কারিনা কাপুর বয়স, পরিবার, ধর্ম, আয় বিস্তারিত

কারিনা কাপুর

বলিউডের যে কয়েকটি পরিবার খুব বেশি রাজত্ব করেছে তাদের মধ্যে অন্যতম হলো কাপুর বংশ। কাপুর বংশের বেশিরভাগ মানুষই এই বলিউডের বিখ্যাত তারকা। তাদের মধ্যে অন্যতম হলেন কারিনা কাপুর। বিয়ের পরবর্তীতে তিনি কারিনা কাপুর খান নামে পরিচিত একজন ভারতীয় বলিউড অভিনেত্রী। একটা সময় ছিল যখন কারিনা কাপুর তার নিজের রূপ এবং অভিনয় দিয়ে দর্শকদের মন মাতিয়ে রাখতেন।

বর্তমানে খুব একটা চলচ্চিত্রে দেখা না গেলেও মাঝে মাঝে তিনি চলচ্চিত্র অভিনয় করেন। আজকে আমরা কারিনা কাপুর এবং তার জীবন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করছি আর্টিকেলটি ভালো লাগবে।

আরো পড়ুন- বিয়ে হওয়ার লক্ষণ, আমার বিয়ে কোথায় হবে?

কারিনা কাপুরের জন্ম

কারিনা কাপুর জন্মগ্রহণ করেন ২১ সেপ্টেম্বর ১৯৮০ সালে। তার পুরো নাম কারিনা কাপুর হলেও তাকে ঘরোয়া ভাবে বেবো ডাকা হয়। বর্তমানে তার বয়স ৪৩ বছর তার বয়স। ৪৩ বছর হলেও সে এখনো বলিউডে রাজত্ব করে চলছে।

পুরো নাম

কারিনা কাপুরের পুরো নাম কারিনা কাপুরই। তবে বিয়ের পর তিনি তার নামের সাথে তার হাসব্যান্ড সাইফ আলি খানের সারনেইম খান নিজের নামের সাথে ব্যবহার করেন। তাকে ঘরোয়া ভাবে বেবো ডাকা হয়। তার নাম আন্না কারে নিনা বই থেকে নেয়া হয়েছে। তার মা যখন অন্তঃসত্ত্বা ছিলেন তিনি এই বইটি পড়েছিলেন।

কারিনা কাপুর বাবা মায়ের পরিচয়

কারিনা কাপুর এক সময়ের বিখ্যাত অভিনেতা রণধির কপুর ও ববিতা শিবদাসানের কন্যা। অর্থাৎ তার বাবার নাম রণধির কাপুর এবং মায়ের নাম শিবদাসানি।

কারিনা কাপুর ভাইবোন এর সংখ্যা

কারিনা কাপুর খান এর কোন ভাই নেই। তারা দুই বোন কারিনা কাপুর এবং কারিশমা কাপুর। কারিশমা কাপুর ও একসময়ের বলিউড এর পর্দা কাপানো অভিনেত্রী।

কারিনা কাপুর ধর্ম

কারিনা কাপুর তার পিতার দিক থেকে হিন্দু পাঞ্জাবি বংশোদ্ভূত এবং মাতার দিক থেকে সিদ্ধি এবং ব্রিটিশ বংশধিত। ছোটবেলায় কারিনা কাপুর পারিবারিক কারণে হিন্দু এবং খ্রিস্টান দুই ধর্মের আবহেই বেড়ে ওঠেন। এবং তিনি বিয়ে করেন সাইফ আলি খান মুসলমান বংশে। তবে বিয়ের পর তিনি তার ধর্ম পরিবর্তন করেন নি।

কারিনা কাপুর উচ্চতা

কারিনা কাপুরের উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি। তার গায়ের রঙ ফর্সা।

কারিনা কাপুরের পরিবার

কারিনা কাপুর অভিনেতা রণধির কাপুর ও ববিতা শিবদাসানের কন্যা এবং অভিনেত্রী কারিশমা কাপুরের ছোট বোন। আদর করে কারিনা কাপুরকে তারা সবাই ভেবো বলেই ডাকতেন। অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুর তার পিতামহ ছিলেন। অন্যদিকে মতামত ছিলেন অভিনেতা হরে জিৎ দাস। তার প্র পিতামহ ছিলেন অভিনেত্রী পৃথ্বীরাজ।

অভিনেতা ঋষি কাপুর এবং রাজীব কাপড় তার চাচা। অভিনেত্রী মৃত সিং তার চাচী ছিলেন। রনভীর কাপুর তার চাচাতো ভাই। তার নাম আন্না কারে নিনা বই থেকে নেয়া হয়েছে তার মাথা যখন অন্তঃসত্ত্বা ছিলেন তিনি এই বইটি পড়েছিলেন।

কারিনা কাপুর কর্মজীবন

২০০০ সালে রিফিউজি তে অমিতাভ বচ্চনের পুত্র অভিষেকের সাথে অভিনয়ের মধ্য দিয়ে তার চলচ্চিত্র অভিষেক হয়েছিল। এরপর তিনি প্রায় ৪0 টি অন্যান্য হিন্দি সিনেমাতে কাজ করেছিলেন। এছাড়া তিনি তা সানলাজ্য কিসমত হাজির হন।

কারিনা কাপুর প্রেম

বলিউডে পা রাখার পর বিভিন্ন সময়েই তার প্রেমের গুঞ্জন শোনা যায়। তবে তিনি তা কখনো সীকার করেননি। অভিনেতা শাহেদ কাপুর সহ বিভিন্ন অভেনেতার সাথেই প্রেমের সম্পর্কে জড়ান।

কারিনা কাপুর বিয়ে

তিনি বলিউডের আরেক অভিনেতা সাইফ আলী খানকে বিয়ে করেন। সাইফ আলি খান নবাব বংশের সন্তান। কারিনা কাপুর সাইফ আলী খানের দ্বিতীয় স্ত্রী। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে দ্বিতীয় বার মা হলেন কারিনা কাপুর খান। তিনি বিয়ে করেন ১৬ অক্টোবর ২০১২ সাল। তখন তার বয়স ছিল ৩২ বছর।

কারিনা কাপুর ছেলেমেয়ের সংখ্যা

কারিনার দুই সন্তান। দুজনেই পুত্র সন্তান। যুহু এবং জেয় দুজনের নাম।

কারিনা কাপুর চলচ্চিত্রের তালিকা

২০০০ – রিফিউজি

২০০১- মুঝে কুছ কেহেনা হে, ইয়াদে, আজনবী, আসকা, কাভি খুশি কাভি গাম

২০০২- মুখশ দ্যা হান্ট বিগেনস, খুশি, মে প্রেম কি দিওয়ানি হু, এল ও সি কার্গিল

২০০৪- চামেলী, জুবা, দেব, ফিদা, এতরাজ, হালচাল

২০০৫- বেওয়াফা, কেউ কি, দোস্তি ফ্রেন্ডস ফরএভার

২০০৬-৩৬ চায়না টাউন, চুপচুপকে, ওমকারা, ডন দা চিজ বিগিন্স,

২০০৭- ক্যা লাভ স্টোরি হে, যাভ উই মিট

২০০৮- হালা বোল, তাহসান, গোলমাল রিটার্নস

২০০৯- লাখ বাই চান্স, বিল্লো, কাম্বাক্ত ইসক, মে ওর মিসেস খান্না, কুরবান, থ্রি ইডিয়টস

২০১০- মিলিঙ্গে মিলেঙ্গে, উই আর ফ্যামিলি, গোলমাল থ্রি

২০১১- বডিগার্ড, রাওয়ান

২০১২- এক মে আর এক তু, এজেন্ট বিনদ, রাউডি রাথোর, হিরোইন, তালাশ, দাবাং

২০১৩- বোম্বে টকিজ, সত্যাগ্রহ, গোরি তেরি পেয়ার মে

২০১৪- সিঙ্গাম রিটার্নস, হ্যাপি এন্ডিং

২০১৫- গাব্বার ইজ ব্যাক, ব্রাদার্স

২০১৬- কি অ্যান্ড কা, উড়তা পাঞ্জাব

২০১৭- বাজ্রাঙ্গি ভাইজান,

২০১৮- কয়ি ঘার পার হাই

২০১৯- আদলা বাদলি

২০২০- দিল নে জিসে আপনা কাহা

২০২২- গোলমাল ৩, ফিদা, গুড নিউজ

অর্জন

অভিনয় জীবনে তিনি মোট ছয়টি ফিল্মফেয়ার পুরস্কার সহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন।

কারিনা কাপুর ইনকাম

কারিনা কাপুরের প্রতি মুভির সাইনিং এর জন্য ৪০ লাখ রুপি চার্জ করে। এছাড়াও বিভিন্ন ব্র্যান্ড এর এম্বাসেডর সহ এড এর জন্য প্রতি মাসে কয়েক কোটি টাকা আয় করেন তিনি বলে জানা যায়।

কারিনা কাপুরের চলচ্চিত্র জীবনী

২০০০ সালে রিফিউজি চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। ঐতিহাসিক নাট্যধর্মী অশোক এবং মেলো ড্রামাধর্মী ব্লকবাস্টার কাভি খুশি কাভি গাম চলচ্চিত্র দিয়ে তিনি হিন্দি চলচ্চিত্রে শক্ত অবস্থান তৈরি করেন। শুরুর দিকে তার সাফল্যের পর তার কয়েকটি বাণিজ্যিকভাবে ছবি ব্যর্থ হয় এবং নেতিবাচক সমালোচনার অর্জন করেন।

২০০৪ সালে তার ঘুরে দাঁড়ানোর সময় ছিল। এবছর তিনি না চামেলী চলচ্চিত্রে একজন যৌনকর্মীর ভূমিকা অভিনয় করেন এবং দেব চলচ্চিত্রে দাঙ্গা কবলিতে এক নারী আলিয়ার ভূমিকা অভিনয় করেন যা দর্শকদের অনেক প্রশংসা অর্জন করে। ২০০৬ সালে তিনি উইলিয়াম শেক্সপিয়ার রচিত ওথেলো নাটকের ছায়া অবলম্বনে নির্মিত ওমর কার চলচ্চিত্রে মূল নাটকের ডেসটিনা চরিত্রের সংকলিত ডলি মিশ্রা ভূমিকায় অভিনয় করেন।

তার এই ভূমিকা অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার লাভ করেন। ২০০৭ সালে যাব উই মিট চলচ্চিত্রে চরিত্রে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার দেয়া হয় এবং ২০১০ সালে উইয়ার ফ্যামিলি চলচ্চিত্র তার ভূমিকার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন।

কাপুর বলিউডের সর্বাধিক ব্যবসা সফল হলে ছিল আশারাতক নাট্যধর্মী থ্রি ইডিয়টস মুভি এবং বজরঙ্গি ভাইজান মুভি। ২০১৫ সালে প্রকাশিত হয় এই দুটি মুভি সাফল্য লাভ করেন। তিনি তাছাড়াও তার অভিনীত ২০০৯ সালের থ্রিলার ধর্মী কুরবান এবং ২০১২ সালে হিরোইন চলচ্চিত্রের দুটি সমালোচকদের প্রশংসা অর্জন করেন।

কারিনা কাপুর

মন্তব্য

আজকে আমরা কারিনা কাপুর বয়স বিয়ে ধর্ম সম্পর্কে বিস্তারিত বর্ণনা করার চেষ্টা করেছি। আশা করছি আর্টিকেলটি ভালো লেগেছে। আর্টিকেলটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এবং আর্টিকেল সম্পর্কে কোন মন্তব্য মতামত অথবা পরামর্শ থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা অতি শীঘ্রই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।

বিনোদন সহ আরোও বিভিন্ন টপিকের নতুন নতুন তথ্য পেতে আমাদের ওয়েব সাইটটি বুক মার্ক করে রাখতে পারেন।

আরো পড়ুন –

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply