SSC এর পর বিদেশে পড়াশোনা
এইচ এস সি এবং ভার্সিটির পড়ার জন্য দেশের বাইরে মানুষ গেলেও বর্তমানে এসএসসি পাশের পর বিদেশে উচ্চ শিক্ষার জন্য ছাত্র-ছাত্রীরা এখন বিদেশে শিক্ষার পথ বেছে নিয়েছে। দেশের বাইরে এসএসসির পর স্টুডেন্ট ভিসায় যাওয়ার সুযোগ রয়েছে তা অনেকেরই অজানা। আজকে আমরা SSC এর পর বিদেশে পড়াশোনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ তাই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে হবে।
SSC এর পর বিভিন্ন কোর্স
সাধারণত এসএসসি এর পর বিভিন্ন দেশে বিভিন্ন সাবজেক্টে পড়ার জন্য দেশের বাইরে যাওয়া যায়। কিন্তু এসএসসি এর পর নির্দিষ্ট কিছু সাবজেক্টে পড়ার সুযোগ রয়েছে। এসএসসি পর পরই চায়নাসহ বিশ্বের বিভিন্ন দেশের স্বনামধন্য কলেজগুলোতে ডিপ্লোমা কোর্সে ভর্তির সুযোগ রয়েছে।
বিদেশে বিভিন্ন ডিপ্লোমা কোর্সের সাবজেক্ট হলো-
- Diploma in computer science
- Mechanical engineering
- Civil engineering
- Hotel management’s
- Tourism management
- International trade
- Business studies
- Economics
- Arts and media
- Marine Engineering
- Nursing
- Chemical engineering
- Environment engineering
ডিপ্লোমা কোর্সে ভর্তির যোগ্যতা
- এই তিন বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সের সাইন্স আর্টস কমার্স সবার জন্য মিনিমাম জিপিএ ৩.৫ প্রয়োজন হয়।
- এসএসসি বা এসএসসির পাশের পর ডিপ্লোমা ডিগ্রীর জন্য আবেদন করা যায়
- বয়স ১৭ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে
- এখানে দুই ধরনের স্কলারশিপ দেওয়া যায়
- এসএসসিতে মিনিমাম জিপিএ ৩.৫ হলেই ফ্রি স্কলারশিপ পাওয়া যায়
ডিপ্লোমা করার পর ক্যারিয়ার
অনেকে এসএসসির পর বিদেশে পড়তে গিয়ে ডিপ্লোমা করার পর চাকরির ক্যারিয়ার সম্পর্কে জানতে চান। সাধারণত দেশের বাইরের কলেজ থেকে ডিপ্লোমা করার পর দেশের বিভিন্ন ধরনের ভালো ভালো চাকরির সুযোগ রয়েছে।
ডিপ্লোমা কোর্সের আড়াই বছর পরে বিভিন্ন কোম্পানিতে পার্টটাইম চাকরির সুযোগ পাওয়া যায়
যার স্যালারি ২০ হাজার থেকে শুরু হয়
ডিপ্লোমা কোর্সের পর বিএসসি করতে সময় লাগবে মাত্র দুই বছর
বিএসসি করলে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো চাকরি পাওয়া যায়
ডিপ্লোমা কোর্স চলাকালীন সব ধরনের স্টাডি ম্যাটেরিয়াল ফুল ফ্রি প্রোভাইড করা হয়
ডিপ্লোমা ডিগ্রী অর্জনের পথ পৃথিবীর বা যে দেশে ডিপ্লোমা করা হয় সে দেশের বিখ্যাত কোম্পানিতে কাজের সুযোগ পাওয়া যায়
২০ থেকে ২২ বছর বয়সে পরিপূর্ণভাবে অর্থনৈতিক সচ্ছল
এক বছরের চাইনিজ ভাষার কোর্স করার জন্য বাংলাদেশ সহজে কোন দেশে বিভিন্ন কোম্পানিতে ট্রান্সলেটর হিসেবে কাজের সুযোগ দেওয়া হয়। এক্ষেত্রে এই কাজের জন্য ভালো সেলারি দেওয়া হয়
আরো পড়ুন – ইউরোপ স্টুডেন্ট ভিসা ২০২৩ – আবেদনের নিয়ম যোগ্যতা
বিদেশে ডিপ্লোমা পড়ার খরচ
এসএসসি এর পর স্কলারশিপ ছাড়া নিজের খরচে পড়তে চাইলে বিভিন্ন দেশে যাওয়া যায়। যেমন- মালয়েশিয়া অস্ট্রেলিয়া চায়না তুর্কি ইরান ইত্যাদি। তবে মালয়েশিয়া সবচেয়ে ভালো হয় এক বছর ফাউন্ডেশন করেই সরাসরি অনার্স প্রোগ্রামে পড়তে চলে যাওয়া যায়। আর মালয়েশিয়াতে অনার্স তিন বছর।
- মালয়েশিয়াতে অন্য দেশের তুলনায় অনেক কম খরচে কোর্স করা যায়
- অস্ট্রেলিয়া তে খরচ অনেক বেশি হয়
- তবে চীনের ডিপ্লোমা করতে ফুল ফ্রি স্কলারশিপ দেওয়া হয়। তবে চীনের অধিকাংশ স্কলারশিপ কন্ডিশনাল পড়তে যাওয়ার আগে সঠিক তথ্য অনুসন্ধান করে যাওয়া উচিত।
- ইরান মেডিকেলের জন্য ইসফান মেডিকেল ইউনিভার্সিটি তে ৫০ থেকে ৯০% পর্যন্ত স্কলারশিপ দেয়। রেজাল্ট অনুযায়ী ক্লাস ইলেভেনের জন্য ফাউন্ডেশন এর অধীনে ফুল ফ্রি স্কলারশিপ এপ্লাই করা যায়। যেখানে বিমান থেকে শুরু করে এবং এর এই স্কলারশিপ অনার্স লেভেল পর্যন্ত করতে হয় এর কোন কন্ডিশন নেই।
- কিছু কিছু দেশে ফাউন্ডেশন লেভেলে পড়াশোনা করা যায় অর্থাৎ free university লেভেলে যেমন মালয়েশিয়ার অনেক ইউনিভার্সিটিতে এই লেভেলে ১০ থেকে ৩০% স্কলার্শিপ দিয়ে থাকে। এটা এক বছরে কোর্স এবং এরপরে ওই ইউনিভার্সিটি তে ব্যাচেলর বা আন্ডার গ্রাজুয়েট লেভেলে পড়াশোনা করা সম্ভব।
- এছাড়াও ক্যানাডা জার্মানি ইউএসএ ইউকে অনেক দেশেই পড়তে যাওয়া যায় তবে এক্ষেত্রে টাকার পরিমাণ অনেক বেশি দরকার হয়
আরো পড়ুন – আয়ারল্যান্ডে উচ্চ শিক্ষা- আবেদনের নিয়ম ও খরচ
স্কলারশিপ পাওয়ার জন্য করণীয়
- স্কলারশিপের জন্য এসএসসির পরে সবচেয়ে প্রথমে দরকার হলো ভালো রেজাল্ট
- ভাষা দক্ষতা
- সময়মতো পরিকল্পনা গ্রহণ
- ও নিরলস প্রচেষ্টা
- যে শিক্ষার্থী স্কলার্শিপ পাওয়ার যোগ্য সে বিদেশেও বৃদ্ধি পাওয়ার যোগ্য
- রেজাল্ট খারাপ ইংরেজিতে ভালো দক্ষতা না থাকলে শিক্ষার্থীদের জন্য ফুল স্কলারশিপ পাওয়া সম্ভব হয় না
- এসএসসির পর স্কলারশিপের জন্য বিদেশে উচ্চশিক্ষার স্কলারশিপের ওয়েবসাইট এবং দেশে যে দেশে বিশ্ব বাজে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চায় সে দেশের কলেজগুলো নিজস্ব ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে হবে
- উচ্চ শিক্ষাবৃত্তির বিজ্ঞপ্তি দিলে সঠিক তথ্য অনুযায়ী আবেদন করতে হবে।
ভাষা দক্ষতা
এসএসসির পর বিদেশে পড়তে গেলে প্রথমে যা প্রয়োজন সেটি হল ভাষার দক্ষতা। আমেরিকা কানাডা ইংল্যান্ড অস্ট্রেলিয়া প্রভৃতি দেশের প্রধান ভাষা যেহেতু ইংরেজি তাই ইংরেজিতে অনেক দক্ষ হতে হবে। যেহেতু পৃথিবীর প্রায় সকল দেশে নিজেদের ভাষা অথবা আন্তর্জাতিক ভাষা ইংরেজি ভাষায় পড়াশোনা করতে হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন মাত্রায় ইংরেজির স্কোর চাওয়া হয়।
তাই অবশ্যই ইংরেজি সাবজেক্ট এর ভালো স্কোর এবং ইংরেজি ভাষায় দক্ষতা অবশ্যই থাকতে হবে। এবং যে দেশের পড়তে যাওয়ার ইচ্ছা সে দেশের ভাষা জানলে সবচেয়ে বেশি ভালো হয়।
SSC এর পর বিদেশে পড়াশোনা করার সুবিধা
- আইইএলটিএস করার প্রয়োজন নাই
- ক্লাস শুরু হওয়ার তিন মাস পর থেকে পার্ট টাইম জবের সুবিধা
- শিক্ষার্থী স্কুল বা কলেজ লেভেল শেষ করার পর সরাসরি যে কোন বিশ্ববিদ্যালয়ে তার পছন্দ অনুযায়ী বিষয়ে অধ্যয়ন করতে পারে এজন্য কোন প্রকার ইংলিশ কোশ্চেন প্রয়োজন হয় না।
- কোন ভর্তি পরীক্ষা দিতে হয় না
- আইইএলটিএস করা লাগবে না
- শেষ বছর আকর্ষণীয় বেতনসহ ইন্টার্নশিপ করার সুযোগ বাড়িয়ে অনার্স সম্মানে সার্টিফিকেট নেয়ার সুযোগ
- খুব সহজেই ভিসা পাওয়া যায়
- অপেক্ষাকৃত কম আনুষ্ঠানিকতার প্রয়োজন হয় ব্যাচেলারে ভর্তির সময়
মন্তব্য
আজকে আমরা এসএসসি এর পর বিদেশে পড়াশোনা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি বিদেশে পড়াশোনা করার সম্পর্কে বিস্তারিত তথ্য ছাত্রছাত্রীদের জন্য অনেক কাজে লাগবে। আর্টিকেলটি পছন্দ হলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করতে পারেন। SSC এর পর বিদেশে পড়াশোনা সম্পর্কে আপনাদের কোন মন্তব্য অথবা মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।
আমরা অতি শীঘ্রই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।
আরো পড়ুন –
আরো পড়ুন – উচ্চশিক্ষার জন্য কোন দেশ ভালো
আমি এগ্রিকালচারে ডিপ্লোমা করতে চাই৷এসএসসির পর কোন দেশে স্কলারশীপ পেতে পারি এগ্রিকালচারে?প্লিজ জানাবেন৷