পাঞ্জাবি নিয়ে ফেসবুক ক্যাপশন
ছবি - পাঞ্জাবি নিয়ে ফেসবুক ক্যাপশন

পাঞ্জাবি নিয়ে ফেসবুক ক্যাপশন – পাঞ্জাবি নিয়ে ফেসবুক পোস্ট

পাঞ্জাবি নিয়ে ফেসবুক ক্যাপশন

পাঞ্জাবি পড়তে কার না ভালো লাগে বিভিন্ন অনুষ্ঠানে কিংবা কোন স্পেশাল দিনে আমরা পাঞ্জাবি পড়ে থাকি এবং পাঞ্জাবি পরা ছবি ফেসবুকে আপলোড করি। কিন্তু ছবি আপলোড করার সময় কি ক্যাপশন দেয়া উচিত তা অনেক সময় মাথায় আসেনা। তাই আজকে আমরা আপনাদের জন্য পাঞ্জাবি নিয়ে ফেসবুক ক্যাপশন ও পাঞ্জাবি নিয়ে ফেসবুক পোস্ট নিয়ে আলোচনা করব। আশা করছি পাঞ্জাবি নিয়ে ফেসবুক ক্যাপশন গুলো ভালো লাগবে।

পাঞ্জাবি নিয়ে ফেসবুক ক্যাপশন
ছবি – পাঞ্জাবি নিয়ে ফেসবুক ক্যাপশন

পাঞ্জাবি নিয়ে ফেসবুক পোস্ট

  1. যদি আমাকে খুঁজে পেতে চাও তাহলে আমার দেয়া নীল পাঞ্জাবি পরে তাহলে আমাকে খুঁজে পাবে।
  2. আজকে না হয় আমাদের সাথে নীল পাঞ্জাবী আর নীল শাড়িটা ও বিয়ে দিয়ে দেবো। 
  3. ওই নীল আকাশের সাথে তোমার নীল পাঞ্জাবিটা অসম্ভব মিল খুজে পাই।
  4. ছেলেদের অসম্ভব সুন্দর লাগে সাদা পাঞ্জাবিতে। আর সাথে যদি একটা আংটি আর হাতে ঘড়ি থাকলে কথাই নেই। 
  5. প্রিয়তমা তোমার কি মনে আছে সেই দিনের কথা যখন আমি নীল পাঞ্জাবী পডরে তোমার সাথে দেখা করতে গিয়েছিলাম আর তুমি লাল রঙের একটি শাড়ি পরে এসেছিলে। কি অসম্ভব সুন্দর লাগছিল তোমাকে সেদিন যদিও! সেদিন তুমি আমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু আমি আজও তোমাকে পাগলের মতো ভালোবাসি। আর তোমার অপেক্ষায় থাকি ।
  6. মনে আছে যখন তুমি আমার ছবি তুলে দিয়েছিলেন নীল পাঞ্জাবি পরা অবস্থায় আর আজ এ ছবি আমার কাছে তোমার স্মৃতি হিসেবে পড়ে রয়েছে শুধু তুমি নেই।
  7.  তোমার দেয়া পাঞ্জাবীটা আমি আজও যত্ন করে তুলে রেখেছি কারণে পাঞ্জাবিতে আমি তোমাকে খুজে পাই।
  8. খুব ইচ্ছে হয় তোমার দেয়া কালো পাঞ্জাবি টা পরে কোন এক অমাবস্যার রাতে দুজন একসাথে সমুদ্র পাড়ে হাঁটবো। প্রিয়তমা, যাবে কি আমার সাথে সমুদ্র স্নানে। 
  9. সেই জোছনা ভরা সন্ধ্যা রাতের কথা আজও ভুলতে পারিনি যখন আমার পরনে পাঞ্জাবি ছিল আর তুমি পড়েছিলে নীল একটি শাড়ি। মনে হয়েছিল স্বর্গের অপ্সরা যেন ভূমিতে নেমে এসেছে। 
  10. হিমুদের পাঞ্জাবিতে ই ভালো মানায়। আর আমি হিমু মতো সারা জীবন হলুদ পাঞ্জাবী পরেই থাকতে চাই।
  11. যখন ই আমাকে দেখতে মন চাইবে আমার দেয়া পাঞ্জাবিটি পরে নিও, আমি তোমার সাথেই থাকবো।

সাদা পাঞ্জাবি নিয়ে উক্তি

  1. আমার মন সাদা পাঞ্জাবির মতই পরিষ্কার তবে কেউ  এই সাদা মনে একবার দাগ দিলে তা আর কখনোই ভুলতে পারিনা।
  2.  মানুষের চরিত্র সাদা পাঞ্জাবির মতই পরিষ্কার হওয়া উচিত। আর এজন্যই আমি সাদা পাঞ্জাবি এত পছন্দ করি।
  3.  আমি খুবই সাধারন মানুষ তাই খুবই সাধারণ পোশাক পছন্দ করি। এজন্যই সাদা পাঞ্জাবি পোশাক হিসেবে আমার প্রথম পছন্দ।
  4. শাড়ি যদি হয় মেয়েদের  অলংকার তাহলে পাঞ্জাবি হচ্ছে ছেলেদের অলংকার।
  5.  আমি সাদা পাঞ্জাবি ভালোবাসি কারণ এটা আমার নবীজির সুন্নত।
  6. সাদা পায়জামা ও সাদা পাঞ্জাবি পৃথিবীর সেরা পোশাক।
  7.  শুধু প্যান্ট-শার্ট নয় পাঞ্জাবি তো তেও ছেলেদের স্মার্ট মনে হয়।
  8. তোমার দেয়া সেই সাদা পাঞ্জাবি আজও আমাকে কাদায়।
  9.  প্রিয়তমা মনে আছে সেদিনের কথা যখন আমি সাদা পাঞ্জাবি পরে তোমার সাথে দেখা করতে গিয়েছিলাম কিন্তু তুমি আমাকে সেদিন অ্যাকসেপ্ট করোনি। আজসে পাঞ্জাবি টি আমি তুলে রেখেছি কারণ সে বান্ধবীর আমি তোমাকে খুজে পাই 
  10. ইদ কিংবা পূজা পাঞ্জাবি পোশাকের রাজা।

পাঞ্জাবি নিয়ে ফেসবুক ক্যাপশন

বন্ধুরা আজকে আমরা পাঞ্জাবি নিয়ে ফেসবুক ক্যাপশন আলোচনা করেছি আশা করছি। এই ক্যাপশনগুলো আপনাদের পছন্দ হয়েছে। আমরা নিয়মিত ওয়েবসাইটে এই ধরনের পোস্ট করে থাকি। ভালো লাগলে আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোস্টগুলো পড়ুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। পাঞ্জাবি নিয়ে ফেসবুক ক্যাপশন রিলেটেড কোন প্রশ্নটা জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে করতে পারেন। আমরা দ্রুত সময়ের মধ্যে আপনার সাথে যোগাযোগ করব। ধন্যবাদ

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply