কম সিজিপিএ নিয়ে স্কলারশিপ আবেদনের নিয়ম ও খরচ

কম সিজিপিএ নিয়ে স্কলারশিপ

শুধুমাত্র ভালো রেজাল্ট হলেই বাইরের দেশে স্কলারশীপ নিয়ে পড়তে যাওয়া যায় এটা আমাদের দেশে একটা প্রচলিত ভুল ধারনা। রেজাল্ট অবশ্যই গুরুত্বপূর্ন তবে কোন কারনে অনার্স রেজাল্ট খারাপ হলেও স্কলারশীপ পাওয়া সম্ভব। তবে সেক্ষেতের আপনার কিছু বিষয়ের উপর দক্ষতা ও অভিজ্ঞতা দেখাতে হবে।

ইতঃপূর্বে যদি আন্তর্জাতিক জার্নালে কোন প্রকাশনা, রিসার্চ যোগ্যতা, Curriculum activities এর সনদ, English knowledge এই ধরনের অভিজ্ঞতা থাকে তাহলে অনার্সে খারাপ রেজাল্ট হলেও ভালো ভালো যায়গায় স্কলারশীপ পাওয়া সম্ভব। নিচে আমরা কম সিজিপিএ নিয়ে স্কলারশিপ আবেদনের নিয়ম নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো।

Scholarship কি?

Scholarship বলতে বৃত্তি নিয়ে দেশের বাইরে পড়াশোনা করতে যাওয়া কে বোঝায়। অর্থাৎ আপনি যদি দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য যেতে চান তবে সেই University থেকে আপনার মেধা, আপনার যোগ্যতা দেখে আপনাকে বৃত্তিমূলক ভাবে পড়াশোনা করার সুযোগ দিয়ে থাকে।

সাধারণত Scholarship নিয়ে যদি আপনি বিদেশে যান তাহলে পড়াশুনার যাবতীয় Cost University নিজেই বহন করবে। তবে স্কলারশীপ এর ধরনের উপর নির্ভর করে সম্পূর্ন ফ্রি কিংবা ৫০% স্কলারশীপ এর ব্যবস্থা রয়েছে। তাই আবেদনের সময় দেখে নিতে হবে আপনি যে স্কলারশীপে আবেদন করতে চাচ্ছেন সেটির সুযোগ সুবিধা কেমন।

Scholarship এর জন্য কি কি করবেন

আপনি যদি লো সিজিপিএ নিয়ে স্কলারশিপ পেতে চান তাহলে আপনাকে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে।

লক্ষ্য

স্কলারশিপ পেতে হলে আপনাকে প্রথমে আপনার লক্ষ্য স্থির করতে হবে। এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় কেননা আপনি যদি আপনার লক্ষ্যে পৌঁছাতে চান তাহলে আপনি যেকোনো কিছু করতেই রাজি আছেন। লক্ষ্য বলতে মূলত সেটাই বোঝায় সেটা হচ্ছে আপনার মনের তীব্র আকাঙ্ক্ষা বা ইচ্ছাগুলো। যদি আপনার লক্ষ্য ঠিক থাকে তাহলে আপনি স্কলারশীপের জন্য অবশ্যই যোগ্যতা অর্জন করতে পারবেন।

অনার্স রেজাল্ট

স্কলারশিপ পেতে গেলে পরীক্ষার রেজাল্ট অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তবে অনেক ক্ষেত্রে আপনার ফলাফল কাজে দেবে না । কেননা স্কলারশিপ পেতে গেলে অবশ্যই একজন ছাত্রের পরীক্ষার ফলাফল এর থেকেও বেশি গুরুত্ব দেওয়া হয় তাঁরই গবেষণা যোগ্যতা কি রকম ,ইংরেজিতে তার দক্ষতা কি রকম এই বিষয়গুলোর উপর। তাই ফলাফলের সাথে আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। অর্থাৎ আপনি চাইলে কম সিজিপিএ নিয়ে স্কলারশিপ এ যোগ্যতা অর্জন করতে পারবেন।

ইংলিশ স্কোর

Scholarship পেতে গেলে সব থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইংরেজি স্কোর। আপনার যদি ইংরেজি স্কোর ভালো থাকে তাহলে Scholarship এর জন্য আপনি মোটামুটি কয়েক গুন এগিয়ে থাকবেন। তাই শুরু থেকে IELTS, GRE এর মত আন্তর্জাতিক ইংরেজি পরীক্ষাগুলোর প্রস্তুতি সেরে ফেলতে পারেন।

গবেষণা

যারা Scholarship পেতে চায় তাদের জন্য গবেষণা বা রিসার্চ করাটা বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেননা University গুলো আপনার গবেষণার বিষয়টি ভালোভাবে দেখবেন এবং এ গবেষণার গুরুত্ব আছে কিনা সেটাও দেখবেন। তাই স্কলারশিপের জন্য গবেষণা বিষয়টা বেশ গুরুত্বপূর্ণ। তাই রেজাল্ট খারাপ হলেও চেষ্টা করুন ডিপার্টমেন্ট থেকে একটি থিসিস বা গবেশনা পত্র বের করতে।

সুপারভাইজার অনুসন্ধান

আপনি স্কলারশিপ পেতে চাইলে অবশ্যই সেই দেশের একজন অধ্যাপক বা সুপারভাইজার এর অনুসন্ধান করতেই হবে। কেননা স্কলারশিপের জন্য একজন অধ্যাপক বদ সুপারভাইজার বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদি আপনি একজন সুপারভাইজার এর অনুসন্ধান করতে পারেন তাহলে আপনার স্কলারশিপের জন্য মোটামুটি 95 শতাংশ সুযোগ থাকবে।

পাসপোর্ট

আপনি যদি মনে করেন যে আপনি বাইরে কোথাও পড়াশোনা করবেন তাহলে অবশ্যই আপনি তাড়াতাড়ি করে পাসপোর্ট তৈরি করে নেবেন। অনেক ক্ষেত্রে আপনি যখন স্কলারশিপের জন্য আবেদন করবেন তখন অধ্যাপক বা সুপারভাইজার আপনার কাছ থেকে পাসপোর্ট চেয়ে বসতে পারে। তাই দেরি না করে অবশ্যই পাসপোর্ট করে নেওয়া উচিত।

উপরের বিষয়গুলোতে যদি আপনি ভাল করতে পারেন তাহলে কম সিজিপিএ নিয়ে স্কলারশিপ এ আবেদন করার সুযোগ পাবেন।

Scholarship এর জন্য সিজিপিএ কত হলে ভাল

স্কলারশিপের জন্য মূলত 3.5 এর ওপর সিজিপিএ পেলে খুব ভালো হিসেবে বিবেচনা করা হয় কেননা অনেক বিশ্ববিদ্যালয় সরাসরি রেজাল্ট উল্লেখ করে দেয়। তবে আপনি যদি কোন কারনে রেজাল্ট খারাপ হয়ে যায় সেক্ষেত্রে সিজিপিএ 3 নিচে থাকলেও Scholarship পাওয়া সম্ভব। তবে সে কিচু অতিরিক্ত যোগ্যতা থাকতে হবে। তবে সেক্ষেত্রে আপনার English Score বেশি থাকতে হবে, Research এর উপর বেশি গুরুত্ব দিতে হবে এই বিষয়গুলো আপনার মাঝে থাকলে আপনি খুব সহজেই Scholarship এর জন্য যোগ্যতা অর্জন করতে পারবেন।

এসএসসির পর ইউএসএ তে Scholarship পাওয়ার নিয়ম

আপনি যদি এসএসসির পর ইউএস এতে Scholarship পেতে চান তাহলে আপনার রেজাল্টের উপর বেশি গুরুত্ব দিতে হবে। আপনার রেজাল্ট যদি ভাল হয় তাহলে আপনি মোটামুটি Scholarship পাওয়ার জন্য যোগ্য। তবে Results এর বাইরে ও কিছু Extra curricular activities আছে যেগুলো তো ভালো করলে আপনি ইউএসএ তে Scholarship পাওয়ার যোগ্য পেতে পারেন।

  • রেজাল্টের উপর গুরুত্ব বাড়াতে হবে
  • আই ই এল টি এস এর স্কোর ভালো থাকতে হবে
  • রিসার্চ উপর গুরুত্ব বাড়াতে হবে
  • ব্যাংক সলভেন্সি

ইউএসএ তে প্রতিবছর স্কুল কলেজগুলোতে স্কলারশিপ এর মাধ্যমে বহু সংখ্যক শিক্ষার্থী নিচ্ছেন। তাই আপনি যদি এসএসসি পাশের পর ইউএসএ তে Scholarship পাওয়ার যোগ্য হতে চান তাহলে অবশ্যই এই নিয়মগুলো মেনে চলতে হবে।

সিজিপিএ 4 পাওয়ার উপায়

সিজিপিএ ফোর পাওয়ার জন্য আপনাকে যা করতে হবে

  1. নিয়মিত পড়ালেখা করতে হবে
  2. তথ্যবহুল উপস্থাপনার যোগ্যতা থাকতে হবে
  3. প্রত্যেকটি প্রশ্নের উত্তর গুরুত্বসহকারে দিতে হবে।
  4. মডেল টেস্ট পরীক্ষাগুলো দিতে হবে
  5. যেকোনো বিষয় প্রথমে খুব ভালো করে বুঝতে হবে তারপর উত্তর দিতে হবে।

আপনারা যদি এই তথ্যগুলো মাথায় রেখে গুরুত্বসহকারে পড়ালেখা Continue করেন তাহলে সিজিপিএ 4.0 পাওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে।

স্কলারশিপের জন্য সিজিপিএ কত হলে ভাল

পিএইচডি Scholarship

বিশ্বের অনেক দেশে Ph.D জন্য স্কলারশিপ দিয়ে থাকে। Ph.D ডিগ্রী হচ্ছে শিক্ষার একটি সর্বচ্চ স্তর ।এটি হলো যেকোনো একটি বিষয়ের উপর গবেষণা। আপনাকে Ph.D জন্য স্কলারশিপ পেতে হলে সর্বপ্রথম আপনার যোগ্যতা যে গুলো লাগবে সেগুলো হচ্ছে প্রাথমিকভাবে এসএসসি এইচএসসি বিএ/বিএস সি/বি কম এবং এম এ/এমএসসি/এম কম পরীক্ষার রেজাল্ট। এরপর আপনার ভাষার উপর দক্ষতা কি রকম সেটার উপর গুরুত্ব দেওয়া হবে। যেমন আই ই এল টি এস অথবা টোফেল থেকে ভাষার উপর ভালো মানের স্কোর করতে হবে।

Ph.D Scholarship পেতে আপনাকে অবশ্যই পরীক্ষায় ভালো ফলাফল এবং ভাষার উপর দক্ষতার গুরুত্ব বাড়াতে হবে। তাহলে আপনি Ph.D Scholarship পেতে পারেন। উপরের সব কিছু ঠিক থাকলে আপনি Ph.D তে কম সিজিপিএ নিয়ে স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবেন।

কানাডাতে Scholarship এর জন্য কত সিজিপিএ প্রয়োজন

কানাডায় স্কলারশিপ এর জন্য আপনার নিম্নোক্ত ন্যূনতম জিপিএ 3.00 থাকতে হবে। তবে অনেক ক্ষেত্রে যদি আপনার অন্যান্য যোগ্যতা গুলো ঠিক থাকে তাহলে কম সিজিপিএ নিয়ে স্কলারশিপ এর জন্য কানাডায় আবেদন করতে পারবেন। তবে কানাডার ভালো বিশ্ববিদ্যালয় গুলোতে আবেদন করতে হলে সিজিপিএ 3.5 রাখার চেষ্টা করতে হবে।

Scholarship আবেদনের নিয়ম

স্কলার্শিপ এ আবেদন করার সময় আপনাকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভালো জিনিস সহজে আসে না। তাই আপনাকে অবশ্যই খুব সতর্কতার সাথে আবেদন করতে হবে। প্রথমে আপনি এমন একটি সাইট খুঁজে নেন যেখানে আপনি আবেদন করার ক্ষেত্রে ভালো একটি ফলাফল পেয়ে যাবেন। প্রয়োজনে সেই সাইট থেকে রেজিস্ট্রেশন করে নেন যাতে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার সাথে সাথেই আপনি আবেদন করে নিতে পারেন।

সেখান থেকেই আপনি দেখে নিতে পারবেন আবেদন ফরম কোন কোন তথ্যগুলো চাচ্ছে। সাবধানতা অবলম্বন করে অবশ্যই আপনার সব তথ্য গুলো দিয়ে আবেদন ফরম পূরণ করুন। আবেদন ফরম পূরণ করার পর খুব বেশি তাড়াহুড়ো করে আবেদন ফরম জমা দিতে যাবেন না। অবশ্যই বারবার চেক করে মোটামুটি নিশ্চিত হয়ে আবেদন ফরম জমা দিবেন।

Scholarship আবেদন খরচ

সাধারনত ইউএসএর বিশ্ববিদ্যালয় গুলোতে স্কলারশিপ আবেদন করতে প্রাথমিকভাবে 9 হাজার টাকা খরচ হবে। যদি আপনি পাঁচটি University তে Application করেন সেক্ষেত্রে আপনার খরচ 45 হাজার টাকার মতো লাগতে পারে। তবে স্কলারশীপ আবেদনের খরচ কিছুটা নির্ভর করে কোন দেশে এওবং কি ধরনের স্কলারশীপের জন্য আবেদন করছেন। স্কলারশীপের ধরন ও বিশ্ববিদ্যালয়ের ধরনের উপর নির্ভর করে খরচ কিছুটা কম বেশি হতে পারে।

মন্তব্য

আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি কম সিজিপিএ নিয়ে স্কলারশিপ এর জন্য কিভাবে আবেদন করতে পারবেন। ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার আপনাদের বন্ধু অথবা প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন। আর্টিকেলটি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশান এ কমেন্ট করবেন আমরা খুব দ্রুত সময়ে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।

আরো পড়ুন –

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply