সৌদি ভিসার মেয়াদ শেষ হলে করণীয় – সৌদি আরবের ভিসার মেয়াদ চেক

সৌদি ভিসার মেয়াদ শেষ হলে করণীয়

আসসালামুআলাইকুম বন্ধুরা। আমাদের মধ্যে যে সকল সৌদি প্রবাসী ভাইয়েরা ছুটিতে দেশে আসেন তাদের বেশিরভাগই তিন মাস থেকে ছয় মাসের মত ছুটি পেয়ে থাকেন। কিন্তু অনেক সময় বিভিন্ন সমস্যার কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে সৌদি আরব ফিরে যাওয়া সম্ভব হয় না। সৌদি ভিসার মেয়াদ শেষ হলে করণীয় অনেক সৌদি প্রবাসী ভাইয়েরা সঠিকভাবে জানেন না।

সৌদি ভিসার মেয়াদ শেষ হলে করণীয়
ছবি – সৌদি ভিসার মেয়াদ শেষ হলে করণীয়

আজকে আমরা এই ব্লগ পোস্টের মাধ্যমে আপনাকে জানাবো সৌদি ভিসার মেয়াদ কতদিন থাকে এবং সৌদি ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে কিভাবে অনলাইনে আবেদনের মাধ্যমে পুনরায় মেয়াদ বৃদ্ধি করবেন। আশা করছি আজকের ব্লগ টি মনোযোগ দিয়ে পড়লে ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে আর কোন প্রশ্ন মনে থাকবে না।

সৌদি আরবের ভিসার মেয়াদ চেক

সৌদি প্রবাসী ভাইয়েরা অনেক সময়ে তাদের ভিসার মেয়াদ চেক করতে হয় আপনি খুশি হবেন যে বর্তমানে অনলাইনে খুব সহজে নিকামা নাম্বার অথবা ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক করা যায় আপনি খুব সহজেই একা নাম্বার জানা থাকলে অথবা ভিসা নাম্বার জানা থাকলে ভিসার মেয়াদ অনলাইনে ঘরে বসেই বের করতে পারবেন চলুন দেখে নেই কিভাবে অনলাইনে ভিসার মেয়াদ ভ্যালিডিটি চেক করবেন

আমরা মোট পাঁচটি ধাপে ভিসার মেয়াদ চেক করবো। পাঁচটি ধাপ ভালোভাবে ফলো করলে আপনি খুব সহজেই সৌদি আরবের ভিসার মেয়াদ চেক করতে পারবেন।

সৌদি ভিসার মেয়াদ শেষ হলে করণীয়
ধাপ – ১

 ধাপ ১ – প্রথমে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজার টি ওপেন করুন এবং https://muqeem.sa/#/visa-validity/check এই লিংকটি কপি করে পেস্ট করুন। অথবা নিচের দেয়া বাটনে ক্লিক করলে সরাসরি ছবিতে দেখানো পেজ এর মত একটি ওয়েবসাইট ওপেন হবে। প্রথম অবস্থায় ওয়েবসাইটের সবকিছু আরবিতে দেখাবে। আপনি যদি ইংরেজি করতে চান তাহলে উপরে ডানপাশে ডট আইকনে  ক্লিক করুন।

ভিসা চেক করার ওয়েবসাইট

সৌদি ভিসার মেয়াদ শেষ হলে করণীয়
ধাপ – ২

 ধাপ ২ – আইকনে ক্লিক করার পর উপরের ছবির মত কয়েকটি অপশন দেখতে পাবেন। এখান থেকে ডেস্কটপ সাইট এই অপশনে ক্লিক করুন। এখন আপনার মোবাইলের ওয়েবসাইটটি ল্যাপটপের মত করে দেখাবে।

সৌদি ভিসার মেয়াদ শেষ হলে করণীয়
ধাপ – ৩

 ধাপ ৩ – উপরে বাম পাশে ইংলিশ লিখাটি দেখতে পাবেন এখানে ক্লিক করুন ইংলিশ এ ক্লিক করার পর আপনার ওয়েবসাইটটি আরবি থেকে ট্রান্সলেট হয়ে ইংলিশ হয়ে যাবে। এতে করে আপনার বুঝতে সুবিধা হবে।

সৌদি ভিসার মেয়াদ শেষ হলে করণীয়
ধাপ – ৪

ধাপ ৪ – ওয়েবসাইট ট্রান্সলেট করা হয়ে গেলে আবার আগের মত উপরের ডান পাশের ডট আইকনটিতে ক্লিক করুন এবং ডেস্কটপ সাইট অপশন টি ক্লিক করুন। এতে করে ওয়েবসাইট পুনঃরায় মোবাইল ভার্শনে ফিরে আসবে। 

সৌদি ভিসার মেয়াদ শেষ হলে করণীয়
ধাপ – ৫

  ধাপ ৫ – এখন আপনি ভিসার মেয়াদ চেক করার জন্য তৈরি দুইটি অপশন দেখতে পাবেন ইকামা নাম্বার এবং ভিসা নাম্বার। ইকামা নাম্বার জানা থাকলে প্রথম অপশনটি বাছাই করুন আর যদি ইকামা নাম্বার জানা না থাকে সে ক্ষেত্রে ভিসা নাম্বার সিলেক্ট করুন। ভিসা নাম্বার বসিয়ে দিন এরপর দুই নাম্বার অপশনে আপনি বেশ কয়েকটি অপশন পাবেন। আমরা এক্ষেত্রে ডেট অফ বার্থ অর্থাৎ জন্মতারিখ সিলেক্ট করেছি। আপনার ভিসা দেয়া জন্মতারিখ সঠিকভাবে পূরন করুন। এরপর নিচে চেক অপশন এ ক্লিক করুন। কিছু সময় পরে আপনার বিচার সব রকম তথ্য নিচে লেখা আসবে এবং কত দিন মেয়াদ আছে তা আপনি খুব সহজে দেখে নিতে পারবেন।

সৌদি ভিসার মেয়াদ শেষ হলে করণীয়

উপরে আমরা সৌদি আরবের ভিসার মেয়াদ চেক করার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এখন আমরা আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব তা হচ্ছে সৌদি ভিসার মেয়াদ শেষ হলে করণীয়। দেশে আসলে যদি কোনো কারণে ভিসার মেয়াদ শেষ হয়ে যায় সে ক্ষেত্রে কি করবেন। সঠিক নিয়ম ফলো না করলে আপনার ভিসার অনেক ক্ষতি হয়ে যেতে পারে।

 প্রথমে একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে আপনি বাংলাদেশ থেকে কোনভাবেই ভিসার মেয়াদ বৃদ্ধি করতে পারবেন না। আপনি সরাসরি আপনার কপিল বা কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে। কপিল এম্বাসিতে না গিয়ে অনলাইনে সরাসরি কিছু ফি প্রদানের মাধ্যমে আপনার ভিসার মেয়াদ বৃদ্ধি করে দিতে পারবেন এবং এটিই একমাত্র উপায়। অর্থাৎ আপনার কোম্পানির যদি সাহায্য না করে তাহলে আপনি সৌদি আরব ভিসার মেয়াদ বৃদ্ধি করতে পারবেন না।

তাই কোনো কারণে সৌদি ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে আপনি সরাসরি আপনার কোম্পানির বা কপিলের  সাথে যোগাযোগ করবেন এবং কোম্পানির মাধ্যমে অনলাইনে ভিসার মেয়াদ বৃদ্ধি করিয়ে নিবেন। অনেক সময় কপিল এটাকে ঝামেলা কাজ মনে করতে পারে এবং মেয়াদ বৃদ্ধি করে দিতে চায় না। কিন্তু আপনাকে বুঝিয়ে বলতে হবে যে বর্তমানে অনলাইনে খুবই সহজে মেয়াদ বৃদ্ধি করা যায়। অর্থাৎ আপনার কফিল চাইলে অনলাইনে ঘরে বসেই আপনার মেয়ের ভিসার মেয়াদ বৃদ্ধি করে দিতে পারবেন।

সৌদি ভিসা কত প্রকার

 এতক্ষণ আমরা সৌদি ভিসার মেয়াদ শেষ হলে করণীয় ও সৌদি আরবের ভিসার মেয়াদ চেক নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। অনেকেই আমাদের কাছে জানতে চান সৌদি ভিসা কত প্রকার অর্থাৎ কোন কোন কাজে সৌদি আরব যাওয়া যায়। সৌদি ভিসা অনেক রকম হতে পারে যেমন সৌদি রেস্টুরেন্ট ভিসা, সৌদি আবাসিক হোটেল ভিসা, ইলেকট্রিশিয়ান,গৃহকর্মী  কিংবা কনস্ট্রাকশনের ভিসা অর্থাৎ প্রায় সবরকম কাজেই বাংলাদেশ থেকে শ্রমিক সৌদি আরব যায়। আমাদের ওয়েবসাইটে বেশ কয়েকটি ব্লগপোষ্ট অলরেডি লিখে রেখেছি সৌদি ভিসা নিয়ে। আপনি চাইলে খুব সহজেই ব্লগগুলো পড়ে সৌদি বিভিন্ন রকম বিচার সম্বন্ধে ভালোভাবে জানতে পারেন। বিস্তারিত জানতে নিচের ব্লগ পোষ্ট গুলো পড়ুন।

সৌদি ভিসার দাম কত

অনেকেই আমাদের কাছে জানতে চান সৌদি ভিসার দাম কত। আসলে ভিসার দাম নির্ভর করে বিসার ধরন, কাজের ধরন, কত ঘন্টা কাজ করবেন এবং কোম্পানির বিভিন্ন সুবিধা অসুবিধার উপরে। তাই কোম্পানি ও কাজের ধরন সম্বন্ধে ভালোভাবে না জেনে ভিসার খরচ বলা কিছুটা কষ্টকরে। তবে বর্তমানে বাংলাদেশ থেকে সৌদি আরব যেতে আনুমানিক তিন লক্ষ টাকার মত প্রয়োজন হয়। অর্থাৎ আপনি ভিসা আবেদন থেকে শুরু করে তিন লক্ষ টাকার মধ্যে সৌদি আরব কাজের জন্য যেতে পারবেন। এক্ষেত্রে আপনি চাইলে বাংলাদেশের বিভিন্ন এজেন্সি সাহায্য নিতে পারেন যারা ভিসা আবেদন থেকে শুরু করে ছবি পাঠানো পর্যন্ত আপনাকে সাহায্য করবেন।

সৌদি কাজের বেতন কত

সামনে সৌদি আরব যাওয়ার কথা ভাবছেন তাদের মানে সবচেয়ে বেশি  যে বিষয়টি আসে তা হচ্ছে সৌদি আরব কাজের কত। অর্থাৎ সৌদি আরব বর্তমানে বাংলাদেশী শ্রমিকদের কি কিরকম বেতন দিয়ে থাকে। যেমনটা আমরা আগেও বলেছি কাজের ধরন না জেনে বেতন বলা কিছুটা কষ্টকরে। তবে বর্তমানে বাংলাদেশ থেকে যারা সৌদি আরব কাজ করতে যাচ্ছেন তাদের বেতন ১২০০ রিয়াল এর মত শুরু হয় যা বাংলা টাকায় ৩০ হাজার টাকার মত।

অর্থাৎ তবে সময়ের সাথে আপনার বেতন বৃদ্ধি পাবে সৌদি আরব কোম্পানিগুলোতে কাজের ক্ষেত্রে একটি বড় সুবিধা হচ্ছে আপনি ওভারটাইম করতে পারবেন অর্থাৎ আপনার 8 ঘন্টা ডিউটির পর আপনি চাইলে অতিরিক্ত কাজ করতে পারবেন এবং প্রতি ঘন্টা হিসেবে অতিরিক্ত টাকা পাবেন এভাবে মাসে বাংলাদেশি টাকায় 30 থেকে 35 হাজার টাকা খুব আরাম সহজে ইনকাম করতে পারবেন

সৌদি আরব কোন কাজের চাহিদা বেশি

প্রবাসী অনেক ভাই আমাদের কাছে জানতে চান সৌদি আরব কোন কাজের চাহিদা বেশি। বিশ্বের অন্যান্য দেশের মতো সৌদি আরবে ও বাংলাদেশের প্রচুর পরিমাণে শ্রমিক বিভিন্ন কাজ করেন। তবে নির্দিষ্ট কিছু দেশ আছে এখানে বাংলাদেশি প্রচুর শ্রমিক কাজ করে নিজে এরকম কয়েকটি উল্লেখযোগ্য পেশার নাম  বলার চেষ্টা করছি।

  • ড্রাইভিং
  •  ইলেকট্রিশিয়ান
  •  কনস্ট্রাকশন
  •  আবাসিক হোটেল ও রেষ্টুরেন্ট
  •  বাসাবাড়ির খেয়াল রাখা
  •  বিভিন্ন অফিসের পিয়ন বিভিন্ন পদে মানুষের কাজ করে থাকে

সৌদি আরব কোন কাজের চাহিদা বেশি এই নিয়ে বিস্তারিত ইতোপূর্বে অন্য একটি পোস্টে আমরা বিস্তারিত জানতে এই পোস্টটি পড়ুন

সৌদি ভিসার মেয়াদ শেষ হলে করণীয়

উপরে আমরা সৌদি ভিসার মেয়াদ শেষ হলে করণীয় ও সৌদি আরবের ভিসার মেয়াদ চেক নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করছি গানটি আপনাদের উপকারে এসেছি। সৌদি আরব ভিসা আমরা ইতিপূর্বে বেশ কয়েকটি পোস্ট করেছি। ভালো লাগলে আমাদের ওয়েবসাইটে অন্যান্য ব্লগ পোস্ট করতে পারেন। এছাড়া এই পোস্টটি ভালো লাগলে আপনার বন্ধু কিংবা আপনজনদের সাথে শেয়ার করতে পারেন। ওয়েবসাইটের অন্যান্য ব্লগ পড়ার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply