কোন দেশে সহজে স্কলারশিপ পাওয়া যায়

কোন দেশে সহজে স্কলারশিপ পাওয়া যায়

সাধারণত যুদ্ধ বিধ্বস্ত এবং বাংলাদেশের সাথে শত্রুতা পূর্ণ মনোভাব রয়েছে এমন দেশ ব্যতীত সব দেশই মোটামুটি বর্তমান সময়ে স্টুডেন্টদের জন্য স্কলারশিপ পাওয়া সহজ। তবে এক্ষেত্রে কিছু দেশ রয়েছে যেখানে বাংলাদেশ থেকে তুলনামূলক বেশি ছাত্রছাত্রী স্কলারশীপ পেয়ে থাকে।

আজকে আমরা কোন দেশে সহজে স্কলারশিপ পাওয়া যায় তা বিস্তারিত আলোচনা করব। তাই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার জন্য অনুরোধ রইল।

আরো পড়ুন – চীনে ইঞ্জিনিয়ারিং পড়ার খরচ

সহজে স্কলারশিপ পাওয়া দেশ

সাধারণত বিশ্বের যে কোন দেশ অর্থাৎ যুদ্ধবিধ্বস্ত দেশ ছাড়া IELTS  এ উচ্চস্কর করতে পারলে খুব সহজে স্কলারশিপ পাওয়া যায়। সহজে স্কলারশিপ পাওয়া যায় এমন দেশগুলোর মধ্যে রয়েছে-

  • চীন
  • জাপান
  • জার্মান
  • ইতালি
  • ফ্রান্স
  • সৌদি আরব
  • ভারত
  • গ্রিস
  • অস্ট্রেলিয়া
  • ইতালি
  • স্পেন
  • চেক রিপাবলিক
  • তাইওয়ান
  • নরওয়ে
  • বেলজিয়াম
  • আর্জেন্টিনা
  • ব্রাজিল

বিদেশের বিশ্ববিদ্যালয়গুলো তে স্কলারশিপ পাওয়ার জন্য করনীয়

দেশের বাইরে পড়তে গেলে সর্বপ্রথম যা প্রয়োজন তা হলো ভালো জিপিএ। জিপিএ খারাপ হলে ওই খারাপগ্রেড গুলোর ভার্সিটিতে ট্রান্সফার হতে পারে। এতে করে ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে কিছুটা ভুগতে হবে।

  • আমাদের মাতৃভাষা যেহেতু ইংরেজি নয় সেহেতু আই ই এল টি এস আর টোফেল দিতে হবে।
  • যেখানে আবেদন করা হচ্ছে সেই প্রতিষ্ঠানে ভর্তি হতে গেলে জেনারেল অথবা সাবজেক্ট জিআরই লাগতে পারে। এই পরীক্ষাগুলোতে যত ভালো স্কোর আসবে বিদেশে পড়তে যাওয়ার জন্য তা ততই ভালো এবং ফান্ডিং পেতে সুবিধা হয়
  • । তিন মাস তিন থেকে চার মাস অনুসরণ করে পরীক্ষা দিলে রেজাল্ট ভালই হয়
  • বাইরের দেশের বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার জন্য জিপিএ কত লাগবে এটা নির্ভর করে কোন ইউনিভার্সিটিতে আবেদন করছে তার উপর বা কোন সাবজেক্ট পড়তে আবেদন করছে তার উপর।
  • কিছু ইউনিভার্সিটি আছে যারা সবকিছুতেই অনেক ভাল স্কোর চায় যেমন হার্ডওয়ার এমআইটি স্ট্যান্ড ফর ইত্যাদি ইউনিভার্সিটি শুধু ভালো জিপিএ দেখে এডমিশন দিয়ে দেয়।
  • তবে বেশিরভাগ ইউনিভার্সিটি বলে সিজিপিএ ৩.০ লাগবে। আবার অনেকে ৩.৩ থেকে ৩.৫ রেফার করে
  • কিন্তু যদি জিপিএ কম হয় তাহলে হতাশ হবেন না নামী দামি ইউনিভার্সিটি এডমিশন না হলেও অনেকে ইউনিভার্সিটি তে ২.৯০ থেকে ৩ এর রেঞ্জে জিআরই স্কোর পেলেও নিয়ে নেয়।
  • কাজের বা ও গবেষণার অভিজ্ঞতা থাকলে একাডেমিক সিভিতে উল্লেখ করা যেতে পারে
  • যেকোনো এক্সট্রা কারিকুলাম বা এক্টিভিটি থাকলে উল্লেখ করতে হবে
  • ভালো এসওপি পার্সোনাল হিস্ট্রি বা স্টেটমেন্ট ভালো রিকমেন্ডেশন লেটার যেকোন স্টুডেন্ট এডমিশনের সহায়তা করবে
  • যার তার লেখা চিঠি দেওয়া যাবে না নিজের শিক্ষক অথবা প্রফেসরের কাছ থেকে অফিশিয়াল চিঠি যাবে প্রতিষ্ঠানে
  • অনেকগুলো ইউনিভার্সিটিতে আবেদন করার পর যে ইউনিভার্সিটিতে বেশি আর্থিক সহায়তা দেবে সেখানে যাওয়াই হবে বুদ্ধিমানের কাজ
  • আর যদি গবেষণার চোখ থাকে তাহলে ইউনিভার্সিটি গবেষণার মান এবং আর্থিক সহায়তার উপাত্ত গুলো দিয়ে একটি টেবিল বানানো যেতে পারে এটি নিজের জন্য অনেক সুবিধা দিবে

বিদেশে স্কলারশিপ পাওয়ার যোগ্যতা

সাধারণত মেধাবী শিক্ষার্থীরা বেশিরভাগ দেশের বাইরে গিয়ে পড়াশোনা করতে চায়। কিন্তু মধ্যবিত্ত পরিবার বা গরিব মেধাবী শিক্ষার্থীদের কাছে বিদেশ যাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকায় তারা স্কলারশিপ পাওয়ার জন্য চেষ্টা করে। স্কলারশিপ করার জন্য কিছু যোগ্যতার প্রয়োজন রয়েছে।

  • স্কলারশিপের জন্য যে দেশে পড়তে চায় সে দেশের ভাষা জানাও অত্যন্ত জরুরী
  • ইংরেজি ভাষার প্রতি দক্ষতা থাকতে হবে
  • ভালো ফলাফল অর্জন করতে হবে
  • এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে হবে
  • বিদেশি স্কলারশিপ পাওয়ার জন্য আইইএলটিএস স্কোর সর্বনিম্ন ৭ থাকতে হবে
  • প্রতিটি বিষয়ে নূন্যতম ৬.৫০. অর্জন করতে হবে
  • বিদেশি স্কলারশিপ পাওয়ার জন্য রিকমেন্ডেশন লেটার খুবই গুরুত্বপূর্ণ
  • দুজন স্কলারশিপ প্রাপ্ত ব্যক্তি থেকে রেকমেন্ডেশন লেটার নিতে হবে
  • স্কলার্শিপ পাওয়ার জন্য এসওপি সুন্দরভাবে লিখতে হবে
  • এক্ষেত্রে ইন্টারনেট থেকে কপি করা যাবে না

আবেদন করতে যা যা প্রয়োজন

  • এস এস সি সার্টিফিকেট
  • এইচএসসি পরীক্ষার সার্টিফিকেট
  • মার্কশিট
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
  • চারিত্রিক সনদপত্র
  • বৈধ পাসপোর্ট
  • জাতীয় পরিচয় পত্র
  • অনলাইন জন্ম নিবন্ধন
  • মেডিকেল চেকআপ সার্টিফিকেট
  • ব্যাংক স্টেটমেন্ট এডমিশন লেটার

বিদেশে পড়াশোনার খরচ

কোন দেশে সহজে স্কলারশিপ পাওয়া যায় আলোচনার পর এই পর্যায়ে আমরা বিদেশে পড়াশুনার খরচ কেমন লাগে। শুরুতেই নিশ্চিত হতে হবে নিজের পরিবারের সে খরচের যোগান দিতে পারবে কিনা। এছাড়া যদি অন্য কেউ ব্যয়ভার বহন করে তাহলে তার সঙ্গে নিশ্চিত হতে হবে সে আর্থিক সহায়তা দান করতে পারবে কিনা। কারণ ভিসা অফিসের অফিসাররা শিক্ষার দায়ভার বহনকারীর সঙ্গে যেন শিক্ষার্থীর রক্ত সম্পর্ক থাকে তা জাচাই করে

এবং আর্থিক সচ্ছলতার প্রমাণ সেই ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট জমা দিতে হয়। যা সংশ্লিষ্ট ব্যাংক থেকে গ্রহণ করতে হয় দূতাবাসের নির্দেশনা অনুযায়ী প্রয়োজন এর ক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট ও প্রদান করতে হয়। এক্ষেত্রে ইউরোপীয় দেশগুলোতে পড়তে বেশি টাকা প্রয়োজন হয়। যেমন-

  • আমেরিকা সাধারণ গ্র্যাজুয়েট লেভেলে পড়তে হলে ২০ থেকে ২২ লাখ টাকার প্রয়োজন হয়
  • কানাডায় বছরে ১৫ লাখ টাকা লাগে
  • অস্ট্রেলিয়া ইউ কেতে ১৫ থেকে ১৮ লাখ টাকা এবং
  • মালয়েশিয়া চায়না ও ইন্ডিয়ার মোটামুটি বাংলাদেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মতোই পড়ালেখার খরচ হয়

কলারশিপ কিভাবে পাওয়া যায়

  • বিদেশে স্কলারশিপ পাওয়ার যোগ্যতা অর্জন করার পাশাপাশি বিদেশের স্কলারশিপের জন্য পূর্ব পরিকল্পনা থাকতে হবে এবং
  • বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সম্পর্কে ধারণা থাকতে হবে
  • তাদের স্কলারশিপের সময় আবেদন আবেদনের নিয়ম এসব সম্পর্কে ধারণা থাকতে হবে
  • যখন বিভিন্ন দেশের ইউনিভার্সিটি থেকে স্কলারশিপের জন্য আবেদন করার বিজ্ঞপ্তি প্রকাশ করবে তখন অনলাইনের মাধ্যমে সঠিক তথ্য দিয়ে আবেদন করতে হবে
  • এবং সকল অরজিনাল কাগজপত্র জমা দিতে হবে

বিদেশে বিনা বেতনে পড়ার সুযোগ

বিশ্বের অনেক ইউনিভার্সিটিতে নাম মাত্র বেতনে অথবা বিনি বেতনে অবশ্যই পড়ার সুযোগ রয়েছে। বেশিরভাগ জার্মানিতে জার্মান সরকার তাদের বাজেটের একটি বিরাট অংশ ব্যয় করে শিক্ষা খাতে। তাই এখানে স্কলারশিপ সহজে লাভ করা যায়। তবে স্কলারশিপ না পেলেও গ্রাজুয়েট কোর্সের জন্য প্রতিবছর মাত্র ৩৫০০ ডলার খরচ হয়।

পূর্ব ইউরোপের পাঁচটি দেশ যেমন ডেনমার্ক ফিনলেন আইসল্যান্ড সুইডেন এ দেশগুলো তো খুব সুবিধানে পড়ালেখা করা যায়। নরওয়েতে বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলার মাস্টার্স ও পিএসডি স্তরে উচ্চশিক্ষা একদম ফ্রি তবে সেক্ষেত্রের নরওয়ে নিজের ভাষার দক্ষতাকে প্রাধান্য দেওয়া হয়। এবং বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা রয়েছে এসব বৃত্তির মাধ্যমে বিনামূল্যে পড়ালেখা ছাড়াও থাকা খাওয়ার জন্য বৃদ্ধি পাওয়া যায়।

কোন দেশে সহজে স্কলারশিপ পাওয়া যায়

মন্তব্য

আমরা কোন দেশে সহজে স্কলারশিপ পাওয়া যায় সে সম্পর্কে বর্ণনা করেছি এবং বিদেশে পড়তে যেতে যা যা প্রয়োজন সে সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি ছাত্র-ছাত্রীদের জন্য অনেক উপকারে আসবে। কোন দেশে সহজ স্কলারশিপ পাওয়া যায় আর্টিকেলটি সম্পর্কে আপনাদের কোন মন্তব্য অথবা মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা দ্রুতই রিপলাই দেওয়ার চেষ্টা করব।

আরো পড়ুন – 

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

This Post Has One Comment

  1. Bushra Islam

    I am Bushra islam. I have got GPA 5 in the SSC exam 2023.I have no capability to take higher education. My SSC Roll 119900.Registration no- 2016192861.group Science. Board – Barisal. Bangladesh.
    Please, give me an scholarship and oblige thereby.

Leave a Reply