আর্মড ফোর্সস মেডিকেল কলেজ ভর্তি যোগ্যতা ও পড়ার খরচ

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তি যোগ্যতা

আর্মড ফোর্সস মেডিকেল কলেজ ভর্তি যোগ্যতা সম্পন্ন হতে হলে এসএসসি/ দাখিল/সমমান পরীক্ষায় পাস থাকতে হবে। সে ক্ষেত্রে  আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের এসএসসি এইচএসসি পরীক্ষায় দুটি মিলে মোট জিপিএ 9 থাকতে হবে। তাহলেই কেবল একজন শিক্ষার্থী আর্মড ফোর্সস মেডিকেল কলেজ ভর্তি যোগ্যতা অর্জন করতে পারবে।

আর্মড ফোর্সস মেডিকেল কলেজ ভর্তি যোগ্যতা নিয়ে আমরা আরো বিস্তারিত জানব। তার আগে চলুন জেনে নেই আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ সম্পর্কে বিভিন্ন তথ্য।

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ

Armed Forces Medical College ঢাকা ক্যান্টনমেন্ট এর অভ্যন্তরে অবস্থিত একটি সামরিক মেডিকেল কলেজ। এই কলেজটি প্রতিষ্ঠিত হওয়ার 1999 সালে। এটি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর দ্বারা পরিচালিত ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ কলেজ। বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল সৈন্যদলের মেজর জেনারেল কলেজের আদেশ দানকারী একটি প্রতিষ্ঠান। এখানে দুই ধরনের শিক্ষার্থী রয়েছে মেডিকেল ক্যারেট এবং আর্মি মেডিকেল করপ্স ক্যারেট।

হাজার 1999 সালে 20 জুন 56 জন মেডিকেল ক্যারেট নিয়ে প্রশাসনের যাত্রা শুরু হয়। এটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদিত , প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে এবং ডেন্টাল কাউন্সিল স্বীকৃত। এই প্রতিষ্ঠানটিতে প্রতি বছর 100 জন করে ছাত্র ভর্তি করানো হয়।

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে ভর্তি বিজ্ঞপ্তি 2023

Armed Forces Medical College notice 2023 এখনো প্রকাশিত হয়নি। তবে আপনারা চাইলে আর্মড ফোর্সস মেডিকেল কলেজ ভর্তি যোগ্যতা সংক্রান্ত সকল আপডেট পেতে পারেন। সে ক্ষেত্রে প্রথমে আপনাদেরকে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখান থেকে আপনারা সরাসরি ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য গুলো সংগ্রহ করতে পারবেন।

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ভর্তি বিজ্ঞপ্তি দেখার জন্য আপনারা সরাসরি http://afmc.teletalk.com.bd/ লিংকে ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটে ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিস্তারিত আলোচনা করা হয় সেই সাথে কলেজে আবেদন,  প্রবেশ পত্র ডাউনলোড ও রেজাল্ট দেখা সবকিছু করা যাবে।

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ কি সরকারি

Armed Forces Medical College সশস্ত্র বাহিনী দ্বারা পরিচালিত একটি সরকারি প্রতিষ্ঠান। সাধারণত আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের 2 টি ক্যাটাগরি আছে একটি এসএএমসি ক্যাডেট অপরটি হচ্ছে এএফএমসি ক্যাডেট। অর্থাৎ আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ সম্পূর্ণ সরকারি একটি প্রতিষ্ঠান তবে এটি সশস্ত্র বাহিনী দ্বারা পরিচালিত হয়। সার্টিফিকেলের ভ্যেলু অন্যান্য সরকারি মেডিকেল কলেজের সমান তবে এই কলেজের নিয়ম কানুন সবকিছু সামরিক বাহিনি দ্বারা নির্ধারীত হয়।

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে ভর্তির যোগ্যতা

আর্মড ফোর্সস মেডিকেল কলেজ ভর্তি যোগ্যতা সম্পূর্ণ হতে হলে যে ন্যূনতম যোগ্যতা লাগবে তা হচ্ছে

  • এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস করতে হবে 2018-2019 এরমধ্যে
  • এইচএসসি বা সমমান পরীক্ষায় পাশ থাকতে হবে 2020 – 2021 সালের মধ্যে
  • আর্মড ফোর্সেস মেডিকেল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের মেডিকেল কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে অবশ্যই এসএসসি ও এইচএসসি পরীক্ষায় দুটিতে গড়ে জিপিএস 9 থাকতে হবে।
  • তবে যদি  উপজাতি কোটা থাকে সে ক্ষেত্রে ন্যূনতম 8 পয়েন্ট থাকলে আবেদন করতে পারবে।

শারীরিক যোগ্যতা

Armed Forces Medical College ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মেডিকেল স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে তাদেরকে নির্বাচন করা হবে।

আর্মি মেডিকেল ক্যাটাগরির জন্য শারীরিক যোগ্যতা

  • উচ্চতাঃ পুরুষের ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি।
  • ওজনঃ পুরুষের ক্ষেত্রে ওজন 45 কেজি মহিলাদের ক্ষেত্রে ওজন 40 কেজি
  • বুকের মাপঃ পুরুষের ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিকভাবে 76 সেন্টিমিটার প্রসারিত ভাবে 81 সেন্টিমিটার।
  • মহিলাদের ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিকভাবে 71 সেন্টিমিটার এবং সম্প্রসারিত হবে 76 সেন্টিমিটার।
  • দৃষ্টিশক্তি পুরুষের ক্ষেত্রেঃ{± 1.5 D (spherical), ± 1.0 D (cylindrical)} এবং দৃষ্টিশক্তি মহিলাদের ক্ষেত্রেঃ{± 1.5 D (spherical), ± 1.0 D (cylindrical)}

অবশ্যই সাথে আর কিছু যোগ্যতা থাকতে হবে তা হচ্ছে

  • প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে
  • নিয়োগ চলাকালীন সময় প্রার্থীর বয়স অবশ্যই 20 বছর থাকতে হবে

আর্মড ফোর্সস মেডিকেল কলেজ ভর্তি যোগ্যতা

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ আসন সংখ্যা

Armed Forces Medical College number of seats মোট 375 টি। সরকারি মেডিকেল এর পরেই শিক্ষার্থীদের পছন্দের প্রতিষ্ঠানগুলোর মধ্যে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ স্থান করে নিয়েছে।

আরবি মেডিকেল কলেজের আসন সংখ্যা গুলো চলুন দেখে নেই

  • আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ-125 টি
  • আর্মি মেডিকেল কলেজ বগুড়া-50 টি
  • আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রাম- 50 টি
  • আর্মি মেডিকেল কলেজ কুমিল্লা -50 টি
  • আর্মি মেডিকেল কলেজ যশোর -50 টি
  • আর্মি মেডিকেল কলেজ রংপুর -50 টি

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার পদ্ধতি

সাধারণত লিখিত পরীক্ষা MCQ আকারে 100 মার্কসের মধ্যে হয়ে থাকে।

100 মার্কসের মধ্যে পদার্থবিজ্ঞানের জন্য 30, রসায়নের জন্য 30, জীব বিদ্যার জন্য 30, ইংরেজি 5, সাধারণ জ্ঞান 5 এরমধ্যে পরীক্ষা হয়ে থাকে।

  • লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 মার্ক করে কাটা যাবে।
  • লিখিত পরীক্ষায় 100 নম্বরের মধ্যে মোট 40 নম্বর পেতে হবে।
  • আর যদি লিখিত পরীক্ষায় 40 নম্বরের থেকে কম নাম্বার পেয়ে থাকে তাহলে সেই পরীক্ষার্থী অকৃতকার্য বলে বিবেচিত হবে।
  • শুধুমাত্র কৃতকার্য পরীক্ষার্থীরা কৃতকার্য বলে মেধাতালিকায় স্থান করতে পারবে।

আর্মড ফোর্সেস এ প্রার্থীকে কি ভাবে মূল্যায়ন করা হয়

  • এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর 15 গুণ থাকতে হবে অর্থাৎ সর্বোচ্চ 75  নাম্বার পেতে হবে
  • এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রার্থীকে প্রাপ্ত জিপিএ এর 25 গুণ থাকতে হবে অর্থাৎ সর্বোচ্চ 125 নম্বর পেতে হবে
  • এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা 100 নম্বরের মধ্যে হয়ে থাকে
  • সর্বমোট নাম্বার 300 মধ্যে হয়।

বিশেষ দ্রষ্টব্যঃ যদি পরীক্ষার্থী পূর্বে মেডিকেল/ডেন্টাল পরীক্ষা দিয়ে থাকে তাহলে সে 5 মার্কস পাবে। আর যদি মেডিকেল বা ডেন্টাল এর শিক্ষার্থী হয়ে থাকে সে ক্ষেত্রে 7.5 মার্কস পাবেন।

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ পড়ার খরচ

আর্মড ফোর্সস মেডিকেল কলেজ ভর্তি যোগ্যতা সম্পূর্ণ হতে হলে ভর্তি ফি বাবদ 15 হাজার টাকা লাগে। টিউশন ফি 350 টাকা লাগবে প্রতি মাসের জন্য ।এবং জামানত ফি বাবদ দিতে হবে দেড় লক্ষ টাকা। আউটফিট চার্জ লাগবে দেড় হাজার টাকা। ম্যাসেজিং চার্জ  লাগবে 5200 টাকা। লন্ড্রী  400 টাকার মতো লাগতে পারে এডুকেশন এসিস্টেন্ট ফ্রী বাবদ বারোশো টাকা প্রতি মাসের জন্য এবং লাইব্রেরী গেমিং ম্যাগাজিন স্পোর্টস এর জন্য বাৎসরিক বারোশো টাকা লাগতে পারে।

আর্মড ফোর্সেস কলেজ সার্টিফিকেটের মূল্য

বাংলাদেশের অন্যান্য সরকারি মেডিকেল কলেজ এর মতই আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে সার্টিফিকেটের মূল্য রয়েছে। বরং কিছু কিছু ক্ষেত্রে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ কে প্রাধান্য দেয়া হয় যেহেতু তাদের শিক্ষা ব্যবস্থার কিছুটা ভিন্ন। একই সাথে এই কলেজ থেকে পড়াশোনা শেষ করার পর বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদে চাকরি করার সুযোগ থাকে।

তবে যেহেতু এটি সম্পূর্ণ সরকারি মেডিকেল কলেজ নয় তাই অন্যান্য সরকারি কলেজের তুলনায় খরচ কিছুটা বেশি। আপনার যদি বাজেট নিয়ে কোন সমস্যা না থাকে তাহলে এই কলেজটি অবশ্যই পছন্দের তালিকায় রাখতে পারেন।

মন্তব্য

আশা করি যারা আর্মড ফোর্সস মেডিকেল কলেজ ভর্তি যোগ্যতা তথ্য গুলো সম্পর্কে জানতে আগ্রহী আজকের এই আর্টিকেলটি তাদের অনেক উপকারে এসেছে। আজকে আর্টিকেলটি পড়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধু অথবা প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন।

আর্মড ফোর্সস মেডিকেল কলেজ ভর্তি যোগ্যতা ও পড়ার খরচ সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন খুব দ্রুত আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।

আরো পড়ুন –

 

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

This Post Has One Comment

Leave a Reply