মশা মারার ইলেকট্রিক মেশিনের দাম কত

মশা মারার ইলেকট্রিক মেশিন

বর্তমান সময়ে ডেঙ্গু সহ নানা রকম রোগ জীবানু মশার মাধ্যমে ছড়াচ্ছে। অনেকেই মশা থেকে রক্ষ পেতে কয়েল, স্প্রে ব্যবহার করেও মশা থেকে শেষ রক্ষা পাচ্ছেন না। বর্তমানে বাজারে মশা মারার জন্য বেশ কার্যকরী কিছু ইলেকট্রিক মেশিন পাওয়া যাচ্ছে।

তুলনামূলক কমদাম হলেও মশা নিরোধনে বেশ কার্যকরী এই মেশিনগুলো। আজকে আমরা মশা মারার ইলেকট্রিক মেশিন নিয়ে বিস্তারিত আলোচনা করবো। মশার মেশিনের দাম, ব্যবহারের নিয়ম সব জানতে পারবেন আজকের আর্টিকেলে।

[irp]

মশা মারার ইলেক্ট্রিক মেশিন কিভাবে কাজ করে?

মেশিনের ভেতর এক ধরনের নেটের মত থাকে যেটা সরাসরি বিদ্যুৎ সংযোগ থাকে। মশা সাধারণত মেশিনের ভেতরে মৃদু আলো দেখে সেই মেশিনের ভেতরে প্রবেশ করে আর প্রবেশ করার সাথে সাথে মশা গুলো মারা যায়। এছাড়া এই মেশিনে এক বিশেষ ধরনের আলোক রশ্মী ব্যবহার করা হয় যা দেখে মশা সহ অন্যান্য পোকা মাকড় ও আকৃষ্ট হয়।

মশা মারার মেশিন এর প্রকারভেদ

বাংলাদেশের সাধারণত মশা মারার মেশিন দুই ধরনের হয়ে থাকে

  1. ইনডোর মশা মারার মেশিন।
  2. আউটডোর মশা মারার মেশিন।

ইনডোর মশা মারার মেশিন – এই মেশিনগুলো মূলত বাসা বাড়িতে ব্যবহার করা হয়ে থাকে। এগুলো সাধারণত 100 বর্গফুট এরিয়ার জন্য হয়ে থাকে অর্থাৎ 100 বর্গমিটার এরিয়াতে যত মশা ও পোকামাকড় আছে তা শেষ করা যাবে এই মেশিন দিয়ে।

আউটডোর মশা মারার মেশিন – এই ধরনের মেশনগুলো সাধারণত বাইরে ব্যবহার করা হয়। এগুলো সাধারণত 5000 বর্গফুটের এরিয়ার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ বিশাল পরিসরে মশা মারার জন্য এই ধরনের মেশিন ব্যবহার করা হয়ে থাকে।

মশা মারার ইলেকট্রিক মেশিন এর দাম

মশা মারার ইলেকট্রিক মেশিন এর দাম মেশিনের কোয়ালিটি ভেদে ভিন্ন রকম হয়ে থাকে। বাংলাদেশের সর্বনিম্ন 550 টাকা থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত মশা মারার ইলেকট্রিক মেশিন পাওয়া যায়। মশা মারার মেশিন গুলো সাধারণত সাকশন ফ্যান ও এলইডি ইউ ভি লাইটের মাধ্যমে কাজ করে থাকে।

সাকশন ফ্যান ও এলইডি ইউ ভি লাইট এর কার্যকরিতা কার্যকরী তার উপর নির্ভর করে দাম আরো বেশি হতে পারে। এছাড়াও মশা মারার ইলেকট্রিক মেশিন গুলোর দাম নির্ধারণ করা হয় বর্গফুটের ভিত্তিতে।

  1. 100 বর্গফুট এর জন্য মেশিন ক্রয় করা হয় তার জন্য কোয়ালিটি ভেদে দাম 550 থেকে 1000 টাকার মধ্যে হয়ে থাকে।
  2. 4000-5000 বর্গফুট এলাকার জন্য এই মেশিনগুলো কোয়ালিটি ভেদে 12 থেকে 15 হাজার টাকার মত হতে পারে।

এই মেশিন গুলোর কার্যকরিতা অনেক বেশি। কেননা এই মেশিনটি ব্যবহার করার ফলে রুমে কোন মশা মাছি বা অন্য কোন পোকা মাকড় এর উপদ্রব থাকেনা। “মশা মারার মেশিনের দাম” বিস্তারিত জেনে নিতে পারবেন বিডিস্টলে থেকে।

[irp]

মশা মারার ইলেকট্রিক মেশিন কতটা কার্যকরী

মশা মারার ইলেকট্রিক মেশিন অনেক কার্যকরী একটি মেশিন বলা চলে। কেননা এখানে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই অর্থাৎ মশার কয়েল ব্যবহার করলে যেমন ধোঁয়া থেকে নানা ধরনের সমস্যা সৃষ্টি হয়। যেমন শ্বাস নিতে সমস্যা অথবা চোখের সমস্যা ছাড়াও অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়। কিন্তু মশা মারার ইলেকট্রিক মেশিন ব্যবহার করার ফলে এরকম কোন সমস্যা সৃষ্টি হয় না।

এই মেশিন এতটাই কার্যকরী যে মেশিনটি চালু করার সাথে সাথে রুমে অথবা তার আশেপাশের যত মশা ও পোকামাকড় থাকে সবগুলো সেই মেশিনের আলোর দিকে আকৃষ্ট হয়ে প্রবেশ করে। প্রবেশ করার সাথে সাথে সব মশ অথবা পোকা মাকড় খুব সহজে মরে যায়।

ইলেকট্রিক মেশিন গুলোর ফাংশন ভালো মানের হওয়ায় একবার ক্রয় করলে এটা দিয়ে আপনি তিন থেকে চার বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন। যদি মেশিনের কোন সমস্যা না হয় তাহলে এর থেকে আরও বেশি দিন ব্যবহার করতে পারবেন।

মশা মারার ইলেকট্রিক মেশিনের ব্যবহার

মশা মারার ইলেকট্রিক মেশিন ব্যবহার কিছু নিয়ম আছে এ নিয়মগুলো অনুসরণ করে আপনারা সহজে ব্যবহার করতে পারবেন।

  1. মশা মারার ইলেকট্রিক মেশিন যেহেতু বৈদ্যুতিক একটি মেশিন তাই মেশিন ক্রয় করার পর অবশ্যই মেশিনটি কে ফুল চার্জ করে নিতে হবে।
  2. মেশিন টি এমন একটি জায়গায় ঝুলিয়ে রাখতে হবে যাতে করে খুব সহজে মশা মেশিনটির প্রতি আকৃষ্ট হয় এবং ভেতরে প্রবেশ করে।
  3. মেশিনটি ব্যবহার করার পর প্রতি সপ্তাহে কম করে একবার করে পরিষ্কার করতে হবে। অর্থাৎ মেশিনের ট্রেতে পড়ে থাকা যে পোকা মাকড় গুলো আছে তা সরিয়ে ফেলতে হবে।
  4. ব্যবহার করার পর দুইদিন পর পর সঠিক নিয়মে নিয়মিত চার্জ করতে হবে।

Electric mosquito killer machine ব্যবহারের সুবিধা

মশা মারার ইলেকট্রিক মেশিন ব্যবহারের অনেক ধরনের সুবিধা আছে সুবিধাগুলো হচ্ছে

  • মশা মারার ইলেকট্রিক মেশিন ব্যবহারের সব থেকে বড় সুবিধা হচ্ছে এটি ব্যবহার করে মাসের 10 থেকে 12 টাকার মতো বিদ্যুৎ বিল আসে।
  • সাধারণত কোয়েল ব্যবহার করার পরে যেমন ধোয়ার কারণে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়। এই মেশিন ব্যবহার করার ফলে এ ধরণের কোনো সমস্যা হয় না।
  • ছোট-বড় বিভিন্ন সাইজের ও বিভিন্ন মডেলের থাকায় খুব সহজেই যে কেউ ক্রয় করতে পারবে।
  • এগুলোর দাম তুলনামূলক অনেক কম সাড়ে 550 টাকা থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত হয়ে থাকে।
  • মশা মারার ইলেকট্রিক মেশিন ব্যবহার করার ফলে খুব সহজে মশা ও অন্যান্য পোকামাকড় থেকে মুক্তি পাওয়া যায়।

মশা মারার ইলেকট্রিক মেশিন

মন্তব্য

আজকে আমরা আলোচনা করার চেষ্টা করেছি মশা মারার ইলেকট্রিক মেশিন সম্পর্কে এছাড়াও মশা মারার মেশিন এর প্রকারভেদ ও ইলেকট্রিক মেশিন কতটা কার্যকরী সাথে মেশিন এর ব্যবহার। এবং মশা মারার ইলেকট্রিক মেশিন এর সুবিধা সাথে কোয়ালিটি ভেদে ইলেকট্রিক মেশিন এর দাম গুলো সম্পর্কে।

আজকের আর্টিকেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধু অথবা প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন। আর্টিকেলটি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা খুব দ্রুত আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।

[irp posts=”3345″ ]

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply