রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তির যোগ্যতা ও পড়ার খরচ

রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তির যোগ্যতা

রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তির যোগ্যতা সম্পন্ন হতে গেলে বিজ্ঞান (বাংলা ও ইংরেজি) বিভাগের শিক্ষার্থীদের জন্য ন্যূনতম জিপিএ 5.00 থাকতে হবে। বাণিজ্য (বাংলা ও ইংরেজি) বিভাগের শিক্ষার্থীদের জন্য জিপিএ 4.00 এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য জিপিএ 3.75 কাটতে হবে। মূলত যে সকল শিক্ষার্থী রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তির যোগ্যতা অর্জন করতে ইচ্ছুক তাদের প্রাপ্ত জিপিএ’র ভিত্তিতে রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি নিয়ে থাকেন।

তবে যেকোনো সময় রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তির যোগ্যতা অর্থাৎ উপরোক্ত জিপিএর পরিবর্তন আনতে পারে। সে ক্ষেত্রে ভর্তির আগে অবশ্যই কলেজ কর্তৃপক্ষ অথবা তাদের দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ভর্তির যোগ্যতা গুলো নিশ্চিত করে নিবেন।

[irp posts=”3252″ ]

রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি 2023

রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি 2023 এখনো প্রকাশিত হয়নি। তবে কলেজ সূত্রে জানা গেছে খুব শীঘ্রই রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি 2023 প্রকাশ করবে। সে ক্ষেত্রে যেকোনো সময় ভর্তির বিজ্ঞপ্তি অথবা ভর্তি সংক্রান্ত যে কোন বিষয়ে জানার জন্য আপনারা চাইলে উত্তরা মডেল কলেজ এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে সরাসরি দেখে নিতে পারবেন।

রাজউক উত্তরা মডেল কলেজের অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে https://rajukcollege.net/আপনারা সরাসরি এই লিংকে ক্লিক করে রাজউক উত্তরা মডেল কলেজের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। এরপর আপনারা রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি সহ কলেজ সম্পর্কিত সকল তথ্য জানতে পারবেন।

রাজউক উত্তরা মডেল কলেজের শাখা ও ক্লাস সময়

রাজউক উত্তরা মডেল কলেজে মূলত প্রভাতি ও দিবা এই দুটি শখায় ক্লাস নেয়া হয়। ভর্তির সময় মেধাক্রম ও সিট খালি থাকা সাপেক্ষে সময় পছন্দ করে নেয়া যায়। ভর্তির সময় আপনি কোন শিফটে ভর্তি হতে চান তা অবশ্যই কনফার্ম হয়ে নিবেন।

প্রভাতী শাখা

প্রভাতী শাখার ক্লাসের সময় সকাল 7 থেকে দুপুর 12 টা পর্যন্ত। প্রভাতী শিক্ষার মাধ্যম গুলো হচ্ছে

  • বিজ্ঞান (ইংরেজি ও বাংলা)
  • বাণিজ্য (ইংরেজি ও বাংলা)
  • মানবিক (বাংলা)

দিবা শাখা

দিবা শাখার ক্লাস সময় দুপুর 12 টা থেকে বিকেল 5 পর্যন্ত। দিবা শাখার মাধ্যম গুলো হচ্ছে

  • বিজ্ঞান (ইংরেজি ও বাংলা)
  • বাণিজ্য ( বাংলা)
  • মানবিক (বাংলা)

দিবা শাখায় বাণিজ্য বিভাগের ইংরেজি মাধ্যম নেই। প্রভাতী ও দিবা শাখার জন্য ছাত্র এবং ছাত্রী ভর্তি হতে পারবে।

Rajuk Uttara Model College আসন সংখ্যা

রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তির যোগ্যতা অর্জন করার আগে শিক্ষার্থীদের মনে প্রশ্ন জাগে কলেজের আসন সংখ্যা কত। রাজউক উত্তরা মডেল কলেজে সর্বমোট আসন সংখ্যা হচ্ছে 1660 টি। চলুন এবার জেনে নেই কোন কোন বিষয়ের উপর কতটি করে আসন বরাদ্দ আছে।

প্রভাতী শাখা আসন সংখ্যা

  • বিজ্ঞান (বাংলা )-আসন সংখ্যা 320 টি
  • বাণিজ্য (বাংলা)-আসন সংখ্যা 141 টি
  • বিজ্ঞান (ইংরেজি )-আসন সংখ্যা 171 টি
  • বাণিজ্য (ইংরেজি )-আসন সংখ্যা 54 টি
  • মানবিক (বাংলা)-আসন সংখ্যা 70 টি

দিবা শাখা আসন সংখ্যা

  • বিজ্ঞান (বাংলা )-আসন সংখ্যা 403 টি
  • বাণিজ্য (বাংলা)-আসন সংখ্যা 160 টি
  • বিজ্ঞান (ইংরেজি )-আসন সংখ্যা 171 টি
  • বাণিজ্য (ইংরেজি )-আসন সংখ্যা 0 টি
  • মানবিক (বাংলা)-আসন সংখ্যা 70 টি

সময়ের পরিবর্তনের সাথে সাথে কলেজ কতৃপক্ষ তাদের বরাদ্দকৃত আসন সংখ্যা বাড়াতে অথবা কমাতে পারে। তাই ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আসন সংখ্যা জানার জন্য উত্তরা মডেল কলেজের ওয়েবসাইট ভিজিট করে নিতে পারেন।

[irp posts=”2864″ ]

রাজউক উত্তরা মডেল কলেজ এর আবেদনের নিয়ম

রাজউক উত্তরা মডেল কলেজে মূলত ভর্তি পরীক্ষা হয় না। তাই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর বোর্ডের অন্যান্য কলেজের সাথেই আবেদন করে নিতে পারবেন। অর্থাৎ 10 থেকে পাঁচটি কলেজের মধ্যে এই কলেজটি ও চয়েজ এর মধ্যে রাখবেন। তাহলে দেখা যাবে যদি আপনার রেজাল্ট ভালো থাকে।

তবে চাইলে সরাসরি কলেজ থেকে ফর্ম সংগ্রহ করার সুযোগ রয়েছে। অর্থাৎ সশরীরে কলেজে গিয়ে ভর্তি ফর্ম পূরন করতে পারবেন। এক্ষেত্রে কলেজ আপনাকে ফর্ম পূরন করতে সাহায্য করবেন।

আবেদন করতে 150 টাকা ফি প্রযোজ্য।

রাজউক উত্তরা মডেল কলেজ পড়ার খরচ

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অথবা রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তির যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীরা জানতে আগ্রহ থাকে রাজউক উত্তরা মডেল কলেজ পড়তে কি রকম খরচ হতে পারে। তো চলুন আমরা এবার জেনে নেব রাজউক উত্তরা মডেল কলেজ পড়ার খরচ সম্পর্কে

ভর্তির সময় বিজ্ঞান (বাংলা) বিভাগের জন্য 7500 টাকার মতো খরচ হতে পারে (বোর্ড নির্ধারিত) এবং বিজ্ঞান ইংরেজি ভার্সন 8500 টাকা। বাণিজ্য বিভাগ এর জন্য 7000 টাকা এবং মানবিক বিভাগের জন্য 6500 টাকার মতো খরচ হতে পারে। মোটামুটি সব মিলিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে 24 থেকে 25 হাজার টাকার মতো লাগতে পারে।

সময়ের পরিবর্তনের সাথে সাথে খরচ কিছুটা কম অথবা বেশি হতে পারে। তাই রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তির যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীরা ভর্তির আগে অবশ্যই কলেজ কর্তৃপক্ষের সাথে ভর্তির ফি সম্পর্কিত আলোচনা করে নেবে

কোটা ও উপবৃত্তি

রাজউক উত্তরা মডেল কলেজে মুক্তিযোদ্ধা, প্রবাসী বিকেএসপি সহ অন্যান্য কোটা রয়েছে। এছাড়াও উপবৃত্তির জন্য সংখ্যালঘু জনগোষ্ঠী অথবা সম্প্রদায়ের অগ্রাধিকার আছে।

কত পেলে চান্স হতে পারে

রাজউক উত্তরা মডেল কলেজ চান্স পাওয়ার ক্ষেত্রে তেমন কোনো নির্দিষ্টতা নেই। সাধারণত প্রতিবছর শিক্ষার্থীদের রেজাল্ট, নম্বর, আসন সংখ্যা ইত্যাদির উপর ভিত্তি করে শিক্ষার্থী নিয়ে থাকে। তবে গত বছরের ফলাফল গুলো পর্যবেক্ষণ করলে দেখা যায়

  • বিজ্ঞানের ক্ষেত্রে বাংলা ভার্সন এর জন্য 1180 প্লাস আসন বরাদ্দ ছিল।
  • বিজ্ঞানের ক্ষেত্রে ইংরেজি ভার্সনের জন্য 1170 প্লাস আসন বরাদ্দ ছিল।
  • বাণিজ্যের ক্ষেত্রে বাংলা ভার্সনের জন্য 1100 প্লাস আসন বরাদ্দ ছিল
  • মানবিক বিভাগের ক্ষেত্রে বাংলা ভার্শন 1090 প্লাস আসন বরাদ্দ ছিল।

রাজউক উত্তরা মডেল কলেজ হোস্টেল খরচ কত

রাজউক উত্তরা মডেল কলেজে থাকার জন্য হোস্টেলের ব্যবস্থা আছে। সে ক্ষেত্রে প্রতিমাসে 8000 টাকা হোস্টেল খরচ দিতে হবে। তবে টাকার পরিমাণ এর থেকে বেশি অথবা কম হতে পারে। আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি মাত্র। হোস্টেলে থাকার ক্ষেত্রে অবশ্যই কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলে হোস্টেল খরচ নিশ্চিত করে নেবেন।

রাজউক উত্তরা মডেল কলেজের নিজস্ব ট্রান্সপোর্ট সুবিধা আছে। ঢাকার বিভিন্ন রুট থেকে শিক্ষার্থী আনা-নেওয়া করে থাকে।

রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তির যোগ্যতা

রাজউক উত্তরা মডেল কলেজের নিয়ম-কানুন

  • বিনা কারণে কলেজ মিস করলে দিন প্রতি 100 টাকা জমা দিতে হবে
  • নির্দিষ্ট সময়ে কলেজে না আসলে অর্থাৎ কলেজ আসতে লেট হল লেট ফি 50 টাকা দিতে হবে।
  • মোবাইল আনা নিষেধ। মোবাইল আনলে তিন থেকে চার হাজার টাকা জরিমানা দিতে হবে।

এখানে বিভিন্ন ক্লাব আছে এই ক্লাবগুলোতে নিয়মিত অ্যাটেন্ড করতে হবে।

মন্তব্য

আজকে আমরা আলোচনা করার চেষ্টা করেছি রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তির যোগ্যতা সম্পর্কে।সেই সাথে রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি 2023 নিয়ে আলোচনা করার চেস্টা করেছি।এবং রাজউক উত্তরা মডেল কলেজ এর আসন সংখ্যা কত, আবেদনের নিয়ম, চান্স পেতে হলে কত নম্বর পেতে হবে ও রাজউক উত্তরা মডেল কলেজের পড়ার খরচ গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করে চেষ্টা করেছি।

আজকের আর্টিকেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের বন্ধু অথবা প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন। আর্টিকেল টি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশান এ জানাবেন আমরা খুব দ্রুত আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।

[irp posts=”3252″ ]

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

This Post Has 2 Comments

  1. Takia Tasnim

    হোস্টেল এ খুব কম সিট, কিন্তু আমি হোস্টেলে থেকে পড়তে চাই।কিভাবে হোস্টেল সিট কনফার্ম করবো? কী কী করতে হবে হোস্টেল সিট পুরো পুরি
    কনফার্ম করতে?

    1. Easy Teching

      সিট বুকিং সম্পূর্ন কলেজ কর্তৃপক্ষ নিয়ন্ত্রন করে। এখানে আমাদের কোন কিছু করার নেই।

Leave a Reply