চলমান এইচ এস সি পাশে সরকারি চাকরি ২০২৩

এইচ এস সি পাশে সরকারি চাকরি

বাংলাদেশে স্কুল ড্রপ ও কলেজ ড্রপ ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেশি। অনেকের ক্ষেত্রে এইচ এস সি বা উচ্চমাধ্যমিক পাশ করার পর পড়াশোনা আর চালিয়ে যাওয়া সম্ভব হয় না। উচ্চ মাধ্যমিক পাশ করার সাধারণ ১ম বা ২য় শ্রেণীর পদে সরকারি চাকরি পাওয়া যায় না।

চাইলে অনেকে পড়াশোনা চালিয়ে যেতে পারে না, এইচ এস সি পাশে সরকারি চাকরি জন্য আবেদন করতে চায়। নিচের সরকারি চাকরির পদগুলোতে চাকরি করে পড়াশুনা চালিয়ে যাওয়া বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে উচ্চশিক্ষা গ্রহণ করে উচ্চ পদের জন্য আবেদন করা যায়।

আরো পড়ুন – ছাত্রদের জন্য অনলাইন চাকরি, ছাত্রদের জন্য অনলাইনে আয়

উচ্চমাধ্যমিক পারে সরকারি চাকরি তালিকা

এসব চাকরির পাশাপাশি পড়াশুনা শেষ করেছেন এবং অন্য উচ্চ পদে চাকরি পেয়েছেন এমন মানুষ নেহায়াত কম নয়। নিচে উল্লেখিত পদ ছাড়াও আরো অনেক পদ রয়েছে যেগুলোতে উচ্চমাধ্যমিক পাশ করে আবেদন করা যায়।

এইচ.এস.সি বা উচ্চ মাধ্যমিক পাশে ১৬-১১ গ্রেড বা তৃতীয় শ্রেণীর নিচের পদগুলোতে আবেদন করা যাবে এবং পরবর্তীতে পড়াশোনা শেষ করে উচ্চতর পদে আবেদন করা যায়।

যারা উচ্চ মাধ্যমিক পাশে সরকারি চাকরি করতে চান তাদের জন্য আমাদের এই আর্টিকেলটি। আমাদের এই আর্টিকেলে এইচ.এস.সি পাশে সরকারি চাকরি সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়া হয়েছে।

এইচ.এস.সি পাশে পদভিত্তিক গ্রেড, বেতন স্কেল ও শিক্ষাগত যোগ্যতা

১. পদ- ইলেক্ট্রিশিয়ান
যোগ্যতা- এইচ.এস.সি পাশ
বেতন- ১৬০০০ – ৯৩০০ টাকা

২. পদ- রীগার
যোগ্যতা- বিজ্ঞানে এস.এস.সি পাশ
বেতন- ১৫০০০ – ৯৭০০ টাকা

৩. পদ- রেডিও টেকনিশিয়ান
যোগ্যতা- বিজ্ঞানে এইচ.এস.সি বা সমমান পাশ
বেতন- ১৪০০০ – ১০২০০ টাকা

৪. পদ- স্টুডিও এক্সিকিউটিভ
যোগ্যতা- এইচ.এস.সি পাশ
বেতন- ১৫০০০ – ৯৭০০ টাকা

৫. পদ- ডাটা এন্ট্রি অপারেটর
যোগ্যতা- উচ্চমাধ্যমিক বা সমমান পাশ
বেতন- ১৬০০০ – ৯৩০০ টাকা

৬. পদ- সহকারী মৌলভী
যোগ্যতা- এইচ.এস.সি পাশ
বেতন- ১৫০০০ – ৯৭০০ টাকা

৭. পদ- ল্যাব সহকারী
যোগ্যতা- এইচ.এস.সি পাশ
বেতন- ১৩০০০ – ১১০০০ টাকা

৮. পদ- লাইব্রেরি সহকারী
যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশ
বেতন- ১৬০০০ – ৯৩০০ টাকা

৯. পদ- পরিবার কল্যাণ পরিদর্শিকা
যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশ
বেতন- ১৪০০০ – ১০২০০ টাকা

১০. পদ- সেলসম্যান
যোগ্যতা- এইচ.এস.সি বা সমমান পাশ
বেতন- ১৪০০০ -১০২০০ টাকা

১১. পদ- ক্যাশিয়ার
যোগ্যতা- এইচ.এস.সি বা সমমান পাশ
বেতন- ১৪০০ – ১০২০০ টাকা

১২. পদ- অনুষ্ঠান সচিব
যোগ্যতা- এইচ.এস.সি বা সমমান পাশ
বেতন- ১৪০০০ – ১০২০০ টাকা

১৩. পদ- টেলিফোন অপারেটর
যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ ও টিএন্ডটি বোর্ড হতে সার্টিফিকেট
বেতন- ১৬০০০ – ৯৩০০ টাকা

১৪. পদ- কন্ট্রোল অপারেটর
যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ ও টিএন্ডটি বোর্ড হতে সার্টিফিকেট
বেতন- ১৬০০০ – ৯৩০০ টাকা

১৫. পদ- সাঁটমুদ্রারক্ষিক কাম-কম্পিউটার অপারেটর
যোগ্যতা- এইচ.এস.সি বা সমমান পাশ
বেতন- ১৪০০০ – ১০২০০ টাকা

১৬. পদ- মোটর গাড়ি চালক
যোগ্যতা- এইচ.এস.সি পাশ
বেতন- ১৬০০০ – ৯৩০০ টাকা

১৭. পদ- গুদাম রক্ষক
যোগ্যতা- এইচ.এস.সি পাশ
বেতন- ১৬০০০ – ৯৩০০ টাকা
(কোন প্রতিষ্ঠানে ১৪তম গ্রেড)

১৮. পদ- হিসাব সহকারী
যোগ্যতা- এইচ.এস.সি পাশ
বেতন- ১৬০০০ – ৯৩০০ টাকা
(কোন প্রতিষ্ঠানে ১৪তম গ্রেড)

১৯. পদ- অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রারক্ষিক
যোগ্যতা- এইচ.এস.সি পাশ
বেতন- ১৬৩০০ – ৯৩০০ টাকা

২০. পদ- টেলিফোন অপারেটর
যোগ্যতা- এইচ.এস.সি পাশ
বেতন- ১৬০০০ – ৯৩০০ টাকা

উপরের পদগুলো ছাড়াও বিভিন্ন দপ্তরে আরও বিভিন্ন পদ রয়েছে যেগুলোতে উচ্চমাধ্যমিক পাশ করে চাকরি গ্রহণ করা যায়। আপনি চাইলে বিভিন্ন দপ্তরের নিয়োগ বিধি দেখে নিয়ে যে সকল পদ উচ্চ মাধ্যমিক পাশের যোগ্যতা থাকতে হয় সেগুলো দেখে নিন। প্রতিটি দপ্তরের নিয়োগ বিধিতে তফসিলে বর্ণিত থাকে কোন পদের জন্য কি যোগ্যতা প্রয়োজন পড়ে এবং উক্ত পদে সরাসরি নিয়োগ পাওয়া যায় নাকি পদোন্নতির জন্য যোগ্যতা থাকতে হয়।

বাংলাদেশে চাকরি খোজার সাইট

এইচ এস সি পাশে সরকারি চাকরি র পাশাপাশি বিভিন্ন বেসরকারি চাকরির জন্য আবেদন করতে চাইলে বেশ কিছু ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটগুলোতে সম্পূর্ণ ফ্রিতে বিভিন্ন স্কিলের চাকরি পাওয়া যায়।

  •  বিডি জবস ডট কম ( bdjobs.com )
  • কর্ম ( kormobd.com )
  • চাকরি ডট কম ( chakri.com )
  • স্কিলস ডট জবস ( skills.jobs )
  • বিডি জবস টুডে ডট কম ( bdjobstoday.com )
  • গ্লাসডোর ডট কম ( glassdoor.com )
  • লিংকডইন ডট কম ( Linkedin.com )
  • জবস সার্কুলার ডটকম ( jobscircular.com )
  • রুটিরুজি ডটকম ( rutiruji.com )

সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ওয়েবসাইট

উপরে আমরা যে কয়েকটি ওয়েবসাইট নিয়ে আলোচনা করেছি তার প্রত্যেকটি বেসরকারি চাকরির জন্য বেশি জনপ্রিয়। সরকারি চাকরি সার্কুলার সাধারণত নির্দিষ্ট একটি পোর্টালে পাবলিশ করা হয়। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন ওয়েবসাইট ( bpsc.gov.bd)

( bpsc.gov.bd ) এই ওয়েবসাইটে সরকারি চাকরির সকল ধরনের বিজ্ঞপ্তি সহজেই পাওয়া যাবে।

এইচ এস সি পাশে সরকারি চাকরি

মন্তব্য

এইচ এস সি পাশে সরকারি চাকরি অনেকেই করতে চান। যারা এইচ.এস.সি পাশে সরকারি চাকরি করতে চান তাদের জন্য আমাদের এই আর্টিকেলটি সহায়ক হতে পারে। আমাদের এই আর্টিকেলটি পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের আর্টিকেলটি শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিন। কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিতে পারেন আমরা অতি দ্রুত রিপ্লাই দেয়ার চেষ্টা করবো।

আরো পড়ুন – 

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply