সিলেট ট্যুর প্যাকেজ ২০২৩, খরচ বিস্তারিত

সিলেট ট্যুর প্যাকেজ ২০২৩

বাংলাদেশের বর্তমানে পর্যটকদের জন্য বিভিন্ন পর্যটনের এরিয়া খুবই বিখ্যাত হয়ে উঠেছে। তাদের মধ্যে চায়ের দেশ সিলেট অন্যতম। দেশে ঘুরার জায়গা গুলোর মধ্যে সিলেট অন্যতম একটি জায়গা। দেশ এবং দেশের বাইরের পর্যটকরা বিভিন্ন জায়গা ঘুরে দেখার পাশাপাশি সিলেট ভ্রমণ করতে চান। তাই অনেকেই সিলেট ট্যুর প্যাকেজ ২০২৩ এর আপডেট প্যাকেজ গুলো সম্পর্কে বিস্তারিত জানার জন্য গুগলে সার্চ করে থাকেন।

আজকে আমরা সিলেট ট্যুর প্যাকেজ ২০২৩ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করছি আর্টিকেলটি ভালো লাগবে।

সিলেট ভ্রমণের উপযুক্ত সময়

সিলেটে পাহাড়, ঝড়না দুইটা ই আছে তাই নির্দিষ্ট সময়ের নাম বলা কিছুটা কষ্টকর। আপনার যদি শুধুমাত্র চা পাহাড়ী চা বাগান যেমন শ্রীমঙ্গল এলাকা ঘুরার ইচ্ছা থাকে তাহলে বর্ষাকালে না যাওয়া ই ভালো। তবে আপনার যদি মূল উদ্দেশ্য থাকে ঝড়না বা নদী প্রবাহ দেখবেন তাহলে অবশ্যই বর্ষাকালে যেতে হবে। যেমন রাতারগুল, বিছনাকান্দি কিংবা ভোলাগঞ্জ সাদাপাথর এই জায়গা গুলো বর্ষাকালে সবচেয়ে সুন্দর দেখায় যেহেতু পানি থাকে।

তবে বর্ষার ভরা মৌসুমে না গিয়ে বর্ষার শেষের দিকে যেতে পারেন। পাহাড়ি এলাকা হওয়াইয় বর্ষার ভরা মৌসুমে প্রচুর বৃষ্টিপাত হয়।

সিলেট ট্যুর প্যাকেজ ২০২৩

১। গ্রিন বেল্ট

সিলেট ভ্রমণ এর তারিখ

ট্যুর ১ – ১০ আগস্ট ২০২৩

ট্যুর ২- ১৭ই আগস্ট ২০২৩

ট্যুর ৩- চব্বিশ আগস্ট ২০২৩

ট্যুর ৪- ৩১ আগস্ট ২০২৩

ট্যুর ৫- ৭ সেপ্টেম্বর ২০২৩

ট্যুর ৬- ১৪ সেপ্টেম্বর ২০২৩

ভ্রমণের স্থানসমূহ

জাফলং, রাতারগুল, ভোলাগঞ্জ সাদা পাথর, চা বাগান, সংগ্রামপুঞ্জি, মায়াবী ঝর্ণা, হরিপুর গ্যাস ফিল্ড

ভ্রমণ খরচ- জন প্রতি ৬৫00 টাকা নন এসি বাস

৮ হাজার টাকা জনপ্রতি এসি বাস

কাপল প্যাকেজ সমূহ

নন এসি বাস এবং নন এসি কাপল রুম- ১৩৮০০ টাকা

নন এসি বাস এবং এসি কাপল রুম- ১৪ হাজার ৫০০ টাকা

এসি বাস এবং নন এসি কাপল রুম- ১৭২০০ টাকা

এসি বাস এবং এসি কাপল রুম- ১৮০০০ টাকা

ভ্রমণের দিন- দুই দিন তিন রাত

সিলেট ভ্রমণের সম্ভাব্য বর্ণনা

প্রথম দিন- সিলেটে প্রথম দিন ভ্রমণ গন্তব্য থাকবে রাতারগুল ফরেস্ট। ভোরে সিলেট নেমে হোটেলে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট শেষে চলে যাবে রাতারগুল। সেখানে ডিঙ্গি নৌকায় ভ্রমণ শেষে যেতে হবে ভোলাগঞ্জ সাদা পাহাড় পাথর। সেখানকার স্বচ্ছ টলমলে জলে গা ভেজাবে সবাই ধোলাই নদীর পাড়ে দুপুরের খাবার খাওয়া হবে। বিকালটা কাটিয়ে দিবে সবাই ভোলাগঞ্জ এ পাথরের বিছানায় সন্ধ্যার মধ্যেই সিলেট শহরে ফিরে আসতে হবে।

দ্বিতীয় দিন- সকালে নাস্তা সেরে চলে যেতে হবে জাফলং এর উদ্দেশ্যে। পথে দেখে নিতে হবে দেখা হবে হরিপুর গ্যাস ফিল্ডের অগ্নিকুফ সেখান থেকে জাফলং এর পি আইন নদীর তীরে। দুপুরের খাবার জাফলং ঘুরে চা বাগান দেখে সবাই চলে যাব সংগ্রামপুঞ্জি ঝর্ণা দেখতে। সন্ধ্যায় সিলেটে এসে ফ্রেশ হওয়ার জন্য গ্রুপ ভিত্তিক হোটেল রুম থাকবে। তারপর রাতের খাবার খেয়ে সিলেটকে বিদায় জানিয়ে ঢাকা বাসে উঠতে হবে।

কনফার্ম করার নিয়ম

যাত্রার তারিখের কমপক্ষে দুইদিন আগে পর্যন্ত বুকিং কনফার্ম করা যাবে

যদি পরবর্তীতে সিট ফাঁকা থাকে তাহলে পরেও কনফার্ম করা যাবে

বুকিং কনফার্ম করার জন্য ডেড লাইনের মধ্যে ৫০ ভাগ টাকা আগে বুকিং মানে হিসেবে অগ্রিম পরিশোধ করতে হয়

বাসে আসন দীর্ঘ রিসোর্ট এর রুম বন্টনের ক্ষেত্রে আগে বুকিং দিলে আগে পাবেন ভিত্তিতে দেয়া হয়

চাইল্ড পলিসি- শূন্য থেকে তিন বছরের শিশুদের জন্য ফ্রি এবং তিন থেকে ছয় বছরে শিশুদের জন্য আলোচনা সাপেক্ষে ছাড় দেয়া হবে।

প্যাকেজে যা যা থাকছে

  • ঢাকা থেকে সিলেট সিলেট থেকে ঢাকা বাস টিকেট
  • সিলেট পৌঁছানোর পর সকালের খাবার থেকে শুরু করে আসার দিন রাতের খাবার সহ প্রতিদিন ৩ বেলা খাবার
  • ৩ ষ্টার কোয়ালিটি হোটেলে থাকার সুযোগ
  • ভোলাগঞ্জ লালখান জাফলংকা ভাড়া জাফলং এর রিজার্ভ নৌকা ভাড়া

যা যা প্যাকেজে থাকছে না 

  • ঢাকা থেকে সিলেট আসা যাওয়ার পথে বাসের যাত্রা বিরতির খাবার
  • হোটেলের ট্যাক্স অথবা ভ্যাট
  • হোটেলের টিপস

উল্লেখযোগ্য- আমাদের সিলেট সিলেট টু প্যাকেজে কোন দূরের হিডেন চার্জ নেই।

আরো যা যা থাকবে

  • কাপলদের জন্য আলাদা কাপল রুম থাকবে
  • শেয়ার রুমের ক্ষেত্রে চারজন করে থাকা লাগবে
  • রুমে দুইটা আলাদা সব রুমে এটাচ বাথ থাকবে
  • প্রতি সিটে পাঁচজন করে ১০ জন বসতে হবে লেগুনাতে
  • নিরাপত্তা কারণে সবসময় নিজেকে সতর্ক থাকতে হবে

বুকিং মানে জমা দেওয়ার পদ্ধতি

১। সরাসরি অফিসে এসে বুকিং মানি জমা দেওয়া যাবে

অফিসের ঠিকানা- শাহ আলী প্লাজা ১৪ তলা মিরপুর ১০ নাম্বার সার্কেল

২। বিকাশ ও ডাচ বাংলা ব্যাংকের রকেট করা যাবে

৩। ব্যাংক ডিপোজিট করে বুকিং করা যাবে সিটি ব্যাংক এমটিভি ইবিএল

যোগাযোগের নাম্বার- ০১৮১০১৩৭০ ০২, ০১৮৬৯৬৪৯৮১৭

Email: [email protected]

Office address: 1403,shah aliplaza mirpur 10 circle. Dhaka bangladesh1216

২। Nayantara tours

প্যাকেজের সময়- ভ্রমণের দিন দুই দিন এক রাত

প্যাকেজ মূল্য- ৬৪০০ টাকা থেকে শুরু

বুকিং হট লাইন- ০১৯১২৪৭০৯৬০

ভ্রমণের লোক সংখ্যা- ন্যূনতম চারজন হলেই যে কোনদিন প্রাইভেট প্যাকেজে সিলেট ভ্রমণে যাওয়া যাবে

  •  আর প্যাকেজ টুরে যেতে চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন
  • আগ্রহীদের ভ্রমণ তারিখের কমপক্ষে পাঁচদিন আগে বুকিং দেতে হয়
  • প্যাকেজ মূল্যের ৫০% টাকা বুকিং দিয়ে কনফার্ম করতে হবে

প্যাকেজ মূল্য- ফ্যামিলি বা গ্রুপ জন প্রতি ৬৪০০ টাকা চারজন এক রুম শেয়ার করতে হবে

কাপলদের জন্য- জনপ্রতি ৭২০০ টাকা দুইজন এক রুম শেয়ার করতে হবে

এসি বাস আসা-যাওয়ার জন্য জনপ্রতি- ১৬00 টাকা যোগ করতে হবে

ভ্রমণের স্থানসমূহ

ভোলাগঞ্জ, সাদা পাহাড়, লালাখাল, রাতার গুল, জুইন তাহিল জাফলং সংগ্রামপুঞ্জি, মায়াবী ঝরনা, মাননী ছড়া চা বাগান, শ্রীপুর চা বাগান

প্যাকেজে যা যা থাকছে

  • ঢাকা সিলেট ঢাকা বাসের টিকেট
  • সিলেটে এক রাত ৩ তারকা সমমানের হোটেলে থাকার খরচ
  • দুইটি সকালের খাবার দুটি দুপুরের খাবার এবং দুটি রাতের খাবার খরচ
  • দুইটি দিন দুই দিন রিজার্ভ গাড়িতে ঘোরাফেরার খরচ
  • রাতার গুল আলাখাল সাদা পাথর নৌ ভ্রমণের খরচ

যা যা অন্তর্ভুক্ত নয়

  • ব্যক্তিগত মেডিসিন
  • ব্যক্তিগত খরচ
  • যাত্রা পথে ও যাত্রা বিরোতিতে কোন খাবার
  • প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনার রাস্তা অবরোধ ইত্যাদির জন্য অতিরিক্ত খরচ
  • প্যাকেজে অন্তর্ভুক্ত করা হয়নি এমন খরচ

ভ্রমন পরিকল্পনা

প্রথম দিন– ঢাকা থেকে রাতের বাসের রওনা দিয়ে পরদিন ভরে সিলেট পৌঁছানো হবে। হোটেল রুমে ফ্রেশ হয় সকালের নাস্তা করার পর জাফলং এর পথে যাত্রা করতে হবে। সেখান থেকে দেখা যায় দেখা যাবে জিরো পয়েন্ট অথর বিছানো স্বচ্ছ পানির পিয়ান নদী এবং সংগ্রামপুঞ্জের মায়াবী ঝরনা দেখা সম্পন্ন করে হোটেলে উদ্দেশ্যে রওনা। ফেরার পথে যন্তা হিরো শ্রীপুরে চা বাগান দেখা যাবে সন্ধ্যায় হোটেলে পৌঁছে বিশ্রাম নিয়ে রাতের খাবার খেতে হবে।

দ্বিতীয় দিন- পর দিন খুব ভোরে উঠে সকালে নাস্তা খেয়ে রাতার গুলোর উদ্দেশ্যে রওনা হবে। পথে মালোন ছড়া চা বাগানে কিছু সময় কাটাবে রাতারগুলে নৌকা নিয়ে ঘোরা করে শেষে যেতে হবে জনপ্রিয় পর্যটনের স্পট জাফলং এর সাদা পাথর যেখানেই সাদা কথায় ধোলাই নদীর সৌন্দর্যকে বাড়িয়ে দেয়। বহুগামী নির্ধারিত হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে হাতে খাবার খেয়ে নিতে হবে এবং রাতেই বাসের রওনা দিয়ে ভরে ঢাকায় যেতে হবে।

বিশেষ দ্রষ্টব্য- বিরূপ প্রাকৃতিক পরিবেশ এবং পরিস্থিতি রাস্তার যানজট এবং অন্যান্য সমস্যার কারণে যেকোনো সময় পরিকল্পনা বা স্থানসমূহ পরিবর্তন হতে পারে।

খাবারের মেনু- সকালের নাস্তা ডিম সবজি পরোটা চা অথবা খিচুড়ি ডিম ভুনা মিনারেল ওয়াটার

দুপুরের খাবার- ভাত মুরগির বা গরম মাংস বা মাছ সবজি ভর্তা ডাল মিনারেল ওয়াটার

রাতের খাবার- ভাত মুরগির মাংস অথবা মাছ সবজির ভর্তা ডাল মিনারেল ওয়াটার

বুকিং মানি জমা দেওয়ার নিয়ম

  • তিনভাবে বুকিং মানে জমা দেওয়া যাবে। সরাসরি অফিসে এসে বুকিং মানে জমা দেওয়া যাবে
  • সরাসরি ব্যাংক একাউন্টে ডিপোজিট করে বুকিং করা যাবে
  • বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে বুকিং করা যাবে
  • বিকাশে টাকা পাঠানোর সময় অবশ্যই bkash ফ্রিসহ টাকা পাঠাতে হবে
  • টাকা পাঠানোর আগে অবশ্যই ফোন করে বিস্তারিত তথ্য কনফার্ম হতে হবে
  • টাকা পাঠানোর পর ফোন করে নিজের মোবাইল নাম্বার এবং ট্রানজেকশন আইডি চালানোর পরে আপনারা কনফার্ম করা হবে

চাইল্ড পলিসি- শূন্য থেকে তিন বছর পর্যন্ত শিশুর কোন খরচ লাগবে না যদি খাবার না লাগে। তিন থেকে আট বছরের শিশুদের জন্য তিন হাজার টাকা দিতে হবে। যদি বাচ্চাটি বাপ মা বাবা-মার সাথে বেড শেয়ার করে এবং বাসের টিকেট না নেয়। এবং আট বছরে ঊর্ধ্বে প্যাকেজের মূলে কোন ছাড় প্রযোজ্য নয়।

বিস্তারিত জানতে কল করুন- ০১৬৩৩ ৩৭৩০৮৭, ০১৯১২৪৭০৯৬০

অফিসের ঠিকানা- সাত মসজিদ সুপারমার্কেট, থার্ড ফ্লোর মোঃপুর বাস স্ট্যান্ড, ঢাকা ১২০৭

ইমেইল- [email protected]

৩। Dhaka mail

ভ্রমণের দিন- দুই দিন তিন রাত

ভ্রমণের খরচ- জন প্রতি ১১৪৯০ টাকা

কমপক্ষে দুইজনের জন্য প্রযোজ্য

অফারের মধ্যে রয়েছে

  • সব ধরনের ট্যাক্স সহ ঢাকা সিলেট সিলেট থেকে ঢাকা রিটার্ন টিকেট
  • দুই দিনের থাকার ব্যবস্থা
  • সকালের নাস্তা
  • এয়ারপোর্ট হোটেল এয়ারপোর্টের ট্রান্সফার সুবিধা

হোটেলগুলো নাম হলো

  • হোটেল সাদা পাথর
  • নির্ভানা ইন হোটেল
  • গ্র্যান্ড সিলেট নাজিমগড় গার্ডেন রিসোর্ট
  • খাদিমনগর ও নাজিমগড়
  • বিল্ডার নেস লালাখাল

প্যাকেজের সময়সীমা- ২৮ অক্টোবর ২০২৩

যাওয়া আসার মাধ্যম- ইউএস-বাংলা এয়ারলাইন্স

অফারটি জানতে ইউএস-বাংলার সব সেলস কাউন্টার যোগাযোগ করতে পারেন অথবা- ০১৭৭৭৭৭৭৭৮১ নাম্বারে যোগাযোগ করতে পারেন

Office address – ৯৫ সৌরভ দেবী, নিউ বারিধারা ডিপ্লোম্যাটিক জোন, ঢাকা ১২১২

সিলেট ট্যুর প্যাকেজ পরামর্শ

১। বর্ষাকালে সিলেটে অন্যান্য এলাকার তুলনায় বেশি বৃষ্টি হয়। তাই সাথে ছাতা, রেইনকোর্ট, মোবাইলের জন্য ওয়াটার প্রুফ কাভার সাথে রাখুন।

২। বিছনাকান্দি, ভোলাগঞ্জ সাদাপাথর এই এলাকাগুলোতে অনেক ধারালো পাথর রয়েছে। তাই পা ফেলতে সাবধানে ফেলুন।

৩। রাতারগুল সোয়াম্প ফরেস্টে নৌকা দিয়ে যাওয়ার সময় লতা পাতা যেন গায়ে না লাগে সেদিকে খেয়াল রাখুন।

৪। কোন গ্রাম, শহর বা দর্শনীয় স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের সবারই একান্ত দায়িত্ব ও কর্তব্য এমন কিছু করা উচিত নয় ভ্রমণের সময় যেগুলো পরিবেশের জন্য অভিশাপ হয়ে আসে।

সিলেট ট্যুর প্যাকেজ

সিলেট ট্যুর প্যাকেজ

আজকে আমরা সিলেট ট্যুর প্যাকেজ ২০২৩ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করছি সিলেট ট্যুর প্যাকেজ আর্টিকেলটি ভালো লেগেছে। আর্টিকেলটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এবং আর্টিকেল সম্পর্কে কোন মন্তব্য মতামত অথবা পরামর্শ থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।

আরো পড়ুন – 

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply