মতিঝিল মডেল স্কুল ভর্তির যোগ্যতা, ভর্তির নিয়ম ও খরচ

মতিঝিল মডেল স্কুল ভর্তির যোগ্যতা

মতিঝিল মডেল স্কুলে ক্লাস ওয়ান থেকে ক্লাস 9 পর্যন্ত পড়ার সুযোগ আছে। আপনার সন্তানের বয়স যদি 6 বছর হয়ে থাকে তাহলে সে মতিঝিল মডেল স্কুল ভর্তির যোগ্যতা সম্পন্ন হতে পারবে। মতিঝিল মডেল স্কুল ক্লাস ওয়ানের ভর্তির ক্ষেত্রে বয়স 6 বছর পূর্ণ হয়েছে এমন শিক্ষার্থীদের মতিঝিল মডেল স্কুল ভর্তির যোগ্যতা দিয়ে থাকে। এছাড়াও অন্যান্য ক্লাসগুলোতে আসন ফাঁকা থাকলে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে।

তবে সে ক্ষেত্রে অবশ্যই স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে। তারা কিভাবে কোন ক্লাসের জন্য কতজন শিক্ষার্থী নেবে এবং কিভাবে নেবে সেটা তারা স্কুলের নোটিশ বোর্ডে দিয়ে দেবে। অথবা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করেও আপনারা দেখে নিতে পারেন।

[irp posts=”2886″ ]

মতিঝিল মডেল স্কুল পরিচিতি

ঢাকার মতিঝিল এলাকায় অবস্থিত মতিঝিল মডেল স্কুল বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান গুলোর মধ্যে একটি। এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লাভ করে হাজার 1980 সালে। এখানে প্রায় 8 হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করেন। এই স্কুটিতে দুটি শাখা আছে প্রধান শাখা টি হচ্ছে মতিঝিল এলাকার এজিবি কলোনিতে অপরটি বাসাবোতে অবস্থিত। বিদ্যালয়টি দুই শিফটে পরিচালিত হয়।

এই বিদ্যালয়টিতে তিনটি ভবন আছে প্রতিটি ভবন 6 তলা বিশিষ্ট। ভবন তিনটিতে মোট 80 টি কক্ষ রয়েছে। প্রতিষ্ঠানটিতে গ্রন্থাগার সহ স্কুল ক্যান্টিন এর ব্যবস্থা আছে।

মতিঝিল মডেল স্কুল ভর্তি বিজ্ঞপ্তি 2023

মতিঝিল মডেল স্কুল ভর্তি বিজ্ঞপ্তি 2023 এখনো প্রকাশিত হয়নি। তবে খুব শীঘ্রই ভর্তি বিজ্ঞপ্তি 2023 প্রকাশিত হবে বলে আশা করা যাচ্ছে। তবে আপনারা যারা আপনাদের বাচ্চা কে মতিঝিল মডেল স্কুলে ভর্তি করাতে ইচ্ছুক। তারা চাইলে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে যাবতীয় তথ্য নিতে পারেন। কেননা মতিঝিল মডেল স্কুল তাদের ভর্তি বিজ্ঞপ্তি সহ যাবতীয় একাডেমিক কার্যকলাপ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে থাকেন।

মতিঝিল মডেল স্কুল এর অফিশিয়াল ওয়েবসাইটটি হচ্ছে https://mmodel.edu.bd/আপনারা এই লিঙ্কে ক্লিক করে সরাসরি মতিঝিল মডেল স্কুল ওয়েব সাইটে প্রবেশ করতে পারবেন।এবং যাবতীয় তথ্য এখান থেকে দেখে নিতে পারবেন।

মতিঝিল মডেল স্কুল ভর্তি তথ্য

মতিঝিল মডেল স্কুল বাংলাদেশে স্বনামধন্য স্কুল গুলোর মধ্যে একটি। এর মূলত দুটি শাখা রয়েছে। এ প্রতিষ্ঠানটি 1980 সালে প্রতিষ্ঠা লাভ করে এবং তখন থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম চালু আছে। প্রতিষ্ঠানটিতে আট হাজারেরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করেন। স্কুলটিতে  ক্লাস ওয়ান থেকে ক্লাস 9 পর্যন্ত পড়ার সুযোগ আছে । এটি একটি নামকরা এবং স্বনামধন্য প্রতিষ্ঠান হওয়ায় কম্পিটিশন এর মাধ্যমে শিক্ষার্থীরা এগিয়ে চলছে।

এখানে পড়ালেখার মান অনেক ভালো। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য অন্যান্য আরো অনেক শিক্ষামূলক সুযোগ-সুবিধা রয়েছে। যার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধা যাচাই করতে সক্ষম হচ্ছে। প্রতিষ্ঠানটিতে বিশাল বড় গ্রন্থাগার আছে যেখানে ছাত্র ছাত্রীরা তাদের পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বিষয়ে জ্ঞান অর্জন করতে সক্ষম। এছাড়া প্রতিষ্ঠানটিতে ক্যান্টিন সুবিধা আছে।

মতিঝিল মডেল স্কুলে আসন সংখ্যা

মতিঝিল মডেল স্কুল এর আসন সংখ্যা মূলত শূন্য আসনে ছাত্র-ছাত্রী ভর্তির সুযোগ করে দিয়ে থাকে। যদি মতিঝিল স্কুল  কর্তৃপক্ষ মনে করেন যে তাদের স্কুলে কিছু সংখ্যক শিক্ষার্থী্র জন্য আসন ফাঁকা আছে। সে ক্ষেত্রে তারা সিদ্ধান্তর মাধ্যমে কতজন শিক্ষার্থী নেবে তা তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অথবা নোটিশ বোর্ডের মাধ্যমে জানিয়ে থাকেন।

আর ক্লাস ওয়ানের জন্য আপনার বাচ্চার বয়স 6 বছর হলে Motijheel Model School পড়ার সুযোগ পাবে সেক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

Motijheel Model School ভর্তি পরীক্ষা

মতিঝিল মডেল স্কুল ভর্তির যোগ্যতা সম্পন্ন হওয়ার আগে অভিবাবকরা এটা জানতে চাই যে Motijheel Model School ভর্তি পরীক্ষা হয় কিনা বা হলেও কিরকম ভাবে হয়ে থাকে এই সম্পর্কে। সাধারণত মতিঝিল মডেল স্কুল ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীর নিয়োগ দেওয়া হয় না।

গতবছর লটারির মাধ্যমে শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছে স্কুল কর্তৃপক্ষ। লটারির মাধ্যমে আপনার সন্তান যদি সুযোগ পেয়ে যায় তাহলে সরাসরি স্কুলে ভর্তি হতে পারবে।

তবে সময়ের পরিবর্তনের সাথে সাথে স্কুল কর্তৃপক্ষ তাদের নিয়ম কানুন পরিবর্তন আনতে পারেন। সে ক্ষেত্রে আপনারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জেনে নিতে পারেন। অথবা সরাসরি স্কুলের নোটিশ বোর্ড থেকেও জেনে নিতে পারেন।

মতিঝিল মডেল স্কুলের শিক্ষকের যোগ্যতা

যেকোনো বিদ্যালয়ের শিক্ষকতা করতে চাইলে আপনার যোগ্যতা অবশ্যই অনার্স মাস্টার্স কমপ্লিট থাকতে হবে। এবং যে বিষয়ের উপর শিক্ষক নিয়োগ দেওয়া হবে সেই বিষয়ের উপর পড়াশুনা শেষ করতে হবে। আর রেজাল্ট মোটামুটি 3.0 এর উপরে থাকতে হবে।

তবে বিভিন্ন বিদ্যালয় বিভিন্নভাবে শিক্ষক নিয়োগ দিয়ে থাকেন ।অর্থাৎ বিভিন্ন স্কুলের শিক্ষক নিয়োগ দেওয়ার চাহিদা বিভিন্ন রকম হতে পারে।সে ক্ষেত্রে নিয়োগ পত্রে দেওয়া নির্দেশিকার মাধ্যমে আপনি সবকিছু জেনে নিতে পারবেন। যদি তাদের চাহিদা অনুযায়ী আপনার সবকিছু মিলে যায় তাহলে তারা হয়তো ভাইবার মাধ্যমে আপনাকে সিলেক্ট করে নেবে।

মতিঝিল মডেল স্কুল এর বিষয় সমূহ

মতিঝিল মডেল স্কুল ভর্তির যোগ্যতা সম্পন্ন হওয়ার আগে মতিঝিল মডেল স্কুলের বিষয়গুলো সম্পর্কে সবার জানা জরুরী।মতিঝিল মডেল স্কুলে যেতে দুটি শাখা রয়েছে দুটি শাখার মধ্যে যে যে বিষয়গুলো রয়েছে তা হচ্ছে

বাংলা মাধ্যম (মতিঝিল): প্রথম থেকে নবম শ্রেণী বালিকা (প্রভাতী), প্রথম থেকে নবম শ্রেণী বালক (দিবা)

ইংরেজি ভার্সন (মতিঝিল): প্রথম থেকে পঞ্চম শ্রেণী বালক ও বালিকা (প্রভাতী), ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী বালক (প্রভাতী), ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি বালক (দিবা)।

বাংলা মাধ্যম (বাসাবো): প্রথম থেকে নবম শ্রেণী বালিকা (প্রভাতী), প্রথম থেকে নবম শ্রেণীর বালক (দিবা)

ইংরেজি ভার্সন (বাসাবো): প্রথম থেকে তৃতীয় শ্রেণীর বালক বালিকা (প্রভাতী)

মতিঝিল মডেল স্কুল ভর্তির যোগ্যতা

মতিঝিল মডেল স্কুলে ভর্তির নিয়ম

মতিঝিল মডেল স্কুল তাদের ভর্তি কার্যক্রম অনলাইনের মাধ্যমে সম্পন্ন করে থাকেন। তাই আপনার সন্তানকে মতিঝিল মডেল স্কুলে ভর্তি করার জন্য প্রথমে মতিঝিল মডেল স্কুল এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর ভর্তির নিয়ম ভর্তির শুরু এবং শেষ তারিখ দেখে নিয়ে নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন ফরম পূরণ করে জমা দিতে হবে।

তবে যারা তাদের বাচ্চাকে মতিঝিল মডেল স্কুল ভর্তির যোগ্যতা সম্পন্ন করতে চায় তারা অবশ্যই আবেদন ফরম ফিলাপ সময় সতর্কতার সাথে ফরম পূরণ করে নিবেন। এবং যা যা তথ্য চাইবে তা সুন্দরভাবে ফিলাপ করে দিবেন। কোন কারনে ভুল তথ্য দেওয়া যাবে না। ভালোভাবে আবেদন ফরম টি আবারো যাচাই করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

মতিঝিল মডেল স্কুলে ভর্তি খরচ

যারা তাদের বাচ্চাকে মতিঝিল মডেল স্কুল ভর্তির যোগ্যতা সম্পন্ন করতে চায়। তাদের প্রত্যেকের মনে একটাই প্রশ্ন থাকে মতিঝিল মডেল স্কুলে ভর্তি হতে কি রকম খরচ হতে পারে। আসুন জেনে নেওয়া যাক প্রথমে মতিঝিল মডেল স্কুলে ভর্তি অনলাইন আবেদনের জন্য আবেদন ফি 210 টাকার মতো।

মতিঝিল মডেল স্কুলে পড়ার ক্ষেত্রে তেমন কোনো খরচ নেই তবে প্রতি ক্লাসে ওঠার ক্ষেত্রে ভর্তি ফি ,রেজিস্ট্রেশন ফি, পরীক্ষার ফি বাবদ কিছু টাকা খরচ হয়। সে সম্পর্কে আপনাকে জানতে হলে অবশ্যই মতিঝিল মডেল স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে জেনে নিতে হবে।

মন্তব্য

আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি মতিঝিল মডেল স্কুল ভর্তির যোগ্যতা নিয়ে সেইসাথে মতিঝিল মডেল স্কুল ভর্তি তথ্য, মতিঝিল মডেল স্কুল আসন সংখ্যা, ভর্তি পরীক্ষা , শিক্ষকের যোগ্যতা , ভর্তি খরচ এ বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি।

আশা করি আজকের আর্টিকেলটি পড়ে আপনার উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধু অথবা প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন। আর্টিকেলটি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশান এ জানাবেন খুব দ্রুত আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।

[irp posts=”3252″ ]

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply