গর্ভবতী হওয়ার ঔষধের নাম [১০০% কার্যকরী]

গর্ভবতী হওয়ার ঔষধের নাম

মাতৃত্বের স্বাদ ভোগ করতে চায় না এমন নারী খুঁজে পাওয়াই দুষ্কর। কিন্তু অনেকেই বিভিন্ন কারণে গর্ভবতী হতে পারেন না বিধায় গর্ভবতী হওয়ার ঔষধের নামগুলো কি কি তা জানতে গুগলে সার্চ করে থাকেন। আজকে আমরা তাদের জন্যই গর্ভবতী হওয়ার ঔষধের নাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

আশা করছি আর্টিকেলটি আপনাদের ভালো লাগবে।

আরো পড়ুন – গর্ভবতী মায়ের গ্যাসের ঔষধ, ঘরোয়া উপায়

মহিলার বন্ধ্যাত্ব হওয়ার কারণ

গর্ভবতী হওয়ার ঔষধের নাম

কি কি কারনে বাচ্চা হয়না তা জানতে হবে-

  • প্রেগনেন্সির জন্য জরুরি পলিসিটি স্টেক ওভারে যা সঠিকভাবে আসে না
  • জরায়ুর সমস্যা থাকলে
  • জন্মগতভাবে কোন অসুখ থাকলে
  • টিউব ব্লক হলে
  • ওভারিয়ান সিস্ট হলে
  • শরীরে হরমোনের সমস্যা থাকলে
  • থাইরয়েডের সমস্যা থাকলে
  • যৌনবাহিত রোগের কারণে
  • মেয়েদের প্রজনন ক্ষমতা কম থাকলে

পুরুষদের বন্ধ্যাত্বের কারণ

পুরুষদের বন্ধ্যাত্বের কারন নিচে উল্লেখ করা হল-

  • মহিলাদের পাশাপাশি পুরুষদের বন্ধ্যাত্বের কারণে অনেক সময় গর্ভধারণ সম্ভব হয় না বীর্যের মধ্যে শুক্রাণু না থাকলে
  • শুক্রানু মিলতে না পারলে
  • শুক্রানুর পরিমাণ কম থাকলে
  • শুক্রাণুপ পরিমাণ ঠিক থাকলে কিন্তু শুক্রাণুর মান ঠিক না থাকলে
  • প্রজনন অঙ্গে কোন ধরনের আঘাত থাকলে
  •  অস্ত্রপাচারের কারণে সৃষ্ট সমস্যা থাকলে
  • প্রজনন অঙ্গে যক্ষা থাকলে
  • ডায়াবেটিস থাকলে
  • সুগার বেশি থাকলে
  • ছোটবেলায় মামস হলে
  • মাথায় চুল গজানোর ঔষধ পুরুষদের সন্তান ধারণের ক্ষমতা নষ্ট করে দেয়
  • অতিরিক্ত গরমে কাজ করলে শুক্রাণুর ক্ষতি হয়
  • গরম পানিতে গোসল করলে
  • নাইলনের আন্ডারওয়্যার পরলেও শুক্রাণু নষ্ট হয়
  • বিভিন্ন ধরনের ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ায় সন্তান জন্ম দেয়ার ক্ষমতা হারান

গর্ভবতী হওয়ার ঔষধের নাম

বাজারে বিভিন্ন ধরনের গর্ভবতী হওয়ার ঔষধ পাওয়া যায়। তবে সাধারণত ডাক্তারি পরামর্শ ব্যতীত এ ধরনের কোন ওষুধই সেবন করা উচিত নয়। এতে করে হরমোনের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। যদি কেউ স্বাভাবিকভাবে গর্ভবতী না হয় তাহলে বুঝতে হবে কোন শারীরিক কোন সমস্যা রয়েছে।

তাই গর্ভবতী হওয়ার বিভিন্ন ঔষধের নাম জানতে একজন ভালো ডাক্তারের পরামর্শ নিতে পারেন। তবে বাজারে ব্যবহার করা যেসব ওষুধ রয়েছে সেগুলো হল-

  • Clomifen daitter
  • Metformin
  • Titan gel
  • Pregnot 200 mg contrapill 200 mg
  • Mifegest 200 mg
  • Abortab 200 my
  • Letrogol
  • Gonadotropins
  • Metformin

গর্ভবতী হওয়ার ঔষধের দাম

Untitled design 2023 10 18T213622.339

গর্ভবতী হওয়ার ঔষধের দাম কত তা অনেকেই জানতে চান। সাধারণত গর্ভবতী হওয়ার ঔষধের দাম নির্ভর করে কোন কোম্পানির ওষুধ সেবন করছেন তার ওপর। গর্ভবতী হওয়ার যে ইনজেকশন রয়েছে গোনার্ধ ট্রপিন্স তার দাম প্রায় তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত হয়।

গর্ভবতী হওয়ার ঔষধের দাম সাধারণত এরকম অনেক বেশি হয়ে থাকে। যে ট্যাবলেট গুলো দীর্ঘদিন মেয়াদী হয়ে থাকে বলে এ ওষুধগুলোর দাম এত বেশি হয়।

গর্ভবতী হওয়ার হোমিও ঔষধ

অনেকেই আছেন আমাদের মধ্যে যারা এলেপাথি ঔশধ এর পার্শ্ব প্রতিক্রিয়ার ভয়ে সেবন করতে চান না। তারা গর্ভবতি হওয়ার জন্য হোমিও ওষুধ সেবন করতে পারেন। যাদের শরীরে প্রচলনগত বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে এবং তার কারণে গর্ভবতী হতে পারেন না। তারা কিছু হোমিও ঔষধ সেবন করলে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই গর্ভবতী হতে পারবেন। সেগুলো হচ্ছে-

  • Khoja
  • Memory
  • Calkeriacurb

দ্রুত গর্ভবতী হওয়ার জন্য করণীয়

দ্রুত গর্ভবতী হওয়ার জন্য করনীয় কি তা জানতে হবে।

  • যদি কেউ দ্রুত গর্ভবতী হতে চায় তাহলে প্রথমে আপনার শরীরকে গর্ভধারণের জন্য উপযুক্ত করতে হবে
  • তাই গর্ভধারণের দুই থেকে তিন মাস পূর্ব থেকে আয়রন ক্যালসিয়াম এবং ফলিক এসিড জাতীয় ট্যাবলেট খেতে পারেন
  • এটি আপনার শরীরকে পুষ্টিতে ভরপুর করবে এবং আপনার শরীরের ফারটিলেট উন্নত এবং উর্বর করবে যা সন্তান ধারণ অনেক বেশি সহায়তা করে থাকে।
  • এছাড়া বিভিন্ন ওষুধ রয়েছে যেগুলো সেবন করে আপনি শারীরিক সমস্যা যদি থাকে তাহলে সেগুলো দূর করে গর্ভধারণের সহায়তা করবে।
  • তবে দ্রুত গর্ভধারণের জন্য সবচেয়ে ভালো কোন একজন রেজিস্টার ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন।

গর্ভবতী হওয়ার ঘরোয়া উপায়

সহজভাবে গর্ভবতী হওয়ার ঘরোয়া উপায় বলতে খাওয়া-দাওয়া তালিকা পরিবর্তন এবং শারীরিকভাবে সতর্ক থাকাকে বোঝানো হয়। যদি খাওয়া-দাওয়ার তালিকা স্বাস্থ্যকর এবং পুষ্টিকর রাখেন তাহলে শরীরের হরমোনের পরিবর্তন হবে এবং গর্ভবতী হওয়ার জন্য শরীরে ঠিকমতো সুস্থ করে রাখবে।

  • সব সময় নিজেকে পর্যাপ্ত পরিমাণ রেস্ট রাখতে হবে
  • বিভিন্ন ধরনের ফল শাকসবজি সেবন করতে হবে
  • সামুদ্রিক মাছ এবং গোটা শস্য খেতে পারেন
  • যেগুলো পুষ্টিকর অবস্থা থেকে গর্ভধারণের জন্য প্রস্তুত করবে

গর্ভবতী হতে ব্যর্থ হলে করণীয়

অনেকেই গর্ভবতী হওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে থাকেন। কিন্তু শারীরিক সমস্যা বা বিভিন্ন কারণে গর্ভবতী হতে পারছেন না গর্ভবতী হতে ব্যর্থ হলে করণীয় কি কি তা নিজে আলোচনা করা হলো-

গুড টাইমিং- এ সময় বেশি বেশি গুড টাইমিং দরকার। গুড টাইমিং হল স্বাভাবিক নিয়ম অনুযায়ী মেয়েদের পিরিয়ডের গড়চক্র কাল ২৮ দিন অনেকের অবশ্য অনিয়মিত হয়ে থাকে। তাই ওভুলেশন বা ডিম্বাশয় গঠনের সাত দিন পর্যন্ত স্বামীর সঙ্গে মিলন করলে একজন নারী গর্ভবতী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।

হতাশ না হওয়া- কিছুদিন পরপর প্রেগনেন্ট হওয়ার জন্য চেষ্টা করা। চেষ্টার পর সফল না হলে মন খারাপ বা নিজেকে দায়ী করার কোন কারণ নেই। কিন্তু অনেকের ক্ষেত্রে কম সময় লাগে কিংবা অনেকের ক্ষেত্রে বেশি সময় লাগতে পারে। আসলেই গর্ভধারণ মূলত নির্ভর করে নারীর প্রচলন ক্ষমতা বা অবলেশন এর উপর।

নারী স্বাস্থ্য এবং জীবনযাত্রার উপর হতাশ না হয়ে নিজের শারীরিক গঠনের প্রতি নজর দিতে হবে।

ফলিক এসিড এবং আয়রন ট্যাবলেট- গর্ভধারণের কাজ সহজ করার জন্য বা প্রজনন ক্ষমতা বাড়াতে জরায়ুকে সুস্থ রাখতে ফলিক এসিড এবং আয়রন ট্যাবলেট সেবন করা যেতে পারে। এতে করে শরীরে প্রজনন ক্ষমতা বেড়ে যায়।

মানসিক চাপ ধরে রাখা- সন্তান না হওয়ার কারণ অনেক নারী মানসিক প্রেসারে ভুগতে থাকেন। এক্ষেত্রে কোন ধরনের মানসিক চাপকে গুরুত্ব না দিয়ে নিজের ডাক্তারি পরামর্শ অনুযায়ী যেসব কাজ করতে বলবে মেডিসিন সেবন করতে দিয়েছেন সেগুলো সেবন করে যেতে হবে।

খাওয়া-দাওয়া- গর্ভধারণ করতে চাইলে খাওয়া-দাওয়ার ব্যাপারে সচেতন হতে হবে। যেমন- খাবারের তালিকা ভিটামিন সি সমৃদ্ধ থাকা খাবার থাকা জরুরি। তাছাড়া বিভিন্ন ধরনের বাদাম দুধ জাতীয় খাবার গর্ভধারণের ব্যাপক সহায়তা করে থাকে।

ডাক্তারের পরামর্শ নেওয়া- গর্ভধারণ এ ব্যর্থ হলে একজন ভালো গাইনি চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তিনি বিভিন্ন ধরনের টেস্টের মাধ্যমে শারীরিক সমস্যা নির্ধারণ করে ঔষধ দিতে পারেন। সেগুলো নিয়মিত সেবন করলে গর্ভধারণ করা সম্ভব।

বন্ধ্যাত্ব দূর করার চিকিৎসা

যখনই কেউ এক বছর থেকে বাচ্চার জন্য চেষ্টা করেন কিন্তু বাচ্চা না হয় তাহলে চিকিৎসকের কাছে যত তাড়াতাড়ি সম্ভব যেতে হবে। বয়স ত্রিশের বেশি হলে বিভিন্ন ধরনের জটিল সমস্যা সৃষ্টি হয় তাই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং জীবনধারণের পরিবর্তন করতে হবে।

  • মেয়েদের খাদ্য তালিকা ঠিক করতে হবে।
  • ক্যালরি অতিরিক্ত খাওয়া কমাতে হবে
  • ঘরে রান্না খাবার খাওয়ার অভ্যেস করতে হবে
  • ব্যায়াম করতে হবে
  • শারীরিক স্বাভাবিক ওজন রক্ষা করতে হবে
  • দিনে ঘুমানো রাতে জেগে থাকার মত অভ্যাস বদলাতে হবে
  • নির্দিষ্ট বয়স থাকতে বাচ্চা নেওয়ার চেষ্টা করতে হবে
  • নারীদের ডিম্বানু বৃদ্ধির ঔষধ সেবন করতে হবে
  • হরমোনের ইঞ্জেকশন নেওয়া যেতে পারে
  • পুরুষদের জন্য ঔষধ দিয়ে শুক্রানু বাড়ানো যেতে পারে

বাচ্চা নেয়ার আগের প্রস্তুতি

গর্ভধারণ করার আগে কিছু শারীরিক এবং মানসিক প্রস্তুতির দরকার হয়। যেমন-

  • যথেষ্ট পরিমাণে ফলিক এসিড গ্রহণ করা
  • কোনটিকা বাদ থাকলে সেগুলো দিয়ে নেওয়া
  • আয়রনের অভাব আছে কিনা যাচাই করা
  • ভিটামিন ডি এর পরিমাণ যাচাই করা
  • অতিরিক্ত ক্যাফিন গ্রহণ পরিহার করা
  • স্বাস্থ্য নিয়ন্ত্রণ করা
  • ওজন নিয়ন্ত্রণ করা
  • সুষম খাবার গ্রহণ করা
  • নিয়মিত শরীর চর্চা করা
  • রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা

গর্ভবতী হওয়ার ঔষধ সম্পর্কে সতর্কতা

গর্ভবতী হওয়ার ঔষধ গুলো সেবন করার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। না হলে বিভিন্ন ধরনের জটিল রোগের সমস্যার সৃষ্টি হতে পারে। গাইনি চিকিৎসক তিনি বিভিন্ন ধরনের টেস্ট করার মাধ্যমে কোন কোন ধরনের শারীরিক সমস্যা রয়েছে তার ওপর নির্ভর করে ঔষধ দেবেন। তাই শারীরিক সমস্যা না জেনে ওষুধ সেবন করা অনুচিত।

Untitled design 2023 10 18T213646.306

গর্ভবতী হওয়ার ঔষধের নাম

আজকে আমরা গর্ভবতী হওয়ার ঔষধের নাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি আর্টিকেলটি ভালো লেগেছে। আর্টিকেলটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। এবং আর্টিকেল সম্পর্কে কোন মন্তব্য মতামত অথবা পরামর্শ থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।

আমরা অতি শীঘ্রই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। প্রতিদিন নতুন নতুন সব ইনফরমেশন পেতে আমাদের ওয়েবসাইটটি বুক মার্ক করে রাখতে পারেন।

আরো পড়ুন – 

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply