রবি হোয়াটসঅ্যাপ প্যাক কোড – রবি হোয়াটসঅ্যাপ এমবি

রবি হোয়াটসঅ্যাপ প্যাক কোড

হ্যালো বন্ধুরা, বাংলাদেশে যে কয়টি মোবাইল অপারেটর রয়েছে রবি তার মধ্যে অন্যতম। তুলনামূলক কমদামে ভালো সার্ভিস দেয়ার জন্য রবি সবার কাছে বেশ জনপ্রিয়। আজকে আমরা রবির স্পেশাল একটি ইন্টারনেট প্যাকেজ নিয়ে আলোচনা করবো আর তা হলো রবি হোয়াটসঅ্যাপ প্যাক কোড। 

আমরা সাধারনত যে ইন্টারনেট ক্রয় করি তা দিয়ে যেকোন ধরনের কাজ করা যায় কিন্তু আপনার যদি শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বেশি ব্যবহার করা হয় তাহলে অতিরিক্ত দাম দিয়ে রেগুলার ইন্টারনেট প্যাক না কিনে স্পেশাল হোয়াটসঅ্যাপ ডাটা প্যাক গুলো ক্রয় করতে পারেন। এতে করে আপনার খরচ অনেক কম হবে। 

রবি কমদামে হোয়াটসঅ্যাপ এমবি

সর্বনিম্ন ১.২২ টাকা থেকে শুরু করে ৫০ টাকা পর্যন্ত বিভিন্ন দামের রবি হোয়াটসঅ্যাপ প্যাক রয়েছে। আপনার প্রয়োজন অনুযায়ী নিজের মত করে যেকোণ প্যাক নিতে পারেন। তবে লম্বা সময়ের জন্য চাইলে ৫০ টাকার বড় প্যাক নিতে পারেন। এতে করে অল্প টাকায় এম্বি পাবেন।

[table id=1 /]

রেগুলার প্যাক ও সোশ্যাল প্যাক এর মধ্যে পার্থক্য

যেকোন মোবাইল অপারেটরের রেগুলার প্যাকের পাশাপাশি কিছু সোশ্যাল প্যাক থাকে। সাধারনত সোশ্যাল প্যাকগুলোর দাম কিছুটা কম হয়। আপনার যদি ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমোর মত স্পেশাল কোন সোশ্যাল মিডিয়া বেশি ব্যবহার করতে হয় তাহলে আপনি বেশি দাম দিয়ে রেগুলার প্যাক না কিনে স্পেশাল প্যাক গুলো কিনতে পারেন।

এটাই রেগুলার ইন্টারনেট প্যাক এর সাথে সোশ্যাল মিডিয়া প্যাক এর পার্থক্য। এছাড়া স্পিডের কোন পার্থক্য নেই। অনেকেই ভাবতে পারেন দাম কম হওয়ার কারনে হয়তো স্পিড কম হবে। শুধু পার্থক্য হচ্ছে রবি হোয়াটসঅ্যাপ প্যাক দিয়ে হোয়াটসঅ্যাপ ছাড়া অন্য কোন কিছু ব্যবহার করতে পারবেন না।

রবি ইন্টারনেট সামাজিক প্যাক

উপরে আমরা যেকয়টি ইন্টারনেট প্যাক নিয়ে আলোচনা করেছি তার প্রত্যেকটি শুধুমাত্র হোয়াটসঅ্যাপ এর জন্য স্পেশাল। অর্থাৎ হোয়াটসঅ্যাপ এর বাইরে কোন রকম ব্যবহার করা যাবে না। হোয়াটসঅ্যাপ ছাড়াও রবির বিভিন্ন ধরনের সামাজিক প্যাক রয়েছে। যেমন ইমোর জন্য আলাদা, ভাইবার এর জন্য আলাদা কিংবা হোয়াটসঅ্যাপ এর সাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কম্বো প্যাক। 

রবি ইন্টারনেট এর আপডেট সব সোশ্যাল প্যাক সম্পর্কে বিস্তারিত জানতে এই বাটনে ক্লিক করুন। 

রবি সোশ্যাল প্যাক সমূহ

এই বাটনে ক্লিক করে রবির নতুন সব সামাজিক প্যাক দেখা যাবে। এখান থেকে চাইলে আপনি নিজের পছন্দ মত বিভিন্ন প্যাক কিনে নিতে পারবেন। সময়ের সাথে সাথে এই অফারগুলো চেঞ্জ হতে পারে।

রবি ইন্টারনেট স্পিড কেমন?

ওকলা ইন্টারনেট স্পিড টেস্টে রবি ইন্টারনেট এর অবস্থান ২য়। অর্থাৎ গ্রামীনফোন এর পরেই রবি ইন্টারনেট এর অবস্থান। তবে ঢাকার বাইরে যদি আপনার বাসস্থান হয় সেক্ষেত্রে রবি ইন্টারনেট ক্রয়ের পূর্বে অবশ্যই চিন্তা করতে হবে। কারন ঢাকায় সব সিমের ইন্টারনেট স্পিড ভালো হলেও ঢাকার বাইরে বিভিন্ন এলাকায় সব সিমের স্পিড আলাদা আলাদা হয়ে থাকে। 

তবে যেকোন জেলা বা বিভাগীয় শহরে থাকলে স্পিড নিয়ে চিন্তা করতে হবে না। কারন সেক্ষেত্রে আশা করা যায় রবি ইন্টারনেট ভালোই সার্ভিস দিবে। তবে আপনার বাসা যদি তুলনামূলক গ্রাম সাইডে হয় সেক্ষেত্রে অবশ্যই ইন্টারনেট ক্রয়ের পূর্বে চিন্তা করবেন। 

আরো পড়ুন – মোবাইলি সিমের ব্যালেন্স চেক, মোবাইলি সিমের ইন্টারনেট চেক

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply