চীনে ইঞ্জিনিয়ারিং পড়ার খরচ

চীনে ইঞ্জিনিয়ারিং পড়ার খরচ

সারা বিশ্ব থেকে এখন চীনে প্রচুর পরিমাণে স্টুডেন্ট স্কলারশিপ নিয়ে পড়তে আসছে। এর পিছনে সবচেয়ে বড় কারণ হলো চীনা সরকার বিদেশি স্টুডেন্টদেরকে তাদের দেশে পড়তে হাফ স্কলারশিপ অথবা ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে। চীনের বিশ্ববিদ্যালয়গুলোর ডিগ্রী গ্রহণযোগ্যতা ও সারা বিশ্ব জুড়ে রয়েছে।

তাই আমাদের দেশের স্টুডেন্টদের জন্য এটি একটি বিশাল সুযোগ। আজকে আমরা চীনে ইঞ্জিনিয়ারিং পড়ার খরচ ও যোগ্যতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

চীনে ইঞ্জিনিয়ারিং পড়ার যোগ্যতা

ব্যাচেলারে ভর্তি হতে গেলে কমপক্ষে এইচএসসি বা সম্মানের সার্টিফিকেট লাগবে। তবে মাস্টার্স করতে গেলে কমপক্ষে ব্যাচেলর কমপ্লিট করা থাকতে হবে। তবে স্কলারশিপ নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য এসএসসি ও এইচএসসি তে কমপক্ষে জিপিএ ৪.০ করে মোট ৮.০ পেতে হবে।

কোনটাতে ৪.০ নিচে হলে স্ক্লারশীপের ভর্তি হওয়া যাবে না এবং মাস্টার্স এর জন্য জিপিএ ৪.০ মধ্যে কমপক্ষে ৩.০ পেতে হবে।

চীনের বিখ্যাত ইঞ্জিনিয়ারিং কলেজের তালিকা

চীনে ইঞ্জিনিয়ারিং পড়ার খরচ নিয়ে আলোচনা শুরুতে বর্তমানে চীনের সেরা কয়েকটি ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে আলোচনা করা যাক। এতে করে একজন শিক্ষার্থী কলেজ সিলেকশন করতে সুবিধা হবে। কেননা কলেজ এর উপর নির্ভর করে সার্টিফিকেটের গ্রহণযোগ্যতা কম বেশি হতে পারে।

সিংহুয়া বিশ্ববিদ্যালয়

সিংহুয়া বিশ্ববিদ্যালয় চীনের সেরা প্রযুক্তিগত একটি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় চীনের রাজধানী বেইজিং এ অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়ে ২০ টির মত বেশি স্কুল রয়েছে এবং ৪৬ হাজারের বেশি শিক্ষার্থী রয়েছে।

  • নামঃ Tsinghua university
  • অবস্থান: বেইজিং, চীন
  • প্রতিষ্ঠিতঃ ১৯১১ সাল
  • বিশ্ববিদ্যালয়ের ধরনঃ পাবলিক
  • গ্লোবাল রেংকিংঃ ১৫
  • মোট ছাত্র-ছাত্রীঃ ৪৬ হাজার
  • শিক্ষকের সংখ্যাঃ ৬১ ৭০
  • অফিশিয়াল ওয়েবসাইটঃ https://www.tsinghua.edu.cn/en

Peking university – পিকিং ইউনিভার্সিটি

বিশ্ববিদ্যালয় গবেষণার ক্ষেত্রে সবচেয়ে সম্মানিত বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে এটি বিশ্ববিদ্যালয় হিসেবে ১৮৯৮ সালের শুরু হয়েছিল এবং ওয়ার্ল্ড উইডের শীর্ষস্থানীয় একাডেমিক প্রতিষ্ঠান হিসেবে এটি স্থান পেয়েছে। এটি এশিয়ার সেরা হিসেবে পরিচিত।

  • অবস্থানঃ বেইজিং, চীণ
  • প্রতিষ্ঠিতঃ ১৮৯৮ সালে
  • বিশ্ববিদ্যালয়ের ধরনঃ পাবলিক
  • গ্লোবাল রেংকিংঃ ৭
  • ছাত্র-ছাত্রীর সংখ্যাঃ  ৪৪৭২৯
  • শিক্ষক এর সংখ্যাঃ ১১ হাজার ৩৩৭
  • অফিশিয়াল ওয়েবসাইটঃ www.pku.edu.cn

Fudan university- ফুদান ইউনিভার্সিটি

গবেষণা বিশ্ববিদ্যালয় গুলোর একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক এটি। ব্যাপকভাবে চীনের মর্যাদা পূর্ণ এবং নির্বাচনী বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। এটি চীনের সাংহাই শহর অবস্থিত। এটা প্রযুক্তিগত কোর্সের জন্য সেরা। এখানে রসায়ন রাজনীতি এবং আধুনিক ভাষার মতো অন্যান্য কোর্স প্রদানের জন্য পরিচিতি রয়েছে। এশিয়ার সেরা স্থান বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এটি রয়েছে।

  • অবস্থানঃ চীন সাংহাই
  • প্রতিষ্ঠিতঃ ১৯০৫ সাল
  • বিশ্ববিদ্যালয়ের ধরনঃ পাবলিক
  • গ্লোবাল র‍্যাংকিংঃ ৩৪ তম
  • মোট ছাত্র-ছাত্রীঃ ৩১ হাজার ৯০০
  • টিচার সংখ্যাঃ ৮৫০০
  • অফিশিয়াল ওয়েবসাইট; https://www.fudan.edu.cn

ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি অফ চায়না

এটি ইঞ্জিনিয়ারিং কলেজ গুলোর মধ্যে একটি স্নাতক স্কুল প্রতিষ্ঠার জন্য চীনের প্রথম বিশ্ববিদ্যালয় ছিল। এ প্রতিষ্ঠানের লক্ষ্য হচ্ছে বিশেষ শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি চাহিদা মেটাতে শিক্ষার্থীদের সঠিক জ্ঞান প্রদান করা।

  • অবস্থানঃ আনহুই এর হেপিনচেইন
  • প্রতিষ্ঠিতঃ ১৯৯৮ সাল
  • বিশ্ববিদ্যালয়ের ধরনঃ পাবলিক
  • গ্লোবাল রেংকিংঃ ১৬
  • মোট ছাত্র-ছাত্রীঃ ১৬ হাজার ৫০০
  • শিক্ষক সংখ্যাঃ ৭০০
  • অফিশিয়াল ওয়েবসাইটঃ https://en.ustc.edu.cn

উহান ইউনিভার্সিটি

উহান ইউনিভার্সিটিকে চীনের সবচেয়ে সুন্দর বিশ্ববিদ্যালয় মনে করা হয়। অতীত প্রযুক্তিগত অফিস সাধারণ গবেষণার সাথে তার সম্পন্ন ছাত্র সংবরাহ একটি নতুনত্বের প্রতিষ্ঠান। সমস্ত শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করার জন্য প্রচুর পরিমাণে পড়ার প্রতি গুরুত্ব দিয়ে থাকে।

  • অবস্থানঃ উহান চীন
  • প্রতিষ্ঠিতঃ ১৮৯৩ সালে
  • বিশ্ববিদ্যালয়ের ধরনঃ পাবলিক
  • গ্লোবাল রেংকিংঃ ২৫৭ তম
  • ছাত্র-ছাত্রীর সংখ্যাঃ ৫৮ হাজার ৭২০
  • শিক্ষকের সংখ্যাঃ 8 হাজার
  • অফিশিয়াল ওয়েবসাইটঃ www.why.edu.cn

স্কলারশিপের জন্য আবেদন

স্কলারশিপে আবেদনের জন্য দুই ভাবে আবেদন করা যায়। সংশ্লিষ্ট দেশের শিক্ষা মন্ত্রণালয় ও দূতাবাসের মাধ্যমে আবেদন করা আবার সরাসরি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আবেদন করা। বিশ্ববিদ্যালয় আবেদন করলে স্কলারশিপ সম্ভাবনা থাকে বেশি। বিদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ গুলো হল-

  • কাজ স্কলারশিপ
  • চাইনিজ স্কলারশিপ
  • কাউন্সিল রোড এন্ড বেল্ট স্কলার্শিপ
  • মুভকম স্কলারশিপ
  • কনফুসিয়াস স্কলার্শিপ
  • চাইনিজ লোকাল গভর্নমেন্ট স্কলারশিপ
  • ফরেন গভর্মেন্ট স্কলারশিপ
  • বিশ্ববিদ্যালয় স্কলারশিপ
  • এন্টার প্রাইজ স্কলারশিপ

চীনে ইঞ্জিনিয়ারিং পড়ার খরচ কেমন

চীনে মেডিকেলের পড়ার খরচ বেশি হলেও ইঞ্জিনিয়ারিং পড়ার ক্ষেত্রে এত বেশি খরচ করতে হয় না। চীনে নিজেরাই পড়ার জন্য টিউশন ফি হোস্টেল ফিট থাকা খাওয়া সবমিলিয়ে পাঁচ বছরে ১৫ থেকে ২০ লাখ টাকা প্রয়োজন হয়। তবে এখানে বাংলাদেশের বেসরকারি কলেজ গুলোর চাইতে চীনের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি খরচ খুবই কম।

ইউনিভার্সিটিগুলোতে প্রতিবছর একবারে টিউশন ফি পে করতে হয়। এছাড়াও ইউনিভার্সিটি পড়ার খরচ কেমন তার নির্ভর করে স্কলারশীপের উপর অনেক। এক্ষেত্রে ফুল ফ্রি স্কলারশিপ হলে ইউনিভার্সিটি থেকে বিভিন্ন ধরনের সাহায্য পাওয়া যায়।

আরো পড়ুন – চীনে মেডিকেলে পড়ার যোগ্যতা

চীনের ইঞ্জিনিয়ারিং পড়ার ভালো সেক্টর

চীনে পড়ার জন্য কয়েক ধরনের ইঞ্জিনিয়ারিং বেশ বিখ্যাত। সেগুলোর মধ্যে-

  • কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • সিবিল ইঞ্জিনিয়ারিং
  • আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং
  • আন্ডারগ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং
  • জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • কনস্ট্রাকশন টেকনোলজি এন্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট
  • টেক্সটাইল সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং

স্কলারশিপের জন্য আবেদন করতে যা যা প্রয়োজন

  • ছয় মাসের মেয়াদ আছে এমন পাসপোর্ট
  • বিশ্ববিদ্যালয় কর্তৃক সত্যায়িত সব নম্বর পত্র এবং সার্টিফিকেট
  • পাসপোর্ট সাইজের ছবি
  • ফরেন মেডিকেল সার্টিফিকেট
  • ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করা হয়েছে এমন সার্টিফিকেট
  • দুটি রিকমেন্ডেশন লেটার
  • বিশ্ববিদ্যালয় ভর্তির আবেদন পত্র
  • স্কলারশিপের জন্য আবেদন পত্র
  • কোন কোন ক্ষেত্রে অনলাইনে আবেদন করলেই হয়। আবার কোথাও অনলাইনে আবেদনের সঙ্গে হার্ডকপিও পাঠাতে হয়

চীনে ইঞ্জিনিয়ারিং পড়ার মান

চীনের পড়ালেখার মান নিঃসন্দেহে বিশ্ব বিখ্যাত। ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য চীন খুবই ভালো। এখানে পড়াশোনার ক্ষেত্রে তথ্য ও দিকে চাইতে প্র্যাকটিক্যাল দিকে মনোযোগ দেওয়া হয় বেশি। চীন থেকে ব্যাচেলর কমপ্লিট করে পরবর্তীতে মাস্টার্স বা পিএইচডি ইউরোপ থেকে কমপ্লিট করতে পারা যায়।

তবে জেনে রাখা ভালো পড়াশোনার চাপ একটু বেশি এবং ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনার চাপ খুবই বেশি। এবং এখানে চীনা ভাষা ছাড়া পড়তে গেলে টিকে থাকা অসম্ভব।

চিনে থাকা খাওয়ার খরচ

সাধারণত চীনের থাকা খাওয়ার খরচ মিলে প্রায় ১০০০ থেকে ১৫০০ টাকার মধ্যে হয়ে যায়। তবে যদি স্কলারশিপ পায় তাহলে খরচের পরিমাণ আরো কমে যাবে। স্কলারশিপের বিভিন্ন ধরনের থাকে সেখানে অনেক সময় থাকা এবং খাওয়ার খরচ বেশি বিদ্যালয় থেকে দেয়া হয়ে থাকে। অথবা বীণা খরচে পড়ালেখা করার সুযোগ প্রদান করে থাকে।

ইতঃপূর্বে আমরা চীনে মেডিকেল পড়ার খরচ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনি চাইলে এই আর্টিকেলটি পড়ে দেখতে পারেন।

 চীনে ইঞ্জিনিয়ারিং পড়ার সুবিধা

  • ভর্তি পরীক্ষা লাগে না
  • আইইএলটিএস করার প্রয়োজনীয়তা নেই
  • বাংলাদেশের মতো একই পাঠ্যক্রমে পড়াশোনা করা যায়
  • চীনের বিশ্ববিদ্যালয় গুলো বেশিরভাগই বিশ্বমানের
  • বিশ্বের সনামধন্য পাবলিক ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় রয়েছে
  • লম্বা ছুটিতে দেশে আসার সুযোগ রয়েছে
  • নিরাপত্তার সুবিধা বিশাল
  • ক্যাম্পাসের অভ্যন্তরে হোস্টেল সুবিধা ও খাওয়া দাওয়া ব্যবস্থা রয়েছে
  • পড়াশুনার খরচ বাংলাদেশের প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের চেয়েও কম

চীনে ইঞ্জিনিয়ারিং পড়তে যাওয়ার অসুবিধা

  • চীনের শিক্ষার্থীদের কাজের কোন সুবিধা নেই এবং এটি পুরোপুরি অবৈধ
  • আরো চিনে ঘুরতে যাওয়া স্টুডেন্টে অনেকের মধ্যেই হোম সিকনেস দেখা যায়
  • যেকোনো নেশা আসক্তদের জন্য চীন নিষিদ্ধ। এক্ষেত্রে ড্রাগ নেওয়ার অভ্যাস থাকলে ইউনিভার্সিটি থেকে দেশে ফেরত পাঠানো হয়
  • চাইনিজরা তাদের ল নিয়ে অনেক স্ট্রিক্ট থাকে। যে কোন চাইনিজ লক ব্রেক করে তাহলে ক্রিমিনাল হিসেবে ট্রিট করা হবে
  • যাদের ওয়েদার জনিত রোগ আছে বা প্রচন্ড ঠান্ডা বা প্রচন্ড গরমে শারীরিকভাবে অসুস্থ হয়ে যায় তাদের জন্য চীন সুইটেবল নয়।

চীনে ইঞ্জিনিয়ারিং পড়ার খরচ

মন্তব্য

আজকে আমরা চীনে ইঞ্জিনিয়ারিং পড়ার খরচ সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি দৈনন্দিন জীবনে দেশের বাইরে পড়তে যাওয়া স্টুডেন্টদের জন্য এটি অনেক কাজে লাগবে। চীনে ইঞ্জিনিয়ারিং পড়ার খরচ আর্টিকেলটি সম্পর্কে আপনাদের কোন মন্তব্য থাকলে আমাদের কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন।

আমরা অতি দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আর্টিকেলটি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারেন।

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply