ডায়াবেটিস মাপার ভালো মেশিন, ডায়াবেটিস মাপার মেশিনের ব্যবহার

ডায়াবেটিস মাপার ভালো মেশিন

বাজারে ডায়াবেটিস মাপার অনেক মেশিন বের হয়েছে। তবে ডায়াবেটিস মাপার সব থেকে ভালো মেশিন হচ্ছে Vivachek Ino Blood Glucose Monitoring system. বর্তমান এই মেশিনটি অনেক ভালো মানের একটি মেশিন। এটি খুব সহজে এবং তাড়াতাড়ি ফলাফল দিয়ে থাকে।

বর্তমান বিশ্বে ডায়াবেটিস রোগ ব্যাপক আকার ধারণ করেছে। বিশেষজ্ঞরা মনে করেন ডায়াবেটিস বর্তমান মহামারী আকার ধারণ করেছে। সাধারণত ডায়াবেটিস মাপা হয় গ্লুকোমিটার দ্বারা। শরীরে যেরকম সুগার থাকলে মানুষ স্বাভাবিক ভাবে জীবন-যাপন করতে পারে তার তুলনায় যখন ব্লাড সুগার বেশি মাত্রায় হয় তখন তাকে ডায়াবেটিস বলা হয়। যাদের ডায়াবেটিস আছে তারা ব্লাড সুগার এর পরিমাণ দেখার জন্য এই গ্লুকোমিটার ব্যবহার করে থাকে।

বাজারে ডায়াবেটিস মাপার ভালো মেশিন অনেক আছে। আসুন আমরা এবার জানবো ডায়াবেটিস কি

ডায়াবেটিস কি

ডায়াবেটিস হলো এমন একটি রোগ যখন শরীরে ইনসুলিন এর ঘাটতি শুরু হয়। অর্থাৎ শরীরে যেরকম ইনসুলিন থাকা দরকার স্বাভাবিকের তুলনায় যখন ইনসুলিনের পরিমাণ অনেক কম হয় তখন সাধারণত ডায়াবেটিস রোগ দেখা যায়। অথবা রক্ত যখন ব্লাড সুগারের পরিমাণ বেড়ে যায় এবং ইনসুলিনের পরিমাণ কমে যায় তখনই ডায়াবেটিস হয়।

ডায়াবেটিস মাপার যন্ত্রের দাম কত

বাজারে ডায়াবেটিস মাপার অনেক যন্ত্র আছে। তারমধ্যে যদি আপনারা ডায়াবেটিস মাপার ভালো মেশিন গুলো সম্পর্কে জানতে চান সেগুলো সম্পর্কে আলোচনা করব। নিচে ডায়াবেটিস মাপার মেশিনের দাম ও মডেল দেওয়া হল

ডায়াবেটিস মাপার যন্ত্রের মডেল 

  • NTI BGM-202 Blood Glucose Monitoring System এর বাংলাদেশি দাম 699 টাকা
  • Accu-Chek Performa Blood Glocose Meter এর বাংলাদেশি দাম 1,250 টাকা
  •  Bionime Rightest GM700B Bluetooth Diabetes Machine এর বাংলাদেশি দাম 749 টাকা
  • Sinocare Safe Aq Diabetes Test Machine এর দাম বাংলাদেশি মূল্য 1,369 টাকা
  • NTI BGM-208 Blood Glucose Monitoring System এর বাংলাদেশি মূল্য 599 টাকা
  • Acquik Diabetes Blood Sugar Monitor with 50 Test Strip এর বাংলাদেশের মূল্য 799 টাকা
  • OKmeter 1B Match Blood Glucose Monitoring System এর বাংলাদেশি মূল্য 1400 টাকা
  • OK-1G OKmeter Direct Blood Glucose Monitoring এর বাংলাদেশি মূল্য 1400 টাকা
  • Biotech Match Blood Glucose Meter এর বাংলাদেশি মূল্য 870 টাকা
  • Gluco Leader Enhance Blue Blood sugar Tester Machine এর বাংলাদেশের মূল্য 1050 টাকা ।

ডায়াবেটিস মাপার স্ট্রিপ দাম

বাজারে ডায়াবেটিস মাপার বিভিন্ন স্ট্রিপ এর বিভিন্ন রকম হয়ে থাকে। আজকে আমরা কয়েকটি স্ট্রিপের দাম সম্পর্কে জানব

  • Contour plus 25 strips 625 tk
  • Contour TS 50 strips 1,100 tk
  • CONTOUR TS Orginal Blood Glucose Metter 1,300 tk
  • Contour plus Glucose Metter 1,400 tk
  • Accu-Chek instant Strips 50 1,400 tk
  • Accu-Chek Active 100’s Strips 2,300 tk
  • Accu-Chek Active Original Blood Gluco-Meter 3,200 tk

এরকম আরো অনেক ডায়াবেটিস মাপার স্ট্রিপ পাবেন। সে ক্ষেত্রে আপনাকে ফার্মেসিতে বা যে কোন ঔষধের দোকানে গিয়ে দেখতে হবে তাদের কাছে কিরকম স্ট্রিপ আছে। এবং দাম কিরকম।

ডায়াবেটিস মাপার পদ্ধতি

ডায়াবেটিস মাপার পদ্ধতি গুলো নিচে দেওয়া হল

গ্লুকোমিটার এর সাহায্যে

গ্লুকোমিটার ব্যবহারের মাধ্যমে আপনি খুব সহজেই বাসায় বসে অথবা ফার্মেসিতে আপনার ডায়াবেটিস আছে কিনা চেক করতে পারেন।

হাসপাতালে ব্লাড স্যাম্পল কালেক্ট করার মাধ্যম

হাসপাতালে যদি আপনি ডায়াবেটিস আছে কিনা চেক করতে চান তাহলে প্রথমে আপনার শরীর থেকে 100 গ্রাম এর মত ব্লাড নেওয়া হবে। তারা এটা ল্যাবরেটরীতে পরীক্ষা করে দেখবে যে আপনার ব্লাড সুগারের মাত্রা কি রকম। যদি স্বাভাবিকের তুলনায় সুগারের মাত্রা বেশি থাকে তাহলে আপনার ডায়াবেটিস হয়েছে।

ডায়াবেটিস মাপার ভালো মেশিন

যেভাবে ডায়াবেটিস মাপা হয়

ডায়াবেটিস মাপার জন্য রক্তের ফোটা পরীক্ষার স্ট্রিপে স্পর্শ করুন এবং ধরে রাখুন। গ্লুকোমিটার ভেদে রক্তের ফোঁটা ভিন্ন হতে পারে অর্থাৎ রক্তের ফোঁটা বেশি লাগতে পারে আবার কম লাগতে পারে। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় রক্তের ফোটা কম হওয়াতে ভুল মান দিতে পারে।

এভাবেই স্ট্রিপে রক্ত স্পর্শ করার পর কিছুক্ষণের মধ্যে অর্থাৎ থেকে 35-40 সেকেন্ডের মধ্যে গ্লুকোমিটার এর পর্দায় ডায়াবেটিসের মাত্রা প্রদর্শন করবে।

তবে ডায়াবেটিস মাপার সঠিক পদ্ধতি হচ্ছে হাসপাতালে গিয়ে ব্লাড স্যাম্পল কালেক্ট করার মাধ্যমে যে ফলাফল পাওয়া যায় সেটা। এটা সবথেকে কার্যকরী মাত্রা নির্দেশ করে। তাই সম্ভব হলে হাসপাতালে গিয়ে ডায়াবেটিস চেক করা উচিত। তবে বাসায় পরীক্ষা করতে চাইলে অবশ্যই ডায়াবেটিস মাপার ভালো মেশিন দিয়ে পরীক্ষা করতে হবে

ঘরে বসে ডায়াবেটিস পরীক্ষা

এখন আর ডায়াবেটিস মাপার জন্য আপনাকে ফার্মেসি বা হাসপাতালের জন্য অপেক্ষা করতে হবে না। এখন আপনারা চাইলে নিজেরাই ঘরে বসে ডায়াবেটিস পরীক্ষা করে নিতে পারেন। সে ক্ষেত্রে ফার্মেসি অথবা কোন দোকান থেকে আপনাকে একটি গ্লুকোমিটার কিনতে হবে। গ্লুকোমিটার সেট করার পর ল্যানসেট সুচ দিয়ে যেকোনো একটি আঙ্গুলে খোঁচা দিয়ে একফোঁটা বড় আকারের রক্ত বের করে নিতে হবে।

তারপর স্ট্রিপ এর মধ্যে সেই রক্তের ফোঁটা দিতে হবে এবং গ্লুকোমিটারে তা সেটআপ করতে হবে।

এভাবে কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 40 থেকে 45 সেকেন্ডের মধ্যে গ্লুকোমিটার আপনাকে একটি ফলাফল দেবে। মানে আপনার ডায়াবেটিসের মাত্রা কত বা পয়েন্ট কত সেটা প্রকাশ করবে।

ডায়াবেটিসের নরমাল পয়েন্ট কত

আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের গাইডলাইন অনুযায়ী রক্তে সুগারের মাত্রা যদি 5.7 এর কম থেকে তাহলে তাকে স্বাভাবিক বলা হয়। আর যদি রক্তে সুগারের মাত্রা 6.5 এর বেশি থাকে তাহলে সেটিকে ডায়াবেটিস ধরা হয়। 5.7 থেকে 6.5 এর মধ্যে যদি এর মাত্রা থাকে তাহলে প্রি ডায়াবেটিস বা ডায়াবেটিস পূর্ব অবস্থান বিবেচনা করা হয়।

ডায়াবেটিস মাপার মেশিনের ব্যবহার

ডায়াবেটিস মাপার মেশিনের নাম হচ্ছে গ্লুকোমিটার। সাধারণত গ্লুকোমিটার দিয়েই ডায়াবেটিস পরিমাপ করা হয়।ডায়াবেটিস মাপার জন্য রক্তের ফোটা পরীক্ষার স্ট্রিপে স্পর্শ করে ধরে রাখতে হবে। গ্লুকোমিটার ভেদে রক্তের ফোঁটা ভিন্ন হতে পারে অর্থাৎ রক্তের ফোঁটা বেশি লাগতে পারে আবার কম লাগতে পারে।

তবে অনেক ক্ষেত্রে দেখা যায় রক্তের ফোটা কম হওয়াতে ভুল মান দিতে পারে। এভাবেই স্ট্রিপে রক্ত স্পর্শ করার পর কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 35-40 সেকেন্ডের মধ্যে গ্লুকোমিটার এর পর্দায় ডায়াবেটিসের মাত্রা প্রদর্শন করবে। তবে চেষ্টা করবেন ডায়াবেটিস মাপার ভালো মেশিন ব্যবহার করার । তা না হলে ভুল মান আসতে পারে।

মন্তব্য

আমরা আজকে আপনাদের সাথে ডায়াবেটিস মাপার ভালো মেশিন নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। আপনারা চাইলে বাজার থেকে ডায়াবেটিস মাপার ভালো মেশিন সংগ্রহ করতে পারেন। অথবা আমাদের দেওয়া তথ্য অনুযায়ী অনলাইন থেকেও আপনারা ডায়াবেটিস মাপার ভালো মেশিন সংগ্রহ করতে পারেন।

তবে সময়ের পরিবর্তনের সাথে সাথে জিনিসপত্রের দাম যেহেতু বেড়েই চলছে তাই আমাদের দেওয়া তথ্য গুলোর উপর ভিত্তি করে আপনারা ডায়াবেটিস মাপার ভালো মেশিন কিনতে যাবেন না। মেশিন কেনার আগে অবশ্যই দোকানে গিয়ে দাম যাচাই করে কিনবেন। আজকে আর্টিকেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের প্রিয়জন অথবা শুভাকাঙ্ক্ষী অথবা ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন।

আরো পড়ুন –

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply