বাংলাদেশ থেকে তুরস্ক ট্যুর প্যাকেজ ২০২৩

তুরস্ক ট্যুর প্যাকেজ

ভ্রমণ পিপাসু পর্যটকদের জন্য ইউরোপের পূর্ব-পশ্চিমে অবস্থিত তুরস্ক একটি স্বপ্নের জায়গা। দুই মহাদেশকে সংযোগকারী এই দেশ প্রতিটা স্থাপত্য থেকে শুরু করে খাবারের মাঝেও লুকিয়ে আছে অনেকের জানা অজানা ইতিহাস ও সংস্কৃতি। এখানে রয়েছে বিভিন্ন টুরিস্ট স্পট যা মনকে শান্ত করে দেয়। তুরস্ক ভ্রমণ করলে সুলতান সুলেমান শহর অবশ্যই ঘুরে আসা উচিত।

আজকে আমরা বাংলাদেশ থেকে তুরস্ক ট্যুর প্যাকেজ ২০২৩ সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করার চেষ্টা করব।

তুরস্ক বিভিন্ন ট্যুর প্যাকেজ

এই পর্যায়ে আমরা বাংলাদেশ থেকে তুরস্ক ট্যুর প্যাকেজ গুলোর মধ্যে অন্যতম কয়েকটি ট্যুর প্যাকেজ নিয়ে আলোচনা করবো। এই অফারগুলো পাওয়ার জন্য নির্দিষ্ট পরিমান মেম্বারের কন্ডিশন দেয়া থাকে অর্থাৎ সর্বনিম্ন ৪জন/ ৮ জন এইভাবে উল্লেখ করা যাকে। আপনার পরিবারের সদস্য অনুযায়ী

বাংলাদেশ থেকে তুরস্ক ট্যুর প্যাকেজ – ১

  • প্যাকেজ কোড- TNT@ESHT
  • কোম্পানি – Trips N Tours
  • বুকিং লিংক – https://tripsntours.com.bd/istanbul-to-istanbul-8-days
  • অবস্থানের সময়- ৮ দিন সর্বমোট
  • ল্যান্ড প্যাকেজ- সব মূল্য ৯৬ হাজার ৯০০ টাকা
  • ভ্রমণের ধরন- গ্রুপ ট্যুর
  • গ্রুপের আকার- সাধারণত সর্বনিম্ন চারজন থেকে ১৯ জন পর্যন্ত
  • প্যাকেজ সদস্য হওয়ার বয়সসীমা- ১৮ থেকে ৬৫ বছর পর্যন্ত

বিস্তারিত তথ্য- ইস্তাম্বুল থেকে যাত্রা শুরু

হবে। চারটি সাম্রাজ্যের শহর ইস্তাম্বল। দুই মহাদেশের মিলনস্থল রোমান সাম্রাজ্যের মতো ইতিহাস তৈরি হওয়ার পরে সরাসরি পশ্চিম দিকে অবস্থিত। বাংলাদেশ থেকে আসার পরে বিমানবন্দরে দেখা হবে এবং হোটেলে স্থানান্তর করা হবে। প্রথম দিন সন্ধ্যায় ট্যুর ব্রিফিং পাওয়া যাবে এবং সহযাত্রীদের সাথে পরিচিত হবার সুযোগ থাকবে।

এরপর সবাই একে অপরকে জানতে এবং স্থানীয় তুর্কি খাবারে নমুনা নেওয়ার জন্য সবাই মিলে সম্মিলিত হয়ে রাতের খাবার খেয়ে নিতে হবে।

থাকার ব্যবস্থা- থাকার জন্য দেয়া হবে এড়েনা হোটেল বা এরকম ক্যাটাগরি হোটেলে এক রাত থাকার সুব্যবস্থা।

বাংলাদেশ থেকে তুরস্ক ট্যুর প্যাকেজ – ২

বাংলাদেশী যেসব কোম্পানি বাংলাদেশ থেকে তুরস্ক ট্যুর প্যাকেজ দিয়ে থাকে এর মধ্যে অন্যতম একটি কোম্পানি ইমো হোলিডেজ। যারা পরিবার নিয়ে ৫/৬ দিনের ট্যুরের কথা ভাবছেন তাদের জন্য সাশ্রয়ী একটি অপশন হতে পারে এটি।

  • কোম্পানি – Imo Holidays
  • ব্যপ্তি – ৬ দিনের ট্যুর
  • মূল্য – ১ লক্ষ ২৫ হাজার
  • যোগাযোগের লিংক – https://imoholidays.com
  • ফেসবুক পেজ – www.facebook.com/ImoHolidaysBD/
  • ফোন নাম্বার- ০১৮২৭৬৪ ৭২৮০, ০১৯৪৮৪৯৪১৫৫, ০১৮৪৪৬১৩৮৯৭
  • Email- [email protected] / [email protected]& reservation

প্যাকেজে যা যা থাকবে

  • রিটান এয়ারপোট ট্রান্সফার বাই লাক্সারি বাস বা হাইস
  • পাঁচ রাত ইস্তাম্বুলের তিন স্টার হোটেলে থাকা
  • ইউরোপিয়ান সাইডে সকালের বুফে ব্রেকফাস্ট
  • দুপুরে ঐতিহ্যবাহী তুরষ্কের কিছু খাবার
  • রাতে বাংলাদেশি খাবার ইন্ডিয়ান বা পাকিস্তানি রেস্টুরেন্টে
  • ফুল ডে অটোমান ঐতিহাসিক প্রথম রাজধান অটোমান সাম্রাজ্যের প্রথম রাজধানীর বর্ষা টুর ব্ল্যাক সি বা কালো সাগরের বীচে গোসল এবং লাল সিগারিতে সাইট সিন এবং
  • সকল ট্রান্সফার ভিসা ফি এবং অ্যাসিস্ট্যান্ট ট্যুর গাইড

প্যাকেজের বাইরে যা যা থাকবে না

  • সমস্ত ব্যক্তিগত খরচ
  • রুম সার্ভিস
  • ইন্টারনেট
  • টেলিফোন বিল
  • শপিং

ডে এক- ইস্তাম্বুল আগমনি এয়ারপোর্ট থেকে রেস্টুরেন্টের ট্রান্সফার। দুপুরে খাবার শেষে হোটেলে চেকিং এবং রেস্ট। সন্ধ্যা ইস্তাম্বুলের বিখ্যাত তাক্সি স্কয়ারে ঘোরাঘুরি এবং রাতের খাবার শেষে হোটেলে অবস্থান।

ডে ২- সকালে নাস্তা করে সারা দিনের জন্য সাইড সিন এর উদ্দেশ্যে যাত্রা। এদিন দেখা যাবে ইসলামিক ঐতিহাসিক সব স্থাপনা, সুলতান সোলেমানের প্রাসাদ, বিখ্যাত দুপুরের খাবার, রাতের খাবার, হোটেলে অবস্থান।

ডে ৩- সকালের এর নাস্তা শেষে সারাদিনের জন্য দেখা যাবে বিখ্যাত ফসফরাস প্রণালী, যা মারা সাগর এবং লাক্সি এর মধ্যে সংযোগের স্থাপন করেছে। জাহাজে করে ঘুরে বেড়ানো হবে এবং বসফরাস এর দুপুরের মন জুড়ানো সৌন্দর্য উপভোগ করা যাবে। বসবাস বোণশোনা আলীর উপর স্থাপিত ঝুলন্ত ব্রিজ দেখা যাবে যা ইস্তাম্বুল কে পৃথক করেছে সে এবং ইউরোপ থেকে এশিয়ান হিল দেখা যাবে।

ডে ৪- সকালের নাস্তা করে সারাদিনের জন্য সার্চিং বেশি যাত্রা শুরু করা হবে। অটোমান সাম্রাজ্যে প্রথম রাজধানীর উদ্দেশ্যে সেখানে দেখা যাবে গ্রীন মোস্ট ক্রিম টম, আরেকটা বাজার এবং তুরস্কের বিখ্যাত পর্বত উলু ডাক বোড় পর্বতের দৃশ্য উপভোগ করা যাবে এবং শেষে ফিরে আসা হবে ি ইস্তাম্বুলে। দুপুরে খাবার, রাতের খাবার এবং হোটেলে অবস্থান।

ডে ৫- সকালে নাস্তা করে সারাদিনের জন্য বের হয়ে যাবে। এই দিন বেলাক্সি বা কালো সাগরের নিচে গোসল করতে যাওয়া হবে এবং সাগরে সৌন্দর্য উপভোগ করতে দেওয়া হবে। দুপুরে লাঞ্চ করে স্তামবলে ফিরে আসতে হবে। বিকেলে শপিং এর জন্য সময় কাটানো এবং রাতের খাবার শেষে হোটেলে অবস্থান।

ডে ৬- হোটেলের সকালের নাস্তা শেষ করে হোটেলে চেক আউট এগারোটার ভিতরে। দুপুরে খাবার খেয়ে এয়ার পোর্টের উদ্দেশ্যে যাত্রা।

বেড শেয়ার- টুইন শেয়ারিং

বেসিস পেমেন্ট পলিসি

  • বুকিং এর জন্য একমাস পূর্বেই ২৫ হাজার টাকা
  • ভিসা হবার পর ৫০ হাজার টাকা
  • ফ্লাই করার ১৫ দিন আগে বাকি ৫০ হাজার টাকা

ভিসার জন্য যা যা লাগবে

  • অরজিনাল পাসপোর্ট মিনিমাম এক বছরে মেয়াদ থাকতে হবে
  • 2*2 সাইজের নতুন তোলা ম্যাট প্রিন্ট ছবি তিন কপি
  • লাস্ট ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট
  • সাথে ব্যালেন্স থাকতে হবে তিন থেকে পাঁচ লাখ টাকা
  • ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট
  • জাতীয় পরিচয় পত্র কপি
  • ভিজিটিং কার্ড
  • চাকরি করলে অফিসের প্যাডে ছুটির আবেদন
  • ব্যবসা করলে নোটা রাইস ট্রেড লাইসেন্স এবং সাথে ইন সার্টিফিকেট বা আয়কর সার্টিফিকেট
  • অফিসের আইডি কার্ড
  • ব্যবসা প্রতিষ্ঠানের প্যাডের পাতা
  • পরিবার নিয়ে গেলে বিয়ের নিকাহনামা এবং সার্টিফিকেট নোটারি করা

নোটস:

  • দুই ডোজ টিকা দেওয়া থাকতে হবে এবং সার্টিফিকেট থাকতে হবে
  • ফ্লাইট এর আগে করোনা টেস্ট করে নিতে হবে
  • ভিসা এয়ার টিকেট এবং হোটেল বুকিং
  • কনফার্ম হয়ে গেলে কোন টাকা রিটার্ন করা হবে না
  • এয়ার টিকেটের জন্য এয়ার লাইন্সের রুলস অনুযায়ী ডেট চেঞ্জ করা যাবে
  • কোন গেস্ট তার নিজের ব্যক্তিগত কিছু হারিয়ে ফেললে সে নিজে দায়ী থাকবে
  • কোন কারনে ফ্লাইট ক্যানসেল হলে প্রাকৃতিক দুর্যোগের কারণে যেতে না পারলে ল্যান্ড প্যাকেজের টাকা রিটার্ন পাওয়া যাবে না
  • গ্রুপের সাথে যেতে হবে এবং গ্রুপের সাথে দেশে ফিরে আসতে হবে

বাংলাদেশ থেকে তুরস্ক ট্যুর প্যাকেজ – ৩

  • কোম্পানি – জাস্ট হলিডেস লিমিটেড
  • প্যাকেজের নাম- ফ্রি ইনডিপেনডেন্ট টুরিস্ট গ্রুপ ট্যুর প্যাকেজ
  • দিন- ৩ রাত ৪ দিন
  • তুরস্কের ইস্তাম্বুলে ৩ রাত চার দিন ভ্রমণের জন্য খরচ পড়বে- জনপ্রতি ১ লাখ ১১ হাজার টাকা

এই প্যাকেজের সুবিধা

  • প্যাকেজের মূল্যের বাইরে কোন বাড়তি খরচ করতে হয় না
  • ভ্রমণকারীদের ফলে দর্শনার্থীদের ভ্রমণ বিষয়ে কোন দুশ্চিন্তা নেই
  • দর্শনার্থীদের দিক নির্দেশনার জন্য অভিজ্ঞ পর্যটক গাইড থাকবেন
  • হোটেল বুকিং
  • টিকেট সংগ্রহ
  • ভিসা প্রসেসিং
  • প্যাকেজভেদে সকালে নাস্তা সহ তিন বেলার খাওয়া দাওয়া এবং
  • সকল ধরনের এসি ট্রান্সপোর্ট এর ব্যবস্থা থাকবে

যোগাযোগের ঠিকানা 

  • যোগাযোগের নাম্বার- ০১৬১৪৪৬৬৬০১ এবং ০১৬১৪৪৬৬৬৬০২ এবং ০১৬১৪৪৬ ৬৬১ এক এবং ০১৬১৪৪৬৬১৫
  • টেলিফোন নাম্বার- ০২৯৮২১২৬৯ থেকে ৭১
  • ওয়েবসাইট- www.justholydaysltd.com
  • ফেসবুক পেজ-  https://www.facebook.com/just-holydays-ltd-1543973742480970/ref=bookmarks

সরাসরি অফিসেও যোগাযোগ করা যাবে। অফিসের ঠিকানা- নগর লোক, ফোন হোমস, অ্যাপার্টমেন্ট B2/ রোড নাম্বার ১৭, বাড়ি নম্বর ১২, ১১ ব্লক ডি, বনানী। ঢাকা- ১২১৩

বাংলাদেশ থেকে তুরস্ক ট্যুর প্যাকেজ – ৪

  • কোম্পানি – ড্রাগন হলিডেস বিডি
  • প্যাকেজ- ইস্তানবুলে ৫ দিন

প্যাকেজের সুবিধা সমূহ-

  • থ্রি স্টার হোটেলের চার রাত থাকার সুযোগ এবং ফোর স্টার হোটেলে আরেকদিন থাকার সুযোগ
  • এসি পরিবহনের সুবিধা
  • এয়ারপোর্ট থেকে বিভিন্ন জায়গায় ঘুরা পর্যন্ত সারাদিন ইস্তানবুলে ঘোরা
  • এবং ডিনারে থাকবে তুরস্কের ঐতিহ্যবাহী খাবার
  • ভিসা প্রসেসিং এর খরচ

ব্যক্তিগত খরচ-

  • তুরস্ক থেকে রিটার্ন টিকেট যা বাংলাদেশী ৫৫ হাজার থেকে ৬৫ হাজার
  • ভিসা এর খরচ পার পার্সোন ১৩০০০ টাকা এবং
  • অন্যান্য সার্ভিস চার্জ

ঘুরার জায়গা গুলো-

  • ব্লু মসজিদ
  • হিপোথড্রোম
  • জার্মান ফাউন্টেন
  • গ্র্যান্ড বাজার
  • টপকাপি মহল
  • হাজিয়া ইরান চার্চ
  • dolmabahce palace
  • গোল্ডেন হর্ন
  • রুমেলি ফোর্ট্রেস
  • কাবেল কার
  • pierre লটি পাহাড়
  • মিশরীয় বাজার
  • ডিনার ক্রস
  • বেলি ডান্স
  • মিউজিক শো

বিশেষ দ্রষ্টব্য

  • এদের কোন হিডেন কস্ট নেই
  • কোন সার্ভিস চার্জ নেই
  • সব প্যাকেজ দুইজন ব্যক্তির জন্য মিনিমাম
  • যেকোনো ডেটে পসিবল
  • এক্সট্রা প্রতি রাতের জন্য ২৫০০ টাকা পার পারসেন
  • কাস্টম প্যাকেজ অ্যাভেলেবেল
  • ফোর স্টার হোটেল চার্জ প্রযোজ্য

যোগাযোগের ঠিকানা 

  • ঠিকানা- office shop#12,level3,bijoy rakeen vitu,mirpur15,dhaka1216,Bangladesh
  • Web: https://dragonholidaysbd.com

কমদামে তুরস্ক ট্যুর প্যাকেজ

উপরে আমরা যেকয়টি বাংলাদেশ থেকে তুরস্ক ট্যুর প্যাকেজ নিয়ে আলোচনা করেছি তার বেশিরভাগ ই ব্যয়বহুল ছিলো। তবে এই পর্যায়ে আমরা এমন দুটি ওয়েবসাইট নিয়ে আলোচনা করবো যেখানে তুলনামূলক কম খরচে তুরস্কে ভ্রমনে যেতে পারবেন।

  1. Www.thomascook.in
  2. Www.makemytrip.com

মন্তব্য

আজকে আমরা বাংলাদেশ থেকে তুরস্ক ট্যুর প্যাকেজ ২০২৩ সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করেছি এবং কিছু অসাধারণ প্যাকেজ উল্লেখ করেছি। আশা করছি ভ্রমণ পিপাস মানুষদের জন্য আর্টিকেলটি অনেক কাজে লাগবে। আর্টিকেলটি পছন্দ হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন।

বাংলাদেশ থেকে তুরস্ক ট্যুর প্যাকেজ

 আরো পড়ুন – 

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply