গরু মোটাতাজাকরণ ঔষধের নাম

গরু মোটাতাজাকরণ ঔষধের নাম

গরু মোটাতাজাকরণ ঔষধের নাম সম্পর্কে অনেকেই জানতে চায়। মূলত এরকম কোন ঔষধ আছে কিনা বা ঘরোয়া পদ্ধতিতে গরু মোটাতাজাকরণ উপায় কি সে সম্পর্কে অনেকেই জানেন না। আজকে আমরা তাদের জন্যই গরু মোটাতাজাকরণ ঔষধের নাম সহ গরু মোটাতাজাকরণের খাবার এবং ঘরোয়া পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব।

আশা করছি আর্টিকেলটি ভালো লাগবে।

গরু মোটাতাজাকরণ ঔষধের নাম

Untitled design 2023 10 30T091536.664

যদিও পশু ডাক্তারদের মতামত বা পরামর্শ ছাড়া গরুকে মোটাতাজাকরণের ঔষধ খাওয়ানো যায় তবুও সবচেয়ে ভালো হয় পশু ডাক্তারদের পরামর্শ অনুযায়ী গরুর শারীরিক অবস্থা বিবেচনা করে মোটাতাজাকরণ ঔষধ খাওয়ানো। নিচে গরু মোটাতাজাকরণ ঔষধের নাম গুলো বিস্তারিত তুলে ধরা হলো-

  • ডেক্সামেথাসন
  • সিপ্রোহেপtrain
  • পেডনি সোল
  • ডেক্সাভেট জাতীয় ঔষধ
  • স্টেরয়েড
  • মিনারেল সাপলিমেন্স
  • বায়োলাক বুলাস
  • এসিলাক প্লাস
  • বোনাস বায়োগার্ড পাউডার
  • লিভার টনিক
  • রেনালীর
  • লিভাভেট ১০০ মিলি
  • সুপার লিভ এক লিটার
  • রেনাকেলপি
  • কেলভিট
  • কি ডিসিপি প্লাস
  • ডিসিপি গোল্ড
  • নাইট্রো নেক্সভ্যাট
  • জিংক
  • এলটিভেট
  • বায়োনাল ফর্টি
  • এসনবিবি ভিটামিন

গরু মোটাতাজাকরণে লিভার টনিক

গরু মোটাতাজাকরণ ঔষধের এর মধ্যে লিভার টনিক অন্যতম। মোটাতাজাকরণে গরু ক্রিমি মুক্তকরণের পর পর যে কোন সময় গরুকে এই লিভার টনিক খাওয়ানো যেতে পারে। গরুকে সুস্থ রাখতে এবং অল্প সময় মোটাতাজা করতে ওষুধ দারুণভাবে কাজ করে। এটি গরুর খাদ্য হজম থেকে শুরু করে মাংস উৎপাদন পর্যন্ত অনেক উপকার করে।

লিভার টনিকের নাম হল-

  • হেপা এম আই ১০০ মিলি
  • লিভাভেট ১০০ মিলি
  • লিভারটন ১০০ মিলি
  • সুপার লিভ ১ লিটার
  • রেনিলিভ ১ লিটার

গরু মোটাতাজাকরণে ক্যালসিয়াম

গরু মোটাতাজাকরণ ঔষধ হিসেবে ক্যালসিয়ামের ব্যবহার অনেক আগে থেকেই প্রচলিত হয়ে আসছে। ক্যালসিয়াম-কোট গরুর গঠন মজবুতর মোটা করে গরুর সুস্থ অনেক সহায়তা করে। ষাঁড় গরু সাধারণত ঘাস এবং দানাদার খাদ্য থেকে ক্যালসিয়াম গ্রহণ করে।

গরুর কিছু ক্যালসিয়াম সাপ্লিমেন্ট এর নাম হল-

  • রেনাকেল পিসান
  • কেলভিট ওরাল
  • কেলভিট পি
  • ডিসিপি প্লাস
  • ডিসিপি গোল্ড

ভিটামিন মিনারেল ও এমাইনো এসিড সাপ্লিমেন্ট

গরু মোটাতাজাকরণ ঔষধ গুলোর মধ্যে অন্যতম হলো ভিটামিন মিনারেল এবং এমাইনো এসিড সাপ্লিমেন্ট। এগুলো নিয়মিত গরুকে খাওয়ালে অল্প সময়ে গরুর সুস্থভাবে ওজন বৃদ্ধি করতে সম্ভব হবে। নিচে ভিটামিন মিনারেল এবং এমাইনো এসিড সাপ্লিমেন্ট গুলো বর্ণনা করা হলো। যেমন-

  • রেনোভিট
  • দিবে বারনাটা
  • মেগাপিট
  • ডিবি অ্যালান
  • কোয়ালফর স্টনিক
  • ভিটামিন ডিভি

গরু মোটাতাজাকরণে উন্নত প্রযুক্তি

ইউ এম এস বা ইউরিয়া মোলাসেস এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে খড়ের পুষ্টিগুণ অনেক গুণ বৃদ্ধি করে। গরুকে কম সময়ে কম খরচে মোটাতাজাকরণ সম্ভব হয়। এছাড়াও সাইলেজ তৈরি করে খাওয়ালে উৎপাদন খরচ কম পড়ে এবং অধিক উৎপাদন পাওয়া যায়।

সারা বছর কাঁচা ঘাসের চাহিদা পূরণ করতে এ পদ্ধতিতে গরুকে খাওয়ানো যেতে পারে। গরুকে তার দানাদার খাদ্যের ৪০ভাগ ফার্মানেন্ট কর্ন সরবরাহ করলে গ্রুপ অল্প সময়ে মোটাতাজা করা সম্ভব হয়।

গরু মোটাতাজাকরণ পাউডারের নাম

গরু মোটাতাজাকরণের পাউডারের নাম সম্পর্কে অনেকেই জানতে চান। গরু মোটাতাজাকরণ পাউডার গুলোর মধ্যে aci কোম্পানির ফ্যাট পাউডার ব্যবহার করতে পারেন।

এই পাউডার আপনি গরুর খাবারের সাথে মিশিয়ে গরুকে খাওয়াতে পারেন। এতে গরু অনেক তাড়াতাড়ি মোটা হবে। গরুকে ইউএমএস খাওয়াতে হবে শুধু ইউআইএমএসের কারণে প্রতিদিন ২৫০ গ্রাম করে গরুর মাংস বাড়ে বলে জানা যায়। নিউ এম এস তৈরিতে ৫০ কেজি পানি ১০০ কেজি শুকনা খাওয়ার ২৫ কেজি চিতা সার ব্যবহার করতে হয়।

গরু মোটাতাজাকরণ এর ইনজেকশন

গরু মোটাতাজাকরণ ঔষধের নাম

বাজারে গরু মোটাতাজাকরণ ঔষধ এর পাশাপাশি বিভিন্ন ধরনের গরু মোটাতাজাকরণের ইনজেকশন পাওয়া যায়। যদি এই সব ইনজেকশন ব্যবহার জন্য খুবই ক্ষতিকর। অনেকেই অল্প সময়ে গরুকে মোটাতাজা করার জন্য ইনজেকশনগুলো ব্যবহার করে থাকেন।

গরু মোটাতাজাকরণ ইঞ্জেকশন গুলোর মধ্যে অন্যতম হলো রিনাচল এডি ৩ ইঞ্জেকশন। এই ইনজেকশনে মাধ্যমিক গবাদি পশুর শারীরিক দুর্বলতা প্রজনন ক্ষমতা সহ বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে পারে।

গরু মোটাতাজাকরণ দানাদার খাদ্য তালিকা – ১

এখন আমরা জানব গরু মোটা তাজা করার দানাদার খাদ্য তালিকা। গরু মোটাতাজাকরণের জন্য ঘরোয়া ভাবে বিভিন্ন উপাদান দিয়ে তৈরি খাবার গরুকে খাওয়ালে খুব অল্প সময়ে গরু পার্শ্বপ্রতিকরাহীন ভাবে মোটা হবে। তালিকাটি নিচে বর্ণনা করা হলো-

গমভাঙ্গা- ১৫০ গ্রাম

গম- ২৫০ গ্রাম

ধানের ভুষি- ২৮০ গ্রাম

মসুর ভুসি- ১০০ গ্রাম

সরিষার হইলে- ১৪০ গ্রাম

মাছের গোড়া- ৫0 গ্রাম

লবণ- পাঁচ গ্রাম

ঝিনুকের পাউডার- ২৫ গ্রাম

শুষ্ক খাদ্য- নয় গ্রাম

মেটাবলিক শক্তি- ১০.২৮ গ্রাম

আমিষ- ১৮৩ গ্রাম

গরু মোটাতাজাকরণ দানাদার খাদ্য তালিকা – ২

গরু মোটাতাজাকরণের দানাদার খাদ্য তালিক অনেকগুলোই রয়েছে তবে ২ নাম্বার তালিকা নিচে উল্লেখ করা হলো-

ভুট্টা ভাঙ্গা- ১৮০ গ্রাম

গমের ভুসি- ২০০ গ্রাম

ধানের ভুসি- ২৩0 গ্রাম

খেসারি ভুসি- ১৫০ গ্রাম

সরিষার খোল- ১৬০ গ্রাম

মাছের গুড়া- ৫0 গ্রাম

লবণ- ৫ গ্রাম

ঝিনুকের পাউডার- ২৫ গ্রাম

শুষ্ক খাদ্য- ৯০০ গ্রাম

মেটাবলিক শক্তি- ১১.০৯ গ্রাম

আমিষ- 189 গ্রাম

গরু মোটাতাজাকরণ দানাদার খাদ্য তালিকা – ৩

তিলের খোল- ২০০ গ্রাম

মাছের গুড়া- ৪০ গ্রাম

ধানের ভুসি- ২৪0 গ্রাম

গমের ভুসি- ২৫০ গ্রাম

গমভাঙ্গা- ১০০ গ্রাম

চাল ভাঙ্গা- ১০০ গ্রাম

ঝিনুকের পাউডার- ২৫ গ্রাম

শুষ্ক খাদ্য- নয় গ্রাম

মেটাবলিক শক্তি- ১১.৪৯ গ্রাম

আমিষ- ১৮৯৬ গ্রাম

ষাঁড় গরু মোটাতাজা করতে করণীয়

গরু মোটাতাজাকরণ ঔষধের নাম আমরা জানলাম এখন আমরা ষাড় গরু মোটা তাজা করার উপায় জানব। ষাঁড় মোটা তাজা করার জন্য নিচের নিয়মগুলো অনুসরণ করতে হবে-

  • গুরুকে প্রতিদিন পরিষ্কার ভাবে গোসল করাতে হবে
  • গরুকে পুষ্টিকর সঠিক পরিমাণে খাদ্য সরবরাহ করতে হবে
  • গরুর জন্য আরামদায় বাসস্থান তৈরি করতে হবে
  • যেখানে আলো বাতাস চলাচল করে
  • দুই বছর বয়সের ষাঁড় গরু ক্রয় করতে হবে
  • উন্নত জাতের গরু ক্রয় করতে হবে
  • গরুকে ষ্টোর আইডি হরমোন জাতীয় ওষুধ প্রদান করা থেকে বিরত থাকতে হবে

গরু মোটাতাজাকরণের ঘরোয়া পদ্ধতি

গরু মোটাতাজাকরণ ঔষধের নাম জানলেও ঘরোয়া পদ্ধতি জানা দরকার। গরু মোটাতাজাকরণের ঘরোয়া পদ্ধতির সম্পর্কে জানা থাকলে গরু মোটাতাজাকরণের ঔষধের নাম সম্পর্কে না জানলেও সমস্যা হয় না। নিচে গরু মোটাতাজাকরণে ঘরোয়া পদ্ধতি বর্ণনা করা হল-

দুই বছর বয়সের সংকর গরু নির্বাচন- ২ বছরের ষাড় গরু নির্বাচন করা ভালো। ভালো জাতের গরু ঘাড় খাট হার জোড়া গুলো মোটা প্রকৃতির বুক চওড়া এবং পাঁজরে হাড় চওড়া কোমরের দুপাশ প্রশস্ত এবং পুরো হয়।

বাসস্থান নির্মাণ- প্রতিটি গরুর জন্য দৈর্ঘ্য ৮ ফুট প্রস্থ ছয় ফুট এবং উচ্চতা ৮ ফুট জায়গা প্রয়োজন ঘরে ভেতর আলো বাতাস চলাচল করে এমন ঘর নির্বাচন করতে হবে। ঘরের মেঝ একদিকে ভালো রাখতে হবে ঘরের ভেতর খাদ্য এবং পানির পাত্র থাকতে হবে।

কৃমি মুক্ত করন- গরু কেনার পর পর এই গ্রুপের থেকে ক্রিমি মুক্ত করতে হবে। কেননা গরুর খাতে বিরাট একটা অংশ ক্রিমি খেয়ে ফেলে ফলে। গরু পুষ্টি এবং রক্তশূন্যতায় ভুগতে ডাক্তারি পরামর্শ অনুযায়ী ক্রিমির ট্যাবলেট খাওয়াতে হবে।

স্বাস্থ্য পরীক্ষা- গরুর রোগ আক্রান্ত কিনা বা রূপ কোন রোগের গরুর কোন রোগ থাকলে তা ডাক্তার দিয়ে পরীক্ষা করতে হবে। গরুর মল রক্ত জিহ্বা পায়ের ঘোর নারীর স্পন্দন ইত্যাদি পরীক্ষা করলে বোঝা যায় গরু অসুস্থ কিনা। অসুস্থ হলে দ্রুত চিকিৎসা করাতে হবে এবং বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে টিকা দিতে হবে।

সুষম খাদ্য খাওয়ানো- গরুকে সঠিক পরিমাণে সুষম খাদ্য খাওয়ালে সারা বছরের ওজন প্রতিদিন প্রায় এক কেজি পর্যন্ত বাড়তে পারে। তা ছাড়া প্রতিদিন বাছুরকে তিন থেকে চার কেজি ঘর সবুজ কাঁচা ঘাস ১০ থেকে ১২ কেজি চালের কোন এক কেজি গমের ভুসি ১ থেকে ২ কেজি তেলের খনি ৪০০ গ্রাম হাড়ের গুড়া ৫0 গ্রাম লবণ ৫০ গ্রাম ঝোলা গুড় ২৫০ গ্রাম এবং সঠিক পরিমাণে পানি খাওয়াতে হয়।

গরু মোটাতাজাকরণ ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া

এখন আমরা এসব মোটাতাজাকরণের ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানব। পশু চিকিৎসকরা বলে এসব মোটাতাজাকরণ ঔষধ খাওয়ানোর অনেক পশুর মারাত্মক ক্ষতি হয়। কিডনিতে পানি জমে এ পানি স্বাভাবিকভাবে শরীর থেকে বের হতে না পেরে মাংস সঞ্চারিত হয় এবং গরুর শরীর ফুলে যায়।

এসব ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এর কারণে গরু রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে। এছাড়াও অতিরিক্ত ঔষধ খাওয়ানোর ফলে গরুর মৃত্যু হতে পারে।

গরু মোটাতাজাকরণে পরামর্শ

অনেকের ধারণা গরু মোটাতাজাকরণের জন্য বিশেষ কোন ঔষধের প্রয়োগ করতে হয় তবে এটা একদমই ভুল ধারণা। মূলত গরুকে আলাদা কোন কিছু বিশেষ খাওয়ানোর প্রয়োজন নেই যদি স্বাভাবিকভাবে গরু পরিচর্যা সঠিকভাবে হয় সে ক্ষেত্রে গরুর ওজন বাড়ানোর জন্য সেটাই যথেষ্ট হবে।

এতে স্বাস্থ্যের উন্নতিও হবে গরু মোটা তাজা হবে গরু মোটাতাজাকরণ ঔষধ এবং চিকিৎসা পদ্ধতি গরু মোটাতাজাকরণের ঔষধের নাম সম্পর্কে অনেকেই জানতে চান। কিন্তু ঘরোয়া ভাবে গরু মোটাতাজাকরণের পরামর্শ থাকবে এসব ঔষধ সেবন করলে হঠাৎ গরু মারা যেতে পারে।

Untitled design 2023 10 30T091557.921

গরু মোটাতাজাকরণ ঔষধের নাম

আজকে আমরা গরু মোটাতাজাকরণ ঔষধের নাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি আর্টিকেলটি ভালো লেগেছে। আর্টিকেলটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। এবং আর্টিকেল সম্পর্কে কোন মন্তব্য মতামত অথবা পরামর্শ থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।

আমরা অতি শীঘ্রই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। প্রতিদিন নতুন নতুন সব আপডেট ইনফরমেশন পেতে আমাদের ওয়েবসাইটে বুক মার্ক করে রাখতে পারেন।

আরো পড়ুনঃ

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply