ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং ট্রেনিং নিয়ে ফ্রিল্যান্সিং করুন

ডিজিটাল মার্কেটিং কি?

ডিজিটাল মার্কেটিং কি জানার আগে জানতে হবে ডিজিটাল ও মার্কেটিং এই দুইটা আসলে কি।ডিজিটাল এর অর্থ ইলেট্রনিক টেকনোলজি এবং মার্কেটিং অর্থ পন্যের অথবা সার্ভিস এর প্রচারনা করা। অর্থাৎ ইলেকট্রনিক প্রযুক্তির এর মাধ্যমে কোনো পন্য অথবা সার্ভিস প্রচারনা করাই হলো ডিজিটাল মার্কেটিং বলে।

Digital অর্থ অধুনিক আর এই আধুনিকতার ছোঁয়ায় বিভিন্ন সেক্টর পরিবর্তনের ছোঁয়া লেগেছে।তেমন মার্কেটিং সেক্টরেও আধুনিকতার ছোয়া লেগেছে।অধুনিয়ক এই মার্কেটিং”Digital Marketing” নামে পরিচালিত।এই মার্কেটিং প্রক্রিয়া সাধারন প্রথাগত প্রক্রিয়া থেকে অল্প সময়ে কোনো পন্য(Product) অনেক লোকের কাছে পৌছানো যাচ্ছে এবং লাভ ও হচ্ছে।আগে আপনাকে একটা পন্য বিক্রি করতে কাস্টমারের কাছে গিয়ে তাকে কনভেন্স করতে হতো এছাড়া কোনো নিশ্চয়তা ছিল না সে পন্যটা ক্রয় করবে।

ডিজিটাল মার্কেটিং কি
ছবি: ডিজিটাল মার্কেটিং কি [সংগৃহীত]
বর্তমানে ডিজিটাল মার্কেটিং জন্য ক্রেতা তার পছন্দের পন্যের নাম লিখে গুগল সার্চ করছে আর সহজে পেয়ে যাচ্ছে এবং অর্ডার করছে।একটা সময় ছিল মানুষের অবসরের সময় টিভি,রেডিও,পত্রিকা পড়ত আর এখানে বিভিন্ন পন্যের বিজ্ঞাপন লক্ষ করা যায় যেত বর্তমানও আছে।কিন্ত বর্তমানে একটা সেখানে যাক না কেন তা স্মার্থফোনই তার সাথী আর অবসর সময় ইন্টানেট ব্রাউজিং,সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়া ইউটিউবিং করে তাই এখানে বিজ্ঞাপন দেখানো একটা লাভজনক বিষয় এবং সেটা করা হয়।এটা ডিজিটাল মার্কেটিং এর একটা প্রক্রিয়া।এর মাধ্যমে সল্প সময়ে অনেক লোকে পৌছানো সম্ভব এবং মার্কেটিং সেক্টরে বিবরর্তন এনেছে ডিজিটাল মার্কেটিং।

ডিজিটাল মার্কেটিং কি জানার আগে জানতে হবে ডিজিটাল ও মার্কেটিং এই দুইটা আসলে কি।ডিজিটাল এর অর্থ ইলেট্রনিক টেকনোলজি এবং মার্কেটিং অর্থ পন্যের অথবা সার্ভিস এর প্রচারনা করা। অর্থাৎ ইলেকট্রনিক প্রযুক্তির এর মাধ্যমে কোনো পন্য অথবা সার্ভিস প্রচারনা করাই হলো ডিজিটাল মার্কেটিং বলে।

 

ডিজিটাল মার্কেটিং কত প্রকার

ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটার মার্কেটিং কত প্রকার কি কি?

ডিজিটাল মার্কেটিং অনেক প্রকার।প্রযুক্তির উন্নতির সাথে সাথে বিভিন্ন প্রকার মার্কেটিং প্রক্রিয়া তৈরি হচ্ছে।আমি আজ কিছু ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানাব।
1.সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন(SEO)
2.সোসিয়াল মিডিয়া মার্কেটিং(SMM)
3.ইমেইল মার্কেটিং
4.এফিলিয়েট মার্কেটিং
5.সার্চ ইঞ্জিন মার্কেটিং
6.কনটেন্ট মার্কেটিং
7.সিপিএ মার্কেটিং
এবার প্রত্যেকটা সম্পর্কে অল্প কিছু ধারনা দেওয়া যাক।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সার্চ ইঞ্জিন আপনার কোনো কনটেন্ট অথবা পেজ Rank কারাতে পারবেন।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ২ প্রকার
1.White Hat Seo : এই প্রক্রিয়া সার্চ ইঞ্জিনের গাইডলাইন নিয়ম মেনে করা হয়।এতে কোনো রিস্ক নেই।
2.Black Hat Seo : এই প্রক্রিয়া সার্চ ইঞ্জিনের গাইডলাইন মেনে করা হয় না।এতে প্রক্রিয়া যদি সার্চ আপনাকে ধরতে পারে তাহলে ব্লক বা পেনেলাইজ করে দিবে।

সোসিয়াল মিডিয়া মার্কেটিং

সোসিয়াল মিডিয়া বলতে আমরা বুঝি ফেসবুক,টুইটার,ইনস্ট্যাগ্রাম সহ বিভিন্ন মাধ্যম।আর এই সোসিয়াল মিডিয়া ব্যবহার করে পন্যের প্রচারনা করাই হলো সোসিয়াল মিডিয়া মার্কেটিং।আমি এখানে ফেসবুকের উদাহরন দিয়ে বুঝায়।আমি আমার একটা পন্যের মার্কেটিং করব ফেসবুকের মাধ্যমে।এখন আমি প্রথম ফেসবুকে আমার কম্পানি বা ব্যান্ডের নাম দিয়ে পেজ অথবা গ্রুপ খুলব।এরপর সবসেট করে আমি নিয়মিত আমার পন্য সম্পর্কে পোষ্ট করব এবং এ প্রচারনাকে আরো গতিশীল করতে বুষ্ট করব কিছু টাকার মাধ্যমে।

ইমেইল মার্কেটিং

এমন কোন স্মাটফোন ব্যবহারকারি নেই যে তার একটা ইমেইল নেই।তাই ইমেইলও হতে পারে প্রচার-প্রচারনার ক্ষেত্রে অন্যতম মাধ্যম এবং সেটা ব্যবহারও কারা হয় মার্কেটিং এর জন্য।ইমেইল মাকেটিং সহজ অর্থ ইমেইল এর মাধ্যমে প্রচার-প্রচারনা।ইমেইল মার্কেটিং করতে প্রথমে ইমেইল লিষ্ট করতে হবে।এটা অনেকে বিক্রিও করে থাকে।এর আপনি কি করবেন এক এক মেইল পাঠাবেন ? না এতে আপনার প্রচুর সময় নষ্ট হবে এবং বিরক্তও বোধ করতে পারেন।তাই আপনি এক সাথে অনেক মেইল পাঠানোর টুল পাবেন ইন্টারনেটে সেগুলো ব্যবহার করবেন।

এফিলিয়েট মার্কেটিং

বর্তমানে সবচেয়ে জনপ্রিয় মার্কেটিং প্রক্রিয়া হলো এফিলিয়েট মার্কেটিং।একজন এফিলিয়েট মার্কেটার আপনাকে একটা পন্য বিক্রি দেবে আপনি তাকে কিছু পাসেন্ট কমিশন দিবেন এটাই হলো এফিলিয়েট মার্কেটিং।এফিলিয়েন্ট মার্কেটিং এর জন্য আপনাকে থাকতে হবে সোসিয়াল মিডিয়ায় একটা পেজ অথবা ইন্টারনেটে একটা ওয়েবসাইট।এছাড়া আপনি ইমেইল মাধ্যমেও করতে পারবেন।এমাজন সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট এখান থেকে আপনি এফিলিয়েট মার্কেটিং করতে পারবেন।তবে তাদের শর্ত মেনে প্রথমে তাকে এপ্রুভাল পেতে হবে।বর্তমান অমাদের দেশে অনেকে এফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম করছে।

সার্চ ইঞ্জিন মার্কেটিং

অনেক সময় গুগলে কোনো কিওয়ার্ড সার্চ করলে দেখতে পারবেন যে সরাসরি বিজ্ঞাপন দেখাচ্ছে এটাই সার্চ ইঞ্জিন মার্কেটিং।এটা করতে আপনাকে গুগলকে টাকা দিতে হবে তারপর আপনাকে এডস দেখাবে সার্চ ইঞ্জিনে।এতে আপনি সরাসরি এডক্লিকের প্রোফিট পাচ্ছেন সার্চ ইঞ্জিন থেকে।

কনটেন্ট মার্কেটিং

কনটেন্টকে প্রচার করাই হলো কনটেন্ট মার্কেটিং।এটা হতে পারে ভিডিও কনটেন্ট,অডিও কনটেন্ট অথবা টেক্সট কনটেন্ট।আমি যে কনটেন্টটা লিখছি এটা আমি সোসিয়াল মিডিয়া শেয়ার করলাম,এসইও করলাম অথবা মেইলে শেয়ারে করলাম এগুলো সব মার্কেটিং করা হলো।

সিপিএ মার্কেটিং

আপনাকে টাক্স দেওয়া হলো আপনি সেটা পূর্ন করলেন এবং নিদিষ্ট পরিমান টাকা লাভ করলেন।সিপিএ মার্কেটিং ঠিক এমন আপনি একটা লক্ষ পেলেন যে এত লোকের কাছে যদি এই পন্যটা পৌছানো আপনাকে এই পরিমান টাকা দেওয়া হবে।সিপিএ মার্কেটিং অনেক ওয়েবসাইট পাবেন ইন্টারনেটে কিন্ত কতটুকু বিশস্ত যাচাই করে নিবেন কি এটা পেমেন্ট করে কিনা বা নিজেদের সার্থ হাছিল করছে।

1.ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে বড় সুবিধা যে এটার মাধ্যমে টার্গেট অথবা নিদিষ্ট কিছু কাস্টমারের কাছে সল্প সময়ে সল্প খরচে করা যায়।
2.এটার মাধ্যমে মার্কেটিং ক্যামপেইন এর ফলাফল,ব্যর্থতা এবং কতজনের কাছে পৌছালো এইসব সহজে বুঝা যায়।
3.আপনি যদি কাস্টমারের প্রোফাইল এনালাইসিস করে সঠিক পন্য তাকে দেখাতে পারবেন এবং এতে আপনার সেল বাড়বে।
4.এতে আপনার ব্যান্ড দেশে বাইরে ছড়িয়ে দিতে পারবেন।

ডিজিটাল মার্কেটিং শেখার উপায়

ডিজিটাল মার্কেটিং কি এটা জানার পর এখন আমরা জানবো ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখবো। শিজিটাল  মার্কেটিং শিখতে আপনি দুইটা উপায়ে।যথা :
1.গুগল অথবা ইউটিউব
2.কোর্স করে
গুগল অথবা ইউটিউব : প্রথমত আপনাকে শিখার আগ্রহ লাগবে।যোকোনো একটা বিষয়ের প্রতি এক্সপার্ট হবেন।অনেকে দেখা যায় সবশিখতে যায় দিনশেষে কিছু হয় না।গুগলে অথবা ইউটিউবে আপনি আপনার পছন্দের বিষয়টা লিখে সার্চ করবেন আরও অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন।
ডিজিটাল মার্কেটিং কোর্স : ডিজিটাল মার্কেটিং কোর্সের মাধ্যমেও শিখতে পারবেন।কিন্ত আপনি শিখলেন প্রাকটিস করলেন না এতে আপনি কিছুতে পরিপূর্নতা লাভ করতে পারবেন না।কোর্স শিখার ক্ষেত্রে আপনি দেশের অনেক প্রতিষ্ঠান পাবেন।এছাড়া আপনি যদি ইংরেজিটা ভালো পারেন তাহলে আপনি “Udm3y” এখানে অনেক কোর্স পাবেন।

ডিজিটাল মার্কেটিং ট্রেনিং

অনেকেই আমাদের কাছে জানতে চান ডিজিটাল মার্কেটিং ট্রেনিং কোথা থেকে করলে ভালো হবে। যেমনটা আমরা উপরে আলোচনা করেছি বর্তমানে অনলাইনে অনেক ভালো ভালো কোর্স পাওয়া। আপনি চাইলে অনলাইন থেকে খুব সহজে বিভিন্ন ধরনের কোর্স কিনে নিজের স্কিল ডেভেলপ করতে পারেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভালো ভালো কোর্সের ভাষা ইংরেজি হওয়াইয় অনেকেই সমস্যায় পড়েন তাই আপনি চাইলে সরাসরি কোন একটি ট্রেনিং সেন্টারে কোর্স করতে পারেন।

তবে কোচিং সেন্টারে যাওয়ার সময় সতর্কতা অবলম্বল করতে হবে কারন বর্তমানে অনেক ধোকাবাজ চক্র বের হয়েছে যারা শেখানোর কথা বলে আপনার সময় এবং টাকা দুইটা ই নষ্ট করবে। আপনি চাইলে আপনার জেলার টিটিসি বা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে ডিজিটাল মার্কেটিং ও এসইও এর উপর কোর্স করতে পারেন।

আশা করছি আজকের ব্লগ থেকে আপনার ডিজিটাল মার্কেটিং কি? কিভাবে করতে হয় এবং ট্রেনিং কোথা থেকে করবেন এইসব প্রশ্নের বিস্তারিত জানতে পেরেছেন। ধন্যবাদ

আরো পড়ুন – 

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply