মেয়েদের ঘরে বসে রোজগার
একসময় আমাদের সমাজে মেয়েরা শুধু বাড়ির কাজ করবে এবং সংসারের সামলাবে এমনটাই একসময় ধারণা করা হতো। কিন্তু তথ্যপ্রযুক্তির এই যুগে মেয়েরা ঘরের কাজ করার পাশাপাশি বিভিন্ন রকম চাকরি করার সুযোগ পাচ্ছে। তবে সংসার সামলানোর পাশাপাশি অনেক মেয়ের পক্ষে বাইরে গিয়ে চাকরি করা সম্ভব হয়ে ওঠেনা। যেসব মেয়েরা সংসার সামলানোর পাশাপাশি নিজে কিছু করতে চান কিন্তু বাইরে যাওয়া সম্ভব হচ্ছে না তাদের জন্য আজকে আর্টিকেলটি খুবই উপকারী হবে আশা করি।
আজকে আমরা মেয়েদের ঘরে বসে রোজগার, নারীদের বিনা পুজিতে অনলাইন ব্যবসা আইডিয়া নিয়ে আলোচনা করব। আশা করছি আজকে আর্টিকেল থেকে বাড়িতে বসেই অনলাইনে কাজ করার কিছু আইডিয়া পেয়ে যাবেন।
বাড়িতে খাবার বানিয়ে আয়
বর্তমানে মেয়েদের ঘরে বসে রোজগার এর অন্যতম একটি মাধ্যমে হচ্ছে বাড়িতে বিভিন্ন মজাদার খাবার আইটিম রান্না করে অনলাইনে বিক্রি করা। বাড়িতে রান্না করে অনলাইনে বিভিন্ন প্লাটফর্ম এর মাধ্যমে তাদের তৈরিকৃত খাবার বিক্রি করছেন।আপনিও আপনার তৈরিকৃত খাবার সহজের পৌছে দিতে পারবেন আপনার কাস্টমারদের নিকট।
সেক্ষেত্রে আপনাকে অনেক ভাল মানের রাধুনি আথবা সেফ হতে হবে এবং নতুন নতুন রেসিপি রান্না করার চেষ্টা করতে হবে।যাতে করে মানষু আপনার খাবার খেয়ে তৃপ্তি পায় এবং পুনঃরায় অর্ডার করতে আগ্রহী হয়।
ফেসবকেু অনেক বড় বড় গ্রুপ আছে ফুড ব্লগার নামে এই সমস্ত গ্রুপ এ আপনি আপনার প্রোডাক্ট শেয়ার করতে
পারেন ।এভাবে আপনার প্রোডাক্ট এর চাহিদা বেড়ে যাবে এবং প্রোডাক্ট ও বেশি বেশি সেল হবে। এছাড়াও আপনি চাইলে বড় বড় নামি দামি ফুড ই কমার্স প্লাটফর্ম গুর্ম লোতেও আপনার প্রোডাক্ট শেয়ার করতে পারেন।
বর্তমানে বাংলাদেশে অনলাইনে খাবার বিক্রির জন্য সেরা কয়েকটি প্লাটফর্ম হলো…
- ফুড পান্ডা
- ফুড পিয়ন
- কুক আপস
- পাঠাও
হস্ত শিল্প বা কুঠির শিল্প
হস্ত শিল্প বলতে বোঝায় হাত দিয়ে তৈরি দৈনন্দিন কাজে ব্যবহৃত জিনিসপত্র। যেমন হাতের তৈরি নকশি
কাথা, কুলো, বেতের তৈরি সৌখিন জিনিস, কাপরে পুতুল, মাটির তৈরি হাড়ি, কার্পেটর্পে, পাপোশ ইত্যাদি। হস্ত শিল্প বা
কুঠির শিল্প হল একটুভিন্ন ধরনের Business idea। কেনানা এই ধরনের ব্যবসায় আপনাকে বেশি পরিমান ইনভেস্টমেন্ট করতে হবে না। কম পুজি নিয়েই আপনি সুন্দর ভাবে ব্যবসা চালিয়ে যেতে পারবেন।
পুজি কম লাগলেও হস্তশিপ্লের ব্যবসা করতে হলে আপনাকে অনেক পরিশ্রমি হতে হবে। আর যদি আপনি কাজ না জানেন তবে আপনি চাইলে যে কাজ জানে তাকে হায়ার করেও কাজ করতে পারেন। গ্রাহকের চাহিদা মত সুন্দর সুন্দর পণ্য দিতে পারলে আপনার সেল যেমন বাড়বে ঠিক তেমনি করে আপনার প্রতিষ্ঠানটিও আসতে আসতে বড় হতে থাকবে।
বর্তমানে বাংলাদেশ এমন অনেক হস্তশিল্পের কোম্পানি আছে যারা দেশের চাহিদা মিটিয়ে প্রোডাক্ট বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি করছে। যারা মেয়েদের ঘরে বসে রোজগার আইডিয়া খুজছেন তাদের জন্য অনলাইনে হস্তশিল্পের ব্যবসা খুব ভালো একটি ব্যবসা হতে পারে।
আরো পড়ুন – অনলাইনে আয় করার নিশ্চিত উপায়, কি ভাবে অনলাইনে আয় করা যায়
ইউটিউব চ্যানেল থেকে আয়
ইউটিউব চ্যানেল থেকেও ঘরে বসে এখন অনেকেই ইনকাম করছেন। ইউটিউবে বিভিন্ন কাজের ভিডিও আপলোড করে সেখান থেকে টাকা ইনকাম করে থাকেন অনেকেই।এটা খুবেই লাভজনক একটা আইডিয়া বলা যেতে পারে কেননা এটাতে আপনাকে কোন রকম ইনভেস্টমেন্ট করতে হবেনা।
শুধুমাত্র নিজের তৈরিকৃত ভিডিও আপলোড করেই আপনি ইনকাম করতে পারবেন । ইউটিউব থেকে আয় করার জন্য প্রথমে ইউটিউবে একটি চ্যানেল খুলতে হবে এবং সেখানে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। ভিডিও আপলোড দেয়ার ক্ষেত্রে অবশ্যই নিজে তৈরি করা ভিডিও আপলোড দিতে হবে কোনভাবেই অন্যেরর ভিডিও এডিট করে আপলোড করা যাবেনা।
নিচে ইউটিউব ভিডিও তৈরি করার কয়েকটি আইডিয়া শেয়ার করা হলো…
- নিজের তৈরিকৃত রান্নার ভিডিও
- কেক বানানোর ভিডিও
- ক্রাফটিং করার ভিডিও
- নাচ, গানের ভিডিও
- বিভিন্ন শিক্ষামলকূ ভিডিও ইত্যাদি
এছারাও যেকোন ধরনের ভিডিও দিতে পারেন তবে ভিডিও অবশ্যই নিজস্ব হতে হবে। অন্যের ভিডিও কোনভাবেও দেওয়া যাবেনা।
অনলাইনে কাপড়ের ব্যবসা করে আয়
অনলাইনে কাপড়ের ব্যবসাটি বর্তমান সময়ে খুব জনপ্রিয়। এ কাজে তেমন একটা দক্ষতা লাগেনা। তবে পাইকারি কাপড় কেনার সময় অবশ্যই ভালো মানের কাপড়টি যাচাই করে কিনতে হয়। কাপড়ের ব্যবসা হতে পারে বিভিন্ন গজ কাপড়ের ব্যবসা, হতে পারে থ্রি পিছ এর ব্যবসা, অথবা শাড়ি বা অন্য কোন পোশাকের ব্যবসা।
ঘরে বসে আপনি অল্প পুজি নিয়ে এই ব্যবসাটি পরি চালনা করতে পারবেন। পণ্যের সুন্দর সুন্দর ছবি তুলে ফেসবুকে বা নিজস্ব ওয়েবসাইট থাকলে তাতে আপলোড করে দিতে থাকবেন এতে করে ব্যবসার প্রচারনা বাড়বে এবং সেলও বৃদ্ধি পাবে। সব কিছু ঠিকঠাক থাকলে এটি হতে পারে একটি অন্যতম লাভজনক ব্যবসা।
অনলাইনে নার্সির বা বাগান এর ব্যবসা
ইট পাথরের এই শহরে এখন সবাই একটু সবুজের আভাস পাতে চায়। বিশেষ করে ঢাকা শহরের প্রত্যেকটি বাড়ির ছাদে অথবা বারান্দায় বর্তমানে গাছ লাগাতে দেখা যায়। তাই বর্তমানে নার্সারি পেশা বা বাগান করা হতে পারে আপনার জন্য একটি
অন্যরকম ব্যবসার আইডিডিয়া।
এই ব্যবসা করার জন্য বাড়ির ছাদটিকে কাজে লাগাতে পারবেন অথবা কোন পরিতেক্ত জায়গাতেও নার্সারি করা যেতে পারে। সেখানে বিভিন্ন রকম ফুল ও ফলের গাছের নার্সা রির্সা তৈরি করে সেগুলো অনলাইনে বিক্রি করতে পারবেন। তবে নার্সা রির্সা কাজ শুরু করার আগে অবশ্যই এ বিষয়ে প্রশিক্ষণ নিতে হবে।
বর্তমাদে সরকারিভাবে জেলা উপজেলা ভিত্তিক নারীদের কর্মক্ষম করার উদ্দেশ্যে বিভিন্ন প্রশিক্ষনের ব্যবস্থা করেছেন। আপনি নার্সারি ও বাগান করা শিখতে চাইলে আপনার নিকটস্থ প্রশিক্ষন কেদ্রে যোগাযোগ করতে পারেন।
বাংলা আর্টিকেল লিখে আয় করুন
আপনার যদি কোন বিষয়ের উপর আর্টিকেল লিখার অভ্যাস থাকে তাহলে আপনি চাইলে একটি ব্লগিং ওয়েবসাইট খুলে সেখানে নিয়মিত বিভিন্ন বিষয়ের উপর লিখালিখি করতে পারেন। এবং আপনার ওয়েবসাইটে গুগল এডসেন্স এর মাধ্যমে টাকা আয় করতে পারেন।
তবে একদম শুরুতে নিজের ব্লগিং ওয়েবসাইট খোলা অনেকের কাছে ঝামেলা মনে হতে পারে। সেক্ষেত্রে আপনি সরাসরি আমাদের ওয়েবসাইটে বাংলা আর্টিকেল লিখে আয় করতে পারেন। ইজিটেকিং বাংলাদেশের অন্যতম সেরা একটি ব্লগিং প্লাটফর্ম । আমাদের ওয়েবসাইটে আর্টিকেল লিখে আয় করতে চাইলে এখানে ক্লিক করুন।
এছাড়াও অনলাইনে অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি শুধু আর্টিকেল লিখে খুব ভালো এমাউন্ট আয় করতে পারবেন।
আপনি যদি মেয়েদের ঘরে বসে রোজগার এর উপায় জানতে চান তাহলে আমি বলবো আর্টিকেল রাইটিং হচ্ছে সবচেয়ে সহজ উপায় কেননা এখানে কোন ইনভেস্ট করতে হবে না।
মেয়েদের ঘরে বসে রোজগার
মেয়েদের ঘরে বসে রোজগার আইডিয়া নিয়ে আমাদের আজকের আর্টিকেলটিতে আমরা চেষ্টা করেছি অল্প পূজিতে কিভাবে নারীরা ঘরে বসেই বিভিন্ন কাজ করে টাকা আয় করতে পারে। আশা করছি আজকের আর্টিকেলটি আপনাদের কিছুটা হলেও উপকারে এসেছে।
বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের দেশের নারীদের আরো বেশি পরিশ্রমী ও আধুনিক হতে হবে। তাই শুধু সংসার নিয়ে সারাদিন না থেকে কাজের পাশাপাশি অনলাইনে বিভিন্ন কাজ করে টাকা আয় করতে পারেন।
মেয়েদের ঘরে বসে রোজগার নিয়ে কোন প্রশ্ন বা মতামত জানার থাকলে এই পোষ্টের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা দ্রুত সময়ের মধ্যে উত্তর দেয়ার চেষ্টা করবো।
আরো পড়ুন –