সাদা লক্ষা কবুতর দাম 2023

সাদা লক্ষা কবুতর দাম

বর্তমান বিশ্বে কবুতরের বিভিন্ন ধরনের জাতের কবুতর পাওয়া যায়। তার মধ্যে সাদা লক্ষা কবুতর পালনের জন্য অন্যতম। সাদা লক্ষা কবুতরের দাম কবুতরের বিভিন্ন জাত ধরন বয়সের উপর নির্ভর করে। আজকে আমরা সাদা লক্ষা কবুতর দাম এবং বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের কবুতরের বর্তমান বাজার দাম সহ বিস্তারিত তথ্য শেয়ার করব।

লক্ষা কবুতর

লক্ষা কবুতর সাধারণত পাকিস্তান ভারত চীন এবং স্পেন থেকে আবির্ভূত হয়েছে বলে ধারণা করা হয়। বিভিন্ন দেশ পরবর্তীতে এটির জাত উন্নয়নের সফলভাবে কাজ করে। ইংরেজিতে এদেরকে ফাইনটাল, ইন্ডিয়ান ফাইনটালের মতো কয়েকটি নামে চেনা যায়। বাংলাদেশের মানুষ এটাকে লক্ষ্য বা ময়ূরী নামে ডাকে।

জাত-  লক্ষা কবুতর বিভিন্ন জাতের হয়ে থাকে এর মধ্যে ফেন্সি, এক্সিবেশিও, অর্নামেন্টাল কয়েকটি জাতের লক্ষা কবুতর বাজারে পাওয়া যায়।

দৈহিক বর্ণনা- সাদা লক্ষা কবুতর কবুতর প্রেমীদের কাছে একটি জনপ্রিয় প্রজাতি। এদের উচ্চতা এগারো ইঞ্চি হয়ে থাকে। এদের গড় ওজন ৩৭০ গ্রাম। এদের লেজ পাখাকৃতি হয়ে থাকে। এদের লেজের লম্বায় 5 থেকে 10 ইঞ্চি হতে পারে। দেশে বিভিন্ন রঙের কবুতর পাওয়া যায়। সাদা, কালো, লাল, হলুদ, সুরমা, ব্লু, আলমন্ড, সিলভার, এন্দালুসিয়ান, ব্ল্যাক টেল সহ আরো বিভিন্ন রঙের লক্ষা কবুতর পাওয়া যায়।

আরো পড়ুন – কোন জাতের কবুতর বেশি বাচ্চা দেয়

সাদা লক্ষা কবুতরের বৈশিষ্ট্য

সাদা লক্ষা কবুতর অন্যান্য জাতের চাইতে অনেক উন্নত জাতের কবুতর হয়ে থাকে। এদের কিছু আলাদা বৈশিষ্ট্য রয়েছে যা দেখে সাদা লক্ষ কবুতরকে অন্যান্য কবুতর থেকে আলাদা করা যায়।

  • সাধারণ অন্যান্য পায়রার লেজে ১২ থেকে ২০ পালক থাকে, কিন্তু এদের লেজে ২৫ টি থেকে ৪২ টি থাকে
  • এরা ডিম ফোটার ২১ দিনের মাথায় আবার নতুন ডিম দিয়ে থাকে
  • ডিম ফুটতে ১৮ থেকে ১৯ দিন লাগে এবং ২১ দিনে বাচ্চা পরিপূর্ণতা লাভ করে
  • কিছু প্রজাতির পালক এবং পালক বিহীন দেখা যায়
  • সাদা লক্ষ কবুতরের বেশিরভাগ প্রজাতির পায়ে সুন্দর পালক ও ঝুটি থাকে

সাদা লক্ষা কবুতর দাম২০২৩

লক্ষা কবুতরের দাম লক্ষা কবুতরের বয়সের উপর নির্ভর করে। বিভিন্ন জায়গায় দেখা জায় সাদা লক্ষা মাদি প্রতিটির দাম ১ হাজার টাকা থেকে শুরু করে সাত থেকে আট হাজার পর্যন্ত হয়ে থাকে। লক্ষা কবুতরের চার সপ্তাহের পর একজোড়া দাম ১ হাজার টাকা থেকে শুরু হয়। সাদা লক্ষার ডিমের দাম ২২০০ টাকা অনলাইনের বিভিন্ন পেইজে পাওয়া যায়। সাদা লক্ষ কবুতরের বয়স্কদের জোড়া ২৫০০  থেকে৫০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

বিভিন্ন কবুতরের বর্তমান বাজার দর

সাধারণত কবুতরের দাম নির্ভর করে কবুতরের জাত বৈশিষ্ট্য গায়ের রং, বয়স ইত্যাদির উপর। এছাড়াও স্থানভেদে কবুতরের দামের পার্থক্য হয়ে থাকে। কবুতরের বর্তমান দামের একটি তালিকা নিচে দেওয়া হলো-

১। চিলা লাল- প্রতি জোড়া বর্তমানে ২৭০০ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত হয় এবং এর কবুতরের বাচ্চা  ২০০০ থেকে ৩০০০ টাকা হয়।

২। চিলা কমলা- প্রতি জোড়া বর্তমানে ৫০০০ থেকে ৮ হাজার টাকা হয় এবং কবুতরের বাচ্চা ২৭০০ থেকে ৩২০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

৩। নরমাল সিরাজি- যেকোনো কালার বর্তমানে জোড়া ৩ থেকে চার হাজার টাকা এবং এর বাচ্চা ১৫০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত হয়।

৪। বিউটি হোমা- এই কবুতরের বর্তমান বাজার দর যে কোন কালারের জোড়া ৩০০০ থেকে ৩৫০০ টাকা এবং এর বাচ্চা ১৮০০ থেকে ২২০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

৫। মুকি- হলুদ এবং সিলভার কালারের জোড়া বর্তমানে ৪০০০ থেকে ৫০০০ টাকা এবং এর বাচ্চা দুই হাজার থেকে ২৫০০ টাকা

৫। মুকি চকলেট কালো কালার- জোড়া বর্তমানে ২৫০০ থেকে ৩০০০ টাকা এবং এর বাচ্চা পনেরশো থেকে দুই হাজার টাকা হয়।

৬। শর্ট ফেস– যে কোন কালারের বর্তমান জোড়া দাম 5000 থেকে 6000 টাকা হয়ে থাকে এবং এর বাচ্চার দুই হাজার থেকে ২৫০০ টাকা হয়।

৭। কিং- যেকোনো কালারের জোড়া রানিং ৩৫০০ থেকে ৫৫০০ টাকা এবং এর বাচ্চা ১৭০০ থেকে ২৩০০ টাকা পর্যন্ত হয়।

৮। লোটন ভারতীয়- বর্তমান জোড়া বাজারে ২৫০০ থেকে ৩ হাজার টাকা এবং এর বাচ্চা ১৫০০ থেকে ২ হাজার টাকা হয়ে থাকে।

৯। করমনা- যে কোন কালার জোড়া রানিং ২৫০০ থেকে ৩ হাজার টাকা এবং এর বাচ্চা ১৭০০ থেকে ২০০০ টাকা।

১০। ভারতীয় কালদম- যে কোন কালার বাচ্চা ২৫০০ থেকে ৩৫০০ টাকা।

১১। লোটন ভারতীয়- জোড়া বর্তমানে ২৫০০ থেকে ৩০০০ টাকা এবং বাচ্চা ১৫০০ থেকে ১৭০০ টাকা হয়।

১২। মাসছি হোমা- যে কোন কালারের বর্তমান জোড়া ২০০০ থেকে ২৫০০ টাকা এবং বাচ্চা ১২০০ থেকে ১৫০০ টাকা হয়।

১৩। চুইঠাল মুছালদম- বর্তমানে জোড়া দুই হাজার টাকা এবং বাচ্চার দাম ১৭00 টাকা।

১৪। চুইঠাল বাঘা- বর্তমানে এর জোড়া রান রানিং ৩০০০ থেকে ৩৫০০ টাকা এবং বাচ্চা ১৫০০ থেকে ১৭০০ টাকা।

১৫। রেড চেকার- যে কোন রঙের জোড়া২৫০০ থেকে ৩000 টাকা এবং বাচ্চা ১৫০০ থেকে ১৭০০ টাকা।

১৬। নান- যেকোনো কালার বর্তমানে ২৫০০ থেকে ২৭০০ টাকা এবং বাচ্চা ১২০০ থেকে ১৭০০ টাকা।

১৭। পোটার বল- এটি যেকোনো কালার বর্তমানে ৪০০০ থেকে ৫ হাজার টাকা এবং বাচ্চা দুই হাজার টাকায় পাওয়া যায়।

১৮। চুইনা চুইঠাল- বর্তমানে ২০০০ টাকা এবং বাচ্চা ১৭০০ টাকা।

১৯। কাজী চুইঠাল- বর্তমানে ২৫০০ টাকা এবং বাচ্চা ৮০০ থেকে ১০০০ টাকা।

২০। পাংখি ফেট- বর্তমানে জোড়া চার হাজার থেকে ৫000 টাকা এবং এর বাচ্চা ২৫০০ থেকে ৩ হাজার টাকায় পাওয়া যায়।

২১। সিল্ড- যেকোনো কালারের জোড়া বর্তমানে ২৫০০ থেকে ৩000 টাকা এবং বাচ্চার১৭০০ টাকা

২২। বোম ভাই- যে কোন কালার বর্তমানে ২৫00 থেকে ২৭00 টাকা এবং বাচ্চা পনেরশো টাকা

২৩। বুদাপেস্ট- যেকোনো কালারের জোড়া বর্তমানে ৪০০০ থেকে ৫৫০০ টাকা এবং বাচ্চা ২৫০০ থেকে ২৭০০ টাকা।

২৪। নারীনা ঝাক- রানিং ২২০০ থেকে ২৫০০ টাকা এবং বাচচা  ১৬০০ থেকে ১৮০০ টাকা

২৫। লং ফেইস- যে কোন কালার বর্তমানে ১২০০০ থেকে ১৭ হাজার টাকা এবং বাচ্চা ৬০০০ থেকে ৮ হাজার টাকা।

২৬। গোলা কবুতর- যে কোন কালার বর্তমানে জোড়া 600 থেকে 800 টাকা এবং বাচ্চার 300 থেকে 700 টাকা।

২৭। গিরিবাজ- যেকোনো কালারের জোড়া বর্তমানে ৭00 থেকে ১000 টাকা এবং বাচ্চা ৪০০ থেকে ৫০০ টাকা।

২৮। স্টার্টিং- যে কোন জাতের বর্তমানে২৫০0 থেকে চার হাজার টাকা এবং বাচ্চা এক হাজার থেকে ১৫০০ টাকা।

২৯। আউল- বর্তমানে তিন হাজার থেকে চার হাজার টাকা বাচ্চা ১২০০ থেকে ১৭০০ টাকা।

সবচেয়ে দামি কবুতরের নাম

বর্তমানে বাজারে বেলজিয়ামের দুই বছর বয়সী রেসিং কবুতর বর্তমানে পৃথিবীর সবচেয়ে দামি কবুতরের মর্যাদা পেয়েছে। অনলাইনে নিলামে বর্তমানে দক্ষিণ আফ্রিকার সংগ্রহের একটি সংস্থা এর দাম  ১.৩ মিলিয়ন ইউরো বায ১৩ কোটি ১0 লাখ দিয়ে কিনেছে। তবে বাংলাদেশি বাজারে লক্ষা কবুতর,কিং, পোটার বল বাংলাদেশের কবুতরদের মধ্যে সবচেয়ে দামি কবুতর।

কোন কবুতর বেশি উড়তে পারে না

বাংলাদেশে বর্তমান বিভিন্ন জাতের কবুতরের মধ্যে সিরাজি কবুতর অন্যতম। অনেকেই বর্তমানে এই সিরাজি কবুতর পালনকে ব্যবসায় হিসেবে নিয়েছে। এই সিরাজী কবুতর খুব বেশি একটা উড়তে পারে না। তাই সিরাজী কোবুতর লালন পালন করার সময় খুবই সতর্ক থাকতে হবে যাতে কুকুর বা বিড়াল কবুতরের কোনো ক্ষতি করতে না পারে।

সাদা লক্ষা কবুতর দাম

কোন জাতের কবুতর পালনের জন্য লাভজনক

বর্তমানে শখের পাশাপাশি অনেকে কবুতরকে পেশা হিসেবে পালন করে থাকে। কারণ কবুতর পালন খুবই লাভজনক। কবুতর বিক্রির জন্য পালন করলে উন্নত জাতের প্রতি জোড়া কবুতর ২০০০ থেকে প্রায় এক লাখ টাকায় বিক্রি হয়। গিরিবাজ, লক্ষা, কিং সিরাজি সহ বিভিন্ন জাতের কবুতর পালনের মাধ্যমে লাভবান হওয়া যায়।

মন্তব্য

আজকে আমরা সাদা লক্ষা কবুতর দাম এবং বিভিন্ন জাতের কবুতরের দাম ও জাত সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে একটি আর্টিকেল শেয়ার করেছি। সাদা লক্ষা কবুতর দাম সম্পর্কে আপনাদের যদি কোন মন্তব্য অথবা মতামত থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা অতি শীঘ্রই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।

আরো পড়ুন – 

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply