ঢাকার সরকারি স্কুলের তালিকা । ঢাকা বোর্ডের সেরা সরকারি স্কুলের তালিকা

ঢাকার সরকারি স্কুলের তালিকা

আসসালামু আলাইকুম বন্ধুরা। ক্যারিয়ারে ভালো কিছু করার হতে খড়ি আমরা স্কুলের মাধ্যমেই পেয়ে থাকি। বলা হয়ে থাকে যেসকল ছাত্র ছোট বেলায় ভালো শিক্ষার পরিবেশ পেয়েছে তার ক্যারিয়ার ভালো হওয়ার সম্ভাবনা অন্য ছাত্রের তুলনায় ৪০ শতাংশ বেশি। আর যেকোন ছাত্র ছাত্রীর জন্য শিক্ষার ভালো পরিবেশ হতে পারে ভালো একটি স্কুল। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে ঢাকার সরকারি স্কুলের তালিকা। এই তালিকায় আমরা ঢাকার সকল সরকারি স্কুল তো কাভার করতে পারবো না তবে আমরা চেষ্টা করবো ঢাকার ভেতর ভালো ভালো স্কুল গুলোর তালিকা ও সংক্ষেপ ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে যেনো আপনাদের ডিসিশন নিতে সুবিধা হয়।

ঢাকার সরকারি স্কুলের তালিকা
ছবি: ঢাকার সরকারি স্কুলের তালিকা

কেনো সরকারি স্কুলে পড়াবেন?

অনেকেই আমাদের কাছে জানতে চান কেনো তার ছেলে মেয়েকে সরকারি স্কুলে ভর্তি করাবেন। অর্থাৎ অনেকের ই একটা ভুল ধারনা আছে যেহেতু সরকারি স্কুলের খরচ কম তাই হয়তো এখানে শুধু তুলনামূলক গরীব ছেলে মেয়েরাই পড়ে। কিন্তু বাস্তবতা হলো ঢাকায় এমন কিছু সরকারি স্কুল আছে যা যেকোন বড় প্রাইভেট স্কুলের চেয়ে শতগুনে বেশি ভালো। এছাড়া সরকারি স্কুলের শিক্ষক নিয়োগ যেহেতু সরকার নিয়ন্ত্রন করে তাই এখানের শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা ও পড়ানোর মান যেকোন প্রাইভেট স্কুলের চেয়ে ভালো হবে এটাই স্বাভাবিক।

এছাড়াও সরকারি স্কুলে সাধারনত খেলার মাঠ ও ল্যাবেরেটরির সুবিধা থাকে যা অনেক বেসরকারি স্কুলে থাকে না। মাঠে খেলাধুলার মাধ্যমে ছাত্রছাত্রীর মানসিক বিকাশ নিশ্চিত হয় এবং ল্যাবের সুবিধা থাকায় হাতে কলমে শিখার সুযোগ পাবে ছাত্ররা। সব দিক বিবেচনায় বর্তমানে শুধু খরচ কমের জন্য নয় বরং ভালো শিক্ষার পরিবেশের জন্য সরকারি স্কুলের বিকল্প নেই।

সরকারি স্কুলে পড়াশুনার খরচ

বর্তমানে বাংলাদেশে দুই ধরনের সরকারি স্কুল রয়েছে।

  1. সম্পূর্ন সরকারি স্কুল
  2. আধা সরকারি স্কুল

সম্পূর্ন সরকারি স্কুল হচ্ছে যা সম্পূর্ন রূপে সরকার নিয়ন্ত্রন করে আর আধা সরকারি বলতে ওই সকল স্কুল যার নিয়ন্ত্রন সরিকারি কোন মন্ত্রনালয়ের হাতে। যেমন বিদ্যুত উন্নয়ন বোর্ড সরকারি বিদ্যালয়, পানি উন্নয়ন বোর্ড সরকারি বিদ্যালয় ইত্যাদি। আধা সরকারি স্কুলে মূলত সরকারি কর্মচারিদের ছেলে মেয়ারা পড়াশুনা করে আর অবশিষ্ট খালি সিট গুলোতে সাধারন ছাত্রছাত্রীদের ভর্তি করানো হয়। সম্পূর্ন সরিকারি স্কুল গুলোতে সাধারনত পুরো বছরে ৩-৪ হাজার টাকা খরচ করতে হয়। আর আধা সরকারি স্কুলে খরচ কিছুটা বেশি হতে পারে। তবে সব মিলিয়ে বছরে ৫ হাজারের বেশি খরচ হবে না।

ঢাকা বোর্ডের সেরা সরকারি স্কুলের তালিকা

যেমনটা আমরা বলেছি আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে ঢাকার সরকারি স্কুলের তালিকা। আমরা সম্পূর্ন রিসার্চ করে সেরা কয়েকটি স্কুলের তালিকা করেছি আপনাদের জন্য। তবে এর মানে এই না এর তালিকার বাইরের স্কুল গুলো ভালো নয় এবং আমাদের লিস্ট করার সময় সিরিয়াল ও আমরা নিজেদের মত করে দিয়েছি। চলুন তাহলে ঢাকার সরকারি স্কুলের তালিকা দেখে নেয়া যাক

মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়

মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় ঢাকার মতিঝিলে অবস্থিত একটি সুনামধন্য সরকারি উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি ঢাকার রাজারবাগ পুলিশ লাইন এর নিকট দক্ষিণ শাহজাহানপুর মোড়ে অবস্থিত। বিদ্যালয়টির অধীনে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়ানো হলেও মূলত মূল ব্যবস্থাপনায় ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পরিচালিত হয় বলে বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয় হিসেবে শ্রেণিবদ্ধ। মতিঝিল সরকারি বালক  উচ্চবিদ্যালয়ে প্রভাতি এবং দিবা -এই দুই শাখায় পরিচালিত হয়।

তৎকালীন পাকিস্তান সরকারের শিক্ষা উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী পাকিস্তান কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী এই বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিদ্যালয়টি বাংলাদেশের স্বাধীনতার পূর্বে সেন্ট্রাল গভর্নমেন্ট বয়েজ হাইস্কুল, মতিঝিল, যা পরবর্তিতে সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল হিসেবে সমধিক পরিচিতি পায়। ১৯৯৫ খ্রিষ্টাব্দে এই বিদ্যালয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত হয় এবং ঐ বছরই শ্রেষ্ঠ শিক্ষক হবার গৌরব অর্জন করেন তৎকালীন প্রধান শিক্ষক রশিদ উদ্দিন জাহিদ।

বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে প্রতি বছরই ঈর্ষনীয় সাফল্য পরিলক্ষিত হয়। ২০১১ খ্রিষ্টাব্দে ফলাফল বিবেচনায় ঢাকার সেরা বিদ্যালয়গুলোর মধ্যে বিদ্যালয়টি নবম অবস্থানে অবস্থান করে।২০১৫ খ্রিষ্টাব্দে ফলাফল বিবেচনায় বাংলাদেশের সেরা বিদ্যালয়গুলোর মধ্যে বিদ্যালয়টি ষষ্ঠ অবস্থানে অবস্থান করে। এছাড়াও ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত রেজাল্টের বিবেচনায় ও শিক্ষামানের উপর বিবেচনা করে প্রতিষ্ঠানটি প্রতিবছর দেশ সেরা ১০ টি বিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছিলো। এছাড়াও এই স্কুলের সাবেক বেশিরভাগ ছাত্র পরবর্তিতে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা মেডিকেলে সাফল্যের সাথে পড়াশুনা করার কৃতিত্ব অর্জন করে।

ঢাকা গভ. মুসলিম হাই স্কুল

ঢাকা গভঃ মুসলিম হাই স্কুল (ঢাকা সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়), রাজধানী ঢাকার লক্ষীবাজার এলাকায় অবস্থিত একটি ঐতিহাসিক সরকারি উচ্চ বিদ্যালয় যা ঢাকায় মুসলমানদের শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে সেই ১৮৭৪ সাল থেকে। ঢাকা গভঃ মুসলিম হাই স্কুল ১৮৭৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯১৬ সালে এটির উর্দু ও ফারসি বিভাগ বন্ধ করে স্কুলে রুপান্তর করা হয়। স্কুলের অন্তর্ভুক্ত একটি অত্যাধুনিক ছাত্রাবাস রয়েছে যার নাম ডাফরিন মুসলিম হোস্টেল।

ঢাকা গভঃ মুসলিম হাই স্কুল বিভিন্ন কারনে একটি ঐতিহ্যবাহী স্কুল সারা বাংলাদেশে পরিচিত। ১৪৬ বছরের ইতিহাস বহন করে চলেছে এই স্কুল। প্রতিবছর অসংখ্য ছাত্র জ্ঞান অর্জন করে বিশ্বব্যাপী কৃতিত্বের স্বাক্ষর রাখছেন। বাংলাদেশের অনেক প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপি, সচিব, বিজ্ঞানীসহ সর্বস্তরেই ছড়িয়ে আছে এই বিদ্যালয়ের ছাত্রবৃন্দ।

মুসলিম হাই স্কুলটি ব্রিটিশ যুগে হাজী মুহাম্মদ মহসীন ফান্ড থেকে পরিচালনা করা হত কিন্তু পরবর্তিতে সরকারি করন করা হয়। ঢাকার প্রাচীনতম লাইব্রেরিগুলোর মধ্যে এখানার লাইব্রেরি একটা যা ১৯১১ সালে প্রতিষ্ঠিত এবং এখানে এখনো অনেক পুরাতম ও দূর্লব বই পাওয়া যায় যা বাংলাদেশের আর কোথাও পাওয়া সম্ভব নয়।এই স্কুলে আজও যোহরের নামাজ ও টুপি পড়ার ঐতিহ্য ধরে রাখা হয়েছে যা বাধ্যতামূলক এবং প্রতিদিন সকালে বাদ্যযন্ত্র ছাড়া জাতীয় সংগীত পরিচালনা করা হয়।

মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়

মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় শুধু ঢাকা নয় বরং বাংলাদেশের প্রাচীন ও নামকরা সরকারি বিদ্যালয় গুলোর মধ্যে একটি। ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হওয়া স্কুলটি ঢাকার মিরপুর ১ এর বাসস্ট্যান্ড এর সাথেই অবস্থিত। প্রতিবছর ঢাকা বোর্ডে মাধ্যমিক এ ঈর্ষনীয় সাফল্য, শিক্ষকদের আন্তরিকতা ও ভালো শিক্ষার পরিবেশের কারনে স্কুলটি সবার পছন্দের তালিকার শীর্ষে থাকে। প্রতিষ্ঠা লগ্নে এই প্রতিষ্ঠানের নাম ছিলো বেঙ্গলি মিডিয়াম স্কুল কিন্তু ১৯৮৩ সালে স্কুলটিকে সরকারি করন করা হয় এবং নতুন নাম দেয়া হয় মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়।

পূর্বে বিদ্যালয়টির ৪০০ রুম বিশিষ্ট বড় শিক্ষাভবন ছিলো যা বাংলাদেশে আর কোন বিদ্যালয়ের ছিলো না। তবে বর্তমানে ওই ভবনটি প্ররিত্যক্ত এবং নতুন করে একটি পাচ তলা বিশিষ্ট বড় ভবন করা হয়েছে। এছাড়াও বিদ্যালয়ের রয়েছে নিজস্ব ৪০ একরের বিশাল বড় খেলার মাঠ যা স্কুলের ছাত্রদের জন্য সদা উন্মুক্ত। এইসব কারনেও ঢাকার অন্যতম সেরা স্কুলের তালিকায় নিজের অবস্থান পোক্ত করে নিয়েছে মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়।

গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল

“নুরুন আলা নুর” অর্থাৎ আলো আরো আলো। পবিত্র কুরানের এই মহান বানীকে সামনে রেখে ১৯৬১ সালের ৩ সেপ্টেম্বর পথচলা শুরু করে গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল। রাজধানী ঢাকার ঝিগাতলা এলাকার অবস্থিত স্কুলটি ভালো ফলাফলের জন্য বরাবর ই সবার কাছে সমাদৃত নাম। ২০১৮ সাল পর্যন্ত প্রতিবছর মাধ্যমিক রেজাল্টের দিকে ঢাকা বোর্ডে সর্বদা সেরা দশের মধ্য নিজের পজিশন ধরে রেখেছে বিদ্যলয়টি।

স্কুলটি প্রতিষ্ঠার পরপর এর কার্যক্রম তৃতীয় শ্রেণি থেকে শুরু হলেও পরবর্তীকালে শিক্ষাবিদ মুহম্মদ ওসমান গণি ও প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক খান মুহম্মদ সালেকের যৌথ সিদ্ধান্তে আলোকে পরবর্তীতে প্রথম ও দ্বিতীয় শ্রেণি ও অন্তর্ভুক্ত করা হয়।

প্রতিষ্ঠালগ্নে স্কুলটিতে শুধু একটি শাখাতে অর্থাৎ দিনের একটি শিফটে শিক্ষা কার্যক্রম পরিচালিত হত। ১৯৯২ সালে স্কুলের সময়কে দিবা ও প্রভাতী বিভাগে ভাগ করার সিদ্ধান্ত হয়। প্রভাতী শাখার পাঠদান শুরু হয় সকাল ৭টা বেজে ২০ মিনিটে ও দিবা শাখার পাঠদান শুরু হয় দুপুর ১২ টা ৩০ মিনিট থেকে। প্রতিটি শাখা পাঁচ ঘণ্টা ব্যাপী হয় যেখানে পঁয়তাল্লিশ মিনিট ব্যাপ্তির মোট ছয়টি ক্লাস নেয়া হয়ে থাকে এবং মাঝে বিশ মিনিটের একটি বিরতি দেয়া হয়। বাংলাদেশের বর্তমানে রাষ্ট্রপতি সহ অনেক বড় বড় ব্যক্তিত্বের সাবের স্কুল ছিলো এই গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল।

মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়

ঢাকার মোহাম্মদপুরের হুমায়ুন রোডে অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যালয় এই মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়। ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয় মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় টি এবং সে সময় থেকে কৃতিত্বের সাথে পাঠদান পরিচালনা করে আসছি বিদ্যালয়টি।

স্কুলটি ১ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের তালিকাভুক্ত করে বিদ্যালয়টি দুটি শিফটে পরিচালনা করে: সকাল ও দিন। ক্লাস ১ থেকে ১০ এর শিক্ষার্থীরা মর্নিং শিফটে পড়তে পারেন। তবে ডে শিফটে কেবলমাত্র ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর জন্য। অন্যান্য সরকারি স্কুলের মত এখানেও লটারি সিস্টেমে ছাত্রদের ভর্তি করানো হয়। সব দিক বিবেচনায় প্রতিষ্ঠানটি ঢাকার সরকারি স্কুলের তালিকা য় শীর্ষ পজিশনেই থাকবে।

শেরে বাংলানগর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়

১৯৭০ সালে পুরান ঢাকার শেরেবাংলা নগরে প্রতিষ্ঠিত করা হয় শেরে বাংলানগর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়টি। পূর্বে প্রতিষ্ঠানটির নামছিলো নারী শিক্ষা মন্দির এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন লীলা নাগ। লীলা নাগ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী এমএ ডিগ্রীধারী যিনি নারীদের উচ্চ শিক্ষার উদ্দেশ্যে এটি প্রতিষ্ঠা করেন এবং ১৯৭০ সালে মারা যান। প্রবর্তীতে প্রতিষ্ঠানটি সরকারি করন করা হয় এবং শেরে বাংলানগর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় নাম করন করা হয়। বর্তমানে ঢাকার যেকয়টি গার্লস স্কুল রয়েছে তারমধ্যে অন্যতম একটি এই শেরে বাংলানগর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়।

গবর্নমেন্ট সায়েন্স হাই স্কুল

গবর্নমেন্ট সায়েন্স হাই স্কুল ঢাকার তেজগাও এ অবস্থিত সরকারি বিদ্যালয় যা ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৫৪ সালে ততকালীন পূর্ব পাকিস্তান সরকার পরীক্ষামূলকভাবে পাকিস্তানে ৪টি টেকনিক্যাল হাই স্কুল প্রতিষ্ঠা করার পরিকল্পনা করেন। গভঃ টেকনিক্যাল হাই স্কুল, তেজগাঁও ছিল তার মধ্যে অন্যতম একটি। যা পরবর্তীতে গবর্নমেন্ট সায়েন্স হাই স্কুল এ নাম পরিবর্তন করা হয়। বর্তমানে স্কুলটি ঢাকার ২৪ টি সরকারি বিদ্যালয়ের মধ্যে অন্যতম একটি সরকারি বিদ্যালয় হিসেবে নিজের অবস্থান পোক্ত করে নিয়েছে। প্রতিবছর ছাত্রছাত্রীরা এই স্কুল থেকে কৃতিত্বের সাথে পড়াশুনা শেষ করে উচ্চ শিক্ষার জন্য বের হয়। এইসব বিবেচনায় প্রতিষ্ঠানটিকে আমরা ঢাকার সরকারি স্কুলের তালিকা য় রেখেছি।

