ঢাকা টু বাহরাইন গালফ এয়ার ফ্লাইট, ঢাকা থেকে বাহরাইন বিমান ভাড়া কত

ঢাকা টু বাহরাইন গালফ এয়ার ফ্লাইট

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের যে কয়টি দেশে কাজের জন্য প্রবাসীরা যায় তারমধ্যে বাহারাইন অন্যতম। কাজের সুন্দর পরিবেশ ও বেতন বেশি হওয়ায় প্রতিবছর প্রচুর প্রবাসী ভাইয়েরা বাহরাইনে কাজ করতে চান। প্রবাসীর সংখ্যা বেশি হওয়ায় বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার বেশ কয়েকটি এয়ারলাইন্স রয়েছে। বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট ও ট্রানজিট ফ্লাইট মাধ্যমে পাওয়া যায়।

আজকে আমরা ঢাকা টু বাহরাইন গালফ এয়ার ফ্লাইট, ঢাকা থেকে বাহরাইন বিমান ভাড়া কত বিস্তারিত আলোচনা করব। এবং কোন এয়ারলাইন্সে খরচ সবচেয়ে কম তা নিয়েও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করছি প্রবাসীদের উপকারে আসবে।

ঢাকা টু বাহরাইন গালফ এয়ার ফ্লাইট

ঢাকা থেকে কিভাবে যাওয়া যায়

ঢাকা থেকে ভালো বলতো দুই ভাবে যাওয়া যায়।

  1. সরাসরি ফ্লাইট
  2. ট্রানজিট ফ্লাইট

ট্রানজিট ফ্লাইট – ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার পর বাহারান পৌঁছানোর আগে যদি অন্য কোন এয়ারপোর্টে যাত্রাবিরতি নেয় বা বিমান চেঞ্জ করে তাকে ট্রানজিট। সাধারণত এই ধরনের বিমানগুলোতে ভাড়া কিছুটা কম হয় তবে সময়ে অনেক বেশি লাগে। কেননা নতুন বিমানবন্দরে গিয়ে আবার সিকিউরিটি চেক এবং টিকিট চেক করতে হয়।

সরাসরি ফ্লাইট – সরাসরি ফ্লাইট হচ্ছে যেসব বিমান ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে সরাসরি বাহরাইন নিয়ে যাবে। মাঝখানে অন্য কোন বিমানবন্দরের থামেনা। এইসব বিমানের ভাড়া তুলনামূলকভাবে কিছুটা বেশি হয় তবে সময় অনেক কম লাগে। বাংলাদেশ থেকে বেশিরভাগ প্রবাসী সরাসরি ফ্লাইটে বাহারাইন যায়।

ঢাকা থেকে বাহরাইন বিমান ভাড়া কত

এই পর্যায়ে আমরা ঢাকা থেকে বাহরাইন বিমান ভাড়া কত তা বিস্তারিত জানার চেষ্টা করুন। বিমান ভাড়া নির্ভর করে কোন এয়ারলাইন্সের টিকেট কাটছেন, এবং কতদিন আগে টিকেট কাটছে তার উপর। তবে আমরা একটি উপাদান ধারনা দেয়ার চেষ্টা করব।

ঢাকা থেকে বাহরাইন ট্রানজিট বিমান ভাড়া সর্বনিম্ন ৩৫ হাজার টাকা থেকে শুরু করে ৬৮ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।

যাওয়াটা আমরা বলেছিলাম বাংলাদেশ থেকে বাহারাইন দুই ভাবে যাওয়া যায়। সরাসরি ফ্লাইট ও ট্রানজিট ফ্লাইট।

ঢাকা থেকে বাহারাইন সরাসরি ফ্লাইট এর খরচ সর্বনিম্ন ৬৫ হাজার টাকা। ঢাকা থেকে বাহরাইন ট্রান্সফারের মাধ্যমে গেলে সর্বনিম্ন খরচ পড়বে ২৫ হাজার টাকা।

Dhaka to Bahrain air ticket price(ইকোনমি ক্লাস)

এ পর্যায়ে বিভিন্ন এয়ারলাইন্সের ঢাকা থেকে বাহরাইন এবং প্রায় এক নজরে দেখে নেব। আলোচনার ক্ষেত্রে আমরা ঢাকা থেকে ট্রানজিট ফ্লাইট এর ভাড়া ও সরাসরি বিমান ভাড়া করবো।

ঢাকা থেকে ট্রান্সজিট বিমান ভাড়া

মানে ঢাকা থেকে বাড়ি যাওয়ার পথে আছে কোন বিমান বন্দরে বিরোধী দেবে। সাধারণত সৌদি আরবের রিয়াদে কিংবা জেদ্দায় ট্রানজিট নেয়া হয়। এবং মাঝে মাঝে ও বিরতি দেয়া হয়।

ইন্ডিগো এয়ারলাইন্স – ২ টা ট্রানজিট পড়বে। ভাড়া ৩৫৫০০ টাকা এবং সময় লাগবে ৩৪ ঘন্টা

এয়ার এরাবিয়া – মোট ট্রানজিট পড়বে ২ টি। ফ্লাইট টিকিট এর খরচ পড়বে ৪৫৮০০ টাকা এবং সময় লাগবে ২৮ ঘন্টা।

এমিরাতস এয়ারলাইন্স – এই এয়ারলাইন্সে ট্রানজিট পড়বে ১ টি, ভাড়া ৭০৫০০ টাকা এবং বাইরাইন পৌছাতে সময় লাগবে ২২ ঘন্টা।

ঢাকা টু বাহরাইন গালফ এয়ার ফ্লাইট

উপরে হয়েছে কয়েকটি উপায় নিয়ে আলোচনা করেছি তার প্রত্যেকটি ট্রানজিট ফ্লাইট। অর্থাৎ ঢাকা থেকে ছাড়ার পর বাহারানে যাওয়ার আগে সৌদি আরব কিংবা দুবাইয়ের কোন একটি বিমানবন্দরে থাকবে এবং বিমান চেঞ্জ করবে। এছাড়া ট্রানসলাতে ভারত বোঝাতে অনেক বেশি সময় লাগে।

সরাসরি ঢাকা থেকে বাহারাইন বিমান ভাড়া ৭২ হাজার টাকা। আপনি যদি সরাসরি কোনো ঝামেলা ছাড়া যেতে চান সে ক্ষেত্রে ঢাকা টু বাহরাইন গালফ এয়ার ফ্লাইট টিকিট বুক করতে পারেন। যদিও এক্ষেত্রে খরচ কিছুটা বেশি হবে।

গালফ এয়ার – এই ফ্লাইটে কোন ট্রানজিট বা যাত্রাবিরত নেই। সরাসরি ঢাকা থেকে বাহরাইন যাবে। ভাড়া ৭১৬০০ টাকা এবং সময় লাগবে ৫ ঘন্টা ৩৫ মিনিট।

Bahrain to Dhaka air ticket price

বাহরাইন থেকে ঢাকা ফ্লাইট খরচ সর্বনিম্ন ২১ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৪৫ হাজার টাকা হয়ে থাকে। বাহরাইন থেকে ঢাকা দুইভাবে আসা যায়।

  1. ট্রানজিট বিমানে
  2. সরাসরি বিমানে

বাহরাইন টু ঢাকা ট্রানজিট বিমান ভাড়া

এই পর্যায়ে আমরা যে ফ্লাইট গুলো নিয়ে আলোচনা করব তার প্রত্যেকটি বাহারান থেকে ঢাকায় পৌঁছানোর আগে মাঝে কোন একটি দেশে যাত্রাবিরতি নেবে। সাধারণত সৌদি আরবে যাত্রাবিরতি বা ট্রানজিট দেয়া হয়।

সালাম এয়ার – এই ফ্লাইটে একটা টড়ানজিট নেয়া হয় মাস্কাটে। সময় লাগবে ৭ ঘন্টা ৩৫ মিনিট এবং বিমান ভাড়া পড়বে ২১৮০০ টাকা।

ইতিহাদ এয়ারওয়েজ – এই ফ্লাইটেও একটি ট্রানজিট পড়বে আবুধাবিতে। ভাড়া পড়বে ২১৯০০ টাকা এবং সময় ১০ ঘন্টা ৫ মিনিট

সৌদি এয়ারলাইন্স – ভাড়া ২২৭০০ টাকা। জেদ্দা বা রিয়াদে একটা ট্রানজিট নিবে। সময় লাগবে ৮ ঘন্টা।

ঢাকা টু বাহরাইন গালফ এয়ার ফ্লাইট

উপরে আমরা যে কয়টি ফ্লাইটে আলোচনা করেছি তার প্রত্যেকটি মাঝখানে ট্রানজিট নেবে। কিন্তু আপনি যদি সরাসরি বাহারাইন থেকে ঢাকা বিমানে আসতে চান সেক্ষেত্রে বাহরাইন টু ঢাকা গালফ এয়ার ফ্লাইট ভোগ করতে পারেন। তুলনামূলক কম খরচে সরাসরি যাত্রার জন্য গালফ এয়ার লাইন্স সবচেয়ে ভালো।

গালফ এয়ার লাইন্স – এই ফ্লাইটে কোন ট্রানজিট যাত্রা বিরতি নেই। সরাসরি বাহারান থেকে ঢাকা আসতে সময় লাগবে 5 ঘন্টা এবং টিকেট মূল্য ২৬০০০ টাকা।

ঢাকা থেকে বাহরাইন কত সময় লাগে

উপরে আমরা ঢাকা টু বাহরাইন গালফ এয়ার ফ্লাইট এর ভাড়া নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। এ পর্যায়ে আমরা দেখব ঢাকা থেকে বিমানে কত সময় লাগে। বিমানে কত সময় লাগে তা নির্ভর করবে আপনি কোন ধরনের ফ্লাইটে করে বাহারাইন যাচ্ছেন।

ঢাকা থেকে বাহরাইন ট্রানজিট বিমানে সর্বনিম্ন ১৮ ঘন্টা থেকে শুরু করে ৩৪ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। কিছু কিছু ফ্লাইট আছে একটা ট্রানজিট নেয় আবার কিছু কিছু ফ্লাইট আছে দুইবার ট্রানজিট নেয়। তাই টিকেট কাটার আগে অবশ্যই দেখে নিবেন আপনার ফ্লাইট কতবার বিরতি নিবে।

যতবেশি ট্রানজিট নিবে পৌছাতে তত বেশি সময় লাগবে।

ঢাকা থেকে সরাসরি বাহারাইনে যেতে সময় লাগে মাত্র 5 ঘন্টা। অর্থাৎ আপনি যদি ঢাকা টু বাহরাইন গালফ এয়ার ফ্লাইট এর টিকিট কাটেন তাহলে কোনো বিরতি ছাড়া সরাসরি বাহারেন পৌঁছাতে সময় লাগবে 5 ঘন্টা।

ঢাকা টু বাহরাইন গালফ এয়ার ফ্লাইট

উপরে আমরা ঢাকা থেকে বাহরাইন বিমান ভাড়া কত হয়ে ব্যাপারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি সেই ব্লগ টি আপনাদের ভাল লেগেছে। উপকারে আসলে আপনার বন্ধুও প্রিয়জনের সাথে আর্টিকেলটি শেয়ার করতে পারে…

ঢাকা থেকে বাহারাইন বিমান ভাড়া নিয়ে কোন ধরনের প্রশ্ন থাকলে এই পোষ্টের কমেন্ট করে জানাতে পারেন আমরা দ্রুত সময়ের মধ্যে উত্তর দেয়ার চেষ্টা করব।

আরো পড়ুন –

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply