ইতালি ১ টাকা বাংলাদেশের কত টাকা
বিভিন্ন দেশের মুদ্রার মান বাংলাদেশি টাকার মান থেকে কতটা কম বা বেশি বা বা বিভিন্ন দেশের মুদ্রা বাংলাদেশে কত টাকা বা ইতালি ১ টাকা বাংলাদেশের কত টাকা সে সম্পর্কে অনেকেরই জানার আগ্রহ থাকে। তাই অনেকেই সে সম্পর্কে জানতে গুগলে সার্চ করে থাকেন। আজকে আমরা এই ব্যাপারে পরিষ্কার ধারনা দেয়ার চেষ্টা করবো।
ইতালির মুদ্রার নাম কি ?
বিভিন্ন দেশে মুদ্রা কে একেক নামে নামকরণ করা হয়। যেমন ভারতের রূপি পাকিস্তানের রূপি বাংলাদেশে টাকা তেমনি ইতালিতে মুদ্রার নাম হলো ইউরো। ইউরো হল ইউরোপীয় দেশগুলোর মুদ্রা। ইউরোপীয় দেশগুলো যা ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত সে সব দেশে মুদ্রার নাম ইউরো।
ইউরো কি ?
আলোচনার আগে ইউরো কি তা আমাদের জানতে হবে। ইউরো হল ইউরোপীয় ইউনিয়নের একটি মুদ্রার নাম। এই মুদ্রা ১৯৯৯ সালে সর্বপ্রথম ১৪ টি দেশে ব্যবহার করা হলেও বর্তমানে ইউরোপের প্রায় ২২ টি দেশে মুদ্রা ব্যবহার করা হয়।
ইউরো মুদ্রা মোটামুটি সাত প্রকারের নোট নিয়ে ব্যবহার করা হয়। প্রত্যেকটি নোটের আকার এবং রং ভিন্ন ধরনের হয়। এই নোটগুলোর মূল্য যত বেশি হয় এর কালার গুলো তত বেশি উজ্জ্বল রঙের হয়। যেমন-
- ৫ ইউরো নোটের কালার হয় ছাই রঙ এর
- ১০ ইউরো নোটের কালার লাল রঙের
- ২০ ইউরো নোটের কালার নীল রঙের
- ৫০ ইউরো নোটের কালার কমলা রঙের
- ১00 ইউরো নোটের কালার সবুজ রঙের
- ২০০ ইউরো নোটের কালার বাদামি হলুদ রঙের
- ৫০০ ইউরো নোটের কালার হালকা বেগুনি রঙের হয়
ইউরো সম্পর্কে তথ্য
প্রত্যেক ইউরো নোটের সামনের দিকে একটি দরজা জানালার ছবি অথবা একটি সেতুর ছবি এবং পেছনের দিকে ইউরোপের মানচিত্র ছবি দেওয়া থাকে। মূলত এই দরজা জানাল এবং সেতুর ছবিগুলো দেখলে মনে হয় সবগুলোই কাল্পনিক ছবি। এটি নির্দিষ্ট কোন দেশের সাথেই ছবিগুলো সম্পর্কিত নয়।
এছাড়া ইউরোপে মুদ্রার পাশাপাশি সেন্ট ব্যবহার করা হয়। ১ থেকে ১০০ সেন্ট ভক্ত রয়েছে। মধ্যে এক দুই পাঁচ ১০, ২০,৫০ সেন্টের মুদ্রা রয়েছে। এসবের জন্য ধাতু মুদ্রা ব্যবহার করা হয়। মূলত এই মুদ্রা গুলি দেখতে রুপালি এবং সোনালী রঙের হয়ে থাকে।
এক দুই পাঁচ সেন্ট এর ইউর মুদ্রা দেখতে তামার রঙের এবং ১০ ,২০, ৫০ সেন্ট দেখতে সাধারণ অন্য রঙের হয়ে থাকে। ইউরো নোটগুলো সব দেশে মোটামুটি একই রকম একই ডিজাইনের হয়ে ব্যবহার করলেও ইউরো সেন্ট গুলো ধাতব একেক দেশে একেক রকমের হয়ে থাকে।
মুদ্রা গুলোর পেছনে নিজ দেশে নকশা এবং ডিজাইন করা থাকে। যেমন জার্মানিতে এক বা দুই সেন্ট এর পেছনে জার্মানির ঐতিহ্যবাহী গোলের ছবি দেওয়া থাকে।
ইতালি ১ টাকা বাংলাদেশের কত টাকা
যেহেতু প্রতিদিনই টাকার মান কম বেশি হয় তাই আপনি যখন এই আর্টিকেল পড়ছেন তখন ও দাম কিছুটা কম বেশি হতে পারে। ইতালির ১ ইউরো টাকা বাংলাদেশের ১১৭.৫০ টাকা। তবে ইতালি এক টাকা বাংলাদেশে ১১৭.৫০ টাকা হলেও যে মাধ্যম গুলোর মাধ্যমে ইতালি থেকে টাকা পাঠানো হয় সে মাধ্যমগুলোর কারণে টাকার মান আরো কমে তারপর হাতে আসে।
যেমন যদি কেউ ব্যাংকিং সিস্টেমে মাধ্যমে টাকা ইতালি থেকে বাংলাদেশে পাঠায় তাহলে তারা কিছু ব্যাংক চার্জ রেখে বাকি টাকা বাংলাদেশে পাঠিয়ে দেয়। তাই ১ টাকার সমান ১১৭.৫০ টাকা হলেও এর থেকে কিছুটা কম দিয়ে থাকে।
ইতালির ইউরো সমান বাংলাদেশি টাকার মান
এই পর্যায়ে আমরা ইতালির বিভিন্ন ইউরো সমান বাংলাদেশের কত টাকা তা নিচে উল্লেখ করব। যেমন-
ইতালির ১ ইউরো সমান বাংলাদেশি- ১১৭.৫০ টাকা
ইতালির ১০ ইউরো সমান- ১৫৬৫ দশমিক ৬৭ টাকা
২ ইউরো সমান বাংলাদেশি- ২৩৫ টাকা
৫ ইউরো সমান বাংলাদেশী- ৫৮৭ টাকা ৫৩ পয়সা
৫০ ইউরো সমান বাংলাদেশি- ৫৮৭৫ টাকা চৌত্রিশ পয়সা
১০০ ইউরো সমান বাংলাদেশি- ১ লাখ ৬৫ হাজার ৭৪০ টাকা
৫০০ ইউরো সমান- পাঁচ লাখ ২০৮৭.৭0 টাকা
৪০ মিলিয়ন ইউরো সমান বাংলাদেশি- ৪২৬ কোটি ২৬ লক্ষ ৯৫ হাজার ৯০০ টাকা
২৫ ইউরো সমান- ৫০৫ টাকা
৫০ ইউরো সমান- ৫৮৭৫ টাকা
৫০০ ইউরো- সমান ত্রিশ হাজার ১১৪ টাকা
১০০০ ইউরো সমান- ৬০০০০২২৯ টাকা
৫০০০ ইউরো সমান- তিন লাখ দশ হাজার চোদ্দ টাকা
পূর্বে ইতালি টাকার বাংলাদেশের রেট
যদিও ইতালি এক টাকা বাংলাদেশী ১১৬ টাকা বর্তমানে রেট আছে কিন্তু পূর্বে এত টাকা ছিল না। এখন আমরা জানবো ইতালি ১ টাকা বাংলাদেশের কত টাকা ছিল-
২০১৮ সালে ইতালি ১০০ টাকা বাংলাদেশের- ১০০০০ টাকা ছিল
২০১৯ সালে ইতালি ১০০ টাকা বাংলাদেশের- ৯৬০০ টাকা ছিল
২০২০ সালে ইতালি ১০০ টাকা বাংলাদেশী- ১০৩০০ টাকা ছিল
২০২১ সালে ইতালি ১০০ টাকা বাংলাদেশী- ১০৬০০ টাকা ছিল
২০২২ সালে ১০০ টাকা বাংলাদেশের- ১১৬০০ টাকা ছিল
২০২৩ সালে ইতালি ১০০ টাকা বাংলাদেশের- ১১৭০০ টাকা
ইতালির টাকার মান জানা জরুরী কেন
এখন আমরা জানব ইতালি টাকার মান জানা জরুরী কেন-
- ভ্রমের জন্য ইতালি গেলে বাংলাদেশের টাকা এক্সচেঞ্জ করলে তাদের ইউরো কেনার প্রয়োজন পড়ে
- ব্যবসায়িক প্রয়োজনে যারা ইতালি যান তাদের জন্য ইউরোপ জানা দরকার
- এছাড়াও বিভিন্ন বিসিএস বা বিভিন্ন চাকরির পরীক্ষার্থীদের জন্য ইতালি এবং দেশটির মুদ্রা ব্যবস্থা সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন
- ব্যবসায়িক ক্ষেত্রে যারা দেশটির সাথে আমদানির রপ্তানি বাণিজ্য জড়িত আছেন তাদের জন্য ইউরো এর মান জানা জরুরী
- উচ্চ শিক্ষার জন্য অনেক শিক্ষার্থী তালিকা বসবাস করেন সে ক্ষেত্রে বিভিন্ন প্রয়োজনে তাদের ইতালির মুদ্রার মান জানা প্রয়োজন হয়ে পড়ে
- ইতালিতে বসবাসকারী বাংলাদেশী প্রবাসীরা দেশে টাকা পাঠানোর জন্য তাদের টাকার মান জানা প্রয়োজন
- পর্যটকদের জন্য ইতালির সম্পর্কে জানা দরকার
বিভিন্ন দেশের টাকার বাংলাদেশ রেট
এখন আমরা বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশী টাকার মান কত সে সম্পর্কে বিস্তারিত জানবো। নিচে বিভিন্ন দেশের টাকার মান বাংলাদেশের টাকার মানের সাথে তুলনা করা হলো-
ফ্রান্সের ১ টাকা বাংলাদেশী- ১১৬.৬২ টাকা
রোমানিয়ার ১ ইউরো সমান বাংলাদেশি- ২৩ টাকা ৪১ পয়সা
ভারতের এক রুপি বাংলাদেশের- ১.৩৩ টাকা
পাকিস্তানের এক টাকা বা ১ রুপি বাংলাদেশের- ৩৯ পয়সা
চীনের এক টাকা বাংলাদেশী -১৫ টাকা ৭ পয়সা
ওমানের এক টাকা বাংলাদেশী- ২৮৬.৪৪ টাকা
মালয়েশিয়ার এক টাকা বাংলাদেশী- ২৩ টাকা ১৪ পয়সা
সিঙ্গাপুরের এক টাকা সমান বাংলাদেশ- ৮০ টাকা ৪৭ পয়সা
কাতার এক রিয়াল সমান বাংলাদেশি- ৩০ টাকা ২৪৬ পয়সা
সৌদি আরব এক রিয়াল সমান বাংলাদেশি- ২৯ টাকা ৪০ পয়সা
কুয়েতে এক টাকা সমান বাংলাদেশি- ৩৫৬ টাকা ৬২ পয়সা
আমেরিকার এক ডলার সমান বাংলাদেশি- ১১০ টাকা ২৬ পয়সা
ইউক্রেনের এক টাকা সমান বাংলাদেশি- ৩ টাকা ২ পয়সা
লন্ডনের এক পাউন্ড সমান বাংলাদেশি- ১৩৩ টাকা ৬৮ পয়সা
ফ্রান্সের এক ইউরো সমান বাংলাদেশ- ১১৬ টাকা ৬২ পয়সা
মিশরের এক পাউন্ড সমান বাংলাদেশি- ৩ টাকা ৫৭ পয়সা
দুবাই এক দিরহাম সমান বাংলাদেশি- ৩০ টাকা ২ পয়সা
জার্মানির এক টাকা সমান বাংলাদেশি- ১১৮ টাকা ২৩ পয়সা
গ্রিসের এক টাকা সমান বাংলাদেশি- ১১৬ টাকা ৫৮ পয়সা
ক্রোয়েশিয়া এক কোনার সমান বাংলাদেশি- ১৫ টাকা-৪৭ পয়সা
রোমানিয়ার এক ইউরো সমান বাংলাদেশী- ২৩ টাকা ৪১ পয়সা
পর্তুগালের এক ইউরো সমান বাংলাদেশি- ১১৬ টাকা ৫৮ পয়সা
ইতালি ১ টাকা বাংলাদেশের কত টাকা
আজকে আমরা ইতালি ১ টাকা বাংলাদেশের কত টাকা সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি আর্টিকেলটি ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন।
এবং কোন মন্তব্য মতামত অথবা পরামর্শ থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা অতি শীঘ্রই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এছাড়াও বিভিন্ন দেশের মুদ্রা সম্পর্কে জানতে আমাদেরকে মেসেজ করতে পারেন।
প্রতিদিন নতুন নতুন সব আপডেট ইনফরমেশন পেতে আমাদের ওয়েবসাইটটি বুক মার্ক করে রাখতে পারেন।
আরো পড়ুন –
- ১ বিলিয়ন সমান কত টাকা, মিলিয়ন, ট্রিলিয়ন কত টাকা
- আজকে বাংলাদেশে কুয়েত টাকার মান কত
- ট্যাটু কিভাবে করে? ট্যাটু করতে কত টাকা লাগে