সিলেটের সেরা মাদ্রাসা তালিকা ও ভর্তির খরচ

সিলেটের সেরা মাদ্রাসা তালিকা

সিলেটকে বলা হয় আওলিয়ার শহর। প্রাচীনকাল থেকেই ইসলাম প্রচার ও প্রসারে সিলেটের ভূমিকা ছিলো অগ্রগামী। সেই ধারাবাহিকতায় সিলেটে রয়েছে বেশ কিছু সরকারি, বেসরকারি ও কাওমি মাদ্রাসা। আপনি যদি সন্তানকে ভর্তি করানোর জন্য সিলেটের সেরা মাদ্রাসা তালিকা খুজে থাকেন তাহলে আজকের পোষ্ট টি আপনার জন্য।

সিলেটের সেরা আলিয়া মাদ্রাসার তালিকা –

  • জামেয়া ইসলামিয়া বুধবারীবাজার বুধবারই গোপালগঞ্জ উপজেলা সিলেট
  • রাখালগঞ্জ ডি.কিউ ফাজিল ডিগ্রী মাদ্রাসা দক্ষিণ সুরমা উপজেলা সিলেট
  • দারুন মাহমুদ তাহফিজুল কুরআন মাদরাসা সিলেট
  • জামিয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস
  • ঢাকা উত্তর রানাপিং আরাবিয়া হোসাইনিয়া মাদ্রাসা
  • জামিয়া মুহাম্মাদিয়া হাড়িকান্দি
  • জামিয়া ইসলামিয়া দারুল হাদিস রাজাগঞ্জ ইউনিয়ন
  • গোটাটিকর ইসলামিয়া দাখিল মাদ্রাসা কদমতলী সিলেট
  • সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা
  • ফুলবাড়িয়া আজিজিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা ফুলবাড়ী গোপালগঞ্জ সিলেট
  • সৎপুর কামিল মাদ্রাসা সোনাগাজী ইউনিয়ন বিশ্বনাথ উপজেলা সিলেট
  • জামায়াত ক্বাসিমুল ঊলূম দরগাহ হযরত শাহজালাল (রা) সিলেট
  • জামিয়া মাদানিয়া কাজির বাজার সিলেট
  • জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর বিয়ানীবাজার সিলেট
  • শাহজালাল জামেয়া ইসলামিয়া কালিম মাদরাসা সিলেট
  • হযরত শাহাজালাল দারুসুন্নাহইয়াকুবিয়া কামিল মাদ্রাসা সুবহানিঘাট সিলেট
  • জামিয়া ইসলামিয়া হুসাইন মিরুবক্সটুলা নয়াসড়ক মাদ্রাসা সিলেট
  • মাদ্রাসা তাইয়্যেবা তাহেরিয়া হেলিমিয়া সুন্নায়া,সিলেট
  • জামিয়া দারুল কুরআন সিলেট
  • জামিয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার সিলেট
  • জামিয়া ইসলামিয়া দারুল উলুম দেওয়ান গ্রাম বিয়ানীবাজার সিলেট
  • ঘাসিটুলা জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা
  • জামিয়া মাহমুদিয়া ইসলামিয়া সুবহানিঘাট সিলেট
  • জৈন্তা ডি এস দাখিল মাদ্রাসা জৈন্তাপুর সিলেট
  • ওসমানী নগর জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা দক্ষিণ সুরমা সিলেট
  • জামেয়া আজহারুল উলুম বালিকা মাদ্রাসা ধরমপুর দক্ষিণ সুরমা সিলেট
  • হাসান সহরা ইসলামিয়া দাখিল মাদ্রাসা পানিছড়া চিকনাগুল জৈন্তাপুর সিলেট
  • জামিয়া মাহমুদিয়া মাজহারুল উলুম উমনপুর চিকনাগুল জৈন্তাপুর সিলেট
  • জামিয়া ইসলামিয়া মাদ্রাসা দারুল উলুম দারুল হাদিস হরিপুর মাদ্রাসা জৈন্তাপুর সিলেট
  • শেখ ফজিলাতুন্নেছা মসজিদ মাদ্রাসা ওসমানীনগর সিলেট
  • কানাইঘাট মনসুরিয়া কামিল মাদ্রাসা কানাইঘাট সিলেট
  • জামিয়া হাতি মিয়া হাফিজিয়া মাদ্রাসা শিবগঞ্জ সিলেট
  • বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসা জকিগঞ্জ সিলেট
  • জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা জকিগঞ্জ সিলেট
  • হাউসা ফোরকানিয়া ইরফানিয়া আলিম মাদ্রাসা সদর উপজেলা সিলেট
  • আলহেরা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা সিলেট
  • দারুস সুন্নাহ ইসলামিয়া আলিম মাদ্রাসা কুলাউড়া মৌলভীবাজার
  • সুজাউল সিনিয়র ফাজিল মাদ্রাসা বড়লেখা মৌলভীবাজার
  • সুজাউল সিনিয়র ফাজিল মাদ্রাসা বড়লেখা মৌলভীবাজার
  • সৈয়দপুর এসএস আলিম মাদ্রাসা জগন্নাথপুর সুনামগঞ্জ
  • কামালবাজার আলিম মাদ্রাসা বিশ্বনাথ সিলেট
  • হিংগাজিয়া সিনিয়র মাদ্রাসা কুলাউড়া মৌলভীবাজার
  • মনসুর মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসা মনসুর কুলাউড়া মৌলভীবাজার
  • জালালিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা জালালপুর
  • গাছবাড়ি জামেউল উলুম কামিল মাদ্রাসা
  • সিঙ্গার এর কাছ আলিম মাদ্রাসা বিশ্বনাথ সিলেট
  • ফরিদপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ফেঞ্চুগঞ্জ সিলেট
  • জামেয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ সুজানগর বড়লেখা মৌলভীবাজার
  • কৈলাস শাহানুর দাখিল মাদ্রাসা গোপালগঞ্জ সিলেট
  • হারাতৈল দাখিল মাদ্রাসা কানাইঘাট সিলেট
  • রাখালগঞ্জ ফাজিল ডিগ্রী মাদ্রাসা রাখালগঞ্জ দক্ষিণ সুরমা সিলেট
  • উত্তর আঁকা খাজানা দাখিল মাদ্রাসা

সিলেটের কাওমী মাদ্রাসার তালিকা

আলিয়া মাদ্রাসার পাশাপাশি সিলেটে বেশ কিছু ভালো মানের কাওমি মাদ্রাসাও রয়েছে। এই পর্যায়ে আমরা সিলেটের সেরা কিছু কাওমি মাদ্রাসার তালিকা দেখে নিবো।

  1. দারুন মাহমুদ তাহফীযুল কুরআন মাদ্রাসা
  2. জামিয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস
  3. উমরগঞ্জ ইমদাদুল উলুম মাদ্রাসা
  4. ঢাকা উত্তর রানাপিং আরাবিয়া হোসাইনিয়া মাদ্রাসা
  5. জামিয়া মুহাম্মাদিয়া হাড়িকান্দি
  6. জামেয়া মাদানিয়া ইসলামিয়া
  7. জামিয়া কাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল (রঃ)
  8. জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর
  9. জামিয়া ইসলামিয়া দারুল হাদিস রাজাগঞ্জ ইউনিয়ন

সিলেটের সেরা মাদ্রাসার ভর্তি তথ্য

সিলেটের সেরা মাদ্রাসা তালিকা গুলোর মধ্যে থেকে সে কোন মাদ্রাসায় যারা ভর্তি হতে চাচ্ছেন নিম্নোক্ত তথ্য গুলো তাদের জন্য

  • ভর্তি ফরমের সাথে সকল নতুন পুরাতন ছাত্রীদের দুই কপি পাসপোর্ট সাইজ ছবি এবং অভিনয়কে এক কপি ছবি অবশ্যই জমা দিতে হবে
  • প্রতিশোধ সকল শিক্ষার্থীকে টি সি ও জন্ম নিবন্ধন সনদপত্র সাথে আনতে হবে
  • প্রত্যেক শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে
  • ছুটির সময় সকল শিক্ষার্থীর অতিথি ও প্রথম এক মাসের বেতন আদায় করতে হবে। এবং পরিবহন ব্যবহার করলে আমি একমাসের পরিবহন চার্জ প্রদান করতে হবে।
  • নির্দিষ্ট তারিখের মধ্যে ভর্তি হতে হবে
  • রশিদ প্রদানের পর টাকা ফেরত যোগ্য নয়

Sylhet best madrasa ভর্তি যোগ্যতা

সাধারণত যে কোন মাদ্রাসায় ভর্তি কার্যক্রম সারা মাসের 5 থেকে 7 তারিখের মধ্যে সম্পন্ন করে থাকে। অনেক ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে অর্থাৎ তাদের ভর্তি কার্যক্রম যেকোনো সময় নিয়ে থাকেন। সেটা মাদ্রাসা নোটিশ বোর্ডে অথবা তাদের অফিশিয়াল ওয়েবসাইট জেনে নিতে হবে।

সিলেটের সেরা মাদ্রাসা তালিকা গুলোর মধ্যে যেকোনো মাদ্রাসায় ভর্তি হতে চাইলে অবশ্যই সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। যেমন নূরানী,মুক্তা অথবা হাজেরা বিভাগ থেকে প্রথমে শিক্ষা গ্রহণ করতে হবে। মাদ্রাসাতে ভর্তির যোগ্যতা সম্পন্ন হতে পারবে। আর যদি মাদ্রাসার ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী একেবারে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে প্রথমে নূরানী, হাজেরা অথবা মুক্ত বিভাগ থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করে তারপর মাদ্রাসার ভর্তি হতে হবে।

সিলেটের সেরা মাদ্রাসা তালিকা

তবে অনেক মাদ্রাসায় ভর্তির নিয়ম বিভিন্ন হতে পারে। সে ক্ষেত্রে প্রথমেই আপনাকে সেই মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রতিযোগিতা সম্পর্কে মেনে নিতে হবে।

সিলেটের সেরা মাদ্রাসার ভর্তি খরচ

সিলেটের সেরা মাদ্রাসা তালিকা গুলোর মধ্যে যে কোন মাদ্রাসার ভর্তি খরচ কি রকম লাগবে সেটা নিয়ে অনেকেই জানার আগ্রহ থাকে। তো চলুন আজকে আমরা সিলেট জেলার সেরা মাদ্রাসার ভর্তি খরচ নিয়ে আলোচনা করব। সিলেটের সেরা মাদ্রাসা গুলোতে ভর্তি খরচ সাধারণত 2500 থেকে 4000 হাজার টাকার মতো লাগতে পারে। সাধারণত মাদ্রাসা গুলোর উপর ভিত্তি করে ভর্তি খরচ নির্ধারণ করা হয়।

এছাড়া আরো কিছু খরচ হতে পারে তার মধ্যে খাওয়া এবং থাকা খরচ। যারা চট্টগ্রামের সেরা মাদ্রাসা গুলোতে ভর্তি হতে চাচ্ছেন তারাকে মূলত মাদরাসার বোডিং এ থাকা এবং খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। তবে সেক্ষেত্রে থাকা এবং খাওয়া বাবদ কি রকম খরচ হবে সেটা মাদ্রাসা থেকে নির্ধারণ করে দেওয়া হয়। আবার বিভিন্ন মাদ্রাসার বিভিন্ন রকম খরচ হতে পারে সেটা মাদ্রাসা থেকে জেনে নিতে হবে।

এছাড়া কিতাব কেনার খরচ ও মাদ্রাসা গুলোতে মাসিক খরচ দিতে হয়। বিভিন্ন মাদ্রাসার থাকা এবং খাওয়া খরচ বিভিন্ন রকম হতে পারে সেটা আপনাকে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকে জেনে নিতে হবে।

সিলেটের সেরা মাদ্রাসার অনলাইন আবেদন

Sylhet best madrasa গুলোতে অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রথমে আপনাকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখান থেকে আবেদনের জন্য আবেদন ফরম পূরণ করে জমা দিতে হবে। আবেদনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে অর্থাৎ আপনার সম্পর্কে যা যা / খুব সাবধানতার সাথে আবেদন ফরম পূরণ করতে হবে।

সিলেটের সেরা মাদ্রাসায় শিক্ষকদের যোগ্যতা

যেকোনো এ মাদ্রাসায় শিক্ষকতা করতে মোটামুটি আলেম আসলেই হয়। আপনার শিক্ষাগত যোগ্যতা যদি আলিম পাশ হয়ে থাকে তাহলে আপনি যেকোন মাদ্রাসায় শিক্ষক হওয়ার জন্য যোগ্যতা অর্জন করেছেন। অনেক মাদ্রাসা অনেকভাবে শিক্ষক নিয়োগের নিয়োগ দিয়ে থাকেন অর্থাৎ যে বিষয়ের উপর শিক্ষকদের বিষয়ের উপর হতে হবে এবং সেই বিষয়ের উপর বেশি পারদর্শী মাদ্রাসা শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জন করবে।

মন্তব্য

আমরা আজকে আলোচনা করার চেষ্টা করেছি সিলেটের সেরা মাদ্রাসা তালিকা নিয়ে ।সেই সাথে আলোচনা করেছি সিলেটের সেরা কাওমী মাদ্রাসা তালিকা নিয়ে। এছাড়াও মাদ্রাসার ভর্তি তথ্য, আবেদনের নিয়ম এবং খরচ সম্পর্কে।

আজকের আর্টিকেলটি আপনাদের ভালো লাগলে আপনার বন্ধু অথবা প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন। আর্টিকেলটি সম্পর্কে কিছু জানা থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন।আমরা খুব দ্রুত আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ।

আরো পড়ুন –

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply