ইরাসমাস মুন্ডুস স্কলারশীপ – Erasmus mundus scholarship 2022-2023

ইরাসমাস মুন্ডুস স্কলারশীপ কি?

ইরাসমাস মুন্ডুস স্কলারশীপ মূলত ইউরোপীয় ইউনিয়নের একটি ফুল ব্রাইট স্কলারশিপ সিস্টেম। ১৯৮৭ সাল থেকে বিশ্বব্যাপী উচ্চ শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন ইরাসমাস মুন্ডুস স্কলারশীপ নামের ফুল ফ্রি স্কলারশিপটি চালু করেন।

এই প্রোগ্রামের আওতায় শুধুমাত্র মাস্টার্স এবং জয়েন মাস্টার করার সুযোগ রয়েছে। পিএইচডি করার সুযোগ থাকলেও বর্তমানে শুধুমাত্র মাস্টার্স করা যায় ইরাসমাস মুন্ডুস স্কলারশীপ এর মাধ্যমে। 

ইউরোপের নামকরা ৩০০ টি বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর সারা বিশ্ব থেকে ৩ হাজারের বেশি স্টুডেন্ট ইরাসমাস মুন্ডুস স্কলারশীপ এর আওতাও উচ্চশিক্ষা গ্রহন করতে আসে। 

ইরাসমুস মুন্ডুস স্কলারশীপ আবেদনের নিয়ম ২০২৩

প্রতি বছর ইরাসমাস মুন্ডুস স্কলারশীপ এর আওতায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়ে থাকে। ২০২৩ সালে ইরাসমাস মুন্ডুস স্কলারশীপ আবেদনের শেষ সময় মার্চ ২০২৩ পর্যন্ত। ইরাসমান মুনডুস স্কলারশীপ আবেদন করতে চাইলে নিচের ধাপ গুলো অনুসরন করতে হবে। 

ধাপ ১ – প্রথমেই অফিসিয়াল ওয়েবসিতে গিয়ে ইরাসমুজ মুন্ডুস ক্যাটালগ এর তালিকা থেকে নিজের পছন্দমত প্রোগ্রামের তালিকা এবং লোকেশন সিলেক্ট করতে হবে। আবেদন করার জন্য এখানে ক্লিক করুন

আবেদন করুন

ধাপ ২ – আবেদন ফরম পূরণ করার পরবর্তী ধাপগুলো ইরাসমাস মুন্ডুস স্কলারশীপ কর্তৃপক্ষ জানিয়ে দেবেন। যে কেউ চাইলে ল্যাপটপ থেকে নিজে নিজেই আবেদন করে ফেলতে পারবেন।

আরো পড়ুন – উচ্চশিক্ষার জন্য কোন দেশ ভালো  

ইরাসমাস মুন্ডুস স্কলারশীপ আবেদনের যোগ্যতা

যেমনটা আমরা বলেছিলাম ইরাসমুস মুন্ডুস স্কলারশীপ টি শুধুমাত্র মাস্টার্স ও জয়েন মাস্টার্স শিক্ষার্থীদের জন্য দেয়া হয়ে থাকে। এই পর্যায়ে আমরা এক নজরে ইরাসমাস মুন্ডুস স্কলারশীপ আবেদনের যোগ্যতা দেখে নেব।

  • শুধুমাত্র মাস্টার্স ও জয়েন্ট মাস্টারস করতে আগ্রহী এমন শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
  • আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই অনার্স পাস হতে হবে। এবং অফিসিয়ালি রেজাল্ট হাতে পেয়েছেন এমন হতে হবে।
  • বয়সের কোন সীমাবদ্ধতা নেই। যে কোন বয়সে শিক্ষার্থী আবেদন করতে পারবেন।
  • আই ই এল টি এস এ নূন্যতম ৬.৫ থাকতে হবে।
  • জিআরই অথবা জিম্যাট এর প্রয়োজন নেই।
  • যে কোন দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন
  • ইরাসমাস মুন্ডুস স্কলারশীপ এ করা হয় না।

ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ খরচ

ইরাসমাস মুন্ডুস স্কলারশীপ এর কোন খরচ নেই। যেমনটা আমরা ইতিপূর্বে বলেছিলাম এটি সম্পূর্ণ একটি ফুল ফ্রি স্কলারশিপ অর্থাৎ এয়ার টিকেট থেকে শুরু করে পড়াশুনা শেষ করা পর্যন্ত টি হাত খরচ ওর টিউশন ফি সম্পূর্ণ ব্যয়ভার বহন করবে ইউরোপীয় ইউনিয়ন।

সেই সাথে পড়াশোনা শেষে নিজের দেশে ফিরে আসার ক্ষেত্রে এয়ার টিকেট বুকিং এবং সেমিস্টার শেষে অন্য দেশে যাওয়ার খরচ ও বহন করবে ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া স্টুডেন্টদের পারফরমেন্স যদি ভালো হয় সেক্ষেত্রে পড়াশোনা শেষে ইউরোপের বিভিন্ন দেশে কাজের জন্য জব ভিসা প্রদান করা হয়ে থাকে। যদিও এটি একটু কঠিন ও জটিল প্রসেস।

আরো পড়ুন – কোন দেশে সহজে স্কলারশিপ পাওয়া যায়

ইরাসমাস মুন্ডুস স্কলারশীপ প্রয়োজনীয় কাগজপত্র

ইরাসমাস মুন্ডুস স্কলারশীপ আবেদনের জন্য অন্যান্য স্কলারশিপ এর মতই কমন কিছু পেপার দেখাতে হয়। নিচে এক নজরে ইরাসমাস মুন্ডুস স্কলারশীপ আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র গুলো দেখে নেয়া যাক।

  1. অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম
  2. জাতীয় পরিচয় পত্র
  3. কমপক্ষে তিন বছর মেয়াদী পাসপোর্ট
  4. আইএলটিএস সার্টিফিকেট (ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণ সার্টিফিকেট)
  5. নিজ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নিকট হতে ২ টি রিকমেন্ডেশন লেটার
  6. রেসিডেন্সি সার্টিফিকেট
  7. স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল অ্যাসেট
  8. স্টেটমেন্ট অফ রিসার্চ
  9. লেটার অফ মোটিভেশন
  10. স্টাডি প্ল্যান/ রিসার্চ প্ল্যান

ইরাসমাস মুন্ডুস স্কলারশীপ সুবিধা সমূহ

ইরাসমাস মুন্ডুস স্কলারশীপ ইউরোপে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য সবচেয়ে জনপ্রিয় স্কলারশিপ। বিশেষ করে যারা মাস্টার্স করতে আগ্রহী তাদের জন্য পছন্দের শীর্ষে থাকা স্কলারশিপ হলো এটি। এই স্কলারশিপ এর নানাবিধ সুযোগ-সুবিধা রয়েছে তার মধ্যে আমরা উল্লেখযোগ্য কয়েকটি সুবিধা নিচে উল্লেখ করছি।

  • ইরাসমাস মুন্ডুস স্কলারশীপ একটি ফুল ব্রাইট স্কলারশিপ
  • ১১০০ -১২০০ ইউরো প্রতিমাসে হাত খরচ হিসেবে দেয়া হয়
  • ভ্রমণ ভাতা ও স্বাস্থ্য ভাতা আলাদা ভাবে দেয়া হয়
  • কমপক্ষে দুটি দেশে মাস্টার্স করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ট্রান্সফার এবং এ আর টিকেট সম্পূর্ণ ইউরোপীয় ইউনিয়ন বহন করবে
  • আন্তর্জাতিক এয়ার টিকেট খরচ বহন করবে
  • পড়াশোনা শেষে নিজের দেশে ফিরে যাওয়ার কোন চাপ নেই
  • পারফরম্যান্স ভালো হলে পড়াশোনার শেষে ইউরোপের বিভিন্ন দেশে কাজ করার জন্য রিকমেন্ডেশন ও ভিসা প্রদান।

ইরাসমাস মুন্ডুস স্কলারশীপ কোন বিষয়ে পড়া যায়?

ইরাসমাস মুন্ডুস স্কলারশীপ এর আওতায় মাস্টার্স প্রোগ্রামে রয়েছে ১১৬ টি সাব্জেক্ট এবং পিএইচডি প্রোগ্রামে রয়েছে ১২৫ টি সাব্জেক্ট। ইরাসমাস মুন্ডুস স্কলারশীপ এর উল্লেখযোগ্য বিভাগ গুলো হল

  • ভেটেনারি
  • ইঞ্জিনিয়ারিং
  • এগ্রিকালচার
  • ম্যানুফ্যাকচার ও কনস্ট্রাকশন সেকশন
  • হেলথ
  • হিউম্যানিটি
  • অ্যাপ্লাইড সায়েন্স
  • ম্যাথমেটিক্স
  • কম্পুটিং
  • সোশ্যাল সাইন্স
  • বিজনেস লোন
  • ইত্যাদি

উপরে আমরা উল্লেখযোগ্য কয়েকটি বিভাগের নাম বলার চেষ্টা করেছি তবে এর বাইরেও অনেকগুলো ডিপার্টমেন্ট এবং সাব ডিপার্টমেন্ট রয়েছে। আপনি নিজের সাবজেক্টের সাথে সম্পর্কিত কোন বিষয়ে উৎস সেখানে নেয়া যাবে সে বিষয়ে খবর নিয়ে তারপর আবেদন করুন।

ইরাসমাস মুন্ডুস স্কলারশীপ আপডেট

উচ্চশিক্ষার জন্য যারা ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণ করতে চান তাদের জন্য ইরাসমাস মুন্ডুস স্কলারশীপ বরাবরই পছন্দের তালিকায় শীর্ষে থাকা একটি স্কলারশিপ। এইতো পূর্বে পিএইচডি করার সুযোগ থাকলেও বর্তমানে শুধুমাত্র মাস্টার্স ও জয়েন্ট মাস্টারস করা যায় এই প্রোগ্রামের আওতায়। সাধারণত প্রতি বছর ৩ হাজার জনকে স্কলারশিপ দেওয়া হয় ইরাসমাস মুন্ডুস স্কলারশীপ এর আওতায়।

ইরাসমাস মুন্ডুস স্কলারশীপ এর মূল উদ্দেশ্য বিশ্বব্যাপী আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনামূল্যে উচ্চশিক্ষা সুযোগ করে দেয়া এবং বিশ্বব্যাপী উচ্চ শিক্ষার মান বৃদ্ধি করা। প্রায় তিন শতাধিক বিশ্ববিদ্যালয় বিভিন্ন ধরনের ২৮৫ প্রোগ্রামে প্রায় ২০ হাজার শিক্ষার্থী এবং ১৫০০ জনের মত শিক্ষার্থী প্রতি বছরইরাসমাস মুন্ডুস স্কলারশীপ এ ইউরোপে পড়ার সুযোগ পাচ্ছে।

১৯৮৭ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের অধীনে শুরু হয় ইরাসমাস মুন্ডুস স্কলারশীপ টি। সাধারণত স্কলারশিপ এ একজন শিক্ষার্থীকে কমপক্ষে দুটি বিশ্ববিদ্যালয় পড়তে হয়। অর্থাৎ দুই বছরের মাস্টার্স প্রোগ্রামে প্রথম বছর ইউরোপের একটি বিশ্ববিদ্যালয় এবং পরবর্তী বছর অন্য একটি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিতে হয়। নতুন বিশ্ববিদ্যালয় আবেদন এবং ট্রান্সফার করার ক্ষেত্রে তেমন কোন ঝামেলা নেই।

ইরাসমাস মুন্ডুস স্কলারশীপ

মন্তব্য

আজকে আমরা ইরাসমাস মুন্ডুস স্কলারশীপ – Erasmus mundus scholarship 2022-2023 আবেদনের নিয়ম, যোগ্যতা ও খরচ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। ইরাসমাস মুন্ডুস স্কলারশীপ – Erasmus mundus scholarship নিয়ে যেকোনো ধরনের প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে আমাদের জানাতে পারেন আমরা দ্রুত সময়ের মধ্যে উত্তর দেয়ার চেষ্টা করব।

এছাড়াও যে কোন প্রশ্ন সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে করতে পারেন।

আরো পড়ুন – 

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply