অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই কপি 

জন্ম নিবন্ধন কপি বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যক্তি জীবনের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। জন্ম নিবন্ধন সনদের অনলাইন কপি তখনই পাওয়া যায় যাদের জন্ম নিবন্ধনের সনদ অনলাইন প্রসেস করা থাকে।  আজকে আমরা অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই কপি কিভাবে পাওয়া যায় এবং কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড করা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

জন্ম নিবন্ধন কি?

জন্ম নিবন্ধন হলো জন্ম মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ এর ২৯ নং ধারার আওতায় একজন মানুষের নাম, লিঙ্গ, জন্মের স্থান ও তারিখ, মা বাবার নাম, জাতীয়তা এবং স্থায়ী ঠিকানা, নির্ধারিত নিবন্ধক কর্তৃক রেজিস্টার অন্তর্ভুক্ত করা বা লেখা বা কম্পিউটারে এন্ট্রি প্রদান এবং জন্ম সনদ প্রদান করা। প্রত্যেক ব্যক্তিকে তাদের সন্তান এবং নিজের জন্ম নিবন্ধন করার ব্যাপারে বর্তমান সরকার আইন করেছে।

কেননা বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রেই জন্ম নিবন্ধনের প্রয়োজনীয়তা রয়েছে। জন্ম নিবন্ধন ও একজন মানুষের রাষ্ট্রীয় স্বীকৃতি। একটি শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে তার জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক। তবে কোনো কারণে সেটি করতে ব্যর্থ হলে পরবর্তীতে কাগজপত্রসহ তাকে শিশুর জন্মের তথ্য পৌরসভা ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশনের নির্ধারিত শাখায় নিবন্ধন করতে হবে।

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই

কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই

বর্তমানে অনলাইনে জন্ম নিবন্ধন সনদ যাচাই খুবই সহজ পদ্ধতি। তবে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানানো উচিত তা হল বর্তমানে শিক্ষার্থীদের স্কুলে ভর্তি হবার ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদের কপির ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। অনেক শিক্ষার্থী রয়েছে যারা তাদের জন্ম নিবন্ধন এখনো করেনি অথবা যা করা হয়েছে সেটি অনেক আগের।

তাই বর্তমানে জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড করা হয়ে থাকে। খুব সহজে ঘরে বসে মোবাইল ফোনে মাধ্যমে ব্যক্তি নিজ জন্ম নিবন্ধন যাচাই করতে পারবে। জন্ম তারিখ কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই এর মাধ্যমে খুব সহজেই জন্ম নিবন্ধন যাচাইয়ের পাশাপাশি ডাউনলোড করা যায়। এছাড়াও কোড দিয়েও খুব সহজে জন্ম নিবন্ধন বর্তমানে যাচাই করা হচ্ছে। https://everify.bdris.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সহজেই আপনি আপনার জন্ম নিবন্ধন সনদ যাচাই করতে পারবেন। এছাড়াও চাইলেই সে ওয়েবসাইট থেকে জন্ম নিবন্ধন কপি ডাউনলোড করে নেয়া যায়।

জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড বা প্রিন্ট করার পদ্ধতি

অনলাইন থেকে আপনার জন্ম নিবন্ধন কপি যাচাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট https://everify.bdris.gov.bd প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর নির্দিষ্ট করে আপনার জন্ম তারিখ এবং জন্ম নিবন্ধন নাম্বার লেখার পরে আপনার জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন। জন্ম নিবন্ধন যাচাই করার পরে আপনি চাইলে সেখান থেকে সেটি প্রিন্ট করে নিতে পারেন অথবা ডাউনলোডও করতে পারবেন।

জন্ম নিবন্ধন ডাউনলোড করতে ওয়েবসাইটটি ব্যবহার করতে হবে এবং জন্ম নিবন্ধন ডাউনলোড বা জন্ম নিবন্ধন প্রিন্ট করার জন্য জন্ম নিবন্ধন যাচাইয়ের ক্ষেত্রে অবশ্যই জন্ম তারিখ এবং জন্ম নিবন্ধন ১৭ ডিজিটের নাম্বারটি সঠিকভাবে লিখতে হবে। নতুবা জন্ম নিবন্ধন যাচাই কপি আসবে না এবং ডাউনলোড করা যাবে না। অরজিনাল জন্ম নিবন্ধন ডাউনলোড করার জন্য আপনার নিবন্ধক কার্যালয় অর্থাৎ ইউনিয়ন পরিষদ বা পৌরসভা ডিজিটাল সেবায় যোগাযোগ করতে হবে।

কারণ শুধুমাত্র দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মচারী সরকার থেকে জন্ম নিবন্ধন ডাউনলোড করতে পারে। জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করা হয়ে গেলে ইউনিয়ন সচিব বেটিদের স্বাক্ষর ও ইউনিয়নের সিল লাগিয়ে দেয়। তারপর চেয়ারম্যান এর জন্ম নিবন্ধন সনদে স্বাক্ষর ও সিল দিবে। এসব কিছু হয়ে গেলে যে কোন কাজে ব্যবহারের জন্য প্রস্তুত হবে। এভাবে অরজিনাল সমাজ সংগ্রহ করতে হয়।

আজকাল সকল জন্ম নিবন্ধন ডিজিটাল করা হয়েছে। যাদের হাতের লেখা জন্ম নিবন্ধন ছিল তারা অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করার মাধ্যমে ডিজিটাল অনলাইন বার্থ সার্টিফিকেট করতে পারবে। চাইলে পুরাতন জন্ম নিবন্ধন করলে তারা এটি অনলাইন করে দিবে।

অনলাইনে জন্ম নিবন্ধন পিডিএফ ডাউনলোড

বর্তমানে অনলাইন থেকে খুব সহজে জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড করা যাচ্ছে। যে কেউ তার জন্ম নিবন্ধন অনলাইন কপি পিডিএফ ডাউনলোড সংগ্রহ করতে পারবে। অনলাইন থেকে জন্ম নিবন্ধন ডাউনলোড করে সেটি  প্রিন্ট করে রাখতে পারবে। তাহলে দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে অনলাইন থেকে জন্ম নিবন্ধন ডাউনলোড করতে হয়-

জন্ম নিবন্ধন সার্টিফিকেট ডাউনলোড করার বিষয়টি কয়েকটি ধাপে বিভক্ত করা হয়েছে যাতে করে খুব সহজে ধাপগুলো অনুসরণ করতে পারেন।

ধাপ ১- https://everify.bdris.gov.bd/ প্রথমে আপনার মোবাইল বা ল্যাপটপ থেকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর জন্ম নিবন্ধন সনদপত্রের নাম্বার এবং জন্ম তারিখ সঠিকভাবে ইনপুট করলে তার পরবর্তী ধাপে জন্ম সনদ অনলাইন কপি দেখতে পাওয়া যায়।

ধাপ ২- পিডিএফ আকারে জন্ম নিবন্ধন চেক করার জন্য অবশ্যই কম্পিউটার ব্যবহার করতে হবে। মোবাইল দিয়ে সাধারণত এই সাইট থেকে পিডিএফ ফাইল সেভ করা যায় না। কারণ এই সাইটে কোন প্রকার ডাউনলোড বাটন রাখা হয়নি তাই ম্যানুয়ালি ডাউনলোড করার জন্য নিজের উপায়গুলো অবলম্বন করতে হবে।

ধাপ ৩- পিডিএফ এর জন্য কম্পিউটারের কন্ট্রোল প্লাস বি বাটন দুটি চাপতে হবে। কন্ট্রোল এবং পি বাটন এক সাথে চাপার পর আপনার সামনে একটি ইন্টারফেস চলে আসবে।

ধাপ ৪- ডান দিকের মেনু থেকে সিভেস পিডিএফ ক্লিক করে জন্ম নিবন্ধন সনদ অনলাইন কপি কম্পিউটারে ডাউনলোড করে নিতে পারেন।

ধাপ ৫- এবার নিচে সেভ বাটনে ক্লিক করলে জন্ম সার্টিফিকেট আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে।

হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড পদ্ধতি

জাতীয় জন্ম নিবন্ধন সনদ হারিয়ে গেছে এরকম অনেক মানুষই রয়েছে। চিন্তার কিছু নেই তারা খুব সহজে পুনরায় জন্ম নিবন্ধন বের করতে পারবে। দুটি উপায়ে হারানো জন্ম নিবন্ধন সনদ পুনরায় পাওয়া যেতে পারে।

১। বর্তমানে অনলাইনের মাধ্যমে হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন সনদের জন্য আবেদন করা যায়।

২।  তাছাড়া সরাসরি ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভায় হারিয়ে যাওয়ার জন্য নিবন্ধনের জন্য আবেদন করতে পারেন।

তবে সবচেয়ে ভালো উপায় হচ্ছে স্থানীয় ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভায় যোগাযোগ করা। সেখানে আপনার সমস্যার কথা বলে তারা যথাযথ সমাধান করতে চেষ্টা করবে। হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন পুনরায় ডাউনলোড করার জন্য আপনার জন্ম নিবন্ধনের সতেরো কোডের নাম্বারটি থাকা প্রয়োজন। তাহলে খুব সহজেই আপনার হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধনটি ডাউনলোড করতে অথবা পুনরায় বের করতে পারবেন। তাছাড়া নাম দিয়েও ব্যক্তির জন্ম সনদ বের করা যায় তবে সেটি সময় সাপেক্ষ ব্যাপার।

ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড

সাধারণত জনগণ অনলাইনে মাধ্যমে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারলেও অরজিনাল বা মূল জন্ম নিবন্ধন সনদ পেতে হলে অবশ্যই ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন কার্যালয়ে যেতে হয়। মূল সনদপত্র ডাউনলোড তথ্য হালনাগাদ এবং ভুল সংশোধনে শুধু মাত্র ইউনিয়ন পর্যায়ের ব্যক্তিদের মধ্যেই সংরক্ষিত হয়ে থাকে।

অরজিনাল জন্ম নিবন্ধন কার্ড ডাউনলোড করতে হলে অথবা হাতে পেতে হলে অবশ্যই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যোগাযোগ করতে হবে। যদিও আমরা অনলাইনে জগতে জন্ম নিবন্ধন অনলাইন কপি পাই তবে মূল কপি শুধুমাত্র পৌরসভা বা ইউনিয়ন পরিষদের পাওয়া যায়।

জন্ম নিবন্ধন সম্পর্কিত সাধারণ জিজ্ঞাসিত প্রশ্ন

১। হাতের লেখা জন্ম নিবন্ধন কিভাবে অনলাইন করব?

উত্তর- যাদের জন্ম নিবন্ধন অনেক পুরনো তারা জন্ম সনদ হাতে লেখা। আপনার জন্ম সনদ হাতে লেখা হলে সেটি ডিজিটাল বা অনলাইন করার জন্য আপনার স্থানীয় পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদের যোগাযোগ করতে হবে।

২। ১৬ সংখ্যা জন্ম নিবন্ধন নাম্বার ১৭ সংখ্যা করা যায়?

উত্তর- সাধারণত হাতের লেখা জন্ম নিবন্ধন সনদের ১৬ ডিজিটের হয়ে থাকে। সেগুলো অনলাইন বা ডিজিটাল করার জন্য ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন সনদ করা হয়। হাতের লেখা কিংবা ১৬ ডিজিট এর জন্ম সনদের গুলো ইউনিয়ন পরিষদের জমা দিলে ইউনিয়ন পরিষদ থেকে অনলাইন জন্ম সনদ অর্থাৎ ১৭ সংখ্যার জন্ম সনদ প্রদান করবে। এতে ১ থেকে ২ দিন সময় লাগতে পারে।

৩। অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করা যায়?

উত্তর- অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করা যায়। আপনার আবেদনটি কার্যকর হলে অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধন সনদ সংশোধিত হবে। তাদের জন্ম নিবন্ধন সনদ পেতে হলে অবশ্যই পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যোগাযোগ করতে হবে। অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করা্র ওয়েবসাইট হলো https://bdris.gov.bd/br/collection।

৪। অনলাইন থেকে জন্ম নিবন্ধন মূলকপি ডাউনলোড করব কি করে?

উত্তর- বর্তমানে অনলাইন থেকে জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করা যায়। কিন্তু মূল কপি ডাউনলোড করার কোন সুযোগ বর্তমানে চালু হয়নি। জন্ম নিবন্ধনে্র মুলকপি ডাউনলোড করার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা হলে পৌরসভা যোগাযোগ করতে হয়।

জন্ম নিবন্ধন যাচাই কপি

মন্তব্য

আজকে আমরা অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি আর্টিকেলটি ভালো লেগেছে। আর্টিকেলটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এবং আর্টিকেল সম্পর্কে কোন মন্তব্য মতামত অথবা পরামর্শ থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।

আমরা অতি শীঘ্রই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আমাদের ওয়েবসাইট থেকে জন্ম নিবন্ধন সহ আরো বিস্তারিত তথ্য পাওয়ার জন্য ওয়েবসাইটটি বুক মার্ক করে রাখতে পারেন।

আরো পরুন – কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই নতুন নিয়ম

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply