ঢাকার সেরা কাওমি মাদ্রাসা তালিকা ও ভর্তির নিয়ম

ঢাকার সেরা কাওমি মাদ্রাসা

সরকারি পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে কওমি মাদ্রাসার সংখ্যা প্রায় 14 হাজারের বেশি এবং কাওমী মাদ্রাসার শিক্ষার্থী সংখ্যা প্রায় 14 লক্ষ। বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা প্রায় 20 লক্ষের বেশি। মার্কিন দূতাবাস এক তারবার্তায় বলা হয় বাংলাদেশের কওমী মাদ্রাসার সংখ্যা সংখ্যা প্রায় 23 হাজার থেকে 57 হাজার এর মত। বাংলাদেশের মধ্যে ঢাকার সেরা কাওমি মাদ্রাসা গুলোর জন্য সরকার অনুমোদিত শিক্ষা বোর্ড আছে।

ঢাকার সেরা কাওমি মাদ্রাসা তালিকা, ভর্তির নিয়ম ও ভর্তির খরচ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো।

ঢাকার সেরা কাওমী মাদ্রাসা তালিকা

ঢাকা শহরে কওমি মাদ্রাসার সংখ্যা ১ হাজারের বেশি। এর মধ্যে সবগুলো মাদ্রাসার নাম প্রকাশ করা কষ্টসাধ্য তবে আমরা ঢাকা শহরের নামকরা ও ঢাকার সেরা কাওমি মাদ্রাসা তালিকা সংক্ষেপে দেয়ার চেষ্টা করব।

  • ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ বসুন্ধরা
  • শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার খিলখেত
  • জামিয়া ইসলামিয়া আরাবিয়া ইসলামপুর
  • জামিয়া মাদানিয়া বারিধারা ঢাকা
  • জামিয়া সাহবানিয়া দারুল উলুম
  • জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগ
  • জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগ
  • জামিয়া রাহমানিয়া আরাবিয়া ঢাকা মোহাম্মদপুর
  • জামিয়া হোসাইনিয়া আশরাফুল উলুম বড় কাটারা
  • জামিয়াতুল আসাদ আল ইসলামিয়া
  • জামিয়া নুরিয়া ইসলামিয়া
  • জামিয়া শারইয়্যাহ মালিবাগ ঢাকা
  • জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদ্রাসা
  • জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া
  • জামিয়া আরাবিয়া খাদিমুল ইসলাম
  • জামিয়া মুহাম্মাদিয়া ইসলামিয়া বনানী
  • জামিয়া ইসলামিয়া দারুল উলুম আকবর
  • জামিয়া মাদানিয়া অঙ্গুরা মহাম্মদপুর
  • জামিয়া ইসলামিয়া লালমাটিয়া
  • ইন্টারন্যাশনাল তাহফীজুল কুরআন মাদরাসা।

কওমি মাদ্রাসার ক্লাসের নাম সমূহ

ঢাকার সেরা কাওমি মাদ্রাসা গুলোর ক্লাস সমূহের নাম

  • হিফস বিভাগ
  • মাওলানা উপাধি প্রদান
  • মুফতি উপাধি প্রদান
  • মুসাফির কুরআন
  • মুহাদ্দিস

কওমি মাদ্রাসা ভর্তি যোগ্যতা

ঢাকার সেরা কাওমি মাদ্রাসা ভর্তি হতে হলে আপনার অবশ্যই সর্বনিম্ন কিছু শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। যেমন নূরানী, মুক্ত, অথবা হাজেরা বিভাগ থেকে যদি আপনি শিক্ষা গ্রহণ করে থাকেন। তাহলে আপনি Komi madrasa গুলোতে ভর্তির যোগ্যতা অর্জন করতে পারবে। আর আপনি একেবারে নতুন হয়ে থাকলে অবশ্যই নূরানী , হাজরা অথবা মুক্ত বিভাগ থেকে প্রথমে শিক্ষা গ্রহণ করে তারপর মাদ্রাসা ভর্তি হতে হবে।

তবে স্কুল-কলেজ পর্যায়ের মাদ্রাসা শিক্ষার্থীরা ঢাকার সেরা কাওমি মাদ্রাসা ভর্তি হতে পারবে। তবে সে ক্ষেত্রে যদি মাদ্রাসার আসন ফাঁকা থাকে তাহলে ভর্তি হতে পারবে।

যেহেতু ঢাকার সেরা কাওমি মাদ্রাসা গুলোর তাদের ভর্তির যোগ্যতা মাঝে মাঝে পরিবর্তন করে থাকে। তাই যে মাদ্রাসায় ভর্তি হতে চাচ্ছেন আগে থেকেই সে মাদ্রাসার খোঁজ খবর রেখে এবং সব নিয়ম কানুন জেনে ভর্তি হতে পারে।

কাওমী মাদ্রাসা ভর্তি তথ্য

  • ভর্তি ফরমের সাথে সকল নতুন পুরাতন শিক্ষার্থীদের দুই কপি পাসপোর্ট সাইজ ছবি এবং অভিভাবকদের এক কপি ছবি অবশ্যই জমা দিতে হবে।
  • ভর্তিচ্ছুক সকল শিক্ষার্থীকে টিসি জন্ম নিবন্ধন সনদপত্র সাথে আনতে হবে
  • সকল শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে
  • ভর্তির সময় সকল শিক্ষার্থীর ভর্তি ফি প্রথম এক মাসের বেতন আদায় করতে হবে। এবং পরিবহন ব্যবহার করলে অগ্রিম একমাসের পরিবহন চার্জ প্রদান করতে হবে
  • নির্দিষ্ট তারিখের মধ্যে ভর্তি হতে হবে
  • রশিদ কোন টাকা ফেরত যোগ্য নয়

কওমি মাদরাসার পড়াশোনার খরচ

ঢাকার সেরা কাওমি মাদ্রাসা গুলো ভর্তি কিরকম হবে এ নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগে সাধারণত বিভিন্ন কওমী মাদ্রাসার ভর্তি খরচ বিভিন্ন রকম হয়ে থাকে। তবে ঢাকার সেরা কাওমি মাদ্রাসা ভর্তি খরচ 2500 টাকা থেকে 4000 টাকার মতো লাগতে পারে। সাধারণত মাদ্রাসা গুলোর উপর ভিত্তি করে খরচ কিছুটা কম বেশি হতে পারে।

এছাড়া আরো কিছু খরচ হতে পারে তার মধ্যে খাওয়া এবং থাকার খরচ। যারা Komi madrasa ভর্তি হতে চান তাদেরকে মাদ্রাসায় থাকা এবং খারাপ ব্যবস্থা করে দেওয়া হয়। কি রকম খরচ হবে সেটা মাদ্রাসা থেকে বলে দেওয়া হয়। এছাড়া কিতাব কেনা ও মাদ্রাসয় মাসিক কিছু খরচ দিতে হয়।

বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন রকম খরচ হতে পারে সেটা মাদ্রাসা থেকে জেনে নিতে হবে।

কাওমি মাদ্রাসায় অনলাইন ভর্তির নিয়ম

সাধারণত কাওমি মাদ্রাসা গুলোতে অনলাইন এ আবেদন করতে হলে আপনাকে প্রথমে তাদের দেওয়া অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর আপনি সরাসরি আবেদনের নিয়ম ও ভর্তির তারিখ দেখে আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে আপনি অবশ্যই সেখানে থাকার যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন।

আবার অনেক মাদ্রাসা আসছে সরাসরি মাদ্রাসা আবেদন ফরম পূরণ করে জমা দিতে হয় এবং ভর্তি প্রক্রিয়া শুরু হলে সরাসরি মাদ্রাসা ভর্তি হতে হয়।

ঢাকার সেরা কাওমি মাদ্রাসা

ঢাকার সেরা মহিলা মাদ্রাসার তালিকা

  • তানজিমুল উম্মাহ গার্লস হিফস মাদ্রাসা ,ঢাকা বাংলাদেশ
  • মিরপুর জামিয়া সিদ্দিকিয়া নূরানী মহিলা মাদরাসা, ঢাকা বাংলাদেশ
  • জান্নাত বানাত মহিলা মাদ্রাসা, ঢাকা বাংলাদেশ
  • হযরত খাদিজা (রাঃ) আদর্শ মহিলা মাদ্রাসা , ঢাকা বাংলাদেশ
  • তালিমুন উসওইয়া মহিলা মাদ্রাসা, ঢাকা বাংলাদেশ
  • আদর্শ ইসলামী মহিলা আলিম মাদ্রাসা ,ঢাকা বাংলাদেশ
  • মাহমুদা খাতুন মহিলা কালিম মাদরাসা, ঢাকা বাংলাদেশ
  • মাহমুদিয়া মহিলা মাদ্রাসা, ঢাকা বাংলাদেশ
  • দারুন্নাজাত মহিলা মাদ্রাসা, ঢাকা বাংলাদেশ

কওমি মাদ্রাসা শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা

যে কোন মাদ্রাসায় শিক্ষকতা করতে মোটামুটি আলেম পাস হলেই তিনি শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জন করে থাকে।তবে অনেক মাদ্রাসা অনেক ভাবে শিক্ষক নিয়োগ দিয়ে থাকেন। অর্থাৎ যে বিষয়ের উপর শিক্ষক নেবে সে বিষয়ের উপর রেজাল্ট কি রকম সেই বিষয়টি দিকে নজর রাখেন এবং সাথে সেই বিষয়ের উপর কেমন পারদর্শী সেদিকেও নজর দিয়ে থাকেন।

মন্তব্য

আমরা আজকে আলোচনা করার চেষ্টা করেছে ঢাকার সেরা কাওমি মাদ্রাসা সম্পর্কে। এবং ঢাকার সেরা কাওমি মাদ্রাসা গুলোর তালিকা ,সেই সাথে আরো জানানোর চেষ্টা করেছি কাওমি মাদ্রাসার ভর্তির যোগ্যতা এবং কামিল মাদ্রাসা ভর্তি তথ্য গুলো সম্পর্কে সাথে খরচ কি রকম হতে পারে এবং অনলাইনে ভর্তির নিয়ম।

আজকের আর্টিকেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধু অথবা শুভাকাঙ্খীদের সাথে শেয়ার করতে পারি। আর্টিকেলটি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন খুব দ্রুত আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।

আরো পড়ুন –

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

This Post Has One Comment

Leave a Reply