মেডিকেল ভর্তি পরীক্ষার নতুন তারিখ 2023

মেডিকেল ভর্তি পরীক্ষার নতুন তারিখ

২০২৩ সালের মেডিকেল এর ভর্তি পরীক্ষা ১০ মার্চ ২০২৩ তারিখে অনুষ্ঠিত হতে পারে। তবে এই দিন পরীক্ষা অনুষ্ঠান সম্ভব না হলে এপ্রিল মাসের শেষ সপ্তাহের দিকে মেডিকেল ভর্তি পরীক্ষা হতে পারে বলে মেডিকেল ভর্তি কমিটির জানিয়েছে। ২৯ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রাথমিকভাবে ভর্তি পরীক্ষার এই তারিখ নিয়ে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। তবে মেডিকেল ভর্তি পরীক্ষার সুনির্দিষ্ট দিন তারিখ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। পরবর্তী সভায় পরীক্ষা গ্রহণের তারিখ নির্ধারণ কবে করা হবে বলে জানানো হয়েছে।

মেডিকেল ভর্তি পরীক্ষার যোগ্যতা ২০২৩

২০২৩ সালের মেডিকেলে ভর্তি পরীক্ষার যোগ্যতা এসএসসি এবং এইচ এস সি সম্মান পরীক্ষায় পদার্থ রসায়ন ও জীববিজ্ঞান সহ বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা মেডিকেল ভর্তি পরীক্ষার অংশ গ্রহণ করতে পারবে। পূর্বের শিক্ষা বর্ষের ছাত্রদের মতো এবারও এসএসসি এবং এসএসসি দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯.০ থাকতে হবে

তবে উপজাতি শিক্ষার্থীদের ক্ষেত্রে মোট জিপিএ কমপক্ষে ৮.০ থাকা লাগবে। তবে মোট জিপিএ ৩.৫০ এর নিচে হলে আবেদন করা যাবে না।

২০২৩ সালের মেডিকেল ভর্তি পরীক্ষার সিলেবাস

মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৩ এ পূর্ণাঙ্গ সিলেবাস এর আলোকে পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে এবং এবারের সিলেবাসে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা থেকে বেশি প্রশ্ন আসবে বলে ভর্তি কমিটি এ বিষয়ে জানিয়েছে। তাছাড়াও জীববিজ্ঞান, রসায়ন, পদার্থসহ অন্যান্য সাবজেক্ট গুলো থেকে সিলেবাসের প্রশ্ন আসা সম্ভাবনা রয়েছে।

মেডিকেল ভর্তি পরীক্ষার নম্বর বন্টন

শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট ২০০ নম্বর হিসেবে নির্ধারণ করে নিম্নলিখিতভাবে মূল্যায়ন করা হয়।

১। এসএসসি বা সম্মান পরীক্ষায় জিপিএ এর ১৫ গুন = ৭৫ নম্বর (সর্বোচ্চ)

২। এইচ এস সি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ২৫ গুণ = ১২৫ নম্বর (সর্বোচ্চ)

৩। লিখিত এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত নম্বর যোগফলের ভিত্তিতে মেধা তালিকা প্রণয়ন করা হয়।

২০২৩  সালের মেডিকেল ভর্তি পরীক্ষার মানবন্টন

  • ২০২৩ এর ১৭ই মার্চ দশ মার্চ মেডিকেলের ভর্তি পরীক্ষা ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে।
  • পরীক্ষার সময় এক ঘন্টা
  • এবং প্রতিটি প্রশ্নের মান ১ করেই থাকবে
  • এক ঘন্টায় ১০০ টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে
  • যে বিষয়গুলোর উপর প্রশ্ন থাকবে তা হল জীববিজ্ঞান ৩০ নাম্বার
  • রসায়ন ২৫ নাম্বার
  • পদার্থ ২০ নম্বর
  • ইংরেজি ১৫ নাম্বার
  • বাংলাদেশী ইতিহাস ও মুক্তিযুদ্ধ ১০ নাম্বার

নতুন কোন পরিবর্তন হলে তা বিজ্ঞপ্তিতে জানিয়ে দেয়া হবে। তবে বর্তমানে এটি মেডিকেল ভর্তি পরীক্ষার আপডেট মানবন্টন। অন্য কোন পরিবর্তন আসলে আমরা অবশ্যই এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের জানিয়ে দেব।

মেডিকেল পরীক্ষায় নাম্বার কর্তন পদ্ধতী

২০২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস বা বিবিএস ভর্তি পরীক্ষায় পূর্ববর্তী বছরের এইচ এস সি পরীক্ষার সাজেশন সর্বমোট নাম্বার থেকে ৫ নাম্বার কেটে পূর্ববর্তী বছরের সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজ ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে মোট নাম্বার থেকে সাড়ে সাত নম্বর কেটে মেধা তালিকা তৈরি করা হবে। লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নাম্বার কাটা হবে।

মেডিকেল ভর্তি পরীক্ষার পাস নাম্বার

২০২৩ সালের মেডিকেল ভর্তি পরীক্ষার পাশ নাম্বার ন্যূনতম ৪০ অর্থাৎ এই বছরের পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৪০ নম্বর পেতে হবে। তাহলেই ওই শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষায় পাশ হিসেবে বিবেচিত হবে। ৪০ নম্বরের নিচে নাম্বার থাকলে মেডিকেল ভর্তি পরীক্ষায় ও শিক্ষার্থী পাশ বলে বিবেচিত হবে না এবং ভর্তি হতে পারবে না।

আরো পড়ুন – আর্মড ফোর্সস মেডিকেল কলেজ ভর্তি যোগ্যতা ও পড়ার খরচ

আবেদন ফি জমা দেয়ার পদ্ধতি

আবেদন ফি জমা দেওয়ার আগ পর্যন্ত অনলাইন আবেদন চূড়ান্ত বলে বিবেচিত হয় না। ফি জমা দেওয়ার পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা করা হলো-

  • টেলিটকের প্রিপেইড মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে এমবিবিএস লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখে ১৬২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
  • উদাহরন- MBBS <space>FRLGCT লিখে ১৬২২২ নম্বরের সেন্ড করতে হবে
  • পরবর্তী এসএমএসে একটি পিন প্রার্থীর নাম এবং পরীক্ষার ফিস হিসেবে নির্ধারিত টাকা কেটে রাখার তথ্য দিয়ে সম্মতি চাওয়া হবে
  • সম্মতি দেয়ার জন্য নিম্নক্তভাবে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হয়
  • মেসেজ অপশনে গিয়ে এমবিবিএস লিখে স্পেস দিয়ে ইয়েস লিখে স্পেস দিয়ে পিন লিখে স্পেস দিয়ে পছন্দের সর্বোচ্চ চারটি সেন্টার কোড দিয়ে লিখে ১৬২২ নম্বরে এসএমএস এ প্রেরণ করতে হবে
  • পিন নম্বরটি সঠিকভাবে লেখা হলে উত্তর টেলিটকের প্রিপেড মোবাইল থেকে পরীক্ষার ফি বাবদ নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে রাখা হয়
  • এবং প্রার্থীকে পুনরায় এসএমএস এর পরীক্ষা কেন্দ্রের নাম জানিয়ে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড দেয়া হয়
  • ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে

বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির যোগ্যতা

বর্তমানে লিখিত পরীক্ষায় ১00 নম্বরের মধ্যে ন্যূনতম ৪০ নাম্বার পেতে হয়। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম নম্বর প্রাপ্তরা অকৃতকার্য বলে বিবেচিত হয়। শুধুমাত্র কৃতকার্য পরীক্ষার্থীদের মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। সাধারণত সরকারি মেডিকেল কলেজের ভর্তি কার্যক্রম সমাপ্তির পর দেশের প্রাইভেট মেডিকেল কলেজের ভর্তি প্রক্রিয়া শুরু হয়।

এক্ষেত্রে খরচ সরকারি মেডিকেল কলেজের তুলনায় একটু বেশি হয়ে থাকে।

মেডিকেল ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য

  • মেডিকেল ভর্তি পরীক্ষায় আবেদন শুরুর তারিখঃ (এখনো জানা যায়নি)
  • ভর্তি পরীক্ষার ফিঃ (পূর্বে এক হাজার থাকলেও বর্তমানে জানা যায়নি)
  • মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখঃ ১০ই মার্চ ২০২৩
  • প্রবেশপত্র ডাউনলোডের শেষ তারিখঃ (এখনো জানা যায়নি)
  • ভর্তি ওয়েবসাইটঃ www.dgh.jv.bd
  • মেডিকেল ভর্তি আবেদনের লিংকঃ dgme.teletailk.com.bd

সরকারি মেডিকেল কলেজের তালিকা

  1. ঢাকা মেডিকেল কলেজ ,ঢাকা
  2. স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা
  3. বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ, ঢাকা
  4. ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ
  5. চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম
  6. রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী
  7. সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ, সিলেট
  8. শের-এ বাংলা মেডিকেল কলেজ, বরিশাল
  9. খুলনা মেডিকেল কলেজ, খুলনা
  10. শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া
  11. রংপুর মেডিকেল কলেজ, রংপুর
  12. ফরিদপুর মেডিকেল কলেজ, ফরিদপুর
  13. দিনাজপুর মেডিকেল কলেজ, দিনাজপুর
  14. কুমিল্লা মেডিকেল কলেজ, কুমিল্লা

বেসরকারি মেডিকেল কলেজের তালিকা

  1. বাংলাদেশ মেডিকেল কলেজ ধানমন্ডি, ঢাকা
  2. আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা
  3. ইনস্টিটিউট অফ অ্যাপ্লাইড হেলথ ক্যাব, টেকনোলজি চট্টগ্রাম
  4. মেডিকেল কলেজ ফর উইমেন্স, উত্তরা ঢাকা
  5. জরিনা শিকদার মহিলা মেডিকেল কলেজ, রায়েরবাজার, ঢাকা
  6. ইবনে সিনা মেডিকেল কলেজ, ঢাকা
  7. ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহী
  8. সেন্ট্রাল মেডিকেল কলেজ, কুমিল্লা
  9. ডাক্তার ইব্রাহিম মেডিকেল কলেজ, ঢাকা
  10. জালালাবাদ মেডিকেল কলেজ, সিলেট
  11. ন্যাশনাল মেডিকেল কলেজ, জনসন রোড ঢাকা
  12. কমিউনিটি বেস্ট মেডিকেল কলেজ, ময়মনসিংহ
  13. নর্থ ইস্ট মেডিকেল কলেজ, সিলেট
  14. হলি ফ্যামিলি মেডিকেল কলেজ, ঢাকা
  15. নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, ঢাকা

বিদেশে এমবিবিএস ভর্তি

এইচএসসি পরীক্ষার পর পরই যে কোন ছাত্র ছাত্রী ইচ্ছা করলে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সহ বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তি হতে পারে। বিদেশের ডিগ্রী নেবার ক্ষেত্রে রয়েল ইউনিভার্সিটি অফ ইংল্যান্ড সবার চেয়ে বেশি জনপ্রিয়। এখান থেকে এফআরসিএস অথবা এমআরসিপি ডিগ্রী নিতে পারলে বিশ্বব্যাপী এর স্বীকৃতি রয়েছে।

এছাড়া এদিন বার্গ গ্লাস গো ও আমেরিকা মালয়েশিয়া বিভিন্ন ইউনিভার্সিটি থেকেও ডিগ্রী নেওয়া যায়।

মেডিকেল ভর্তি পরীক্ষার নতুন তারিখ

মন্তব্য

আজকে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার নতুন তারিখ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং মেডিকেলে ভর্তি হতে কি কি প্রয়োজন সে সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করেছি। আর্টিকেলটি ভালো লাগলে আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারেন।

মেডিকেল ভর্তি পরীক্ষার নতুন তারিখ সম্পর্কে আপনাদের কোন মন্তব্য অথবা মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা অতি দ্রুতই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।

আরো পড়ুন – 

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply