ঢাকার সেরা ইংলিশ মিডিয়াম স্কুল তালিকা

ঢাকার সেরা ইংলিশ মিডিয়াম স্কুল

উন্নত শিক্ষার জন্য ঢাকার ইংলিশ মিডিয়াম স্কুল গুলো অনেক প্রসিদ্ধ। ঢাকায় অনেকগুলো উন্নত মানের ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে। আজকে আমরা ঢাকার সেরা ইংলিশ মিডিয়াম স্কুল গুলো একটি তালিকা নিয়ে আলোচনা করব।

স্কুল সিলেকশনের ক্ষেত্রে শিক্ষার মান, পরিবেশ এবং সুবিধাগুলো মাথায় রেখে তালিকাভুক্ত করা হয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে।

আরো পড়ুন – ঢাকার সরকারি স্কুলের তালিকা

ঢাকার সেরা ইংলিশ মিডিয়াম স্কুল তালিকা

এই পর্যায়ে আমরা ঢাকার সেরা ইংলিশ মিডিয়াম স্কুল তালিকা প্রকাশ করব। তালিকার প্রত্যেকটি স্কুল শিক্ষার মান ও পরিবেশের দিক থেকে অনন্য। প্রত্যেকটি স্কুলেই শিক্ষার্থীদেরকে যত্ন সহকারে পাঠদান করা হয়। এই তালিকার যে কোন একটি স্কুলে চোখ বন্ধ করে আপনার বাচ্চাকে ভর্তি করাতে পারে।

ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল

ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা বিভাগের সেরা ইংরেজি মিডিয়াম স্কুল গুলোর মধ্যে অন্যতম। এটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ব্রিটিশ পাঠ্যক্রমের শীর্ষস্থান স্কুলটি পরিচালনা করে থাকে। শিক্ষার্থীরা তিন গ্রুপের মধ্যে একটি গ্রুপ বেছে নিতে পারে। ও লেভেল এবং এ লেভেল উভয়ে এখানে পাওয়া যায়। এখানে ভর্তি হতে হলে ভর্তি প্রক্রিয়ায় যোগ্য হতে হবে।

ঠিকানা- হাউজ নং ৩১ রোড নং ১৪/য়ে ধানমন্ডি ঢাকা ফোন নাম্বার- ০১৭৭৬০১৮১৪১

ম্যাপল লিফ স্কুল ভর্তি ফি

ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলে প্লে এবং নার্সারিতে ভর্তি ফি ৪০০০ টাকা। এবং স্টান্ডার্ড ওয়ান থেকে স্টান্ডার্ড ফাইভ পর্যন্ত ভর্তি ফি ৬০০০ টাকা। স্ট্যান্ডার্ড সিক্স থেকে স্ট্যান্ডার্ড নাইন এর ভর্তি ফি ১০ হাজার টাকা। ‘এ’ লেবেল ভর্তি ফি ১২ হাজার। ‘ও’ লেভেল ভর্তি ফি ১৫ হাজার। এবং এর সাথে ভ্যাট যুক্ত থাকবে।

ম্যাপল লিফ স্কুলের মাসিক বেতন

  • প্লে গ্রুপ ও নার্সারি গ্রুপের মাসিক বেতন ৫ হাজার টাকা
  • কেজি ওয়ান কেজি ২ মাসিক বেতন ৭000 টাকা
  • স্ট্যান্ডার্ড ওয়ান ও স্টান্ডার্ড টু এর শিক্ষার্থীদের মাসিক বেতন ১০ হাজার চারশো টাকা
  • স্ট্যান্ডার্ড থ্রি ও স্ট্যান্ডার্ড ৪ এ শিক্ষার্থীদের মাসিক বেতন ১২০০ টাকা
  • standard  5 ও 6 এর মাসিক বেতন ১৪ হাজার ৫০০ টাকা
  • স্ট্যান্ডার্ড সিক্স সেভেন ও এইট এর শিক্ষার্থীদের মাসিক বেতন ১৫ হাজার ২০০ টাকা
  • স্ট্যান্ডার্ড নাইন ও স্টান্ডার টেনের শিক্ষার্থীদের মাসিক বেতন ১৭২০০ টাকা
  • এ লেভেলের শিক্ষার্থীদের মাসিক বেতন সাত হাজার টাকা
  • এছাড়াও বার্ষিক ফ্রি হিসেবে প্রত্যেক শিক্ষার্থীকে ২০ হাজার টাকা দিতে হয়

আগা খান স্কুল

আগা খান স্কুল কর্তৃপক্ষ দেয়া তথ্য মতে এটি ঢাকা সেরা স্কুল গুলোর মধ্যে অন্যতম। এখানে নার্সারি থেকে শিক্ষার্থীদের ভর্তি করা হয়। প্রতি শ্রেণীতে তিনটি করে সেকশন আছে। প্রতি সেকশনে ২৫ জনের বেশি শিক্ষার্থী ভর্তি নেওয়া হয় না।

ঠিকানা-  রোড ৯, সেক্টর ৪ উত্তরা মডেল টাউন ঢাকা ১২৩০ বাংলাদেশ। মোবাইল- ০২৫৮ ৯৫৪০৪২, ৫৮৯৫০০২৯।

আগা খান স্কুল ভর্তি ফি

নার্সারিতে ভর্তি হওয়া শিক্ষার্থীকে ২০ হাজার টাকা ভর্তি ফি এবং ১০ হাজার টাকা নিরাপত্তা ফ্রি দিতে হয়। এছাড়া অন্যান্য শ্রেণীতে ভর্তি হতে হলেও একই পরিমাণ ভর্তি ফি ও নিরাপত্তা ফি দিতে হয়।

আগা খান স্কুল মাসিক বেতন

  • এখানে নার্সারি ও কেজি ওয়ান থেকে টু এর শিক্ষার্থীদের মাসিক বেতন ৩৪০০ টাকা
  • স্ট্যান্ডার্ড ওয়ান থেকে থ্রি এর শিক্ষার্থীদের মাসিক বেতন ৪৮০০ টাকা
  • স্ট্যান্ডার্ড থ্রি, ফোর,ফাইভ শিক্ষার্থীদের মাসিক বেতন ৪২০০ টাকা
  • স্ট্যান্ডার্ড সিক্স ও সেভেন  শিক্ষার্থীদের মাসিক বেতন ৫৫০০ টাকা
  • স্ট্যান্ডার্ড নাইন ও টেনের শিক্ষার্থীদের মাসিক বেতন ৬২০০ টাকা
  • এ লেভেলের শিক্ষার্থীদের মাসিক বেতন ৮ হাজার টাকা
  • এছাড়া প্রতি বাছর শিক্ষার্থীকে বার্ষিক ফি হিসেবে দশ হাজার টাকা দিতে হয়

উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ

ঢাকার ইংলিশ মিডিয়াম স্কুল গুলোর মধ্যে ঢাকার ইংলিশ মিডিয়াম স্কুল গুলোর মধ্যে উইংক লিটল ফ্লাওয়ার স্কুল অন্যতম। এটি ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়। এটি একটি বাংলা এবং ইংলিশ মিডিয়াম উভয় ভাষার স্কুল। এখানে প্রায় ১৫ হাজার স্টুডেন্ট লেখাপড়া করে।

ঠিকানা– কাকরাইল, রমনা ঢাকা ১০০০। ফোন নাম্বার-০২ ৪৮ ৩১ ০৭০৩, ০২৪৮ ৩১১ ৮৫০।

উইলস লিটল ফ্লাওয়ার স্কুল ভর্তি ফি

উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে ভর্তি হতে প্লে চার হাজার টাকা, নার্সারি ৫০০০ টাকা, ক্লাস ওয়ান টু থ্রি ভর্তি ফি ৬ থেকে ৮ হাজার টাকা। ক্লাস ফোর থেকে সিক্স ১০ হাজার টাকা। সিক্স থেকে স্ট্যান্ডার্ড নাইন টেন ১১ হাজার টাকা, ও লেভেল এবং এ লেবেল ১২ থেকে ১৫ হাজার টাকা প্রয়োজন হয়।

স্কুলের মাসিক বেতন

  • ক্লাস ওয়ান থেকে ক্লাস থ্রি ২৬০০ টাকা।
  • প্লে নার্সারি এর মাসিক বেতন ২৫০০ টাকা।
  • ক্লাস ওয়ান থেকে ফাইভ চার হাজার টাকা
  • ক্লাস সিক্স থেকে ক্লাস টেন ৫ হাজার টাকা
  • ও লেভেল ও এ লেভেল ছয় হাজার টাকা মাসিক বেতনে প্রয়োজন হয়।
  • এছাড়াও প্রতি বছর বার্ষিক ফি ১৫ হাজার টাকা প্রয়োজন হয়।

মাস্টার মাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল

এই স্কুলের প্রতি ক্লাসে ৫ থেকে ৭ টি শিফট রয়েছে। প্রতিটি শিফটে ৩০ জন শিক্ষার্থী থাকে। স্কুলের কোয়ালিটি অনুযায়ী খরচ কিছুটা কম হওয়ায় অনেক অভিভাবকের প্রথম পছন্দ থাকে মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল।

ঠিকানা- রোড নাম্বার ১৩, ধানমন্ডি ঢাকা ১২০৫। মোবাইল নাম্বার- ০২ ৯১ ৪২৩৭০

মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল ভর্তি ফি

এই স্কুলে ভর্তি ফি ৩২ হাজার টাকা। প্রত্যেক ক্লাসে ভর্তির জন্য আলাদা আলাদা ভর্তি ফি প্রয়োজন হয়। প্লে এবং নার্সারি ভর্তি ফি একই। কেজি ওয়ান কেজি ২ ক্লাসে ভর্তি ফি ৩৬ হাজার টাকা। এবং উপরের ক্লাস গুলোতে ভর্তি ফি দিন দিন বেড়েই চলেছে।

মাস্টারমাইন্ড স্কুল মাসিক বেতন

  • এই স্কুলের প্লে এর মাসিক বেতন ৩২০০ টাকা।
  • কলেজ শাখার মাসিক বেতন ৫০০০ টাকা।
  • ভর্তি ফি ছাড়াও প্রতিবছর বার্ষিক ফি হিসেবে ১২০০০ টাকা দিতে হয়।

সাউথ ব্রীজ স্কুল

ঢাকার সেরা ইংলিশ মিডিয়াম স্কুল গুলোর মধ্যে অভিভাবকদের পছন্দের তালিকায় শীর্ষে থাকা আরেকটি ইংলিশ মিডিয়াম স্কুল হচ্ছে সাউথ ব্রীজ স্কুল।

ঠিকানা- হাউস নাম্বার ৫১, রোড নাম্বার ১২, ঢাকা ১২৩০। মোবাইল নাম্বার-০২ ৮৯৬১ ৩১২

সাউথ ব্রীজ স্কুল ভর্তি ফি

সাউথ ব্রিজ স্কুলে ভর্তি ফি ১০ থেকে ১২ হাজার টাকা সাথে ভ্যাট যুক্ত হয় এবং ও লেবেল এবং এ লেভেলের জন্য ১৫০০০ টাকা ভর্তি ফি প্রয়োজন হয়।

সাউথ ব্রীজ স্কুল মাসিক বেতন

  • সাউথ ব্রিজ স্কুলে এবং নার্সারীর জন্য ৩০০০ টাকা
  • ক্লাস ওয়ান থেকে ক্লাস থ্রি ৪ হাজার আটশ
  • ক্লাস ফোর থেকে ক্লাস সিক্স ৫ হাজার
  • ক্লাস সিক্স থেকে ক্লাস টেন ৬ হাজার টাকা বেতন প্রয়োজন হয়
  • ও লেভেল এবং এ লেবেলের জন্য ৭800 টাকা।

আমেরিকান ইন্টারনাশনাল স্কুল

ঠিকানা- ইউনাইটেড নেশন রোড, ঢাকা ১২১২। ফোন নাম্বার-০২৯৮৪২৪৫২

আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল ভর্তি ফি

আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল স্কুলে ভর্তি ফি প্লে থেকে স্ট্যান্ডার্ড ফাইভ পর্যন্ত ২৫ হাজার টাকা। স্টান্ডার্ড 6 থেকে স্টান্ডার্ড টেন ৩০ হাজার টাকা ও লেভেল এবং এ লেবেল এর জন্য ৩৫ হাজার টাকা প্রয়োজন হয়।

আমেরিকান ইন্টারনেশনাল স্কুল মাসিক বেতন

  • প্লে থেকে ক্লাস ফাইভ পর্যন্ত মাসিক বেতন ৫০০০ টাকা
  • ক্লাস সিক্স থেকে ক্লাস টেন ১০ হাজার টাকা মাসিক বেতন
  • ও লেভেল এবং এ লেভেলের জন্য ১৫০০০ টাকা মাসিক বেতন

ঢাকা সানবিমস স্কুল ঢাকা

ঠিকানা- রোড নাম্বার ১২ ঢাকা ১২৩০। ফোন নাম্বার-০২ ৭৯১২৭২৭

ঢাকা সানবিমস স্কুল ভর্তি ফি

ঢাকা সানবিমস স্কুল ভর্তি ফি প্লে ৬ হাজার টাকা, স্ট্যান্ডার্ড ওয়ান ৮ হাজার টা্কা, স্ট্যান্ডার্ড টু থ্রি ফোর ১০০০০ টাকা, স্ট্যান্ডার্ড ফাইভ সিক্স সেভেন ১৩০০০ টাকা, standard 8 9 10 ১৫000 টাকা ও লেভেল ১৮০০০ এ লেভেল ২০০০০।

ঢাকা সানবিমস স্কুল মাসিক বেতন

এই স্কুলে প্রতি মাসে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ প্রতি মাসে বেতন দিতে হয় তিন হাজার টাকা। প্লাস ফাইভ থেকে ক্লাস সেভেন ৫ হাজার টাকা। ক্লাস এইট নাইন টেন ৭ হাজার টাকা। এ লেভেল আট হাজার ও লেভেল ১০ হাজার এবং প্রতিবছর বার্ষিক ফি দিতে হয় ১৭ হাজার টাকা।

ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা

মূলত দেশে থাকা বিদেশি শিক্ষার্থীদের জন্য পরিচালিত হয়ে থাকে স্কুল কি সকল কার্যক্রম বিদেশিদের দ্বারা পরিচালিত হয়। এই স্কুলের শিক্ষকরা ও বিভিন্ন দেশের। বিভিন্ন কাজে এ দেশে বসবাস করা বিদেশিদের ছেলেমেয়েরা শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করে।

তারা ভর্তি হওয়ার পর আসল খালি থাকলে এদেশের ছেলে মেয়েরা সুযোগ পায়। এখানে সব রকম খরচ ডলারের পরিশোধ করতে হয়। এখানে প্রতি ক্লাসে ২০ টি আসন রয়েছে।

ঠিকানা- ব্লক ই বসুন্ধরা আর/এ , ঢাকা ১২২৯, বাংলাদেশ। ফোন নাম্বার-০১৮১৯২৩ ১১০০

 ইন্টারন্যাশনাল স্কুল ভর্তি ফি

প্লে গ্রুপ থেকে প্রি কিন্ডারগার্টেন পর্যন্ত শিক্ষার্থীদের কোনো ভর্তি ফি দিতে হয় না। কিন্ডারগার্ডেন এবং পরবর্তী স্ট্যান্ডার্ড ১ থেকে ১১ পর্যন্ত সব শিক্ষার থেকে ২৫০০ ডলার ভর্তি ফি দিতে হয়।

ইন্টারন্যাশনাল স্কুল মাসিক বেতন

  • প্লে গ্রুপের প্রতি শিক্ষার্থীর মাসিক বেতন ১৮৮০ ডলার।
  • নার্সারীর শিক্ষার্থীদের মাসিক বেতন ৩২০০ ডলার।
  • ফ্রি কিন্ডার গার্ডেন শিক্ষার্থীদের মাসিক বেতন ৫৬৪০ ডলার। কিন্ডারগার্টেন
  • স্টান্ডার্ড ১ থেকে ২ এর মাসিক বেতন ৭৮০০ ডলার।
  • স্ট্যান্ডার্ড থ্রি থেকে ফাইভ পর্যন্ত শিক্ষার্থীদের মাসিক বেতন ৮৪৯০ ডলার।
  • সিক্স থেকে এইট পর্যন্ত শিক্ষার্থীদের মাসিক বেতন ১০৮০০ ডলার।
  • স্ট্যান্ডার্ড নাইন ও টেনের শিক্ষার্থীদের মাসিক বেতন ১১ হাজার ৫০ ডলার
  • এ লেভেলের শিক্ষার্থীদের মাসিক বেতন ১২ হাজার ২৪০ ডলার।

এছাড়াও বছরে প্রত্যেক শিক্ষার্থীকে নির্দিষ্ট পরিমাণ বার্ষিক ফি পরিশোধ করতে হয়। নার্সারি ও প্রি কিন্ডারগার্ডেনের জন্য ৩৭০ ডলার। কিন্ডারগার্টেন থেকে স্টান্ডার্ড ফাইভ পর্যন্ত শিক্ষার্থীদের বার্ষিক ফি ৬৩০ ডলার। স্ট্যান্ডার্ড সিক্স থেকে এলেভেনের শিক্ষার্থীদের বার্ষিক ফি ৮৯০ ডলার।

ইন্টারন্যাশনাল হোপ স্কুল

ঠিকানা- প্লট নাম্বার ৭, রোড নাম্বার ৬ সেক্টর ৪, ঢাকা ১২৩০। ফোন নাম্বার-০২৪৮৯৫৬৯৯

ইন্টারন্যাশনাল হোপ স্কুল ভর্তি ফি

ইন্টারন্যাশনাল হোপ স্কুলে প্লে এবং নার্সারের ভর্তি ফি তিন হাজার টাকা, স্ট্যান্ডার্ড ওয়ান টু থ্রি ৫ হাজার টাকা। স্ট্যান্ডার্ড ৪,৫,৬  সাত হাজার টাকা। টান্ডার্ড ৭ থেকে ১0 দশ হাজার টাকা পর্যন্ত ভর্তি ফি প্রয়োজন হয়। এ লেভেলের ভর্তি ফি ১২০০০ ও লেভেলের ভর্তি ফি ১৫000 টাকা।

ইন্টারন্যাশনাল হোপ স্কুল মাসিক বেতন

এই স্কুলের মাসিক বেতন ক্লাস ভেবে ভিন্ন ভিন্ন হয়।

  • প্লে নার্সারি থেকে standard 5 পর্যন্ত চার হাজার টাকা
  • ক্লাস ফাইভ থেকে স্টান্ডার্ড টেন পর্যন্ত ৭ হাজার টাকা প্রতি মাসে
  • এ লেভেল ও লেভেল এর জন্য বারো হাজার টাকা
  • এছাড়াও প্রতিবছর বাৎসরিক ফি ১২ হাজার করে দিতে হয়।

বাংলাদেশ ইউরোপীয় স্ট্যান্ডার্ড স্কুল

ঢাকার ইংলিশ মিডিয়াম স্কুল গুলোর মধ্যে বাংলাদেশ ইউরোপের স্টান্ডার্ড স্কুল অন্যতম। এখানে প্রতিবছর ১৫ থেকে ১৭ হাজার স্টুডেন্ট ভর্তি হতে পারে।

ঠিকানা- হাউস নাম্বার ৬৬, রোড নাম্বার ৭/এ, ধানমন্ডি আর/এ, ঢাকা ১২০৯। ফোন নাম্বার-০১৭১৩ ০৮৩৬৮৫

বাংলাদেশ ইউরোপীয় স্ট্যান্ডার্ড স্কুল ভর্তি ফি

এখানে যে কোন ক্লাসে ভর্তি হতে হলে যোগ্যতায় উত্তীর্ণ হয়ে ভর্তি হতে হয়। প্রত্যেক ক্লাসের জন্য আলাদা আলাদা ভর্তি ফি প্রযোজ্য। প্লে থেকে শুরু করে ও লেভেল পর্যন্ত রয়েছে। প্লে থেকে ক্লাস ফাইভ ভর্তি চার্জ সাত থেকে বারো হাজার টাকা। টান্ডার্ড ফাইভ থেকে স্টান্ডার টেন ২০ হাজার টাকা এবং এ লেভেল এবং ও লেভেল ৪0000 টাকা ভর্তির প্রযোজ্য।

বাংলাদেশ ইউরোপীয় স্কুল মাসিক বেতন

  • প্লে নার্সারি ৩০০০ টাকা। স্টান্ডার্ড ওয়ান টু থ্রি ৪০০০ টাকা
  • স্টান্ডার ফাইভ সিক্স সেভেন ৫ হাজার টাকা
  • স্ট্যান্ডার্ড এইট ,নাইন,টেন ১০ হাজার টাকা
  • এ লেবেল ও লেভেলের জন্য ৩০ হাজার টাকা
  • প্রতিবছর বার্ষিক ফি ১৫000 টাকা দিতে হয়

অন্যান্য খরচ

ঢাকা সেরা ইংলিশ মিডিয়াম স্কুল গুলোর উপরে বর্ণিত খরচগুলো ব্যতীত আরো অনেক খরচ রয়েছে।এসব স্কুলের স্কুলের ইউনিফর্ম গুলো নির্দিষ্ট শোরুম থেকে অনেক বেশি দামে কিনতে হয়। স্কুলের নির্ধারিত খাতা বই পেন্সিল বাইরের দোকানের চাইতে বেশি দামে নির্দিষ্ট দোকান থেকে কিনতে হয়।

এছাড়াও স্কুলের নির্দিষ্ট বাসে করে যেতে হলে ৩ থেকে ৭ হাজার টাকা প্রতি মাসে ভাড়া দিতে হয়। অনেকগুলো ইংলিশ মিডিয়াম স্কুলের স্কুলের টিফিন টাইমের স্নাক্স এর জন্য ১২০ থেকে ৫৭০ ডলার পর্যন্ত দিতে হয়। তবে ইংলিশ মিডিয়াম স্কুলের খরচ একটু বেশি হলেও এখানে পরিবেশ এবং পড়ার মান অনেক উন্নত হয়ে থাকে।

ঢাকার সেরা ইংলিশ মিডিয়াম স্কুল

মন্তব্য

আজকে আমরা ঢাকা সেরা ইংলিশ মিডিয়াম স্কুলের তালিকা ও স্কুলের পরিবেশ সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করেছি। ঢাকার সেরা ইংলিশ মিডিয়াম স্কুলের তালিকা আর্টিকেলটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন।

ঢাকা সেরা ইংলিশ মিডিয়াম স্কুলের তালিকা আর্টিকেলটি সম্পর্কে আপনাদের কোন মন্তব্য অথবা মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা অতি দ্রুতই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।

আরো পড়ুন – 

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply