অনার্স উপবৃত্তির জন্য আবেদন নিয়ম ২০২৩

অনার্স উপবৃত্তির জন্য আবেদন নিয়ম ২০২৩

উপবৃত্তির বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করেছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান করে থাকে। আজকে আমরা অনার্স উপবৃত্তির জন্য আবেদন নিয়ম ২০২৩ এর আপডেট সব তথ্য নিয়ে আর্টিকেল শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে।

আরো পড়ুন – কম সিজিপিএ নিয়ে স্কলারশিপ আবেদনের নিয়ম ও খরচ

অনার্স উপবৃত্তি আবেদনের নিয়ম

উপবৃত্তির জন্য প্রথমে নিজের প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সুপারিশ গ্রহণের জন্য নির্ধারিত ফর্ম ডাউনলোড করতে হবে। এরপর তা প্রিন্ট করে সঠিক তথ্য দিয়ে পূরণ করে ও নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নিকট থেকে সুপারিশ গ্রহণ করতে হবে। এরপর ছবি, নিজের স্বাক্ষর জন্ম সনদ অভিভাবকের এন আই ডি ও সুপারিশের কপি স্পষ্ট করে ছবি তুলতে হবে।

  • একজন শীক্ষার্থী প্রথমে https://www.eservice.pmeat.gov.bd/admission/ এই ওয়েবসাইটে গিয়ে আবেওদন সম্পন্ন করতে হবে।
  • প্রথমে শিক্ষার্থীকে ভর্তি সহায়তা পেতে অনলাইনে নিবন্ধন করতে হবে
  • যাদের একাউন্ট নেই তারা প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে
  • মোবাইল ভেরিফিকেশন করতে হবে
  • এরপর লগইন এরপর আবেদন অপশনে গিয়ে আবেদন করতে হবে
  • পূর্বে নিবন্ধন করা থাকলে লগইন করতে হবে
  • শিক্ষার্থীদের নিবন্ধনের ঠিকানা http://www.eservice.pmeat.gov.bd/admission/login
  • নিবন্ধন করা শেষ হলে শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটের লগইন করতে হবে
  • এখানকার তথ্য ভালোভাবে পড়ে সকল কাগজপত্র ও তথ্য জোগাড় করে অনলাইনে ফরম পূরণ করতে হবে
  • শিক্ষার্থীরা সকল তথ্য পূরণ করা হলে অনলাইনে আবেদন পত্র পাঠাতে হবে
  • ড্যাশ বোর্ড থেকে আবেদনের অবস্থা জানতে হবে
  • আবেদন সাবমিট করা হলে তথ্যগুলো যাচাই বাছাই করে যোগ্য শিক্ষার্থীদের ভর্তি সহায়তা উপবৃত্তি প্রদান করা হয়

প্রয়োজনীয় কাগজপত্র

অনার্স উপবৃত্তির জন্য আবেদন করার জন্য কিছু কাগজপত্র প্রয়োজন। সেগুলো হলো-

  • ছবি
  • নিজের স্বাক্ষর
  • জন্ম নিবন্ধন এর সনদ
  • অভিভাবকের জাতীয় পরিচয় পত্র
  • শিক্ষা প্রতিষ্ঠানের সুপারিশ নির্ধারিত ফর্্ম।

আবেদনের কতদিন পর টাকা দেওয়া হয়

সাধারণত সরকারি তথ্য অনুসারে উপবৃত্তির আবেদনের জন্য সিলেক্ট হওয়ার পরবর্তী চার থেকে ছয় মাস পর প্রথম উপবৃত্তি প্রদান করা হয়। এক্ষেত্রে উপবৃত্তির জন্য শিক্ষার্থী ভর্তি সহায়তার নির্বাচিত হলে তার নিজস্ব মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়।

অর্থাৎ অনার্স উপবৃত্তির জন্য আবেদন করার পর ৬/৮ মাস পর্যন্ত সময় লাগতে পারে উপবৃত্তির টাকা হাতে পেতে।

আরো পড়ুন – একাদশ শ্রেণির উপবৃত্তির আবেদন ফরম ডাউনলোড

অনার্স উপবৃত্তি কত টাকা দেয়া হয়

বর্তমান সরকার শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করনের জন্য যে ভর্তি সহায়তা প্রদান করে থাকে সে উপবৃত্তির বর্তমান সংখ্যা-

  • মাধ্যমিক পর্যায়ে পাঁচ হাজার টাকা
  • উচ্চ মাধ্যমিক পর্যায়ে আট হাজার টাকা
  • এবং স্নাতক ও সম্মান পর্যায়ে ১০ হাজার টাকা হারে ভর্তি সহায়তা প্রদান করা হয়।

উপবৃত্তি পাওয়ার জন্য শর্তাবলী

সাধারণত এই ভর্তি উপবৃত্তি গুলো সব ছাত্রছাত্রীকে দেওয়া হয় না। এই উপবৃদ্ধির জন্য কিছু শর্তাবলী রয়েছে-

  • অনার্স উপবৃত্তির জন্য প্রতিবন্ধী শিক্ষার্থী, এতিম, অসচ্ছ্‌ মুক্তিযোদ্ধাদের সন্তান, নদী ভাঙ্গন কবলিত পরিবারের সন্তান এবং দুস্থ পরিবারের সন্তানগণ উপবৃত্তিপ্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে
  • তৃতীয় লিঙ্গধারে সকল শিক্ষার্থীর উপবৃত্তিপ্রাপ্ত হবে এবং এদের তালিকা পৃথকভাবে পাঠাতে হবে
  • উপবৃত্তিপ্রাপ্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীর অভিভাবকদের বার্ষিক আয় মোট ১ লক্ষ টাকার কম হতে হবে
  • অভিভাবক বা পিতামাতার মোট জমির পরিমাণ সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী ০.০৫ শতাংশ পৌরসভা এলাকায় ০.২০০ শতাংশ এবং অন্যান্য এলাকায় ০.৭৫ শতাংশের কম থাকতে হবে
  • সংশ্লিষ্ট এলাকায় সিটি কর্পোরেশন বা পৌরসভার মেয়র বা কাউন্সিলর বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠান প্রদত্ত আয় ও জমির পরিমাণ সম্পর্কিত সনদপত্র যুক্ত করতে হবে
  • ন্যাশনাল ইউনিভার্সিটি ডিগ্রী বা অনার্স বা মাস্টার্স স্কলারশিপ বা অ্যন ইউ সার্কুলার উপবৃত্তিপ্রাপ্তির জন্য শিক্ষার্থীকে অনার্স বা সম্মান পর্যায়ের নিয়মিত শিক্ষার্থী হতে হবে
  • দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে স্নাতক বা সম্মান পর্যায়ের অভ্যন্তরীণ নির্বাচনী পরীক্ষার নিয়মিত শিক্ষার্থী হিসেবে উত্তীর্ণ হতে হবে
  • স্নাতক বার সম্মান পর্যায়ের প্রথম বর্ষে ভর্তি হওয়ার পর বিরতিহীনভাবে দ্বিতীয় বর্ষ ও তৃতীয় বর্ষ উদয়ন করতে হবে
  • এবং স্নাতক পর্যায়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে
  • উল্লেখ যে প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের যে কোন বর্ষে  পুনরায় ভর্তি হলে উক্ত শিক্ষার্থী অনিয়মিত হিসেবে বিবেচিত হবে এবং উপবৃত্তিপ্রাপ্তির ক্ষেত্রে বিবেচিত হবে না
  • নিয়মিত শিক্ষার্থী হিসেবে শ্রেণীকক্ষে কমপক্ষে ৭৫ পার্সেন্ট উপস্থিতি থাকতে হবে
  • এক্ষেত্রে আবশ্যিক বিষয় হিসেবে বাংলা বা ইংরেজি কাউন্ট করা যেতে পারে
  • ছাত্র ছাত্র-ছাত্রীর ভর্তি কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের হালনাগাদ জাতীয় বিশ্ববিদ্যালয় বা ইসলামী বিশ্ববিদ্যালয় স্বীকৃতি এবং পাঠদানের অনুমতি থাকতে হবে

অনার্স উপবৃত্তির জন্য আবেদন

মন্তব্য

আজকে আমরা অনার্স উপবৃত্তির জন্য আবেদন নিয়ম ২০২৩ সম্পর্কে বিস্তারিত আপডেট কিছু তথ্য দিয়ে আর্টিকেলটি সাজিয়েছি। আশা করছি এটি ছাত্রছাত্রীদের জন্য অনেক উপকারে আসবে। আর্টিকেলটি আপনাদের পছন্দ হলে পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।

অনার্স  উপবৃত্তির জন্য আবেদন নিয়ম ২০২৩ সম্পর্কে আপনাদের কোন মন্তব্য অথবা মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা অতি দ্রুতই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।

আরো পড়ুন –

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

This Post Has 4 Comments

  1. Sharmin

    Honours 1st year votti hlm nu te kto Tarik obdi upobitti form er jnno abedon kra zabe

  2. মো: ইমন মিয়া

    ভর্তি সহায়তার আবেদন করার পর আবেদন ফ্রমটা কি নির্দিষ্ট কলেজে জমা দিতে হবে?

    1. Easy Teching

      জ্বি, জমা দিতে হবে।

Leave a Reply