বাচ্চাদের গলায় মাছের কাঁটা বের করার উপায়

বাচ্চাদের গলা থেকে মাছের কাঁটা বের করার উপায়

বাচ্চারা এক থেকে ছয় মাস মায়ের বুকের দুধ খায়। ছয় মাসের পরবর্তী সময় থেকে বাচ্চাদেরকে বিভিন্ন ঘরোয়া খাবারের অভ্যস্ত করানোর জন্য মায়েরা বিভিন্ন ধরনের বাড়তি খাবার খাওয়ানোর শুরু করেন। এর মধ্যে মাছ দিয়ে খিচুড়ি অন্যতম খাবার। এ সময় বাচ্চাকে খাবার খাওয়ানোর সময় ভুলবশত মাছের কাঁটা গলায় বেঁধে যায়।

তাই অনেকেই বাচ্চাদের গলায় মাছের কাঁটা বের করার উপায় সম্পর্কে বিস্তারিত জানতে গুগলে সার্চ করে থাকেন। আজকে আমরা বাচ্চাদের গলা থেকে মাছের কাঁটা বের করার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করছি আর্টিকেলটি ভালো লাগবে।

আরো পড়ুন – বাচ্চার ওজন বৃদ্ধির ঔষধ

বাচ্চাদের গলায় মাছের কাঁটা বিধলে চট জলদি করনীয়

  • গলায় যদি মাছের কাঁটা আটকে যায় তাহলে বেশি চিন্তা করার কিছু নেই সামান্য পরিমাণ ভাত নিয়ে সেটা কে ভালো করে মেখে বাচ্চার মুখে দিন ভাত না চিবিয়ে গিলে নিতে বলুন। একবারে কাজ না হলে বারবার দিন দেখবেন কাঁটা চলে যাবে।
  • হালকা গরম জলে লবণ মিশিয়ে তা খাওয়ানো যেতে পারে। এতেকাটা নরম হয়ে গলে যায় এবং পানির সঙ্গে কাটা চলে যায়।
  • পানি ছাড়াও চাইলে কলা খাওয়ানো যেতে পারে। একটা ভালো পাকা কলা চটকে নিয়ে সেটি বাচ্চাকে খাওয়ান এবং না চিবিয়ে গিলে নিতে বলুন। কলার সঙ্গে কাটা আটকে পেটে চলে যাবে।
  • কাটা বা ছোট বীজ আটকে যায়  তাহলে শক্ত খাবার খাওয়ান কেন না একটু শুকনার শক্ত খাবার খাওয়াবেন তাতে কাঁটা বা ফলের বিজ দুটোই গলা থেকে নেমে যাবে।
  • শুকনো মুড়িও খাওয়াতে পারেন এতে অনেক কাজ হয়।
  • বাচ্চাকে হেলে নিয়ে পিঠে জোরে জোরে চাপড় মারতে হবে সেই থাকার জোটে বীজ বা কোন জিনিস যদি গলায় ঢুকে যায় তাহলে বেরিয়ে যেতে পারে।

বাচ্চা এবং বড়দের গলায় মাছের কাঁটা নামানোর ঘরোয়া উপায়

কাশি দেওয়া- গলায় যখন কোন কিছু বিধবে অর্থাৎ কাঁটা বা অন্য কিছু তখন জোরে জোরে ক্রমাগত কয়েকটি কাশি দিলে কফ রিফ্লেকশন এর মাধ্যমে অনেক সময় গলার পেছনের দেয়াল আটকে থাকা মাছের কাঁটা বা অন্য জিনিস কাশির ধমকে ছুটে গিয়ে সামনে চলে আসে এবং বের হয়ে যায়।

লবন পানি- কাটা নামানোর জন্য হাতের কাছে যদি কোন জিনিসই না থাকে তাহলে বেশ খানিকটা পানি বাচ্চাকে খাইয়ে দিলে গলা থেকে কাটা বের করার চেষ্টা করা যেতে পারে। সবচেয়ে ভালো হয় হালকা গরম যদি সামান্য লবন মিশিয়ে তা পান করলে এতে করে গলায় আটকে থাকা কাঁটা নরম হয় তাড়াতাড়ি গলা থেকে নেমে যায়।

যেকোনো ঠাণ্ডা কোমল পানীয়- কোমল পানির সঙ্গে লেবু মিশিয়ে অল্প অল্প করে চুমু্ক দিয়ে বাচ্চাকে পান করালে খুব সহজে কাঁটা গলা থেকে নিচে নেমে যাবে। কোমল পানির সোডা আর লেবুর অন্তত একসঙ্গে মিলে মাছের কাঁটা গলিয়ে দিতে অনেক সাহায্য করে। এটি কাটা লাগানোর সবচেয়ে আধুনিক পদ্ধতি যা বাচ্চাদের অনেক কাজে লাগে।

ভিনেগার- গলায় বৃথা থাকা মাছের কাঁটা নামাতে ভিনেগার দারুন কাজ করে থাকে। সামান্য পানির সঙ্গে সামান্য ভিনেগার মিশিয়ে খেলে আটকে থাকে কাটা খুব সহজে গলা থেকে নেমে যায়। ভিনেগার অনেকটা পাতি লেবুর মতই গলায় কাজ করে তাই গলায় কাটা আটকালে পানি এবং ভিনেগারের মিশ্রণটি খেয়ে দেখতে পারেন।

অলিভ অয়েল- শিশু গলায় কাঁটা বেশি দেরি না করে এক চা চামচ এডিবল অলিভ অয়েল খেয়ে নিতে বলবেন। অলিভ অয়েল অন্য তেলের তুলনায় বেশি পিচ্ছিল তাই গলা থেকে পিছলে মাছের কাঁটা নিচে নেমে যেতে পারে। তবে শিশুর বয়স অনুযায়ী অলিভ অয়েল খাওয়াবেন অতিরিক্ত অলিভ ওয়েল খাওয়ালে সমস্যা হতে পারে।

শুকনো ভাত- গলায় কাটা আটকালে শুকনো ভাত কে দলা পাকিয়ে গোল গোল ছোট বলের মত বানিয়ে তা বাচ্চাকে গিলে খেয়ে ফেলতে বলুন। এরপর পানি পান করা একেবারে না হলে কয়েকবারই উপায় অনুসরণ করুন এভাবে ভা্ত পানি খেলে বেশিরভাগ ক্ষেত্রে নেমে যায়।

পাকা কলা- পাকা কলা বা দুধ ভিজা পাউরুটি খেলেও গলা থেকে অনেক সময় কাটা নেমে যায়। পাউরুটি নরম বলে গলায় বেঁচে থাকা কাঁটা সঙ্গে আটকে নিচে নামতে সাহায্য করে। তাই গলায় কাঁটা ভিতরে দুধে ভেজানো পা রুটি খেলেও সমাধান পাওয়া যায়।

আরো পড়ুন – বাচ্চাদের ঘন ঘন প্রস্রাব হওয়ার কারণ ও প্রতিকার

গলায় মাছের কাঁটা জন্য হোমিও ঔষধ

সাধারণত অনেক সময় ঘরোয়া পদ্ধতিতে গলা থেকে মাছের কাঁটা নামে না। গলায় মাছের কাটা আটকালে হোমিওপ্যাথি ওষুধ ট্রাই করা যেতে পারে। বাড়িতে সব সময় এক শিশি সাইলেসিয়া রাখতে পারেন এই হোমিওপ্যাথি ট্যাবলেট গলায় ফুটে থাকা মাছের কাঁটা বিশেষ করে কৈ মাছের বা যেকোন সূক্ষ্ম কাঁটা গলিয়ে যন্ত্রণা মুক্ত করে দিতে পারে।

যে কোন ফার্মেসি বা দোকান থেকে এই ওষুধটি সরবরাহ করে ঘরে রাখতে পারেন। বাচ্চাদের যে কোন সময় ঔষধের প্রয়োজন হয় তখন হাতের কাছেই থাকলে সুবিধা হয়।

মাছের কাঁটা বের করার দোয়া

fa lao la isa balagatil hulkum – ফা লাওলা ইজা বালাগাতিল হুল্কুম

অর্থ- অতঃপর যখন কারো প্রাণ কণ্ঠা গত হয়।

আল্লাহতালা কুরআনে এবং হাদিসে মানুষের জন্য জীবনের সকল সমস্যার সমাধান দিয়ে রেখেছেন। মাছের কাঁটা বের করার জন্য এই দোয়াটি খুবই বিখ্যাত। সূরা ওয়াকিয়ার ৮৩ নাম্বার আয়াত পাঠ করে বারবার ফু দেওয়া হলে খুব সহজে মাছের কাঁটা নিচে নেমে আসে।

মাছের কাটা আটকনো থেকে বাচ্চার সুরক্ষার জন্য করণীয়

  • বাচ্চাকে সাবধানতার সাথে মাছ বেঁচে খাওয়াতে হবে
  • বাচ্চা যদি নিজ হাতে খায় তাহলে বাচ্চাকে মাছ বেঁচে খাওয়া শেখান
  • বাচ্চাদের জন্য বেশিরভাগ সময় কম কাটাযুক্ত মাছ কিনুন
  • পাঙ্গাস তেলাপিয়া স্বরপটিসহ কম কাটার মাছ দিতে পারেন
  • এছাড়াও খাওয়ার সময় মুখে কাটা লাগলে কি করে ভাত ফেলে দিতে হয় সেই ট্রেনিং বাচ্চাকে দিতে হবে

সতর্কতা

ঘরোয়া ভাবে বাচ্চাদের গলায় মাছের কাঁটা বের করার উপায় চেষ্টা করার পরও যদি মাছের কাঁটা গলা থেকে বের না হয় তাহলে ওকে শীঘ্রই নিকটস্থ সরকারি হাসপাতালের জরুরি বিভাগে কিংবা নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে  হবে। স্পেশাল ফর এমব্রয়ডারি এর সাহায্যে এরকম গলা থাকে কাঁটা বের করে আনা হয়।

বয়স্ক দের তুলনায় শিশুদের বেশি সমস্যা হতে পারে। তাই ঘরোয়া ভাবে সমস্যার সমাধান না হলে একজন রেজিস্টার চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে।

বাচ্চাদের গলায় মাছের কাঁটা বের করার উপায়

বাচ্চাদের গলায় মাছের কাঁটা বের করার উপায়

আজকে আমরা বাচ্চাদের গলায় মাছের কাঁটা বের করার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি আর্টিকেলটি ভালো লেগেছে। আর্টিকেলটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এবং আর্টিকেল সম্পর্কে কোন মন্তব্য মতামত পরামর্শ থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।

আমরা অতি শীঘ্রই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। প্রতিদিন নতুন নতুন সব আপডেট ইনফরমেশন পেতে আমাদের ওয়েবসাইটটি বুক মার্ক করে রাখতে পারেন।

আরো পড়ুন – 

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply