HSC ict suggestion 2023 – এইচএসসি আইসিটি সাজেশন ২০২৩

HSC ict suggestion 2023 (নতুন মানবন্টন অনুযায়ী)

হ্যালো এইচএসসি ২০২৩ পরীক্ষার্থীরা,আমি ফয়সাল রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছিHSC ict suggestion 2023 সাজেশন। এইচএসসি 2023 পরীক্ষার্থীদের জন্য আইসিটিতে নতুন মানবন্টন অনুযায়ী পরীক্ষা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। আগে ১০০ নম্বরে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও এখন তা ৭৫ নম্বরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

অনেকে আছো যাদের এখনও অনেক অধ্যায় পড়া বাকি তারা কিভাবে সহজে পরীক্ষার আগের কয়েদি নেই পূর্ণাঙ্গ একটি রিভিশন দিয়ে পরীক্ষার জন্য প্রস্তুত হবে তার গাইডলাইন আজকে আমি তোমাদের দিব।

আরো পড়ুন – চীনের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা

HSC ict 2023 মানবন্টন ও সময়সূচী

এইচএসসি ২০২৩ আইসিটি পরীক্ষায় তোমাদের ৮ প্রশ্ন থেকে ৩ প্রশ্নের উত্তর দিতে হবে এবং ২৫ টি বহুনির্বাচনী থেকে ২০ টি বহুনির্বাচনি দিতে হবে। সৃজনশীল এর জন্য তুমি সর্বমোট ২ ঘন্টা সময় পাবে এবং বহুনির্বাচনের জন্য তুমি ২৫ মিনিট সময় পাবে। অর্থাৎ সর্বমোট ২ঘন্টা ২৫ মিনিট পরীক্ষা হবে।

অর্থাৎ প্রত্যেক সৃজনশীলের জন্য তুমি 40 মিনিট করে সময় পাবে এবং প্রত্যেক বহুনির্বাচনের জন্য তুমি এক মিনিটের বেশি করে সময় পাবে। যা অন্যান্য বিষয়ের পরীক্ষা থেকে তুলনামূলক অনেক বেশি। তাই তোমার দেয়া পরীক্ষা আর সহজ হয়ে যাবে।

আরো পড়ুন – অস্ট্রেলিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা

HSC ict 2023 পাশ মার্ক কত?

এই পর্যায়ে আমরা HSC ict 2023 পাশ মার্ক কত এই তথ্যটি জানবো। সর্বশেষ ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য HSC ict 2023 পাশ মার্ক কত নিচে দেয়া হলো –

  • লিখিত-১০
  • বহু নির্বাচনী-৭

HSC ict 2023 এ প্লাস পেতে প্রয়োজনীয় মার্কস

৭৫ মার্কসের পরীক্ষা হওয়ায় তুমি যদি পেতে চাও তোমাকে কমপক্ষে ৬০ মার্কস পেতে হবে। এ প্লাস লিখিত এবং বহুনির্বাচনি একসাথে মিলিতভাবে হিসাব করা হবে।

এইচএসসি আইসিটি পরীক্ষা ২০২৩ এর সংক্ষিপ্ত সিলেবাস

* প্রথম অধ্যায়ঃ তথ্য যোগাযোগ প্রযুক্ত:(বিশ্ব ও বাংলাদেশ)আংশিক।

* দ্বিতীয় অধ্যায়ঃ কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং।

* তৃতীয় অধ্যায়ঃ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস।

* চতুর্থ অধ্যায়ঃ ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML।

* পঞ্চম অধ্যায়ঃ প্রোগ্রামিং ভাষা।

এইচএসসি আইসিটি পরীক্ষা ২০২৩ এ কোন অধ্যায় থেকে কয়টি প্রশ্ন আসবে

* প্রথম অধ্যায়ঃ ১ টি সৃজনশীল প্রশ্ন।

* দ্বিতীয় অধ্যায়ঃ২ টি সৃজনশীল প্রশ্ন।

* তৃতীয় অধ্যায়ঃ ২ টি সৃজনশীল প্রশ্ন।

* চতুর্থ অধ্যায়ঃ ১ টিউশন প্রশ্ন।

* পঞ্চম অধ্যায়ঃ ২ টি প্রশ্ন।

উপরের চার্ট দেখে তোমরা বুঝতে পারছ ৮ টি প্রশ্ন থেকে ৩ টি প্রশ্ন কমন পাওয়া খুবই সহজ ব্যাপার। কারো যদি দুটি অধ্যায় পড়া থাকে তাহলেই সে সহজেই সম্পূর্ণ উত্তর করে দিয়ে আসতে পারবে। কিন্তু কারো যদি কোন অধ্যায়েই ভালোভাবে পড়া না থাকে শুধুমাত্র পাশ করার জন্য পড়তে চাও তবে দ্বিতীয় অধ্যায় ভালোভাবে পড়ে যেতে পারো ।কেননা দ্বিতীয় অধ্যায় থেকে কমপক্ষে ২ টি প্রশ্ন আসবে এবং দ্বিতীয় অধ্যায় তুলনামূলক খুবই সহজ।

কিন্তু এ প্লাস পেতে হলে তোমাকে কমপক্ষে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় খুব ভালো করে পড়ে যেতে হবে। কেননা এই দুটি অধ্যায় হলো সবচেয়ে সহজ অধ্যায় সবচেয়ে সহজ অধ্যায় এবং এ দুটি অধ্যায় থেকে কমনআসবে। কিন্তু শুধু দুটি অধ্যায় পড়ে না যাওয়াই ভালো। তোমার যদি আগে থেকে কম বেশি পড়া থাকে তাহলে প্রথম তিনটি অধ্যায় একবার পড়ে টেস্ট পেপার সলভ করে যাবে। তাহলে নিশ্চিত তুমি এ প্লাস পাওয়ার মত প্রশ্ন কখন পেয়ে যাবে।

HSC ict suggestion 2023 প্রথম অধ্যায়-গুরুত্বপূর্ণ টপিকস

* আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

* ক্রায়োসার্জারি

* প্রতিরক্ষা

* মহাকাশ অভিযান

* রোবটিক্স

* বায়োমেট্রিক

* ন্যানোটেকনোলজি

* ভার্চুয়াল রিয়েলিটি

এইচএসসি আইসিটি সাজেশন ২০২৩ দ্বিতীয় অধ্যায়-গুরুত্বপূর্ণ টপিকস

* তারবিহীন মাধ্যম

* কম্পিউটার নেটওয়ার্কিং

* ক্লাউড কম্পিউটিং

* কমিউনিকেশন সিস্টেম

* বিভিন্ন প্রজন্মের মোবাইল

* নেটওয়ার্ক ডিভাইস ও নেটওয়ার্কের কাজ

* ক্লাউড কম্পিউটিং এর সুবিধা

HSC ict suggestion 2023 তৃতীয় অধ্যায়-গুরুত্বপূর্ণ টপিকস

* বুলিয়ান অ্যালজেব্রা ও ডিজিটাল ডিভাইস।

* বুলিয়ান উপপাদ্য।

* ডি-মরগ্যানের  উপপাদ্য।

* বাইনারি যোগ বিয়োগ।

* মৌলিক গেট।

* বিশেষ গেট।

* সার্বজনীন গেট।

* এনকোডার।

* ডিকোডার।

* রেজিস্টার।

* কাউন্টার।

HSC ict suggestion 2023 চতুর্থ অধ্যায়-গুরুত্বপূর্ণ টপিকস

* HTML এর ধারণা, সুবিধা, কাঠামো, নকশা, ফরমেটিং, লে আউট, প্যারাগ্রাফ হেডিং, কালার।

* ওয়েবসাইটের কাঠামো ও ধারণা।

এইচএসসি আইসিটি সাজেশন ২০২৩পঞ্চম অধ্যায়-গুরুত্বপূর্ণ টপিকস

* ধ্রুবক।

* চলক।

* কিওয়ার্ড।

* রাশিমালা।

* ইনপুট আউটপুট স্টেটমেন্ট।

* ফাংশন।

* অনুবাদ প্রোগ্রাম।

* প্রোগ্রাম প্রোগ্রাম তৈরির ধাপসমূহ।

উপরে দেওয়া HSC ict suggestion 2023 গুলো থেকে প্রত্যেক অধ্যায়ের বেশিরভাগ প্রশ্ন কমন চলে আসবে বলে আশা করা যায়। যদি আগে থেকে পড়া না থাকে এ প্লাস পেতে হলে কমপক্ষে তিনটি অধ্যায় ভালো করে পড়ে যাও এবং টেস্ট পেপার সলভ করে যাও। যদি শুধু পাস করতে চাও তাহলে,কমপক্ষে দুটি অধ্যায় ভালো করে পড়ে যাও।

সৃজনশীল কিভাবে লিখবে

এইচএসসি পরীক্ষায় নাম্বার পাওয়া তোমার দেওয়া তথ্য এর উপর বেশিরভাগ নির্ভর করলেও তুমি কিভাবে তা লিখছো তার উপরো অনেকটাই নির্ভর করে। সঠিক নিয়মে তুমি শিক্ষকের সামনে প্রদর্শন করতে পারলে ফুল মার্ক পাওয়া আরো সহজ হয়ে যায় ।সৃজনশীল লেখার ক্ষেত্রে অবশ্যই হাতের লেখা ঠিক রেখে লিখতে হবে আইসিটির ক্ষেত্রে প্রশ্নের উত্তর অতটা বড় না হলেও গুরুত্বপূর্ণ তথ্যগুলো যেন উত্তরে থাকে তার খেয়াল রাখতে হবে।

তিনটি সৃজনশীলের জন্য দুই ঘন্টা সময় দেওয়া রয়েছে তাই তাড়াহুড়া করে লেখার কোন দরকার নেই।সময় নিয়ে আস্তে আস্তে লেখা সুন্দর করে লিখতে হবে এবং কোন সৃজনশীল কোন নির্দিষ্ট অংশ না পারলে তার খালি রেখে আসা যাবে না। সেখানে প্রশ্ন সম্পর্কিত কোন তথ্য দিয়ে আসার চেষ্টা করবে ।এতে করে কিছু মার্কস পাওয়ারটা সম্ভাবনা থাকে। কিন্তু চেষ্টা করতে হবে যেন বাধ্য হওয়া ছাড়া গুরুত্বপূর্ণ তথ্যগুলোই লিখে আসার। সাধারণত বাংলার ক্ষেত্রে তিন চারটি ভাগে প্রশ্ন লিখলেও এখানে যদি কয়েক ভাগে প্রশ্ন না লিখ তাতে র কোনো সমস্যা নেই কিন্তু ৩ ভাগে গ নং এবং চার ভাগে ঘ নং লিখলে তা সুন্দর লাগবে এবং নাম্বার পাওয়ার চান্স বেড়ে যাবে।

HSC ict suggestion 2023

HSC ict suggestion 2023

৮ টি সৃজনশীল থেকে ৩ টি সৃজনশীল হওয়ায় এবং ২৫ টি থেকে ২০ টি বহুনির্বাচনি হওয়ায় এইচএসসি আইসিটি  ২০২৩ এ তে ভালো করা খুব সহজ হয়ে গিয়েছে। তিনটি অধ্যায়ে ভালো করে দেখে গেলেই তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দিয়ে আসতে পারবে বলে আমি মনে করি। তাছাড়া উপরের দেওয়া HSC ict suggestion 2023 ফলো করলে তোমার জন্য ভালো করা আরো সহজ হয়ে যাবে।

এখনই উপরের দেওয়া এইচএসসি আইসিটি সাজেশন ফলো করে রিভিশন শুরু করে দাও এবং তোমার প্রিয় বন্ধুদের কাছে শেয়ার করে দাও। HSC ict suggestion 2023 নিয়ে কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। আমরা দ্রুত সময়ের মধ্যে উত্তর দেয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।

আরো পড়ুন – 

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply