KWD। এবং আপনি যদি কুয়েতের অভ্যন্তরে যে কোন পণ্য ক্রয় করতে চান তাহলে এই মুদ্রার মাধ্যমে পণ্য ক্রয় করতে হবে। দেশের অভ্যন্তরে লেনদেন করার জন্য তাদের বিভিন্ন রকমের ব্যাংক নোট এবং কয়েন রয়েছে যার মাধ্যমে সে দেশের অভ্যন্তরে টাকা লেনদেন করতে পারবেন।
কুয়েতের অভ্যন্তরে লেনদেন করার জন্য তাদের যে সমস্ত দিনার রয়েছে তা হলো- ১, ২, ৫,১০,২০,৫০,১০০,৫০০। দেশের অভ্যন্তরে লেনদেন করার জন্য যে সমস্ত কয়েন রয়েছে সেগুলো হল- ১,৫,২৫, ৫০ ফিন্স।
কুয়েতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি?
কুয়েতের কেন্দ্র ব্যাংকের নাম হল সেন্ট্রাল ব্যাঙ্ক অফ কুয়েত। এই ব্যাংকের মাধ্যমে কুয়েতের ভেতরের লেনদেন নিয়ন্ত্রিত হয়ে থাকে।
কুয়েতে টাকার মান বেশি হবার কারণ
কুয়েত টাকার মান কত তা জানার পাশাপাশি কুয়েতের টাকার মান বেশি হবার কারন কি তা জানা দরকার। কারেন্সি বা মুদ্রা সম্পর্কে আমাদের কম বেশি সবারই ধারণা আছে। কারেন্সি বা মুদ্রা হল পণ্যের বিনিময়ের মাধ্যম। এই কারেন্সি বা মুদ্রা ব্যবহৃত হয় পন্য বিনিময়ের জন্যই। কিছু কিছু দেশের মুদ্রার মান অনেক বেশি হয়ে থাকে আবার কিছু কিছু দেশের মুদ্রার মান অনেক কম হয়ে থাকে।
যেসব দেশের মধ্যে সবচেয়ে বেশি টাকার মানে এগিয়ে আছে তাদের মধ্যে অন্যতম হলো কুয়েতের দিনার। যার মান সবচেয়ে বেশি। কুয়েতে টাকার মান কেন বিস্তারিত তুলে ধরা হল। ১৯৯০ সালের দিকে ইরাক এবং কুয়েতের সাথে একটি যুদ্ধ হয়েছিল। কুয়েত এবং ইরাকের এই যুদ্ধটি হয়েছিল দুইদিন ব্যাপী। দুই দিনের মধ্যেই ইরাক কুয়েত কে হারিয়ে দখল করে নেয়।
কুয়েত এই যুদ্ধটি হয়েছিল সাদ্দাম হোসেনের নেতৃত্বে। কুয়েত ৭ মাস যাবত অবরুদ্ধ হয়ে যায় ইরাক বাহিনীর কাছে। ইরাক বাহিনীর সম্পুর্ন কুয়েত দখল করে নেয়। পরবর্তীতে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে কুয়েত কে ইরাকের হাত থেকে মুক্ত হয়। মুক্ত হওয়ার পর কুয়েত থেকে চলে যায় ইরাক বাহিনী। তবে কুয়েতকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেয়।
কুয়েতের সব টাকা আর জমানো অর্থ সব নিয়ে যায় ইরাক। ৭০০ তেল কুপ এর মধ্যে জ্বালিয়ে দেয় ৬০০ এর মত। যুদ্ধ শেষ হয়ে গেলে এক সময় কুয়েত ইরাকের কাছে অর্থ দাবি করে। ইরাক তখন কুয়েতকে বলে প্রায়ই অর্থ খরচ করে ফেলেছে অল্প কিছু আছে চাইলে তুমি নিতে পারো। এতে কুয়েত মারাত্মকভাবে অপমানিত হয় এবং এই অর্থ পরবর্তীতে কুয়েত নিতে অস্বীকৃতি জানায়।
এরপর কুয়েত সম্পূর্ণ পরিবর্তিত হয় অন্য মুদ্রা ছাপাতে শুরু করে। সারা বিশ্বে যত তেল আসে তার প্রায় ১০% তেল কুয়েত থেকেই আসে বলে বলা হয়ে থাকে। কুয়েতে এখনো যে পরিমাণ তেল রয়েছে তা দিয়ে ১০০ বছর চলতে পারবে। বিভিন্ন দেশগুলোকে কুয়েতের তেলের উপর নির্ভর করতে হয়। কুয়েতে ডিনারের দাম বেশি হওয়ার কারণ হলো এই তেল।
সারা বিশ্বের অনেক দেশ রয়েছে যারা তেল বেচাকেনা করার জন্য ব্যবহার করে থাকে ইউ এস ডলার। কিন্তু সেক্ষেত্রে কুয়েতের তেল কিনতে গেলে কুয়েতের শর্ত হল কুয়েতের দিনারের বিনিময়ে তেল কিনতে হবে। কুয়েত সরকার তুলনামূলকভাবে দিনার ছাপায় খুবই কম। অল্প সংখ্যক দিনার পাওয়ার জন্য সবাই হুমড়ি খেয়ে পড়ে। সেজন্য এই ডিনারের দাম এত বেশি।
এজন্য অল্প বেশি মুদ্রা দ্বারা বেশি কারেন্সি সাপ্লাই দেওয়া যায়। এজন্যই কুয়েতের কারেন্সি অন্যান্য কারেন্সি তুলনায় কুয়েতের কারেন্স্যার বেশি মূল্য হয়ে থাকে।
বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার মান
বিশ্বের মুদ্রার মাঝে মধ্যে প্রথম অবস্থানে রয়েছে কুয়েত
দ্বিতীয় অবস্থানে রয়েছে বাহারানের মুদ্রা। সে দেশের মুদ্রা দিনার নামে পরিচিত। যার এক দিনার সমান বাংলাদেশি টাকায় ২২০ টাকা
তৃতীয় অবস্থানে রয়েছে ওমানের মুদ্রা। ওমানে মুদ্রার নাম রিয়েল। ওমানের এক রিয়াল সমান বাংলাদেশি ২১০ টাকা।
চতুর্থ অবস্থানে রয়েছে জর্ডানের দিনার। জর্ডানের মুদ্রার নামও দিনার। জর্ডানের এক দিনারের মূল্য বাংলাদেশী১৩০ টাকা।
পঞ্চম অবস্থানে সে ব্রিটিশ পাউন্ড। আমরা অনেকেই জানি ব্রিটিশ এক পাউন্ড সমান বাংলাদেশ ১১০ টাকার কাছাকাছি।
বিভিন্ন দেশের মুদ্রার নাম
কুয়েত- ডিনার
বাংলাদেশ- টাকা
ভারত- রুপি
পাকিস্তান- রুপি
নেপাল- রুপি
শ্রীলংকা- রুপি
সিমলা- ইউয়ান
রাশিয়া- রুবল
মরিসাস- রুপি
জাপান- ইয়েন
ইসরাইল- সেকেল
আফগানিস্তান- আফগানি রুপি
সিঙ্গাপুর- ডলার
কেনিয়া- সিলিং
মালয়েশিয়া- রিংগিট
দক্ষিণ আফ্রিকা- সান্ট
মার্কিন যুক্তরাষ্ট্র- ডলার
লিবিয়া- দিনার
অস্ট্রেলিয়া- অস্ট্রেলিয়ান ডলার
নেদারল্যান্ড- ইউরো
নিউজিল্যান্ড- ডলার
ব্রাজিল- ব্রাজিলিয়ান রিয়াল
হংকং- ডলার
জিম্বাবুয়ে- ডলার
কাতার- রিয়াল
কানাডা- কানাডিয়ান ডলার
উত্তর কোরিয়া- ওয়ান
দুবাই- দিরহাম
যুক্তরাজ্য- পাউন্ড
ইরাক- দিনার
মিশর- পাউন্ড
চিলি- পেশো
লেবানন- পাউন্ড
ওমান- রিয়াল
ইতালি- ইউরো
সৌদি আরব- রিয়াল
স্পেন- ইউরো
মায়ানমার- কিআট
ফ্রান্স- ইউরো
আর্জেন্টিনা- পেশো
গ্রীস- ইউরো
দক্ষিণ কোরিয়া- ওয়ান
বেলজিয়াম- ইউরো
সুইজারল্যান্ড- ফ্রাঙ্ক
ভ্যাটিকান সিটি- ইউরো
পর্তুগাল- ইউরো
ভুটান- গোল ট্রাম
জার্মানি- ইউরো
কিউবা- পেশো
ইরান- রিয়াল
জর্ডান- দিনার
মন্তব্য
আজকে আমরা কুয়েত টাকার মান কত সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি আর্টিকেলটি ভালো লেগেছে। আর্টিকেলটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এবং আর্টিকেল সম্পর্কে কোন মন্তব্য মতামত অথবা পরামর্শ থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা অতি শীঘ্রই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।
প্রতিদিন বিভিন্ন ধরনের আপডেট নিউজ পেতে আমাদের ওয়েবসাইটটি বুক মার্ক করে রাখতে পারেন।
আরো পড়ুন –
- শিলং তীর হিট নাম্বার, শিলং নাইট তীর ফেসবুক
- নিজেকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি
- সাহাবীদের নাম অর্থসহ – সাহাবীদের নামের তালিকা অর্থসহ