খিলগাঁও সরকারী উচ্চ বিদ্যালয়

ঢাকার খিলগাঁও এ অবস্থিত খিলগাঁও সরকারী উচ্চ বিদ্যালয় টি ঢাকার অন্যতম সেরা একটি সরকারি উচ্চ বিদ্যালয়। ১৯৬৭ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে শিক্ষা প্রতিষ্ঠানটি কৃতিত্বের সাথে শিক্ষাক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে দিবা ও প্রভাতি এই দুই শাখায় পাঠদান করে থাকে শিক্ষা প্রতিষ্ঠানটি। এছাড়া ২০০৮ সালে কলেজ শাখা চালু করে প্রতিষ্ঠানটি। যদিও কলেজ শাখা এখনো সেভাবে নাম করতে পারেনি তবে স্কুল শাখা নিঃসন্দেহে ঢাকার অন্যতম মাধ্যমিক স্কুলের তালিকায় থাকার মত।

নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়

ঢাকার গেন্ডারিয়া থানা অধিভুক্ত নারিন্দায় অবস্থিত ঢাকার অন্যতম সেরা একটি সরকারি বিদ্যালয়। ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ১ম শ্রেনী থেকে ১০ শ্রেনী পর্যন্ত শিক্ষাক্রম পরিচালনা করে আসছে বিদ্যালয়টি। বিদ্যালয়ে রয়েছে ৪ চলা সুউচ্চ নিজস্ব একাডেমিক ভবন, বড় খেলার মাঠ, আধুনিক সুবিধা সহ কম্পিউটার ল্যাব ও ছেলে মেয়ের আলাদা নামাজের ব্যবস্থা। সব দিক বিবেচনায় ঢাকার সেরা ঢাকার সরকারি স্কুলের তালিকা য় স্কুলটি নিজের অবস্থান পোক্ত করে নিয়েছে।

লালবাগ সরকারি মডেল স্কুল এন্ড কলেজ

লালবাগ সরকারি মডেল স্কুল এন্ড কলেজ রাজধানীর লালাবাগে অবস্থিত একটি আদর্শ সরকারি স্কুল। বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে নতুন করে সাজানোর পরকল্পনা নিয়ে ততকালীন সরকার ২০০৭ সালে ঢাকা মহানগরিতে ৫ টি সহ সারা বাংলাদেশে ১১ টি মডেল স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেন। এই অল্প সময়ের মধ্যে স্কুলগুলো ঈর্ষনীয় সাফল্য অর্জন করে। এই মডেল স্কুল গুলোর মধ্যে আবার রেজাল্ট ও শিক্ষার পরিবেশের কারনে লালবাগ সরকারি মডেল স্কুল এন্ড কলেজ টি অনন্য উচ্চতায় নিজের অবস্থান করে নেয়। বর্তমানে শুধু ঢাকা নয় বাংলাদেশের অন্যতম সেরা একটি প্রতিষ্ঠান হিসেবে নিজের অবস্থান পোক্ত করে নিয়েছে বিদ্যালয়টি

মন্তব্য

এই পোষ্টের মাধ্যমে আমরা চেষ্টা করেছি ঢাকার সরকারি স্কুলের তালিকা নিয়ে ক্লিয়ার একটি ধারনা দিতে। আশা করছি পোষ্ট টি কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু ও পরিবারের সদস্যের সাথে শেয়ার করবেন। আর ঢাকার সরকারি স্কুলের তালিকা রিলেটেড আরো জানতে চাইলে আমাদের ওয়েবসাইটের অন্য পোষ্টগুলো দেখতে পারেন। ধন্যবাদ

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply